খ পৃষ্ঠা ৮
- Bengali Word খর ২ English definition [খর্] (বিশেষ্য) ১ গর্দভ; খচ্চর; অশ্বতর। ২ রাক্ষসবিশেষ; লঙ্কার রাজা রাবণের বৈমাত্রেয় ভ্রাতা। খর দরজাল (বিশেষ্য) ১ দরজাল নামক অত্যাচারী ব্যক্তি যে গাধায় আরোহণ করে হঠাৎ উপস্থিত হবে। কথিত আছে যে, সে দুনিয়ার সাধুসজ্জন ব্যক্তিদের নিশ্চিহ্ন করে ফেলবে। ২ অতি অত্যাচারী লোক (খর-দরজাল আসছে বুঝে শিঙায় দিয়ে হাঁক-(জসীমউদ্দীন))। ⇒ খরেদজ্জাল। {(ফারসি) খর্}
- Bengali Word খরগোশ, খরগোস English definition [খর্গোশ্] (বিশেষ্য) শশক; hare। {ফারসি খরগোশ}
- Bengali Word খরচ, খরচা, খর্চা English definition [খরোচ্, খর্চা, খর্চা] (বিশেষ্য) ১ ব্যয় (বিদ্যা খরচ না করেন-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ২ ব্যয় করার অর্থ (এই মামলার খরচ দেবে কে?)। খরচ, খরচা, খরচপত্র, খরচপাতি বিশেষ্য নানা প্রকার ব্যয়। খরচান্ত বিশেষ্য ১ অত্যধিক ব্যয়; বেশি খরচ। ২ খরচের ফলে ফতুর বা রিক্তহস্ত। খরচি বিশেষণ অতিরিক্ত খরচ করে এমন। খরচে, খরচিয়া (বিশেষণ) ১ মুক্তহস্তে ব্যয় করে এমন; উদারহস্ত। ২ অমিতব্যয়ী। খরচের খাতায় লেখা ক্রিয়া লাভের আশা ত্যাগ করা; ক্ষতি বলে ধরে রাখা। □ বিশেষ্য উদ্ধারের আশা নেই এমন। {আরবি খরজ্> ফারসি খরচ}
- Bengali Word খরজ English definition [খরোজ্] (বিশেষ্য) সংগীতের সপ্তসুরের প্রথম সুর, ‘সা’ এই সুর। {সংস্কৃত ষড়্জ}
- Bengali Word খরজালি, খরতর, খরধোর English definition ⇒ খর১
- Bengali Word খরমুজ, খরমুজা, খরবুজ, খরবুজা English definition [খরমুজ্, খরমুজা, খরবুজ্, খরবুজা] (বিশেষ্য) তরমুজের মতো ফুটি জাতীয় ফল (চাহি না বরফ, শরবৎ মিঠা, খরমুজা কাশ্মীরী- মোহিতলাল মজুমদার)। {ফারসি খর্ বূজাহ্}
- Bengali Word খরযান English definition [খর্জান্] (বিশেষ্য) গাধায় টানা গাড়ি। {ফারসি খর +সংস্কৃত যান}
- Bengali Word খরশান English definition ⇒ খর
- Bengali Word খরশাল English definition [খর্শাল্] (বিশেষ্য) গাধার বাসস্থান। {ফারসি খর +সংস্কৃত শালা}
- Bengali Word খরশুলা, খরসুলা, খোরশোলা, খোরসোলা English definition [খর্শুলা, খরসুল, খোরশোলা, খোরসোলা] (বিশেষ্য) ১ ছোট মাছবিশেষ (কূলে কূলে চলে খরসুলা মাছ-বন্দে আলী মিয়া)। ২ বাটা মাছ। {সংস্কৃত খর+শফর>?}
- Bengali Word খরসান ১ English definition ⇒ খর১
- Bengali Word খরসান ২, খর্সান English definition [খর্শান্] (বিশেষ্য) শুকনা তামাক পাতা; দোক্তা। □ বিশেষণ ঝাঁঝালো; কড়া (খর্সান তামাক সেজে খায়-দীনিবন্ধু মিত্র)। খরসানি বিশেষ্য ঘোড়ার খুরের ঘর্ষণ ও হ্রেষাধ্বনি। {সংস্কৃত খর+স্বান>?}
- Bengali Word খরস্নায়ু English definition [খর্স্নায়ু] (বিশেষণ) তীব্র সংবেদনশীল; তীব্র অনুভূতিপূর্ণ (খরস্নায়ু স্তব্ধতার পাখা মেলে চকিত শহরে-বিষ্ণু দে)। {সংস্কৃত খর+স্নায়ু}
- Bengali Word খরা ১ English definition [খরা] (বিশেষ্য) ১ রোদ; রৌদ্র (চৈত্র গেল ভীষণ খরায়-(জসীমউদ্দীন))। ২ অনাবৃষ্টি। ৩ গ্রীষ্ম। □ বিশেষণ কড়া ভাজা। {সংস্কৃত খর+ বাংলা আ}
- Bengali Word খরাংশু English definition [খরাঙ্শু] (বিশেষ্য) সূর্য। {সংস্কৃত খর+অংশু}
- Bengali Word খরাজ English definition ⇒ খেরাজ
- Bengali Word খরাদ English definition [খরাদ্] (বিশেষ্য) কুঁদযন্ত্র; lathe; খাঠ প্রভৃতি কুঁদযন্ত্রে চেঁছে মসৃণ বা গোল করা। {(আরবি) খরাদ্}
- Bengali Word খরাদি English definition [খরাদি] (বিশেষ্য) খরাদ (কুঁদযন্ত্রে কাজ) করার লোক; turner {(আরবি) খরাদী}
- Bengali Word খরান English definition [খরান্] (বিশেষ্য) ১ অনাবৃষ্টি। ২ একটানা প্রখর রৌদ্র (এবার খরানে ধান-পাট দুইটা ফসলই মারা গেছে-আবুল মনসুর আহমদ)। {খরা+আন}
- Bengali Word খরানি English definition [খরানি] (বিশেষ্য) ১ একটানা রোদের কাল; dry season। ২ চুইয়ে পড়া অবস্থা। {(তৎসম বা সংস্কৃত শব্দ) খর+আনি}