আ পৃষ্ঠা ১০
- Bengali Word আকরোট English definition ⇒ আখরোট
- Bengali Word আকর্ণ English definition [আকর্নো] (ক্রিয়াবিশেষণ) কান পর্যন্ত (লজ্জা এসে আমার আকর্ণ বেগনী ক’রে দিলে-রাজশেখর বসু (পরশু))। আকর্ণন (বিশেষ্য) শ্রবণ (বিলাপ বাক্য আকর্ণন করিয়া আমাদের হৃদয় বিদীর্ণ হইয়া গেল-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। আকর্ণিত (বিশেষণ) শ্রুত। {(তৎসম বা সংস্কৃত) আ+কর্ণ; (কন্ঠ পর্যন্ত) (অব্যয়ীভাব সমাস)}
- Bengali Word আকর্ষ English definition [আকর্শো] (বিশেষ্য) ১ আকর্ষণ; টান। ২ যা আকর্ষণ করা হয়; আঁকুশি। ৩ (উদ্ভিদ.) লতার সূত্রাকার অঙ্গ; লতাতন্তু; প্রতান; tendril । আকর্ষক, আকর্ষিত, আকর্ষী(-ষিন্) (বিশেষণ) আকর্ষণকারী। (বিশেষ্য) ১ আঁকশি (অন্য ফল আকর্ষী দিয়া পাড়া যায়-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। ২ চুম্বক লৌহ। বিবিণ চুম্বক। {(তৎসম বা সংস্কৃত) আ+√কৃষ্+অ(ঘঞ্)}
- Bengali Word আকর্ষণ English definition [আকর্শন্] (বিশেষ্য) ১ টান; আকর্ষ। ২(পদার্থ.) একটি জড় পদার্থের দিকে অন্য জড় পদার্থকে সর্বদা টেনে রাখে যে শক্তি; মাধ্যাকর্ষণ। আকর্ষণী (বিশেষ্য) আঁকুসি। (বিশেষণ) আকর্ষণকারিণী (আকর্ষণী শক্তি)। [(তৎসম বা সংস্কৃত) আ+কৃষ্+অন(ল্যুট্)}
- Bengali Word আকল, অকল English definition [আকল্, অকল্] (বিশেষ্য) বুদ্ধি; জ্ঞান। আকলন (বিশেষ্য) বোধ উৎপাদন; জ্ঞান জান্মানো। (সুগন্ধি সৃজিল প্রভু স্বর্গ আকলিতে-সৈয়দ আলাওল)। আকলমন্দ [-মন্দ্] (বিশেষণ) বুদ্ধিমান; বিজ্ঞ। আকলমন্দি (বিশেষ্য) বুদ্ধিমত্তা; চতুরতা; বিচক্ষণতা। {(আরবি)‘আকল্ }
- Bengali Word আকসা, আকসি English definition [আক্সা, আক্সি] (বিশেষণ) ফটোর সাহায্যে ব্লক করে মুদ্রিত (একটা আক্সা কোরআন দেওয়া হয়েছে-কাজী ইমদাদুল হক)। {(আরবি)‘আকসী }
- Bengali Word আকসার, আকছার (বিরল) English definition (বিরল)[আক্সার্] (ক্রিয়াবিশেষণ) সর্বদা; সচরাচর; হরহামেশা; প্রায়ই (বন্ধুবান্ধবদের ভিতর আকছারই দু’একজন বিলেত-ফেরতা থাকেন-সৈয়দ মুজতবা আলী; এখন তো আকচার হচ্ছে-মনোজ বসু)। {(আরবি)আক্ছার্ }
- Bengali Word আকসির English definition [আক্সির্] (বিশেষ্য) ১ মহৌষধ; সুধা (তার প্রান্তির আকসির জানো তুমি-ফররুখ আহমদ)। ২ পরশমণি (এই তৌহিদের কল্যাণে মাটি তখন হয় আক্সিরে পরিণত-গোলাম মোস্তফা)। {(আরবি)আক্সির }
- Bengali Word আকস্মিক English definition [আকোশ্শিক্] (বিশেষণ) ১ অপ্রত্যাশিত; হঠাৎ ঘটেছে বা ঘটে এমন; অতর্কিত; অকস্মাৎ। ২ অকারণ; অহেতুক। {(তৎসম বা সংস্কৃত) অকস্মাৎ+ইক(ঠক্)}
- Bengali Word আকা ১ (প্রাচীন বাংলা) English definition [আকা] (বিশেষ্য) রবি; সূর্য (লগ্নে আকা-খনা)। {(তৎসম বা সংস্কৃত) অর্ক(সূর্য)>অক্ক>আক+ (বাংলা) আ=আকা}
- Bengali Word আকা ২ English definition [আকা] (বিশেষ্য) ১ প্রভু; মালিক। ২ খোদা। {(ফারসি) আকা}
- Bengali Word আকা ৩ English definition ⇒ আখা
- Bengali Word আকাঁড়া English definition [আকাঁড়া] (বিশেষণ) ঝেড়ে তুষ থেকে পৃথক করা হয়নি এমন (আকাঁড়া চাউল)। {(তৎসম বা সংস্কৃত) অকণ্ডিত> আকণ্ডিতঅ> আকাঁড়িঅ> আকাঁড়ি = আকাঁড়া}
- Bengali Word আকাঙ্ক্ষা English definition [আকাঙ্খা] (বিশেষ্য) ইচ্ছা; বাসনা; অভিলাষ। আকাঙ্ক্ষীয় (বিশেষণ) আকাঙ্ক্ষা বা বাসনার যোগ্য; কাম্য। আকাঙ্ক্ষিত (বিশেষণ) আকাঙ্ক্ষা করা হয়েছে এমন; বাঞ্ছিত; প্রার্থিত। আকাঙ্ক্ষী (-ঙ্ক্ষিন্) (বিশেষণ) আকাঙ্ক্ষা করে এমন; অভিলাষী। আকাঙ্ক্ষিণী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত)আ+√কাঙ্ক্ষ্ + আ(টাপ্)}
- Bengali Word আকাট ১, অকাট English definition [আকাট্, অকাট্] (বিশেষণ) অত্যন্ত; নিরেট (আকাট মূর্খ) {(তৎসম বা সংস্কৃত) অ+কাষ্ঠ>অকাঠ>আকাঠ}
- Bengali Word আকাট ২ English definition [আকাট্] (বিশেষণ) খসখসে; অমসৃণ (প্রুফ কপির আকাট লাবণ্য-অবনীন্দ্রনাথ ঠাকুর)। {আ+কাট}
- Bengali Word আকাটা English definition [আকাটা] (বিশেষণ) কাটা হয়নি এমন; অকর্তিত অখণ্ডিত। {আ+√কাট্+আ}
- Bengali Word আকাঠ English definition ⇒ আকাঠা
- Bengali Word আকাঠা, আকাঠ English definition [আকাঠা, আকাঠ্] (বিশেষ্য) বাজে কাঠ; মন্দ কাঠ; অসার কাঠ (আকাঠার তৈরি পিঁড়ি)। (বিশেষণ) অসংযত (ছেলেটা বড়ো আকাঠা)। {আ+(তৎসম বা সংস্কৃত) কাষ্ঠ>কাঠ+আ}
- Bengali Word আকাম, অকাম English definition [আকাম্, অকাম্] (বিশেষ্য) কুকাজ; নিন্দনীয় কার্য। {আ+(তৎসম বা সংস্কৃত)কর্ম>কাম}