আ পৃষ্ঠা ২৬
- Bengali Word আটুলি English definition ⇒ আটালি
- Bengali Word আটেপিটে English definition ⇒ আটেপিঠে
- Bengali Word আটেপিঠে , আটেপিটে English definition [আটেপিঠে, আটেপিটে] (অব্যয়) সর্ব অঙ্গে; সব রকমে (আটোপিঠে দড়)। {আষ্টেপৃষ্ঠে>}
- Bengali Word আটোপ ( মধ্যযুগীয় বাংলা ) English definition [আটোপ্] (বিশেষ্য) ১ দর্প; গর্ব; দেমাক; অহঙ্কার (সহিতে না পারে ইন্দ্র যাহার আটোপ-সৈয়দ আলাওল)। ২ প্রভাব; ক্রিয়া (তৃণভূমি বশ রহে মন্ত্রের আটোপ-কাজী দৌলত)। আটোপ টঙ্কার (বিশেষ্য) অহঙ্কারোক্তি; আস্ফালন (শুনয়ে মুরারি গুপ্ত আটোপ টঙ্কার-বৃন্দাবন দাস)। {(তৎসম বা সংস্কৃত) আ+√তুপ্ +অ (ঘঞ্)}
- Bengali Word আঠকপালী English definition ⇒ আটকপালে
- Bengali Word আঠা , আটা ৩ English definition [আঠা, আটা] (বিশেষ্য) ১ কাই; লেই; গাঁদ। ২ ক্বাথ। ৩ গাচের চটচটে রস বা নির্যাস। ৪ আগ্রহ; মনোযোগ (কাজে আটা থাকা)। আটাকাঠি (বিশেষ্য) পাখি ধরার জন্য আঠাযু্ক্ত কাঠি বা দণ্ডবিশেষ (আটাকাঠিটা পেলে ঠিক হত কিন্তু রিদয়ের বাবা সেটা চালের মটকায় তুলে রেখেছেন-অবনীন্দ্রনাথ ঠাকুর)। আঠালো, আঠুলে (বিরল)। আটালো, আঁটালো (বিশেষণ) আঠাযু্ক্ত; চটচটে; এঁটেল (আঠুলে মাটি-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। {(তৎসম বা সংস্কৃত) গ্রন্থি> (বাংলা) গাঁঠ ((হিন্দি) আঁট)>আঁট+ (বাংলা) আ>}
- Bengali Word আঠার English definition ⇒ আটারো
- Bengali Word আঠারো , আঠার English definition [আঠারো] (বিশেষ্য) ১৮ সংখ্যা। □ (বিশেষণ) ১৮ সংখ্যক। আঠারোই ( বিশেষ্য) মাসের আঠারো তারিখ; মাসের অষ্টাদশ দিবস। আঠারোঘা (বিশেষণ) নানা প্রকার বা নানা জাতীয় ঘা অথবা ব্যাধিতে আক্রান্ত (বাঘে ছুঁলে আঠারো ঘা)। □ (বিশেষ্য) (আলঙ্কারিক) নানা ফ্যাসাদ; নানা ঝঞ্ঝাট। আঠারোমাসে বৎসর (বিশেষ্য) (আলঙ্কারিক) দীর্ঘসূত্রতা; বিনা হিসাবে সময় যাপন। {(তৎসম বা সংস্কৃত) অষ্টাদশ>(প্রাকৃত) আটঠারহ>}
- Bengali Word আঠি English definition ⇒ আঁটি
- Bengali Word আঠুলে English definition ⇒ আঠা
