খ পৃষ্ঠা ২
- Bengali Word খঙ্গ ২ English definition ⇒ খংগ
- Bengali Word খচ, খচ্ English definition [খচ্] অব্যয় খট শব্দের কোমল রূপ; এক চোটে কাটার বা অনুভূতিবাচক শব্দ। খচখচ অব্যয় ১ অনবরত কাটার বা বেঁধার কল্পিত শব্দ। ২ কোমল স্থানে বিদ্ধ কন্টকের স্পর্শ থেকে অনুভূতিব্যঞ্জক শব্দ। ৩ আক্ষেপজনিত ক্লেশের অনুভূতিব্যঞ্জক শব্দ (টাকাগুলো খরচ করে মনটা খচখচ করছে)। □ বিশেষ্য এক গন্ডগোল; গোলমাল। ২ কচাল; বাদবিতন্ডা (গাড়োয়ানের সঙ্গে ভাড়া নিয়ে খচখচ)। খচ খচানো ক্রিয়া। খচখচি বিশেষ্য ১ কচকচি; বাদানুবাদ; তর্কবিতর্ক; কলহ। ২ মনের অশান্তি বা দ্বিধার ভাব। খচখচে বিশেষণ বড়ো দানাযুক্ত (খচখচে বালি)। {ধ্বন্যাত্মক}
- Bengali Word খচর English definition ⇒ খেচর
- Bengali Word খচাখচ English definition [খচাখচ্] (ক্রিয়াবিশেষণ) কচ খচ করে অতি দ্রুতভাবে (খচাখচ কাটা)। খচাখচি (বিশেষ্য) তর্কাতর্কি; মতবিরোধজনিত বাদানুবাদ; বিবাদ। {ধ্বন্যাত্মক}
- Bengali Word খচারী English definition (-রিন্) [খচারি] (বিশেষণ) আকাশে বিচরণকারী পক্ষী প্রভৃতি। খচারিণী (স্ত্রীলিঙ্গ) রাক্ষসী। {(তৎসম বা সংস্কৃত শব্দ) খ+ √চর্+ইন্(ণিনি)}
- Bengali Word খচিত English definition [খোচিত] (বিশেষণ) ১ জড়িত (রতনে খচিত চামর-মাইকেল মধুসূদন দত্ত)। ২ বিন্যস্ত; মধ্যে মধ্যে স্থাপিত। ৩ অলঙ্কৃত; ভূষিত; পরিশোভিত। ৪ গ্রথিত। ৫ পরিব্যাপ্ত। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √খচ্+ত(ক্ত)}
- Bengali Word খচ্চর English definition [খচ্চোর্] (বিশেষ্য) ১ ঘোড়া ও গর্দভের সম্মিলনে উৎপন্ন পশু; অশ্বতর। ২ জারজ পুত্র। ৩ গালিবিশেষ। □ (বিশেষণ) দুষ্ট; বদমায়েশ। তিলেখচ্চর (বিশেষ্য) ১ তিলের ন্যায় দাগযুক্ত খচ্চর। ২ দাগি বদমাশ লোক; খুব পাজি লোক। {(তৎসম বা সংস্কৃত শব্দ) খচর>}
- Bengali Word খজ, খজা, খজাক English definition [খজ, খজা, খজাক্] (বিশেষ্য) হাতা; তাড়ু। □ (ক্রিয়া) মন্থন করা। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √খজ্>}
- Bengali Word খজল ১ English definition [খজল্] (বিশেষ্য) ১ শিশির। ২ বৃষ্টির পানি। {(তৎসম বা সংস্কৃত শব্দ) খ+জল; ৬(তৎপুরুষ সমাস)}
- Bengali Word খজ্যোতি English definition [খজোতি] (বিশেষ্য) জোনাকি পোক। {(তৎসম বা সংস্কৃত শব্দ) খ+জ্যোতিঃ; ৬(তৎপুরুষ সমাস)}
