খ পৃষ্ঠা ২৩
- Bengali Word খালু English definition [খালু] (বিশেষ্য) খালার স্বামী; মেসো। {(আরবি) খাল}
- Bengali Word খালুই, খালই, খলই English definition [খালুই, খালোই, খলোই] (বিশেষ্য) বাঁশ দ্বারা নির্মত মাছ বা তরিতরকারি প্রভৃতি বহন করবার খাড়া ঝুড়িবিশেষ (কুকুরটাকে ... মাছের খালুই মুখে করে আনতে ..... শিখিয়ে ..... -অবনীন্দ্রনাথ ঠাকুর)। {আঞ্চলিক}
- Bengali Word খালেস, খালিস English definition [খালেশ, খালিস] (বিশেষণ) বিশুদ্ধ; খাঁটি (খালেস দিলের তওবা আইজো আল্লাহ কবুল করে-আবুল মনসুর আহমদ)। {(আরবি) খালিস}
- Bengali Word খাস English definition [খাশ্] (বিশেষণ) ১ আসল; বিশুদ্ধ; খাঁটি (যদি, আমি খাস হিন্দীতে বাৎ চালাইতে পারিতাম-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ বিশেষ (বসরার খাস কোন্ জিনিষ কিনিতে পাওয়া যায়-বেগম শামসুন্নাহার মাহমুদ)। স্বকীয়; নিজস্ব (খাস কামরা)। ৪ সরকারের অধিকারভুক্ত (খাসমহল)। খাস আপিল (বিশেষ্য) বিশেষ আপিল; আপিলের উপর আপিল। খাস করা (ক্রিয়া) অন্যের অধিকার থেকে ভূসম্পত্তি নিজের অধিকারে আনা। খাস কামরা (বিশেষ্য) ১ নিজস্ব ঘর। ২ আদালতের বিচারকদের বিশেষ বিশ্রামাগার। খাস খামার (বিশেষ্য) জমির মালিকের নিজ চাষাবাদের জমি। খাস তালুক (বিশেষ্য) জমিদারের নিজ তত্ত্বাবধানের ভূসম্পত্তি। খাস দখল (বিশেষ্য) ১ ভূস্বামীর নিজস্ব অধিকার। ২ প্রজার দখল উপেক্ষা করে জমিদারের নিজস্ব অধিকারে স্থাপন। খাস মহল, খাস মহাল (বিশেষ্য) ১ যে মহাল বা মৌজা প্রজার নিকট বিলি না করে জমিদার বা রাজসরকার সরাসরি নিজ তত্ত্বাবধানে রাখে। ২ নিজ আবাস (চল আমার খাস মহলে মহল-আলো অস্পরী-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(আরবি) খাস}
- Bengali Word খাস গেলাস English definition [খাশ্গেলাশ্] (বিশেষ্য) বিবাহের শোভাযাত্রায় ব্যবহৃত অভ্রনির্মিত বাতিদানবিশেষ (রায়বাবুদের বিয়ের শোভাযাত্রার .... মউরপঙ্খি, কদমঝাড়, খাস গেলাস-অবনীন্দ্রনাথ ঠাকুর)। {(আরবি) খাস + (ইংরেজি) glass}
- Bengali Word খাসদান English definition [খাস্দান্] (বিশেষ্য) পানের খিলি রাখার সুদৃশ্য পাত্রবিশেষ (পানের খাসদান ছিল-মীর মশাররফ হোসেন)। {(আরবি) খাস + (ফারসি) দান}
- Bengali Word খাসনবিস, খাসনবীশ, খাসনবীস English definition [খাশ্নোবিশ্] (বিশেষ্য) শাসনকর্তা বা তার সমপর্যায়ের কর্মচারীর ব্যক্তিগত কার্য পরিচালক; private secretary। {(আরবি) খাস +(ফারসি) নবীস}
