চ পৃষ্ঠা ২
- Bengali Word চকমক English definition [চক্মক্] (অব্যয়) তীব্র ঔজ্জ্বল্য প্রকাশ; ঝকমক। চকমকানো (ক্রিয়া) ১ চকমক করা। ২ বিদ্যুৎ চমকানো। ৩ ঝলকানো। চকমকানি (বিশেষ্য) তীব্র ঔজ্জ্বল্য; ঝকমকানি। চকমকে (বিশেষণ) তীব্র উজ্জ্বলতাবিশিষ্ট; ঝকমকে; চোখ ধাঁধানো। {(তুর্কি) চকমক}
- Bengali Word চকমকি English definition [চক্মোকি] (বিশেষ্য) পরস্পর ঘর্ষণ করে আগুন জ্বালানোর পাথর বা কাষ্ঠবিশেষ (অগ্নে তুমি জন্ম দিয়েছ কাঠে কাঠে ঠুকে চকমকি-সত্যেন্দ্রনাথ দত্ত)। চকমকি ঠোকা (ক্রিয়া) ১ চকমকি দ্বারা আগুন জ্বালানো। ২ (আলঙ্কারিক) ঝগড়া বাধানোর চেষ্টা করা। {(তৎসম বা সংস্কৃত) √চকাস্}
- Bengali Word চকমিলান English definition ⇒ চক
- Bengali Word চকসা English definition [চক্শা] (বিশেষ্য) মেঘ সরে যাওয়ার সূর্যালোকের প্রকাশ। {(তৎসম বা সংস্কৃত)√চকাস্}
- Bengali Word চকা English definition ⇒ চখা
- Bengali Word চকা-চকি English definition ⇒ চখা-চখি
- Bengali Word চকার-বকার English definition ⇒ শকার বকার
- Bengali Word চকি ((মধ্যযুগীয় বাংলা)) English definition [চোকি] (বিশেষ্য) চৌকি; প্রহরার ঘাঁটি (চকি ঘাটি দড় কৈল-ফজ)। {(তৎসম বা সংস্কৃত) চতুষ্কী}
- Bengali Word চকিত English definition [চোকিতো] (বিশেষণ) ১ ত্রস্ত; কম্পিত; ভয়চঞ্চল; চমকিত (একাকিনী রাধিকার চকিতচরণ-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ আকস্মিক; চমক বা বিস্ময় সৃষ্টিকারী (আর চকিত হাস্য ধ্বনি-মনোজ বসু)। □(বিশেষ্য) নিমেষ; ক্ষণমাত্রকাল; মুহূর্ত। চকিতা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। চকিতে (ক্রিয়াবিশেষণ)। {(তৎসম বা সংস্কৃত) √চক্+ত(ক্ত)}
- Bengali Word চকিনী (মধ্যযুগীয় বাংলা) English definition [চোকিনি] (বিশেষ্য) চক্রবাকী; চকী (চকোয়া বিচ্ছেদে যেনো তাপিত চকিনী-দৌলত উজির বাহরাম খান)। {(তৎসম বা সংস্কৃত) চক্রবাকী>}
- Bengali Word চকোর English definition [চকোর্] (বিশেষ্য) ১ কবিপ্রসিদ্ধিযুক্ত পাখিবিশেষ। ২ চাঁদের কিরণ পানে তৃপ্তি লাভ করে বলে কথিত পাখিবিশেষ। □(বিশেষণ) (আলঙ্কারিক) সুধাপায়ী বা সুধা অভিলাষী (চিত চকোর)। চকোরী, চকোরিনী (বিশেষ্য) স্ত্রীজাতীয় চকোর (চাঁদের হেরিয়া কাঁদে চকোরিনী-কাজী নজরুল ইসলাম)। চিত্তচকোর (বিশেষ্য) চকোরের ন্যায় প্রতীক্ষারত হৃদয়। নয়নচকোর (বিশেষ্য) রূপমুগ্ধ চোখ। {(তৎসম বা সংস্কৃত)√চক্+ওর(ওরন্)}