- Bengali Word খঞ্চ English definition [খন্জো] (বিশেষণ) খোঁড়া; বিকলপদ। খঞ্জা, খঞ্জতা, খঞ্জত্ব (বিশেষ্য) পদের বিকলতা। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √খঞ্জ্+অ(অচ্)}
- Bengali Word খঞ্চ, খাঞ্চা, খঞ্চে, খুঞ্চা English definition [খন্চো, খান্চা, খন্চে, খুন্চা] (বিশেষ্য) ১ বড়ো থালা বা tray (যাবতীয় বস্তু একখানা বিরাট খুঞ্চাতে সাজিয়ে-সৈয়দ মুজতবা আলী)। ২ বারকোষ। খঞ্চাপোষ, খঞ্চিপোষ, খুঞ্চেপোষ (বিশেষ্য) খঞ্চা ঢাকার কাপড় বা আবরণ (ঢাকলো মেঘের খুঞ্চেপোষে, তাল পাটালির খাল-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(ফারসি) খারাঞ্চাহ}
- Bengali Word খঞ্চিল English definition (প্রাচীন বাংলা) (খোন্চিল্) (বিশেষণ) খচিত (মানিকে খঞ্চিল তথি সোনার পাতা-বড়ু চণ্ডীদাস)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) খচিত>}
- Bengali Word খঞ্জন English definition [খন্জোন্] (বিশেষ্য) একজাতীয় ক্ষুদ্র পাখি; যে পাখি সাধারণত চঞ্চল ও সর্বদা পুচ্ছ নাচায়; wagtail (খঞ্জনে বায়সে কোথা একত্রে বসতি-কাজী দৌলত)। খঞ্জনা (স্ত্রীলিঙ্গ)। খঞ্জন আঁখি, খঞ্জন নয়ন (বিশেষ্য), (বিশেষণ) খঞ্জন পাখির ন্যায় চঞ্চল চক্ষু; চটুল নয়ন। খঞ্জন গঞ্জন (বিশেষণ) যা চঞ্চল তায় খঞ্জনকে লজ্জা দেয় (খঞ্জনগঞ্জন আঁখি অকলঙ্ক শশীমুখী-(কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী))। খঞ্জনা, খঞ্জনিকা (বিশেষ্য) খঞ্জনের ন্যায় একজাতীয় পক্ষী; কাদাখোঁচা। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √খঞ্জ্+অন(ল্যুট্)}
- Bengali Word খঞ্জনি, খঞ্জনী, খঞ্জরি, খঞ্জরী English definition [খন্জোনি, খন্জোনী, খন্জোরি, খন্জোরী] (বিশেষ্য) এক দিকে চর্মাবৃত ক্ষুদ্র গোলাকার বাদ্যযন্ত্র বিশেষ; বৈষ্ণবগণ যা বাজিয়ে গান গেয়ে ভিক্ষা করে। {(তৎসম বা সংস্কৃত শব্দ) খঞ্জন+ (বাংলা) ই, ঈ}
- Bengali Word খঞ্জনিকা English definition ⇒ খঞ্জন
- Bengali Word খঞ্জনী English definition ⇒ খঞ্জনি
- Bengali Word খঞ্জর English definition [খন্জোর] (বিশেষ্য) এক প্রকার ছোরা যার দুই দিকেই ধার (সীমার শর সন্ধানে বিশেষ পারদর্শী ছিল না বলিয়াই খঞ্জর হস্তে করিয়া যাইতেছে-মীর মশাররফ হোসেন)। {(আরবি) খঞ্জর}
- Bengali Word খঞ্জরি, খঞ্জরী English definition ⇒ খঞ্জনি
- Bengali Word খট English definition [খট্] (অব্যয়) কাষ্ঠাদিতে কঠিন বস্তুর মৃদু আঘাতের শব্দ। খট খট (অব্যয়) ক্রমাগত খুট শব্দ। {ধ্বন্যাত্মক}