আ পৃষ্ঠা ৮
- Bengali Word আওতা ৩ English definition [আওতা] (বিশেষ্য) পরিধি; পাল্লা; বেষ্টনী। {(আরবি)ইহাতাহ }
- Bengali Word আওতা ১ English definition [আওতা] (বিশেষ্য) ছায়া; রৌদ্রহীন স্থান (রৌদ্র চাই, আওতায় থাকিলে হইবে না-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত) আবৃত্ত<আও+তা}
- Bengali Word আওধী English definition [আওধি] (বিশেষণ) আওধ বা অযোধ্যা সম্পর্কিত (ফারসী ও হিন্দী আওধী সহিত্যের রোমান্টিক প্রণয় কাহিনীর ভান্ডার থেকে রস আহরণ- আনিস চৌধুরী)। {(তৎসম বা সংস্কৃত) আযোধ্যা> আওধ+ঈ}
- Bengali Word আওর, আঅর (মধ্যযুগীয় বাংলা) English definition [আয়োর্, আয়র্] (অব্যয়) ১ এবং; আর; ও (দধি আওর ঘোল-বড়ু চণ্ডীদাস; আঅর তাম্বল রাগে-বড়ু চণ্ডীদাস)। ২ অতঃপর (আওর কী কহব সিনেহ তোর-বিদ্যাপতি)। {(তৎসম বা সংস্কৃত) অপর>অবর>আওঅর>আওর}
- Bengali Word আওরং English definition (বিশেষ্য) সিংহাসন; রাজসিংহাসন। {(ফারসি) আওরং }
- Bengali Word আওরত, আউরত, ঔরৎ English definition [আওরত্, আউরত্, ওউরত্] (বিশেষ্য) ১ মহিলা; স্ত্রীলোক; নারী (আওরত সম ছি ছি ক্রন্দন রব পেশ-কাজী নজরুল ইসলাম)। ২ পত্নী; (স্ত্রীলিঙ্গ)। {(আরবি)আব্ রত }
- Bengali Word আওল (ব্রজবুলি) English definition [আওল] (ক্রিয়া) এলো (বসন্ত আওল রে-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) আগত>}
- Bengali Word আওলা ১ English definition [আওলা] (বিশেষ্য) অপরিচ্ছন্ন বা অপরিষ্কৃত স্থান। □ (বিশেষণ) অপরিচ্ছন্ন; অপরিষ্কৃত। ২ আলোকহীন। (আওলা গোহাল মুক্ত করিয়া-বন্দে আলী মিয়া)। ৩ সিক্ত; ভিজা। {(তৎসম বা সংস্কৃত) আর্দ্রল>আদ্দল>আদল>আঅল+আ>আওলা}
- Bengali Word আওলা ২ English definition ⇒ আউল২
- Bengali Word আওলাত, আওলাৎ English definition [আওলাত্] (বিশেষ্য) ১ স্থাবর ও অস্থাবর সম্পত্তি। ২ ফলবান বৃক্ষাদি (সুবর্ণ রেখা নদীর ধারে পাঁচ বিঘা আওলাৎ ঘেরা ভদ্রাসন বাড়ি-কালীপ্রসন্ন সিংহ)। {(আরবি)হাবা্লাহ }
- Bengali Word আওলাদ, আউলাদ English definition [আওলাদ্, আউলাদ্] (বিশেষ্য) সন্তান-সন্ততি (কারবালাজয়ী হোসেনের আওলাদ-তালিম হোসেন)। {(আরবি)আব্লাদ (বহুবচন) }
- Bengali Word আওলিয়া English definition ⇒ আউলিয়া
- Bengali Word আওসত, অওসৎ English definition [আওসত্, অওসত্] (বিশেষ্য) মধ্যবর্তী স্বত্ব; বড়ো জমিদারির অধীন খাজনা করা ভূসম্পত্তি (আওসত তালুক)। {(আরবি)আব্সাত্ }
- Bengali Word আওহাল English definition ⇒ আহওয়াল
- Bengali Word আওড় English definition [আওড়্] (বিশেষ্য) ১ প্রবর্তন; ঘুর্ণন (নিমিয়ের তরে নাচের আওড় বন্ধ করি-সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ নদীর ঘূর্ণি বা পাক। {(তৎসম বা সংস্কৃত) আবর্ত> আবট্ট> আওড়}
- Bengali Word আওড়ানো , আউড়ানো English definition [আওড়ানো, আউড়ানো] (ক্রিয়া) বার বার বলা বা আবৃত্তি করা (চাঁদ মামার ছড়া আউড়ে-অবনীন্দ্রনাথ ঠাকুর )। □ (বিশেষ্য) আবৃত্তি করণ। □ (বিশেষণ) আবৃত্ত; পুনঃপুন পঠিত। {আওড়, আউড়, +( বাংলা) আনো}
- Bengali Word আওয়াজ , আবাজ (বিরল) English definition [আওয়াজ্] (বিশেষ্য) ১ শব্দ; ধ্বনি (আওয়াজ তুলি প্রলয় ডাকে নিদ্রা গভীর ভাঙবো তোমার-আবুল ফরাহ মুঃ আবদুল হক ফরিদী; ঝন ঝন আবাজ উড়ে-পূর্ববঙ্গ গীতিকা)। ২ কন্ঠস্বর (আওয়াজটা ছোট করিয়া বলিলেন-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। আওয়াজতোলা (ক্রিয়া) শব্দ করা; ফরিয়াদ করা (শফী ও মায়নুন আওয়াজ তোল-আবু ইসহাক)। {(ফারসি ) আব্ জ }
- Bengali Word আওয়াজি English definition [আওয়াজি] (বিশেষ্য) দেয়ালের উপরের দিকের ছোট জানালা। {(ফারসি) আবা্জ }
- Bengali Word আওয়াম English definition ⇒ আম
- Bengali Word আওয়ারা English definition [আওয়ারা] (বিশেষণ) ভবঘুরে। আওয়া-আওয়ারি (ক্রিয়াবিশেষণ) ঠিকানাহীন অবস্থায় এখানে-ওখানে ঘুরে ঘুরে অনুসন্ধান (শুনিয়া শিবের শিঙ্গা, যার যত বিঙ্গাচিঙ্গা, সাথে ফিরে আওয়া-আওয়ারী-কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। {(ফারসি) আবারাহ্ }