আ পৃষ্ঠা ২৮
- Bengali Word আত্তার English definition [আত্তার্] (বিশেষ্য) আতরওয়ালা; আতর-বিক্রেতা। (আত্তারগণ প্রত্যেক লোকের জন্য উৎকৃষ্ট গোলাবী আতর সাজাইয়া রাখিয়াছে- ইসমাইল হোসেন শিরাজী)। {(আরবি)আত্তার}
- Bengali Word আত্তি English definition [আত্তি] (বিশেষ্য) সমাদর; আত্মীয়সুলভ ব্যবহার (যত্ন আত্তি করা)। {(তৎসম বা সংস্কৃত) আত্ম>আত্ত + (বাংলা ) ই}
- Bengali Word আত্তীকরণ English definition [আত্তিকরোন্] (বিশেষ্য) দেহের অঙ্গীভূতকরণ; assimilation। {(তৎসম বা সংস্কৃত) আ+ √দা + ত(ক্ত) +(চ্রি)+করণ}
- Bengali Word আত্ম ১ English definition ⇒ আত্মা
- Bengali Word আত্ম ২ (আত্মন্) English definition [আত্তোঁ] (বিশেষণ) আপনার; নিজের; স্বীয়; নিজ সম্বন্ধীয়। □ ( বিশেষ্য) আপন; স্ব; নিজ। আত্মঅবধারিত (বিশেষণ) স্বনির্ধারিত (প্রধান ব্যক্তিরা আত্ম-অবধারিত নির্বাসন ও ইতস্তত পরিভ্রমণ করিয়া-শেখ আবদুর রহিম)। আত্মকলহ (বিশেষ্য) ১ নিজেদের মধ্যে ঝগড়া; স্বজন-বিরোধ। ২ গৃহবিবাদ। আত্মকুটুম্ব (বিশেষ্য) আত্মীয়স্বজন। আত্মকৃত (বিশেষণ) নিজের হাতে সম্পন্ন; স্বকৃত। আত্মগত (বিশেষণ) ১ আত্মনিষ্ঠ। ২ নিজ আয়ত্তভুক্ত; স্বগত। আত্মগরিমা, আত্মগর্ব, আত্মগৌরব (বিশেষ্য ) অহঙ্কার; দেমাক। আত্মগর্বী (-বিন্) (বিশেষণ) অহঙ্কারী; দেমাকি। আত্মগুণ (বিশেষ্য) নিজগুণ; আপন বিদ্যা বিনয়াদি গুণ। আত্মগুণাভিমানী (-নিন্) (বিশেষণ) নিজের গুনের জন্য গর্ব বা অভিমানবোধকারী। আত্মগুপ্ত (বিশেষণ ) আপনাতে লুক্কায়িত; অপ্রকাশিতভাবে অবস্থিত। আত্মগুপ্তা (স্ত্রীলিঙ্গ)। আত্মগোপন, আত্মগুপ্তি (বিশেষ্য) ১ লুকিয়ে অবস্থান; গা ঢাকা দেওয়া। ২ নিজের মনোভাব গোপন। আত্মগ্লানি (বিশেষ্য) নিজের উপর ক্ষোভ বা ধিক্কার; অনুতাপ; অনুশোচনা। আত্মঘাত (বিশেষ্য) ১ আত্মহত্যা; নিজেই নিজের প্রাণ বিনাশ। ২ নিজেই নিজের অনিষ্ট সাধন। আত্মঘাতক, আত্মঘাতী (তিন্),আত্মঘ্ন (বিশেষণ) ১ নিজেই নিজের প্রাণ নষ্ট করে এমন; স্বীয় জীবননাশক; আত্মহত্যাকারী। ২ নিজের বড়ো রকমের অনিষ্ট সাধক (অন্যের আঘাত করে আত্মঘাতী ক্রোধ- রবীন্দ্রনাথ ঠাকুর)। আত্মঘাতিকা, আত্মঘাতিনী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) আত্মহত্যাকারিণী (দিদি শুনিলে আত্মঘাতিনী হইবেন-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। আত্মচিন্তা (বিশেষ্য) ১ নিজের ভালো-মন্দ সম্বন্ধে চিন্তা। ২ আত্মা বা পরমাত্মা সম্বন্ধে দার্শনিক চিন্তা। আত্মচৈতন্য (বিশেষ্য) আত্মজ্ঞান; আত্মবোধ। আত্মজ (বিশেষ্য ) পুত্র (উত্তরিলা রথী রাবণ-অনুজ লক্ষ্যি রাবণ আত্মজে-মাইকেল মধুসূদন দত্ত)। আত্মজা (স্ত্রীলিঙ্গ)। আত্মজীবনী (বিশেষ্য) নিজের হাতে লেখা জীবনকাহিনী। আত্মজৈবনিক (বিশেষণ) আত্মজীবনীমূলক; স্বীয় জীবন সম্বন্ধীয় (তাঁর এখনকার লেখা হয়তো একটু ক্লেশকর রকমের আত্মজৈবনিক-সুধীন্দ্রনাথ দত্ত)। আত্মজ্ঞ ( বিশেষণ) ১ নিজের দোষগুণ জানে এমন। ২ আত্মার তত্ত্ব জানে এমন। আত্মজ্ঞান, আত্মতত্ত্ব (বিশেষ্য) ১ আত্মা বা পরমাত্মা সম্বন্ধীয় জ্ঞান। ২ আধ্যাত্মবিদ্যা বা দর্শন। আত্মতত্ত্বজ্ঞ (বিশেষণ) আধ্যাত্মতত্ত্ববিদ; আত্মজ্ঞানী। আত্মতুল্য ( বিশেষণ) নিজের মতো; আপনার সমান। আত্মতুল্যা (স্ত্রীলিঙ্গ)। আত্মতুষ্টি, আত্মতৃপ্তি (বিশেষ্য) নিজের সন্তোষ; আত্মসুখ। আত্মতুষ্ট বিণ। আত্মতৃপ্ত বিণ। আত্মত্যাগ (বিশেষ্য) ১ নিজের প্রাণ উৎসর্গ। ২ পরের মঙ্গলের জন্য স্বার্থ বিসর্জন। আত্মতৃপ্তি Þ আত্মতুষ্টি। আত্মত্যাগী (-গিন্) বিণ। আত্মত্রাণ (বিশেষ্য) নিজকে বিপদ থেকে বাঁচানো; আত্মরক্ষা। আত্মদমন (বিশেষ্য ) ১ আত্মসংযম। ২ ইন্দ্রিয় দমন। আত্মদর্শন (বিশেষ্য) ১ আপন দোষগুণ পরীক্ষা; আত্মপরীক্ষা। ২ নিজ আত্মার স্বরূপ বোধ। আত্মদর্শী (-শিন্) (বিশেষণ) আত্মদর্শনকারী। আত্মদর্শিনী (স্ত্রীলিঙ্গ)। আত্মদান, আত্মবলি, আত্মবলিদান (বিশেষ্য ) অন্যের উপকারার্থে নিজের জীবনদান; নিজের প্রাণ উৎসর্গ করণ। আত্মদোষ (বিশেষ্য) নিজের অপরাধ; স্বীয় ত্রুটি। আত্মদোষ ক্ষালন, আত্মদোষ খণ্ডন (বিশেষ্য) নিজের দোষ দূরীকরণ; স্বীয় নির্দোষিতা প্রমাণ করা। দোষজ্ঞ (বিশেষণ) নিজের দোষ সম্পর্কে সচেতন এমন। আত্মদ্রষ্টা (বিশেষ্য), (বিশেষণ) আত্মদর্শী। আত্মদ্রোহ (বিশেষ্য) ১ নিজের অনিষ্ট; নিজ ক্ষতি সাধন। ২ আত্মপীড়ন। ৩ গৃহবিবাদ; ঘরোয়া ঝগড়া। আত্মদ্রোহী (-হিন্) (বিশেষণ) ১ নিজের অনিষ্টকারী; আত্মপীড়ক। ২ গৃহশত্রু। আত্মদ্রোহিণী (স্ত্রীলিঙ্গ)। আত্মদ্রোহিতা (বিশেষ্য)। আত্মনিগ্রহ (বিশেষ্য) ১ আত্মদমন; আত্মসংযম। ২ আত্মপীড়ন; আত্মশাসন। আত্মনিবিষ্ট, আত্মনিমগ্ন Þ আত্মমগ্ন। আত্মনিয়োগ (বিশেষ্য) নিজেকে নিযুক্তকরণ; মনোনিবেশ। আত্মনির্ভর (বিশেষ্য) নিজের