খ পৃষ্ঠা ৫
- Bengali Word খতবা, খৎবা English definition ⇒ খোতবা
- Bengali Word খতম English definition [খতম্] (বিশেষ্য) ১ শেষ; সমাপ্তি। ২ মৃত্যু; অবসান। □ (বিশেষণ) ১ সমাপ্ত; সাঙ্গ। ২ বিনষ্ট (জালেম খতম হয়েছে)। খতম করা (ক্রিয়া) ১ শেষ করা; সমাপ্ত করা (কাম খতম করে চলে গেছে-মোজাম্মেল হক)। ২ মেরে ফেলা; সাবাড় করা (দুশমন খতম করা)। খতম পড়া (ক্রিয়া) সমগ্র কোরআন পাঠ করা। খতম পড়ানো (ক্রিয়া) মৃতের আত্মার সদ্গতির জন্য সমগ্র কুরআন তেলাওয়াতের অনুষ্ঠান করা (প্রায়ই নানা খতম পড়াতেন-শাআ)। {(আরবি) খত্ম}
- Bengali Word খতর English definition [খতর্] (বিশেষ্য) ১ বিপদ। ২ ভয়। {(আরবি) খতর}
- Bengali Word খতরা English definition [খত্রা] (বিশেষ্য) ১ বিপদ। ২ অনিষ্টাশঙ্কা; বিপদের ভয়। ৩ বিপদজনক অবস্থা; প্রতিকূল অবস্থা; বেকায়দা বা বেগতিক অবস্থা। {(আরবি) খতরাহ}
- Bengali Word খতানো English definition [খতানো] (ক্রিয়া) ১ হিসাবনিকাশ করে দেখা; লাভ-লোকসান বিচার করা; বুঝে দেখা। ২ গণনা করা। □ (বিশেষ্য) ১ হিসাবনিকাশ করণ। ২ খতেন; খতিয়ান। {(আরবি) খত্+ (বাংলা) আনো}
- Bengali Word খতি English definition [খোতি] (বিশেষ্য) ১ ঘুষ; উৎকোচ (বিনা উপকারে খায় খতি-(কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী))। ২ কাপড়ের বা চটের থলে। {(আরবি) খত + (বাংলা) ই}
- Bengali Word খতিব, খতীব English definition [খোতিব্] (বিশেষ্য) খুতবা পাঠকারী (কাকে খতিব, কাকে করেন্ত ইমাম-সৈয়দ আলাওল)। খতিবি, খতিবী (বিশেষ্য) খতিবের কাজ। {(আরবি) খতীব}
- Bengali Word খতিয়ান, খতেন, খোতেন English definition (বিরল) [খোতিয়ান, খোতেন, খতেন] (বিশেষ্য) ১ খাজনার পরিমাণ ও আদায়-উসুলের হিসাবপত্র এবং প্রজার জমিজমা সংক্রান্ত তথ্য নিরূপক বই; ledger-book (জমি থাকলে খতেন নম্বর-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। ২ বিষয়ানুক্রমে বা নামওয়ারি হিসাব (সংসারের হিসেবনিকেশ......খোতেন আর পাকা খাতা তিন খানা নিয়ে-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ৩ যে হিসাবের খাতায় ক্রয়বিক্রয় আমদানি রফতানি প্রভৃতির স্বতন্ত্র হিসাব থাকে। খতিয়ান করা (ক্রিয়া) ১ জমা খরচের বিস্তারিত বিবরণ তৈরি করা। ২ প্রজার জমির দাগ নম্বর, পরিমাণ, প্রকৃতি ইত্যাদির স্বতন্ত্র ফর্দ লেখা। {(আরবি) খীতান}
- Bengali Word খতীব English definition ⇒ খতিব
- Bengali Word খতুয়া English definition ⇒ খতো
- Bengali Word খতেন English definition ⇒ খতিয়ান
- Bengali Word খতেমা, খাতিমা English definition [খতেমা, খাতিমা] (বিশেষ্য) ১ সমাপ্তি। ২ পরিণাম; মৃত্যু। {(আরবি) খাতিমাহ}
- Bengali Word খতো, খতুয়া English definition [খোতো, খোতুয়া] (বিশেষণ) ১ ভাঙা; ভগ্ন। ২ জীর্ণ; ক্ষয়প্রাপ্ত (খতো কাঠ)। □ (বিশেষ্য) চোখের কোণের ও পাতার ঘা। খতো ধরা, খতো মারা (ক্রিয়া) ১ ক্ষত প্রাপ্ত হওয়া। ২ ছাতা ধরে যাওয়া। ৩ ক্ষতদুষ্ট। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ক্ষত> (বাংলা) খত+উয়া>ও}
- Bengali Word খত্তাল ১ English definition [খত্তাল্] (বিশেষ্য) কাঁসার নির্মিত এক প্রকার বাদ্যযন্ত্র; করতাল; সংকীর্তনাদির সঙ্গে বাজানোর সুপরিচিত যন্ত্র (খোল ও খত্তাল দিয়ে চীৎকার না করলে আমি হয়ত আনন্দ পাই না-সুধীন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) করতাল>}
- Bengali Word খত্তাল ২ English definition ⇒ খাতাল
- Bengali Word খদ English definition [খদ্] (বিশেষ্য) দুই পাহাড়ের মধ্যবর্তী সুগভীর নিম্নভূমি; গভীর খাদযুক্ত পর্বত-উপত্যকা। {(তৎসম বা সংস্কৃত শব্দ) খাত< √খন্+ত(ক্ত), (হিন্দী) খড}
- Bengali Word খদি, খদিকা English definition [খোদি, খদিকা] (বিশেষ্য) খই; লাজ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) খদিকা} খদির [খোদির্] (বিশেষ্য) ১ খয়ের; খয়ের গাছের নির্যাস। ২ খয়ের গাছ। খদির কষায়, খদির ক্বাথ (বিশেষ্য) খদিরের নির্যাস। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √খদ্+ইর(কিরচ্)}
- Bengali Word খদিরিকা English definition [খোদিরিকা] (বিশেষ্য) ১ লাক্ষা; গালা। ২ লজ্জাবতী লতা। {(তৎসম বা সংস্কৃত শব্দ) খদির+ক(কন্)+আ(টাপ্)}
- Bengali Word খদ্দর, খদ্দি, খাদি English definition [খদ্দর্, খোদ্দি, খাদি] (বিশেষ্য) চরকায় কাটা কাপাস সুতায় প্রস্তুত মোটা কাপড়। {গুজরাটি খদ্দর}
- Bengali Word খদ্রোত English definition [খদ্দোত্] (বিশেষ্য) দেহে আলোক-সন্নিবিষ্ট এক প্রকার পতঙ্গ; জোনাকি পোকা (দুটো নেত্র সদা যেন নিশার খদ্যোত হেন- রবীন্দ্রনাথ ঠাকুর)। খদ্যোতিকা (খদ্যোতিকা দ্যুতি যথা-মাইকেল মধুসূদন দত্ত)। খদ্যোত মালা (বিশেষ্য) জোনাকির ঝাঁক বা দল {(তৎসম বা সংস্কৃত শব্দ) খ+ √দ্যোতি+অ(অণ্)}