- Bengali Word চকোয়া (মধ্যযুগীয় বাংলা) English definition [চকোয়া] (বিশেষ্য) চক্রবাক; চকা (চকোয়া বিচ্ছেদে যেনো তাপিত চকিনী-দৌলত উজির বাহরাম খান)। {(তৎসম বা সংস্কৃত) চক্রবাক}
- Bengali Word চক্কর, চক্কোর English definition [চক্কোর্] (বিশেষ্য) চাকা (কালের যেমন চক্কর-ড. মুহম্মদ শহীদুল্লাহ)। ২ আবর্ত; ঘূর্ণি। ৩ চক্রাকৃতি বস্তু স্থান বা পথ। ৪ চক্রাকার চিহ্ন। ৫ পাক; ঘুরিয়া ঘুরিয়া পরিক্রমণ (দুনিয়ার চক্করের পর আমরা এক আজিব যায়গায় ঠেকে গিয়েছিলাম-শওকত ওসমানকত ওসমান)। ৬ ঘূর্ণন (মাথা চক্কর দিয়ে ওঠা)। ৭ ফণা। ৮ চাকলা; অঞ্চল; বিশেষ অধিকারের সীমা। ৯ ধাঁধা বা ভ্রম। চক্কর মারা (ক্রিয়া) পাক দেওয়া বা এক পাক ঘোরা; ঘুরে যাওয়া (কাইরোর কাফেতে চক্কর মেরে যায়-সৈয়দ মুজতবা আলী)। {(তৎসম বা সংস্কৃত) চক্র>}
- Bengali Word চক্র English definition [চক্ক্রো] (বিশেষ্য) ১ চাকা। ২ চাকার আকৃতিযুক্ত স্থান, বস্তু বা পথ (দৌড়ের চক্র)। ৩ নিয়ত আবর্তনশীল বিষয় বা বস্তু (কালচক্র)। ৪ কুমারের চাক। ৫ ভ্রমণ বা ঘুরপাক। ৬ প্রাচীণ অস্ত্রবিশেষ; discus। ৭ হিন্দু পুরাণে উল্লিখিত ব্যূহ স্থাপন প্রণালিবিশেষ (চক্রব্যূহ)। ৮ চাকার সদৃশ আকার বা বিস্তারযুক্ত রশ্মিচ্ছটা; জ্যোতির্মণ্ডল; গ্রহমণ্ডল। ৯ হাতের তালু, আঙ্গুল এবং পদতলের মণ্ডলাকার রেখা। ১০ গ্রামসমূহের সমষ্টি; চাকলা বা বিশেষ অধিকারের সীমাভুক্ত অঞ্চল। ১১ বহু বিস্তৃত রাজ্য বা দেশসমূহ। ১২ সাপের ফণা। ১৩ চক্রান্ত; কূট অভিসন্ধি (দশাচক্রে ভগবান ভূত)। ১৪ গুচ্ছ; সমষ্টি; বর্গ; cycle। ১৫ পতাকা চক্র ইত্যাদির চিত্র; জ্যোতিষিক যন্ত্র। ১৬ হিন্দুদের তান্ত্রিক সাধনার মণ্ডলাকার উপবেশন পদ্ধতি বা আসন বিশেষ। ১৭ হিন্দুদের যোগশাস্ত্রমতে দেহমধ্যস্থ নানা বিভাগ (ষট্চক্র) ১৮ (জ্যোতির্বিজ্ঞান) রাশি বা গ্রহমণ্ডলের অবস্থান সূচনাকারী ছক। চক্রগতি (বিশেষ্য) চক্রের ন্যায় আবর্তন বা ঘূর্ণন। চক্রধর (বিশেষ্য) ১ রাজা; নৃপতি। ২ সাপ। ৩ হিন্দুদেবতা বিষ্ণু। চক্রনাভি (বিশেষ্য) চক্রের কেন্দ্রবিন্দু বা কেন্দ্রীয় অংশ। চক্রনেমি (বিশেষ্য) চাকার বেড় বা বেষ্টনি (ধাম রথ ঘুরয়ে ঘর্ঘরে চক্রনেমি-মাইকেল