উপর ভরসা; স্বাবলম্বন। আত্মনির্ভরকারী; স্বাবলম্বী; আত্মপ্রত্যয়ী। আত্মনির্ভরকারিণী, আত্মনির্ভরশীলা (স্ত্রীলিঙ্গ)। আত্মনিষ্ঠ (বিশেষণ) ১ আপনাতে নিমগ্ন; আত্মগত। ২ আত্মজ্ঞানে নিষ্ঠাযুক্ত। আত্মনিষ্ঠা (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ)। আত্মপর (বিশেষ্য) ১ আপনজন ও অপর; আপন ও পর। ২ স্বপক্ষ ও বিপক্ষ; শত্রুমিত্র। আত্মপরতা (বিশেষ্য) স্বার্থপরতা। আত্মপরায়ণ (বিশেষণ) স্বার্থপর। আত্মপরায়ণতা (বিশেষ্য) স্বার্থপরতা। আত্মপরায়ণা (স্ত্রীলিঙ্গ)। আত্মপরিচয় (বিশেষ্য) ১ নিজের পরিচয়; নিজের নাম-ধাম বংশ প্রভৃতির বিবরণ। ২ জাতিসত্তা। আত্মপরীক্ষা (বিশেষ্য) স্বীয় দোষগুণ ও সামর্থ্যাদি ভালোভাবে বিচার। আত্মপীড়ন, আত্মপীড়া (বিশেষ্য) নিজকে কষ্ট দেওয়া; আত্মনিগ্রহ। আত্মপূজন, আত্মপূজা ( বিশেষ্য) আত্মতোষণ; আত্মপ্রশংসা। আত্মপূজক বিণ। আত্মপ্রকাশ (বিশেষ্য) ১ আবির্ভাব; বিকাশ। ২ স্বরূপ প্রকাশ; নিজের পরিচয় দান। আত্মপ্রতারণ, আত্মপ্রতারণা, আত্মপ্রবঞ্চন, আত্মপ্রবঞ্চনা (বিশেষ্য) আত্মবঞ্চনা; নিজেকে ভুল বোঝানো; নিজেকে ঠকানো বা ফাঁকি দেওয়া। আত্মপ্রতারক, আত্মপ্রতারিত বিণ। আত্মপ্রতিষ্ঠা (বিশেষ্য) নিজের প্রতিপত্তি প্রাধান্য বা গৌরব প্রতিষ্ঠা। আত্মপ্রত্যয় (বিশেষ্য) ১ নিজের শক্তির উপর আস্থা; আত্মবিশ্বাস। ২ নিজের উপর নির্ভর। ৩ অন্তরে সত্যোপলব্ধি। আত্মপ্রত্যয়শীল, আত্মপ্রত্যয়ী (-য়িন্) বিণ। আত্মপ্রশংসা (বিশেষ্য) নিজেই নিজের সুখ্যাতি করা; আত্মশ্লাঘা। আত্মপ্রসাদ (বিশেষ্য) নিজের মনে অনুভূত আনন্দ বা তৃপ্তি। আত্মবঞ্চক (বিশেষ্য) নিজেকে বঞ্চনা করে এমন; নিজের মনকে ভুল বোঝায় বা নিজেকে ফাঁকি দেয় এমন। আত্মবঞ্চিকা (স্ত্রীলিঙ্গ)। আত্মবঞ্চন, আত্মবঞ্চনা (বিশেষ্য) নিজকে নিজে প্রতারণা; অপরাধ বা অন্যায় করে নির্দোষ রূপে নিজেকে ভাবা। আত্মবৎ (বিশেষণ) নিজের মতো; আপনার ন্যায়। আত্মবধ (বিশেষ্য) আত্মহত্যা; আত্মহনন। আত্মবধী (ধিন্) (বিশেষণ) আত্মহত্যাকারী (আত্মবধী হইমু নিশ্চয়-রাজিয়া খান)। আত্মবর্গ (বিশেষ্য ) আত্মীয়-স্বজন; আপন লোকজন। আত্মবশ (বিশেষণ) নিজের অধীন; স্বজন। □ (বিশেষ্য) আত্মসংযম। আত্মবান (বিশেষণ) উদার-চিত্ত, মহৎপ্রাণ। আত্মবিকাশ (বিশেষ্য) আত্মপ্রকাশ; অন্তনির্হিত শক্তি বা গুণের স্ফুরণ। আত্মবিক্রয় (বিশেষ্য) অন্যের নিকট পূর্ণ বশ্যতা স্বীকার। আত্মবিগ্রহ (বিশেষ্য) নিজেদের মধ্যে বিবাদ; গৃহযুদ্ধ। আত্মবিচ্ছেদ (বিশেষ্য) আপনজনের সাথে অমিল বা ছাড়াছাড়ি। আত্মবিদ, আত্মবিৎ (-বিদ্) (বিশেষণ) যিনি আপনাকে জানেন; আত্মজ্ঞ। আত্মবিদ্যা (বিশেষ্য) অধ্যাত্মবিদ্যা, পরমার্থতত্ত্ব। আত্মবিনাশ (বিশেষ্য ) আত্মহত্যা; নিজেই নিজের ধ্বংস সাধন। আত্মবিনাশক, আত্মবিনাশী (-শিন্) বিণ। আত্মবিভোর Þ আত্মমগ্ন। আত্মবিরোধ (বিশেষ্য) ১ আপন মতের বিরুদ্ধ মত; আত্মদ্রোহ। ২ নিজের লোকের সঙ্গে কলহ; গৃহবিবাদ। আত্মবিলোপ (বিশেষ্য) আপনার প্রাধান্যের বা কর্তৃত্বের চিহ্ন লোপ। ২ আত্মগোপন। আত্মবিশুদ্ধি (বিশেষ্য) চিত্তশুদ্ধি; তওবা ও অনুশোচনা দ্বারা পাপ ক্ষয়; তওবা ও কাফ্ফারা দ্বারা পাপমুক্তি। আত্মবিশ্বাস (বিশেষ্য) স্বীয় শক্তি সামর্থ্য বা জ্ঞান বুদ্ধির উপর আস্থা; আত্মপ্রত্যয়। আত্মবিশ্বাসী (-সিন্) বিণ। আত্মবিসর্জন (বিশেষ্য) আত্মত্যাগ; জীবনদান। আত্মবিস্মরণ, আত্মবিস্মৃতি (বিশেষ্য) ১ নিজেকে ভুলে যাওয়া; তন্ময়ভাব। ২ আপনার দোষ গুণ বা ক্ষমতা সম্বন্ধে চেতনার অভাব। আত্মবিস্মৃত (বিশেষণ) ১ আপন-ভোলা; তন্ময়; নিজের প্রকৃত অবস্থা ভুলে গেছে এমন। ২ নিজ শক্তি সম্বন্ধে অচেতন এমন। আত্মবিহ্বল (বিশেষণ) শোক ভয়াদিতে অভিভূত। আত্মবিহ্বলা (স্ত্রীলিঙ্গ)। আত্মবিহ্বলতা (বিশেষ্য)। আত্মবুদ্ধি (বিশেষ্য) ১ নিজের বুদ্ধি। ২ আত্মবোধ; সজ্ঞানভাব। আত্মবেদ (বিশেষ্য) আত্মজ্ঞান; নিজের সম্বন্ধে বিশেষ বোধ (তার অনভ্যস্ত অভ্যাঘাতে অতর্কিত বুদ্ধির আত্মবেদ ঘোচেনি-সুধীন্দ্রনাথ দত্ত)। আত্মবেদী (-দিন্) (বিশেষণ) নিজেকে জানে বা নিজের অবস্থা বুঝতে সমর্থ এমন; আত্মজ্ঞ, আত্মবিদ। আত্মবেদিনী (স্ত্রীলিঙ্গ)। আত্মবেদিতা (বিশেষ্য)। আত্মভর্ৎসনা (বিশেষ্য) আত্মগ্লানি। আত্মভাব ( বিশেষ্য) নিজের চিন্তা বা মনোভাব। আত্মমগ্ন, আত্মবিভোর, আত্মনিবিষ্ট (বিশেষণ) নিজের চিন্তায় ডুবে থাকে এমন; নিজের ভাবে বিভোর। আত্মমগ্না, আত্মনিমগ্না, আত্মবিভোরা, আত্মনিবিষ্টা (স্ত্রীলিঙ্গ)। আত্মমান, আত্মমর্যাদা, আত্মসম্ভ্রম, আত্মসম্মান (বিশেষ্য ) আপনার মান; নিজের প্রতি শ্রদ্ধা; আত্মগৌরব। আত্মম্ভরি (বিশেষণ) ১ অহঙ্কারী; দাম্ভিক। ২ স্বার্থপর; আত্মপরায়ণ (তার জন্য যদি তাঁকে আত্মম্ভরি বল তাতে তিনি আত্মনির্ভরতা ত্যাগ করবেন না-প্রথম চৌধুরী)। আত্মম্ভরিতা, আত্মম্ভরিত্র (বিশেষ্য) স্বার্থপরতা; আত্ম- পরায়ণতা (কোম্পানির কর্ম্মকারদিগের আত্মম্ভরিতা দোষে, যে রূপে রাজভ্রষ্ট হইলেন-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। আত্মরক্ষণ, আত্মরক্ষা (বিশেষ্য) অনিষ্ট থেকে নিজের দেহ-প্রাণ ও মান-মর্যাদা রক্ষা। আত্মরত, আত্মরতি (বিরল) (বিশেষণ) ১ স্বার্থপর। ২ আত্মতৃপ্ত। ৩ আত্মনিমগ্ন (অন্তরেতে শান্ত তুমি আত্মরতি মৌনী ঋষি-সত্যেন্দ্রনাথ দত্ত)। আত্মরতি (বিশেষ্য)। আত্মরূপ (বিশেষ্য) ১ স্বরূপ। ২ নিজের রূপ সদৃশ অন্যের রূপ। আত্মরুপা (স্ত্রীলিঙ্গ) (আত্মরূপা আশা পূরাহ আসিয়া-ভারতচন্দ্র রায়গুণাকর)। আত্মলাঘব (বিশেষ্য) নিজের সম্বন্ধে হীন ধারণা (তাঁরা তাঁর মনে এমনই আত্মলাঘব জাগিয়ে তুলেছিলেন-সুধীন্দ্রনাথ দত্ত)। আত্মলোপ (বিশেষ্য) স্বীয় প্রাধান্যের চিহ্ন নাশ। আত্মলীন (বিশেষণ) আপনাতে লয়প্রাপ্ত; আত্মনিবিষ্ট। আত্মলীনা (স্ত্রীলিঙ্গ)। আত্মশক্তি (বিশেষ্য) নিজের ক্ষমতা; স্বীয় বল; আপন সামর্থ্য। আত্মশুদ্ধি, আত্মশোধন (বিশেষ্য ) চিত্তশোধন; তওবা; অনুশোচনা ও কাফ্ফারা দ্বারা আপন দোষ বা পাপ খণ্ডন। আত্মশ্লাঘা (বিশেষ্য) নিজের মুখে নিজের তারিফ; আত্মপ্রশংসা। আত্মসংবরণ, আত্মসম্বরণ (বিশেষ্য) আত্মদমন; নিজের ভাবাবেগ নিরোধ। আত্মসংযম, আত্মশাসন (বিশেষ্য) নিজেকে দমন; আপন রিপুগণকে বশে আনয়ন; জিতেন্দ্রিয়তা। আত্মসংযমী (-মিন্) বিণ। আত্মসংযমিনী (স্ত্রীলিঙ্গ)। আত্মসংশয় (বিশেষ্য) আপনার শক্তিতে অবিশ্বাস বা মনে মনে সন্দেহ। আত্মসদৃশ (বিশেষণ) আপনার ন্যায়; নিজের সমান বা তুল্য। আত্মসমর্পণ (বিশেষ্য) ১ আপনাকে অন্যের হাতে সম্পূর্ণরূপে ছেড়ে দেওয়া। ২ অস্ত্রাদি ত্যাগ করে বিপক্ষের অধীনতা বা বশ্যতা স্বীকার। আত্মসমাহিত (বিশেষণ) ১ আত্মবিমগ্ন; আপনাতে আপনি মগ্ন। ২ তন্ময় (তাঁহাকে সকলের হইতে স্বতন্ত্র এবং আত্মসমাহিত বলিয়া বোঘ হইল-রবীন্দ্রনাথ ঠাকুর)। আত্মসমাহিতি (বিশেষ্য) আত্মস্থতা; তন্ময়তা; আত্মচিন্তায় মগ্নতা (আত্মসমাহিতি নিরন্তর সাধনার ফল-সুধীন্দ্রনাথ দত্ত)। আত্মসর্বস্ব (বিশেষণ) স্বার্থপর। আত্মসহায় ( বিশেষ্য) নিজেই নিজের অবলম্বন; স্ববলম্বী; আত্মনির্ভরশীল। আত্মসহায়তা (বিশেষ্য) আত্মনির্ভরতা; নিজেকে নিজে সাহায্য করা। আত্মসাৎ (অব্যয়) অন্যায়ভাবে নিজের আয়ত্ত বা হস্তগত (আত্মসাৎ করা)। আত্মসার (বিশেষণ) স্বার্থপর; আত্মসর্বস্ব। আত্মস্তুতি (বিশেষ্য) নিজের গুণকীর্তন; আপনার প্রশংসা; আত্মশ্লাঘা। আত্মস্থ (বিশেষণ) ১ প্রকৃতিস্থ। ২ আত্মনিষ্ঠ; আত্মগত। আত্মহত্যা, আত্মহনন (বিশেষ্য) ১ আত্মনাশ; আত্মঘাত; স্বেচ্ছায় নিজের প্রাণনাশ। ২ নিজের বড়ো রকমের অনিষ্ট সাধন। আত্মহন্তা (-ন্তৃ) (বিশেষ্য), (বিশেষণ) আত্মঘাতক। আত্মহন্ত্রী (স্ত্রীলিঙ্গ)। আত্মহা (বিশেষ্য), (বিশেষণ) আত্মহত্যাকারী; আত্মঘাতী; আত্মবিনাশী (কাঁদিছে আত্মহা পাপী হাহাকার রবে-মাইকেল মধুসূদন দত্ত)। আত্মহারা (বিশেষণ) ১ আত্মবিস্মৃত; আত্মভোলা। ২ তন্ময়। ৩ বিহ্বল। আত্মহিত ( বিশেষ্য) নিজের মঙ্গল; আপনার কল্যাণ। আত্মহিতকর (বিশেষণ) নিজের মঙ্গলজনক; স্বীয় কল্যাণের অনুকূল। {(তৎসম বা সংস্কৃত) আত্মন্}
- Bengali Word আত্মপকারক , আত্মোপকারী (-রিন্) English definition (বিশেষণ) ১ আপনার মঙ্গলজনক; আত্মহিতকারী। ২ স্বার্থপর। আত্মোপ-কারিকা, আত্মোপকারিণী। {(তৎসম বা সংস্কৃত) আত্ম+উপকারক, উপকারী; ৬ (তৎপুরুষ সমাস)}
- Bengali Word আত্মা , আত্ম (বিরল) English definition [আত্তাঁ, আত্তোঁ] (বিশেষ্য) ১ প্রাণীদেহে ব্যাপৃত চৈতন্যময় সত্তা; প্রাণ; জীবাত্মা; নফ্স (কি দশায় আত্মকুল জীবে আত্মদেশে -মাইকেল মধুসূদন দত্ত)। ২ স্বভাব; হৃদয় (পাপাত্মা, পুণ্যাত্মা)। ৩ স্বয়ং, নিজ (আত্মবৎ)। ৪ পরমাত্মা; রুহু। ৫ শরীর {(তৎসম বা সংস্কৃত) আত্মন্>}
- Bengali Word আত্মাদর English definition [আত্তাঁদর্] (বিশেষ্য) নিজের প্রতি শ্রদ্ধা; আত্ম-সম্মান (মনুষ্য-হৃদয়ে কেবল আত্মাদর আছে-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত) আত্ম+আদর; ৬ (তৎপুরুষ সমাস)}
- Bengali Word আত্মাদর্শ English definition [আত্তাঁদর্শো] (বিশেষ্য) ১ নিজ দৃষ্টান্ত। ২ আত্মার আদর্শ। {(তৎসম বা সংস্কৃত) আত্ম + আদর্শ; ৬ (তৎপুরুষ সমাস)}
- Bengali Word আত্মাধীন English definition [আত্তাঁধিন্] (বিশেষণ) স্বাধীন। {(তৎসম বা সংস্কৃত) আত্ম+অধীন; ৬ (তৎপুরুষ সমাস)}
- Bengali Word আত্মানন্দ English definition [আত্তাঁনন্দো] (বিশেষ্য) ১ নিজের আনন্দ। ২ আধ্যাত্মিক উল্লাস। □ (বিশেষণ) আপন আনন্দে বিভোর। {(তৎসম বা সংস্কৃত) আত্ম+আনন্দ; ৬ (তৎপুরুষ সমাস)}
