খ পৃষ্ঠা ২৫
- Bengali Word খিঞ্চিল (প্রাচীন বাংলা) English definition [খিন্চিল্] (বিশেষণ) খচিত (খিঞ্চিল মানিকে হিরামনী ..... -বড়ু চণ্ডীদাস)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) খচিত>}
- Bengali Word খিঞ্জির, খিঞ্জীর English definition [খিন্জির্] (বিশেষ্য) ১ শূকর। ২ (আলঙ্কারিক) নিকৃষ্ট শ্রেণির জীব (জিঞ্জির পরা মোরা খিঞ্জীর-(কাজী নজরুল ইসলাম))। {(আরবি) খিন্জীর}
- Bengali Word খিটকাল, খিটকেল English definition [খিট্কাল্, খিটকেল] (বিশেষ্য) ১ নিন্দা; অপবাদ। ২ বিঘ্ন; ঝঞ্ঝাট; গোলযোগ। {(তৎসম বা সংস্কৃত শব্দ) বিটকাল>}
- Bengali Word খিটখিট, খিটমিট English definition [খিট্খিট্, খিট্মিট্] (বিশেষ্য) ১ সর্বদা ভর্ৎসনা বা তিরস্কার। ২ ছোট খাটো বিষয় নিয়ে সর্বদা অসন্তোষ, বিরক্তি বা ক্রোধ প্রকাশ। খিটখিটানি, খিটমিটানি বি। খিটখিটা, খিটখিটে (বিশেষণ) ১ যে সর্বদা খিটখিট করে; নিয়ত অসন্তোষ প্রকাশকারী; বদমেজাজি। ২ অসহিষ্ণু; সহজেই উত্ত্যক্ত হয় এরূপ (খিটখিটে মেজাজ)। {ধ্বন্যাত্মক}
- Bengali Word খিটিমিটি, খিটিরমিটির English definition [খিটিমিটি, খিটির্মিটির্] তুচ্ছ কলহ; সামান্য বিষয় নিয়ে সর্বদা মতবিরোধ ও কলহ; মতানৈক্যজনিত অবনিবনা ও বিরোধ (তবু কেন খিটিমিটি -রবীন্দ্রনাথ ঠাকুর)। খিটিমিটি করা (ক্রিয়া) ১ বিরোধ ও বাদানুবাদ করা; খচাখচি করা (গবর্মেন্টের সহিত খিটিমিটি করিবার জন্য-রবীন্দ্রনাথ ঠাকুর)। {ধ্বন্যাত্মক}
- Bengali Word খিণ, খিণি, খীণ, খীন (মধ্যযুগীয় বাংলা) English definition [খিন, খিনি, খিন, খীন] (বিশেষণ) ১ ক্ষীণ। ২ সরু। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ক্ষীণ}
- Bengali Word খিতাব English definition ⇒ খেতাব
- Bengali Word খিতি (প্রাচীন বাংলা) English definition [খিতি] (বিশেষ্য) মাটি; মৃত্তিকা। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ক্ষিতি>}
- Bengali Word খিদমত, খিদমতগার English definition ⇒ খেদমত
- Bengali Word খিদা, খিদে, খিধা, খিধে English definition [খিদা, খিদে, খিধা, খিধে] (বিশেষ্য) ১ ভোজনস্পৃহা; আহারের ইচ্ছা; ক্ষুধা। ২ বাসনা; লালসা (ওসব হচ্ছে যৌবনের দুষ্ট খিধে .... -প্রথম চৌধুরী)। খিদা মরে যাওয়া (ক্রিয়া) ক্ষুধামন্দা হওয়া; ক্ষুধা নষ্ট হওয়া। খিদার মাথায় (ক্রিয়াবিশেষণ) অত্যন্ত ক্ষুধার সময়ে (খিদের মাথায় সবই ভাল লাগে)। দুষ্টু খিদা (বিশেষ্য) সত্যিকার ক্ষুধা নয় এমন; পুষ্টির অভাবে রোগলক্ষণরূপ ক্ষুধা। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ক্ষুধা>}
- Bengali Word খিদ্যমান English definition [খিদ্দোমান্] (বিশেষণ) খোদ বা দুঃখ প্রকাশ করছে এরূপ। খিদ্যমানা (স্ত্রীলিঙ্গ)। (বিপদ সাগরে মগ্না, খিদ্যমানা, রোদনপরা শোকাকুলা .... -রাজীবলোচন মুখোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √খিদ্+মান(মানচ্)}
- Bengali Word খিধা, খিধে English definition ⇒ খিদা, খিদে
- Bengali Word খিন্ন English definition [খিন্নো] (বিশেষণ) ১ দুঃখিত; খেদযুক্ত। ২ ক্লিষ্ট; অবসন্ন; ক্লান্ত; পরিশ্রান্ত, পীড়িত (খিন্ন মলিন তনুলতা-(কাজী নজরুল ইসলাম)); খিন্ন জীবনখানি একটু সুস্থ-কাজী আবদুল ওদুদ)। ৩ কাতর (ফুকারিছে চাতক বিহ্বল খিন্ন পিপাসায়-সত্যেন্দ্রনাথ দত্ত)। ৪ শুষ্ক; ম্লান (জাগিবে কি ফিরে উৎসব খিন্ন এই পুষ্পপুঞ্জে-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) √খিদ্+ত(ক্ত)}
- Bengali Word খিমখিম দানা English definition [খিম্খিম্ দানা] (বিশেষ্য) এক প্রকার কাঁটাযুক্ত গাছের বীজ বা ফল (জোয়ানেরা জেগে খিমখিম দানা খাওয়ায় উটে- মোহিতলাল মজুমদার)। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ক্ষাম (অর্থ ক্ষীণ)>খাম>খিম}
- Bengali Word খিমা, খীমা English definition [খিমা] (বিশেষ্য) তাঁবু। (কেহ লুকাইল খিমাতুল -সৈয়দ হামজা)। {(আরবি) খীমাহ}
- Bengali Word খিমাচি, খামচি English definition [খিম্চি, খাম্চি] (বিশেষ্য) সামান্য বা লঘু ধরনের খামচি; চিমটি; নখাঘাত। খিমচানো, খামচিটা (ক্রিয়া) খামচি দেওয়া; লঘু খামচি দেওয়া; খিমচি কাটা। □ (বিশেষ্য), (বিশেষণ) উক্ত অর্থসমূহে। {(আরবি) খান্সা}
- Bengali Word খিযর English definition ⇒ খেজের
- Bengali Word খিযির English definition ⇒ খিজির
- Bengali Word খির (মধ্যযুগীয় বাংলা) English definition [খির্] (বিশেষ্য) ক্ষীর। {(তৎসম বা সংস্কৃত শব্দ) ক্ষীর}
- Bengali Word খিরকা, খির্কা English definition ⇒ খেলকা