- Bengali Word আড্ডা English definition [আড্ডা] (বিশেষ্য) ১ আবাস; মিলন কেন্দ্র (চোরের আড্ডা)। ২ বাসস্থান; ঠিকানা (আড্ডা গাড়া)। ৩ মজলিস; বৈঠক (তাসের আড্ডা)। ৪ ভাড়ার গাড়ি দাঁড়ানোর জায়গা (রিকশার আড্ডা)। ৫ সরাই; চটি। আড্ডাগাড়া (ক্রিয়া) বাসস্থান তৈয়ার করা বা বাসা বাঁধা (হাঁসেরা এসে আড্ডা গেড়ে বসল-অবনীন্দ্রনাথ ঠাকুর)। আড্ডাজমানো (ক্রিয়া) খোশগল্প করা। আড্ডাদেওয়া, আড্ডামারা (ক্রিয়া) ১ আড্ডায় যোগ দেওয়া। ২ দলবদ্ধ হয়ে আমোদ-স্ফূর্তি করা। আড্ডাধারী (বিশেষ্য) আড্ডা বা দলের প্রধান ব্যক্তি। □ (বিশেষণ) যে আড্ডায় বহু সময় কাটায়। আড্ডাবাজ (বিশেষণ) যে আড্ডা বা খোশগল্পে অধিক সময় কাটায়। {(তৎসম বা সংস্কৃত) অট্ট>; (হিন্দি) অড্ডা> (বাংলা) আড্ডা(দ্রাবিড়?)}
- Bengali Word আঢাকা English definition [আঢাকা] (বিশেষণ) খোলা; অনাবৃত; অনাচ্ছাদিত। { (বাংলা) আ+ঢাকা}
- Bengali Word আঢুল English definition [আঢুল্] (বিশেষণ) তন্দ্রালস; ঢুলুঢুলু (আঢুল রাত্রি নয়-বিষ্ণু দে)। {আ+ঢুলু>}
- Bengali Word আঢেল English definition ⇒ অঢেল
- Bengali Word আঢ্য English definition [আড্ঢো] (বিশেষণ) ১ ধনী; সমৃদ্ধ; সম্পদশালী। ২ সম্পন্ন; যুক্ত (ধনাঢ্য)। {(তৎসম বা সংস্কৃত) আ+√ধ্যৈ+ অ(ক)}
- Bengali Word আণবিক , আণব English definition [আনোবিক, আনব্] (বিশেষণ) ১ অণুসংক্রান্ত; অনুসম্বন্ধীয়; molecular (আণব চৌম্বক বলে আকৃতি- বিকৃতি-রঠ।)। ২ পরমাণু সংক্রান্ত, atomic । আণবিকবোমা (বিশেষ্য) অণুশক্তিজাত মারণাস্ত্রবিশেষ; অ্যাটম বোমা। {(তৎসম বা সংস্কৃত) অণু+(ষ্ণিক্) ইক, অ (অণ্)}
- Bengali Word আণ্ডা , এণ্ডা English definition [আন্ডা, এন্ডা] (বিশেষ্য) অণ্ড; ডিম (গণ্ডা গণ্ডা এণ্ডা খেয়ে ঠাণ্ডা করি প্রাণ-ঈশ্বর গুপ্ত)। আণ্ডাবাচ্চা (বিশেষ্য) ১ গর্ভস্থ ও ক্রোড়স্থ সন্তান। ২ ছোট ছেলেপুলে। ((তৎসম বা সংস্কৃত) অণ্ড>}
- Bengali Word আণ্ডিল , আণ্ডীল English definition [আন্ডিল্] (বিশেষ্য) স্তূপ; টাল (টাকার আণ্ডিল উঠি ফণ্ডের ভাঁড়ার-হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়)। □ (বিশেষণ) বহু টাকার মালিক; মহাধনী (চোরেরা আণ্ডীল হয়ে যেতো-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))। {(তৎসম বা সংস্কৃত) আণ্ডীর>আণ্ডিল}
- Bengali Word আণ্ডীর English definition [আন্ডির্] (বিশেষণ) বহু ডিম আছে এমন; অণ্ডযুক্ত। {(তৎসম বা সংস্কৃত) আণ্ডীর>আণ্ডীল>}
- Bengali Word আণ্ডীল English definition ⇒ আণ্ডিল