- Bengali Word আত্মানুসন্ধান , আত্মান্বেষণ English definition [আত্তাঁনুসন্ধান্, আত্তাঁন্নেশন্] (বিশেষ্য) ১ আত্মপরীক্ষা; নিজের দোষ-গুণ বিচার। ২ আত্মা সম্পর্কে জ্ঞানলাভের প্রয়াস। ৩ নিজ স্বরূপের অনুসন্ধান আত্মানুসন্ধায়ী (-য়িন্), আত্মান্বেষী (-ষিন্) (বিশেষণ) নিজের কৃত দোষ; নিজের অপরাধ; আত্মাপরাধ। {(তৎসম বা সংস্কৃত) আত্ম+অনুসন্ধান, অন্বেষণ; (তৎপুরুষ সমাস)}
- Bengali Word আত্মাপহার English definition ⇒ আত্মাপহারক
- Bengali Word আত্মাপহারক , আত্মাপহারী (-রিন্) English definition [আত্তাঁ-পোহারোক্, আত্তাঁপোহারি] (বিশেষণ) নিজের প্রকৃত পরিচয় গোপন করে নিজেকে মিথ্যা নামে পরিচিত করে এমন; কপট; প্রবঞ্চক। আত্মাপহার (বিশেষ্য) জাল পরিচয়; প্রবঞ্চনা। {(তৎসম বা সংস্কৃত) আত্ম+অপহারক; অপহারী; ৬ (তৎপুরুষ সমাস)}
- Bengali Word আত্মাপুরষ (অপ্র) English definition [আত্তাঁপুরুষ্] (বিশেষ্য) জীবাত্মা; প্রাণ। আত্ম খাঁচা ছাড়া হওয়া (ক্রিয়া) ১ দেহ থেকে প্রাণ বের হয়ে যাওয়া; মৃতু হওয়া। ২ অস্থির বা বিচলিত হওয়া। আত্মাপুরষ শুকিয়ে যাওয়া (ক্রিয়া) অত্যন্ত ভীত হওয়া; ভয়ে আড়ষ্ট হওয়া। {(তৎসম বা সংস্কৃত) আত্মা+পুরুষ}
- Bengali Word আত্মাবমাননা English definition [আত্তাঁবোমানোনা] (বিশেষ্য) আত্মার অবমাননা; নিজের অসম্মান। {(তৎসম বা সংস্কৃত) আত্ম+অবমাননা; ৬ (তৎপুরুষ সমাস)}
- Bengali Word আত্মাবলম্বন English definition [আত্তাঁবোলম্বোন্] (বিশেষ্য) স্বাবলম্বন; আত্মনির্ভরতা। আত্মাবলম্বী (-বিন্) (বিশেষণ) স্বাবলম্বী; আত্মনির্ভরশীল। আত্মাবলম্বিনী (স্ত্রীলিঙ্গ)। আত্মাবলম্বিতা (বিশেষ্য)। {(তৎসম বা সংস্কৃত) আত্ম+অবলম্বন; ৬ (তৎপুরুষ সমাস)}
- Bengali Word আত্মাভিমত English definition [আত্তাঁভিমত্] (বিশেষ্য) আপন মত; নিজের অভিপ্রায়। □ (বিশেষণ) নিজের মতানুযায়ী। {(তৎসম বা সংস্কৃত) আত্ম+অভিমত; ৬ (তৎপুরুষ সমাস)}
- Bengali Word আত্মাভিমান English definition [আত্তাঁভিমান্] (বিশেষ্য) অহঙ্কার অহমিকা। আত্মাভিমানী(-নিন্) (বিশেষণ) আত্মাভিমানিনী (স্ত্রীলিঙ্গ)। {আত্ম+অভিমান; ৬ (তৎপুরুষ সমাস)}
- Bengali Word আত্মারাম English definition [আত্তাঁরাম্] (বিশেষ্য) আত্মা; প্রাণপাখি। □ (বিশেষণ) সন্তুষ্ট চিত্ত; আত্মজ্ঞান লাভ তৃপ্ত।আত্মারাম শুকিয়ে যাওয়া (ক্রিয়া) ভীত-চকিত হওয়া। {(তৎসম বা সংস্কৃত) আত্ম+আরাম; ( বহুব্রীহি সমাস)}