খ পৃষ্ঠা ৬
- Bengali Word খন ১ English definition (ব্রজবুলি) [খন্] (বিশেষ্য) ১ ক্ষণ শব্দের কোমল রূপ। ২ ক্ষণ; মুহূর্ত। খনে (ক্রিয়াবিশেষণ) ১ ক্ষণে; এক মুহূর্তে। ২ এক সময়ে; একবার। খনেক (বিশেষ্য) এক মুহূর্ত; একটুকাল। □ ( ক্রিয়াবিশেষণ) ক্ষণকালের জন্য; অল্পক্ষণ। খনে খন, খনে খনে (ক্রিয়াবিশেষণ) ১ মুহূর্তে মুহূর্তে; ঘন ঘন (নতুন করে পাব বলে হারাই খনে খন-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ থেকে থেকে; রয়ে রয়ে (খনে খনে মনে শুনি অতল জলের আহ্বান- রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ক্ষণ>}
- Bengali Word খন ২, খন English definition [খন্] (বিশেষ্য) ভবিষ্যৎ অর্থবোধক (হবে’খন, দেখব’খন)। {‘এখন’ শব্দের ‘এ’ লোপে; (তৎসম বা সংস্কৃত শব্দ) ক্ষণ>}
- Bengali Word খনক, খনৎকার English definition [খন্, খনত্কার্] (বিশেষ্য) ১ যে খনন করে; খননকারী। ২ খনি থেকে ধাতু উত্তোলনকারী; miner ৩ সিঁধেল চোর। ৪ ইঁদুর। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √খন্+অক(বুন্)}
- Bengali Word খনখন English definition [খন্খন্] (অব্যয়) ধাতুপাত্রে আঘাতজনিত তীক্ষ্ণ শব্দ। খনখনে (বিশেষণ) খনখন শব্দ বিশিষ্ট; তীক্ষ্ণ ধ্বনি জ্ঞাপক (খনখনে আওয়াজ)। {ধ্বন্যাত্মক}
- Bengali Word খনন English definition [খনন্] (বিশেষ্য) খাত সৃষ্টিকরন; গর্ত করণ; খোঁড়া। খননকারী (বিশেষ্য) যে খনন করে। খননীয়, খন্য (বিশেষণ) ১ খনন করা যায় এমন; খননযোগ্য। ২ খনন করতে হবে এরূপ। খনিত, খাত (বিশেষণ) খোঁড়া হয়েছে এমন। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √খন্+অন্(ল্যুট্)}
- Bengali Word খনা ১ English definition [খনা] (বিশেষ্য) বিখ্যাত বাঙালি মহিলা জ্যোতিষী; মিহিরের স্ত্রী। খনার বচন (বিশেষ্য) জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী চাষাবাদ, বৃক্ষরোপণ, গৃহনির্মাণ প্রভৃতি শুভাশুভ বিষয়ক সুপ্রচলিত প্রবচন যা খনার রচিত বলে প্রসিদ্ধ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √খন্+ (বাংলা) আ}
- Bengali Word খনা ২, খোনা English definition [খোনা] (বিশেষণ) নাকি সুরে কথা বলে এমন। {(অজ্ঞাতমূল)}
- Bengali Word খনি ১, খনী English definition [খোনি] (বিশেষ্য) ধাতু; কয়লা প্রভৃতির উৎপত্তিস্থান। বা আকর। খনিজ (বিশেষণ) যা খনিতে উৎপন্ন হয় বা খনি থেকে পাওয়া যায় এমন; খনিজাত; আকরিক। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √খন্+ই, ঈ(ঙীষ্)}
- Bengali Word খনি ২ English definition [খোনি] (বিশেষ্য) বস্ত্র বিশেষ; টেকসই পাটের পাছড়া। {(তৎসম বা সংস্কৃত শব্দ) খনি>}
- Bengali Word খনিত English definition ⇒ খনন
- Bengali Word খনিত্র English definition [খোনিত্ত্রো] (বিশেষ্য) ১ খন্তা; শাবল; মাটি খোঁড়ার যন্ত্রবিশেষ। ২ খনন করার যন্ত্র (পরবর্তীদের খনিত্র আজও সেই অনুমানের প্রেরণা যোগাচ্ছে-সুধীন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √খন্+ইত্র}
- Bengali Word খনেজাত English definition ⇒ খানেজাদ
- Bengali Word খন্তা, খোন্তা, খন্তিক English definition [খোন্তা, খোন্তা, খোন্তিক্] (বিশেষ্য) ১ খনন করার যন্ত্র। ২ শাবল; খনিত্র। {(তৎসম বা সংস্কৃত শব্দ) খনিত্র> খনিত্ত>খন্তা; (হিন্দী) খতো}
- Bengali Word খন্তি English definition ⇒ খুন্তি
- Bengali Word খন্তিক English definition ⇒ খন্তা
- Bengali Word খন্দ ১ English definition [খন্দো] (বিশেষ্য) ১ নালা; গর্ত। ২ নিম্নভূমি (অনেক কাদা ডোবা খানা খন্দ পেরিয়ে-সৈশা)। {(ফারসি) কন্দাহ<(আরবি) খন্দক}
- Bengali Word খন্দ ২ English definition [খন্দো] (বিশেষ্য) ফসল; শস্য (এবার ফসল হইল না বলিয়া কি সামনের অন্যান্য খন্দও কিছু পাওয়া যাইবে না- কাজী আবদুল ওদুদ)। খন্দখেরাজ (বিশেষ্য) শস্যাদি ও খাজনা (জমির চাষ আবাদ খন্দ-খেরাজের ভার তার চাকরের হাতে থাকে-কাজী আবদুল ওদুদ)। খন্দমাল (বিশেষ্য) রবিশস্য; বসন্তকালীন শস্য: মুগ, মটর, কলাই প্রভৃতি (হাটখোলার গদী, দশ বারটা খন্দমালের আড়ত-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর))। {(তৎসম বা সংস্কৃত শব্দ) খন্দ>}
- Bengali Word খন্দক English definition [খন্দক্] (বিশেষ্য) গর্ত; নালা; খানা (খন্দক খুদিয়া তায় গাড়িল জমিনে-সৈয়দ হামজা)। {(আরবি) খন্দক}
- Bengali Word খন্দকার ২, খোন্দকার English definition ⇒ খোন্দকার১ ও খোন্দকার২
- Bengali Word খন্নাস, খান্নাস English definition [খন্নাস্, খান্নাস্] (বিশেষ্য) ১ শয়তান। ২ কুপ্ররোচনা-দানকারী। □ বিশেষ্য, বিশেষণ ধূর্ত; দুষ্ট। {আরবি খন্নাস্}