খ পৃষ্ঠা ২৬
- Bengali Word খিরকিচ English definition [খির্কিচ্] (বিশেষ্য) ১ পাঁচ রকম জিনিসের সংমিশ্রণ; জগা-খিচুড়ি। ২ ঝগড়াবিবাদ; গোলমাল। ৩ নটখাটি; ঝঞ্ঝাট। নিখিরকিচ (বিপরীতার্থক শব্দ) (এমন মিরেট টনটনিয়া, নিখিরকিচ ধর্ম ..... -ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। {(ফারসি) খীরখীস}
- Bengali Word খিরনি, খিরিনি English definition [খির্নি, খিরিনি] (বিশেষ্য) এক জাতীয় গাছ ও তার ফল (কবরে যাহার খিরনির ফুল শোভা পায় উটপাখীর মোতি- সত্যেন্দ্রনাথ দত্ত; বড়হর খিরিনি খাজুর আর তাল -সৈয়দ আলাওল)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ক্ষীর+ (বাংলা) নি=খিরনি; ক্ষীরতুল্য অর্থে}
- Bengali Word খিরা, খিরে English definition [খিরা, খিরে] (বিশেষ্য) শসাজাতীয় ফল-বিশেষ। {(হিন্দী) খীরা}
- Bengali Word খিরাজ English definition ⇒ খেরাজ
- Bengali Word খিরিনী English definition ⇒ খিরনি
- Bengali Word খিল ১ English definition [খিল্] (বিশেষ্য) ১ কপাটের অর্গল; হুড়কা; কীলক (খুলিব কঠিন খিল তোমাদের সব দাবী মানি-আজহারুল ইসলাম)। ২ মাংসপেশির আড়ষ্টতা বা টেনে ধরার ভাব (ডানা নেড়ে নেড়ে লাগে ঘাড়ে খিল-অবনীন্দ্রনাথ ঠাকুর)। খিল লাগা, খিল ধরা (ক্রিয়া) ১ অঙ্গ-প্রত্যঙ্গে টান বা খিঁচুনি ধরা। ২ দাঁতে দাঁতে লাগা। {(তৎসম বা সংস্কৃত শব্দ) কীল, (প্রাকৃত) খীল>খিল}
- Bengali Word খিল ২ English definition [খিল্] (বিশেষণ) ১ পতিত; অনাবাদি; চাষের অনুপযুক্ত; অনুর্বর (খিল ভুমি লিখে লাল-(কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী))। ২ আচষা; অকর্ষিত (কাব্যে সরস খিলজমি ছিল মিলও কবির এখানে-সত্যেন্দ্রনাথ দত্ত)। ৩ পরিশিষ্ট; অবশিষ্ট। খিল ভাঙা, খিল ভাঙ্গা (ক্রিয়া) পতিত জমি চাষ-আবাদ করা। {(তৎসম বা সংস্কৃত শব্দ) খ+ √লা+অ}
- Bengali Word খিলকা English definition ⇒ খেলকা
- Bengali Word খিলখিল English definition [খিল্খিল্] (অব্যয়) ১ ক্রমাগত হাসির শব্দ। ২ শিশু বালক বালিকা নরনারী নির্বিশেষে সকলের আনন্দময় হাস্যধ্বনি। □ (অব্যয়) বিদ্রূপাত্মক হাসির শব্দ। {ধ্বন্যাত্মক}
- Bengali Word খিলা English definition [খিলা] (বিশেষণ) ১ অনাবাদি; পতিত; চাষের অনুপযুক্ত। ২ নিষ্ফল; বিফল (কত নিধি পাবকে পোড়ায়ে করে খিলা-ঘনরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) খিল+ (বাংলা) আ}
- Bengali Word খিলাত, খেলাত, খেলওয়াত English definition [খিলাত্, খেলাত্, খেলোয়াত্] (বিশেষ্য) রাজাদিদত্ত সম্মানসূচক পরিচ্ছদ (তাঁহার আমিরী খেলাত কাড়িয়া লন-গিরিশ চন্দ্র সেন; সেখান হইতে খেলওয়াত আসিবে-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {(আরবি) খিল+আহ}
- Bengali Word খিলান, খিলেন English definition [খিলান্, খিলেন্] (বিশেষ্য) ইট বা পাথরের অর্ধ গোলাকার গাঁথনি; arch (আকাশের খিলানের নীচে-আতাউর রহমান)। {খিল১ + আন}
- Bengali Word খিলাফ English definition ⇒ খেলাপ
- Bengali Word খিলাল, খেলাল English definition [খিলাল্, খেলাল] (বিশেষ্য) ১ যে কাঠি দ্বারা দাঁতের ফাঁক পরিষ্কার করা হয়; দাঁতকাঠি; খড়কে; tooth-pick (উচিত সে রক্ষিবারে ধুইয়া খিলাল-সৈয়দ আলাওল)। ২ কাঠি দ্বারা দন্ত পরিষ্কারকরণ (ভক্ষাৎ শেষে খিলাল করিতে যুক্ত আছে-সৈয়দ আলাওল)। ৩ হাতের আঙুল দ্বারা দাড়িগোঁফ বিলিখন করা বা আঁচড়ানো; পানি দ্বারা পরিষ্কার করা (ওযু সঙ্গে গোঁফ দাড়ি করিবা খিলাল -সৈয়দ আলাওল)। {(আরবি) খিলাল}
- Bengali Word খিলি, খিলী English definition [খিলি] (বিশেষ্য) তৈরি করা পান; সাজা পান; পানের বিড়া। খিলি দানি (বিশেষ্য) পানদান; পানের ডিবা; খাসদান। {(হিন্দী) ঠিলি}
- Bengali Word খিলিজি, খিলিজী, খলযি English definition [খিলিজি, খিলিজী, খল্জি] (বিশেষ্য) দিল্লির মুসলিম রাজবংশ বিশেষ। খিলজাই (বিশেষণ) ১ খিলিজি-সূলভ। ২ খিলিজিগণ কর্তৃক প্রবর্তিত বা প্রণীত (খিলজাই সাজ এসেছে ছাড়িয়া-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(আরবি) (ফারসি) খিলজী}
- Bengali Word খিসারত English definition ⇒ খেসারত
- Bengali Word খিস্তি, খিস্তী English definition [খিস্তি] (বিশেষ্য) ঝগড়া; খেউর; অমার্জিত বা কুৎসিত ভাষায় গালাগালি (বশর মনীর রীতিমত খিস্তি জুড়ে দিলে- শওকত ওসমান)। {(অজ্ঞাতমূল)}
- Bengali Word খিড়কি, খিড়কী English definition [খিড়্কি] (বিশেষ্য) ১ জানালা; বাতায়ন; ঝরোকা। ২ বাড়ির পশ্চাদ্দিক (ধায় বেনে খিড়কির পথে-(কবি কঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী))। খিড়কি দুয়ার (বিশেষ্য) ১ অন্তঃপুর দ্বার; বাড়ির পশ্চাদ্দিকের ছোট দরজা। ২ গুপ্ত দরজা। খিড়কি পুকুর (বিশেষ্য) বাড়ির পশ্চাদ্দিকে অবস্থিত অন্তঃপুরের মেয়েদের ব্যবহারের পুকুর। {(তৎসম বা সংস্কৃত শব্দ) খড়ক্কিকা>খিড়ক্কী}
- Bengali Word খিয়াতি English definition ⇒ খিআতি