- Bengali Word খাসবরদার English definition [খাশ্বর্দার্] (বিশেষণ) (বিশেষ্য) যে বিশিষ্ট সৈন্য বন্ধুক বহন করে অগ্রে চলে; আসসোঁটাধারী (আগে চলে লাল পোষ খাসবরদার -ভারতচন্দ্র রায় গুণাকর)। {(আরবি) খাস + (ফারসি) বুরদার}
- Bengali Word খাসলত English definition [খাস্লত্] (বিশেষ্য) স্বভাব; আচরণ; অভ্যাসাদি; habit। {(আরবি) খসলাহ}
- Bengali Word খাসা English definition [খাশা] (বিশেষণ) ১ অতি উৎকৃষ্ট; প্রথম শ্রেণির (খাসা মখমলী পাদুকাপাত্র .... -মানিক বন্দ্যোপাধ্যায়)। ২ চমৎকার; উত্তম (খাসা মেয়ে-কেদারনাথ মজুমদার)। ৩ উপাদেয়। □ (ক্রিয়াবিশেষণ) বেশ; দিব্যি। {(আরবি) খাস্সাহ}
- Bengali Word খাসি ১, খাসী ১ English definition [খাশি] (বিশেষ্য) অণ্ডহীন ছাগ; ছিন্নমুষ্ক ছাগল (কাসির মাংসেত বিষ আনিয়া মাখিল-সৈয়দ সুলতান)। □ (বিশেষণ) অণ্ডহীন; ছিন্নমুষ্ক (খাসি ভেড়া, খাসি মোরগ)। খাসি করা (ক্রিয়া) অণ্ডকোষ বের করে ফেলা। {(আরবি) খসসী}
- Bengali Word খাসি ২, খাসী ২ English definition [খাশি] (বিশেষণ) অতি উত্তম; চমৎকার (পাঠান মাথা নেড়ে বলে উঠলো, ‘বাহাবা! খাসী!’- রবীন্দ্রনাথ ঠাকুর)। {(আরবি) খাসী}
- Bengali Word খাসিয়ত English definition [খাশিয়ত্] (বিশেষ্য) ১ গুণ। ২ স্বভাব; প্রবণতা। ৩ বিশেষত্ব। খো-খাসিয়ত (বিশেষ্য) স্বভাবচরিত্র। {(আরবি) খাসিয়াহ}
- Bengali Word খাসিয়া English definition [খাশিয়া] (বিশেষ্য) ১ আসামের পার্বত্য জাতিবিশেষ। ২ আসামের একটি পাহাড়। {(অজ্ঞাতমূল)}
- Bengali Word খাসী English definition ⇒ খাসি
- Bengali Word খাস্ত, খাস্তা ১ English definition [খাস্তো, খাস্তা] (বিশেষণ) ১ নষ্ট; পীড়িত; বিকৃত। ২ লুপ্ত। সাত (বা পাঁচ) নকলে আসল খাস্ত (বিশেষ্য) একের পর এক অনুকরণের ফলে বিকৃত হতে হতে আসলই নষ্ট হয়ে যাওয়া। {(ফারসি) খাস্তা}
- Bengali Word খাস্তগির English definition [খাস্তোগির্] (বিশেষ্য) ১ প্রার্থী; আবেদক। ২ উপাধিবিশেষ। {(ফারসি) খাস্তগর}
- Bengali Word খাস্তা ২ English definition [খাস্তা] (বিশেষণ) ১ উৎকৃষ্ট; উত্তম। ২ প্রচুর ঘিয়ের ময়ান দেওয়ার ফলে মচমচে; ময়দার খাবার অল্প চাপে ভাঙ্গে (খাস্তা লুচি)। {(ফারসি) খাস্তাহ}
- Bengali Word খাহেশ, খাহিস, খাহিশ English definition ⇒ খায়েশ
- Bengali Word খাড়ব English definition [খাড়োব্] (বিশেষ্য) যে সমস্ত রাগরাগিণীতে ছয়টি সুরের ব্যবহার হয়; ছয়টি সুর ব্যবহার করে গাইবার রাগ (পাঁচ সুরে ঔড়ব, ছয় সুরে খাড়ব)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) খাড়ব}