মধুসূদন দত্ত)। চক্রপাণি (বিশেষ্য) হিন্দুদেবতা বিষ্ণু। চক্রবর্তী (বিশেষ্য) ১ বিস্তৃত রাজ্যের অধিপতি; সম্রাট; সার্বভৌম নৃপতি। ২ ব্রাহ্মণদের উপাধিবিশেষ। চক্রবাক (বিশেষ্য) চকা; হাঁসজাতীয় পাখি। চক্রবাকী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ)। চক্রবাল, চক্রবাড় (বিরল) (বিশেষ্য) দিঙ্মণ্ডল; দিগন্তবৃত্ত; আকাশ ও পৃথিবীর মিলনরেখা বলে মনে হয় যে স্থান; horizon। চক্রব্যূহ (বিশেষ্য) প্রাচীন গ্রন্থে উক্ত সৈন্য সমাবেশ প্রণালিবিশেষ। চক্রবৃদ্ধি (বিশেষ্য) সুদের সুদ। দশচক্রে ভগবান ভূত-(আলঙ্কারিক) বহুলোকের ষড়যন্ত্রে মিথ্যাকে সত্য বা সত্যকে মিথ্যা রূপে প্রতিপন্ন করা সম্ভব-এমন অর্থে প্রযুক্ত। পাকচক্রে, পাকেচক্রে ক্রি, (বিশেষণ) কর্মবিপাকে; ঘটনার ফেরে; ফন্দি ফিকিরের ফলে। {(তৎসম বা সংস্কৃত) √কৃ+অ(ঘঞর্থে ক)}
- Bengali Word চক্রাকার English definition [চক্ক্রাকার্] (বিশেষণ) চাকার ন্যায় আকারযুক্ত; গোলাকার। {(তৎসম বা সংস্কৃত) চক্র+আকার; ৬ (তৎপুরুষ সমাস)}
- Bengali Word চক্রান্ত English definition [চক্ক্রান্তো] (বিশেষ্য) ষড়যন্ত্র; কূটমন্ত্রণা; কারো অনিষ্ট বিধানের জন্য গুপ্ত পরামর্শ। চক্রান্তকারী (বিশেষণ) ষড়যন্ত্রকারী; গোপন মন্ত্রণাকারী। {(তৎসম বা সংস্কৃত) চক্র+অন্ত; ৬ (তৎপুরুষ সমাস)}
- Bengali Word চক্রান্তিক English definition [চক্ক্রান্তিক্] (বিশেষণ) বৃত্তাকার (আর নয়-চক্রান্তিক গতি: এবারে জীবন শুরু হোক; সূর্য হতে সূর্যান্তরে এবার চলুক অভিযান-আবদুল গনি হাজারী)। {(তৎসম বা সংস্কৃত) চক্র+অন্তিক; ৬ (তৎপুরুষ সমাস)}
- Bengali Word চক্রাবর্ত English definition [চ্ক্রাবর্তো] (বিশেষ্য) ১ চক্রের ন্যায় ভ্রমণ বা মণ্ডলাকারে ঘূর্ণন। ২ ঘূর্ণি। {(তৎসম বা সংস্কৃত) চক্র+আবর্ত; ৬ (তৎপুরুষ সমাস)}
- Bengali Word চক্রিকা English definition [চোক্ক্রিকা] (বিশেষ্য) ১ হাঁটুর অস্থিময় চাকতি; মালাইচাকি। ২ হাঁটু। {(তৎসম বা সংস্কৃত) চক্র+ইক(ঠন্)+আ(টাপ্)}
- Bengali Word চক্রী (-ক্রিন্) English definition [চোক্ক্রি] (বিশেষণ) ১ চক্রান্তকারী; কুটিল; খল (চক্রী মানুষ চক্র ধরে ছিন্ন করে আমার দেহ-সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ চক্রধারী। □(বিশেষ্য) ১ বিষ্ণু। ২ সাপ। {(তৎসম বা সংস্কৃত) চক্র+ইন্(ইনি)}