আ পৃষ্ঠা ৯
- Bengali Word আওয়াল ১ , আওয়ালওক্ ত English definition ⇒ আউয়াল
- Bengali Word আওয়াল ২ English definition ⇒ আহ্ওয়াল
- Bengali Word আক English definition ⇒ আখ
- Bengali Word আককুটে, আকখুটে English definition [আক্কুটে, আক্খুটে] (বিশেষণ) ১ কোনো জিনিসের যত্ন করে না এমন; দ্রব্যাদি নষ্টকারী। ২ অমিতব্যয়ী; অপব্যয়ী। {(তৎসম বা সংস্কৃত) আখেটক (সঞ্চয় করে না এমন ব্যাধ)+ (বাংলা) ইয়া>এ}
- Bengali Word আকক্ষ English definition (আকোক্খো] (ক্রিয়াবিশেষণ) কাঁখ পর্যন্ত। (আকক্ষলম্বিত শ্বেতশ্মশ্রু-কালীপ্রসন্ন সিংহ)। {(তৎসম বা সংস্কৃত) আ (পর্যন্ত)+কক্ষ; (অব্যয়ীভাব সমাস)}
- Bengali Word আকচা-আকছি English definition ⇒ আখজ
- Bengali Word আকচার, আকছার English definition ⇒ আকসার
- Bengali Word আকট-বিকট English definition [আকট্বিকট্] (বিশেষ্য) মুখবিকৃতি (আকট বিকট করে পাইয়া তরাসে-কৃত্তিবাস ওঝা)। {(তৎসম বা সংস্কৃত) আকৃতি-বিকৃতি>}
- Bengali Word আকন English definition ⇒ আখন্দ
- Bengali Word আকনি English definition ⇒ আখনি
- Bengali Word আকন্ঠ English definition [আকন্ঠো] (ক্রিয়াবিশেষণ) ১ গলা পর্যন্ত (আকন্ঠ ভোজন)। ২ (আলঙ্কারিক) সর্বতোভাবে (ঋণে আকন্ঠ নিমগ্ন)। আকন্ঠমগ্ন (বিশেষণ) গলা পর্যন্ত নিমজ্জিত (জলে আকন্ঠ মগন-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) আ(অবধি)+কন্ঠ; (অব্যয়ীভাব সমাস)}
- Bengali Word আকন্দ English definition [আকন্দো] (বিশেষ্য) ১ বৃক্ষবিশেষ; অর্ক। ২ অর্কফুল (আকন্দ বদলে মাকন্দ পাব-কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) অর্ক-মন্দার> আক্কমন্দ> আকন্দ}
- Bengali Word আকপিল, আকপিশ English definition [আকোপিল্, আকোপিশ] (বিশেষণ) ঈষৎ পিঙ্গল; পাংশুবর্ণের। {(তৎসম বা সংস্কৃত) আ(ঈষৎ)+কপিল, কপিশ}
- Bengali Word আকবত, আকিবত English definition [আক্বত্, আকিবত্] (বিশেষ্য) ১ পরিণাম (আপনা ঈমান গুণে, দুঃখ পায় জনে জনে, আকবতে হবে পেরেশান-সৈয়দ হামজা)। ২ ভবিষ্যৎ (আকবতে মুমিনদিগের হবেই হবে দিগ্বিজয়-সৈয়দ হামজা)। ৩ পরকাজ; আখেরাত (তাতে আর কারুর আকবতের কাজ হবে না-কাজী ইমদাদুল হক)। {(আরবি)আকিবাত }
- Bengali Word আকবর English definition [আক্বর্] (বিশেষণ) ১ মহান; বৃহত্তম। ২ বৃহৎ, বৃহত্তম {(আরবি)আকবার }
- Bengali Word আকবরনামা English definition [আক্বর্নামা] (বিশেষ্য) আবুল ফজল কর্তৃক পারস্য ভাষায় লিখিত মোগল সম্রাট আকবরের রাজত্বের ইতিহাস গ্রন্থ। {(আরবি)আকবার +(ফারসি) নামাহ্ }
- Bengali Word আকবরি, আকব্বরি (বিরল) English definition [আক্বোরি, আকোব্বোরি] (বিশেষণ) মোগল সম্রাট আকবরের নামাঙ্কিত বা আমলের (আকব্বরী মোহরপোরা লক্ষ্মীর খুঁচীর নিত্য সেবা হয়ে থাকে-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))। আকবর পোলাও (বিশেষ্য) বিশেষভাবে প্রস্তুত পোলাও (আকবরী পোলাওয়ের নাম গল্পে শুনিয়াছিলাম, আজ তা পেটে গেল-নজিবর রহমান)। {(আরবি)আকবার +ই}
- Bengali Word আকম্প, আকম্পন English definition [আকম্পো, আকম্পন্] (বিশেষ্য) ঈষৎ কম্পন। আকম্পমান, আকম্পিত, আকম্পন (বিশেষণ) ঈষৎ কম্পমান বা কম্পিত। {(তৎসম বা সংস্কৃত) আ+কম্প, কম্পন}
- Bengali Word আকর English definition [আকর্] (বিশেষ্য) খনি (রত্নাকর)। ২ উৎপত্তিস্থান; উৎস (সকল শাস্ত্রের আকর বলিয়া প্রসিদ্ধ-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। ৩ আধার। আকরিক, আকরীয়, আকরী (বিশেষণ) খনিজ। ২ খনি সম্বন্ধীয়। {(তৎসম বা সংস্কৃত) আ+√কৃ+অ(অপ্)}
- Bengali Word আকর করা English definition [আকোর্করা] (বিশেষ্য) এক প্রকার বচ। {(আরবি)আকির করহা }