আ পৃষ্ঠা ৭
- Bengali Word আউদর, আউদড় (মধ্যযুগীয় বাংলা) English definition [আউদর, আউদড়] (বিশেষণ) অনাবৃত; আলুথালু; মুক্ত(ঘটক দেখিল তার আউদর চুলি-ক্ষেমানন্দ দাস; পলাএ রাক্ষস সব আউদর চুলে-কৃত্তিবাস ওঝা)। {( তৎসম বা সংস্কৃত) আকুল>}
- Bengali Word আউন্স English definition [আউন্স্] (বিশেষ্য) পরিমাণবিশেষ; প্রায় আধ ছটাক। {(ইংরেজি) ounce}
- Bengali Word আউরত English definition ⇒ আওরত
- Bengali Word আউল ১ English definition [আউল্] (বিশেষ্য) সহজপন্থি সাধক সম্প্রদায়ের লোক। {(আরবি)আব্লিয়া (বহুবচন)}
- Bengali Word আউল ২ , আউলা , আওলা English definition [আউল্, আউলা, আওলা] (বিশেষণ) এলোমেলো; বিশৃঙ্খল(আউল করএ কেন বাউল চরিত-দৌলত উজির বাহরাম খান; আউলা মাথার কেশ-পূর্ববঙ্গ গীতিকা)। আউলা-ঝাউলা(মধ্যযুগীয় বাংলা) (বিশেষণ) এলো-মেলো; বিশৃঙ্খল (আউলা-ঝাউলা অঙ্গের বসন মাথার কেশ খুলা-ময়মনসিংহ গীতিকা)। {(তৎসম বা সংস্কৃত) আকুল>আউল}
- Bengali Word আউল ৩ English definition ⇒ আউড়
- Bengali Word আউলা - ঝাউলা English definition ⇒ আউল২
- Bengali Word আউলাদ English definition ⇒ আওলাদ
- Bengali Word আউলাদ English definition ⇒ আওলাদ
- Bengali Word আউলানো English definition [আউলানো] (ক্রিয়া) ১ আলুলায়িত করা; বিশৃঙ্খল করা; বন্ধন মুক্ত করা(আউলাইয়া মাথার কেশ)। ২ ভুল করা; গুলিয়ে ফেলা (বাঁশীর শবদেঁ মো আউলাইলো রান্ধন-বড়ু চণ্ডীদাস)। □ (বিশেষ্য) আলুলায়িত বা বিশৃঙ্খল করণ। □ (বিশেষণ) আলুলায়িত; বিশৃঙ্খল। {আউলা+আনো}
- Bengali Word আউলি English definition [আউলি] (বিশেষ্য) ঘন্ট; লাবড়া; ঘ্যাঁট (সুপ ঘন্ট; মোচা ঘন্ট কদলীর আউলি-অবনীন্দ্রনাথ ঠাকুর)। { (তৎসম বা সংস্কৃত)আউল+ই}
- Bengali Word আউলিয়া , আওলিয়া , আউল্যা (বিরল) English definition [আউলিয়া, আওলিয়া, আউল্লা] (বিশেষ্য) সিদ্ধ তাপস বাদরবেশ (কে যে ছিলে তুমি জানি নাক কেহ দেবতা কি আওলিয়া-কাজী নজরুল ইসলাম; শত শত আউল্যা বনোদ মস্তকের পাগে-ক্ষেমানন্দ দাস)। { (আরবি)আব্লিয়া (বহুবচন)}
- Bengali Word আউলী English definition [আউলি] (বিশেষণ) উদাস; আকুল (মনটা ওর আউলী হ’ল-সরদার জয়েনউদ্দীন)। ২ অস্থির। □ (বিশেষ্য) বিশৃঙ্খলা (হাসেন চণ্ডিকা দেখি ঠাটের আউলি-কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত)আকুল; (আরবি) আওলিয়া (বহুবচন)>আউল+ঈ}
- Bengali Word আউড়, আউল, আঁউর (বিরল) English definition )[আউড়, আউল্, আঁউর্] (বিশেষ্য) ১ আড়াল, আড়(কুমকুম পাহাড়ে তাহারে দেখে চাঁদ আঁউড়ে গেল গো- কাজী নজরুল ইসলাম)। ২ শস্যশূন্য খড়ের আঁটি। □ (বিশেষণ) বক্র (হাসিয়া চাহে আউড় দৃষ্টি, ডাক বলে সেই সে নষ্টী-ডাক)। {(তৎসম বা সংস্কৃত)অন্তরাল>}
- Bengali Word আউয়াল , আওয়াল English definition [আউয়াল্, আওয়াল্] (বিশেষণ) ১ প্রথম; আদি (সত্য যুগের মড়া আর আওল যুগের মাটি-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। ২ শ্রেষ্ঠ; উৎকৃষ্ট(আউয়াল জমি)। □ (ক্রিয়াবিশেষণ) ১ প্রথম; প্রারম্ভ (আওয়ালে আল্লার নূর-আবুল মনসুর আহমদ)। প্রথম সময় (আওয়াল ওক্তে ফজরের নামাজ-আবুল মনসুর আহমদ)। {(আরবি)আব্য়াল}
- Bengali Word আএমা, আয়মা, আয়েমা English definition [আয়্মা, আয়মা, আয়েমা] (বিশেষ্য) মুসলমান বাদশাহগণ কর্তৃক ধর্মপ্রচার বা পাণ্ডিত্যের পুরস্কার স্বরূপ মৌলভীদের প্রদত্ত নিষ্কার অথবা নামমাত্র করবিশিষ্ট ভুসম্পত্তি, জায়গির(চাকরান আয়মা… যে আছে-প্রাচীন পত্র; নিষ্কর আয়মা মহালের উপর কোম্পানী খাজনা ধার্য করায়- গোপাল হালদার)। আয়মাদার (বিশেষ্য) ধর্মপ্রচার, শিক্ষকতা ও দাতব্য কার্যের পুরস্কার স্বরূপ প্রাপ্ত নিষ্কর অথবা নামমাত্র করবিশিষ্ট জমি যে ভোগ করে। আএমাদারি (বিশেষ্য) আএমা জমির ভোগ দখল। {(আরবি)বছর আইম্মাহ্: (একবচন)}
- Bengali Word আও ( ব্রজবুলি ) English definition [আও] (ক্রিয়া) এসো; আসে (নিতি নিতি নিয়র আও-বিদ্যাপতি)। আওত (ব্রজবুলি) আসে। আওনু, আওলু, আওলু (ব্রজবুলি) (ক্রিয়া) এলাম। আওব (ব্রজবুলি) আসবে (অঙ্গণে আওব জব রসিয়া-বিদ্যাপতি)।আওয়ে (ব্রজবুলি) (ক্রিয়া) আসে। আওল (ব্রজবুলি) ( ক্রিয়া) এলো। আওলি (ব্রজবুলি) (ক্রিয়া) এলি।
- Bengali Word আওকাত English definition [আওকাত্] (বিশেষ্য) অবস্থা; দশা; হাল (নিজের আওকাতের কি সে আন্দায পাইছিল না-আবুল মনসুর আহমদ)। {(আরবি) আব্কাত (বহুবচন) ; (একবচন) ব্কত }
- Bengali Word আওটানো English definition ⇒ আউটানো
- Bengali Word আওতা ২ English definition [আওতা] (বিশেষ্য) প্রভাব (এতবেশী আদরের আওতায় সে যেন কেমন ক্ষীণ এবং ক্ষণভঙ্গুর আকার ধারণ করিল-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ অধিকার; আয়ত্ত, অধীন। {(আরবি)ইহাতাহ }