চ পৃষ্ঠা ৩
- Bengali Word চক্ষ English definition [চোক্খো] (বিশেষ্য) চক্ষু; চোখ (চক্ষে আমার তৃষ্ণা-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) চক্ষুঃ>}
- Bengali Word চক্ষু, চক্ষুঃ English definition [চোক্খু, চোক্খুহ্] (বিশেষ্য) ১ চোখ; নয়ন; লোচন;অক্ষি; আঁখি; দর্শনেন্দ্রিয়। ২ দৃষ্টি; নয়ন। ৩ অন্তর্দৃষ্টি (জ্ঞানচক্ষু)। ৪ বিবেচনা। চক্ষু কর্ণের বিবাদ ভঞ্জন করা (ক্রিয়া) স্বচক্ষে দর্শন করে শ্রুত বিষয়ের সকল সন্দেহ নিরসন করা। চক্ষুক্ষত (বিশেষ্য) চোখের ঘা; eyesore। চক্ষু খাওয়া (ক্রিয়া) চক্ষু থাকতেও তার যথাযথ ব্যবহার না করা (হেন বর কেমনে আনিলে চক্ষু খেয়ে-ভারতচন্দ্র রায়গুণাকর)। চক্ষু খাদিকা (বিশেষ্য) চোখখাগি; গালিবিশেষ (চক্ষু খাদিকা ভর্তার পরমায়ু ইন্দ্রী অষ্টকুষ্ঠির পুত্রী-রবীন্দ্রনাথ ঠাকুর)। চক্ষু খুলিয়া যাওয়া (ক্রিয়া) অজ্ঞানতা দূর হওয়া; নানা বিষয়ে বোধোদয় হওয়া; সজাগ হওয়া; ঘুম ভাঙা। চক্ষু গোচর, চক্ষুর্গোচর (বিরল) (বিশেষণ) দেখা যায় এমন; দৃষ্টির বিষয়ীভূত; দৃষ্টিসীমার অন্তর্ভুক্ত। চক্ষু চড়ক গাছ হওয়া-বিস্ময়াভিভূত হওয়া; বিস্ময়ে বা আতঙ্কে হতবুদ্ধি হয়ে চেয়ে থাকা। চক্ষু ছানাবড়া হওয়া-অত্যন্ত বিস্ময়াপন্ন হওয়া; বিস্ময়ের আধিক্যে দৃষ্টি বিস্ফারিত হওয়া। চক্ষু দান, চক্ষুর্দান (বিরল) (বিশেষ্য) ১ দৃষ্টি শক্তি দান বা ফিরে আনা। ২ মৃত্যুর পর অপরের উপকারের জন্যে চক্ষু দেওয়ার ওসিয়ত বা উইল। ৩ জ্ঞানহীনকে জ্ঞান দান বা অবোধের বোধসম্পাদন। ৪ সতর্কীকরণ। ৫ (ব্যঙ্গার্থ) চুরি; অপহরণ। চক্ষু রঞ্জন (বিশেষণ) নয়ন তৃপ্তিকারী; নয়নাভিরাম (বীরবেশ বীর পুরুষেই চক্ষুরঞ্জন-মীর মশাররফ হোসেন)। চক্ষু রুন্মীলন (বিশেষ্য) চোখ খোলা বা চাওয়া। ২ জগরণ। ৩ অন্তর্দৃষ্টির উন্মেষ (হ’লে গুরু চক্ষুরুন্মীলনে-সত্যেন্দ্রনাথ দত্ত)। চক্ষুরোগ, চক্ষূরোগ (বিশেষ্য) চোখের পীড়া। চক্ষুলজ্জা, চক্ষুর্লজ্জা (বিরল) (বিশেষ্য) চোখে লজ্জাজনক ঠেকে এমন কিছু করতে বা বলতে সংকোচ বা কুণ্ঠা। চক্ষুশূল, চক্ষুঃশূল (বিরল) বিণ, (বিশেষ্য) দেখলে বিরক্তি জন্মে বা দেখতে ইচ্ছা হয় না এমন কিছু। চক্ষুষ্মান (বিশেষণ) ১ চক্ষু আছে এরূপ; দর্শনেন্দ্রয়বিশিষ্ট। ২ দৃষ্টিশক্তিবিশিষ্ট। ৩ (আলঙ্কারিক) সত্য উপলব্ধিক্ষম; সত্যদ্রষ্টা। চক্ষুষ্মতী বিণ, (স্ত্রীলিঙ্গ)। চক্ষু সত্তা (বিশেষ্য) ১ দর্শনশক্তি বা প্রখর দৃষ্টিশক্তি। ২ অন্তর্দৃষ্টি বা সূক্ষ্ম দৃষ্টি। চক্ষু স্থির (বিশেষ্য) অত্যধিক বিস্ময়জনিত হতবুদ্ধিতা। চক্ষের পুতলি (বিশেষ্য) ১ চোখের তারা। ২ (আলঙ্কারিক) অত্যন্ত আদরের বা স্নেহের পাত্র। {(তৎসম বা সংস্কৃত) √চক্ষ্+উস্}
- Bengali Word চখা, চকা English definition [চখা, চকা] (বিশেষ্য) চক্রবাক; নদীতীরবাসী হংসজাতীয় পাখি (চখা হরিণীর মতো ভীত-কাজী নজরুল ইসলাম)। চখী, খখি, চকী, চকি (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) চক্রবাক}
- Bengali Word চখা-চখি, চকা-চকি English definition [চখাচোখি, চকাচোকি] (বিশেষ্য) চক্রবাক ও চক্রবাকী (নিভৃত জলের ধারে চখা চখি কাকলি কল্লোলে-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) চক্রবাক+চক্রবাকী>; (দ্বন্দ্ব সমাস)}
- Bengali Word চঙ্ক্রমণ, চংক্রমণ English definition [চঙ্ক্রোমোন্] (বিশেষ্য) পুনঃপুন বা ফিরে ফিরে ভ্রমণ; ঘুরপাক। {(তৎসম বা সংস্কৃত) √ক্রম্+য(যঙ্)>√চঙ্ক্রম+অন(ল্যুট্)}
- Bengali Word চঙ্গল, চঙ্গল, চংগাল English definition [চঙ্গোল, চঙ্গোল, চঙ্গাল্] (বিশেষ্য) নখর; থাবা। {(ফারসি) চঙ্গাল}
- Bengali Word চচ্চর English definition [চচ্চর্] (ক্রিয়াবিশেষণ) তর তর (তারপর চচ্চর একপাতা ইংরেজি লিখে সে কৈফিয়ত দাবি করেছিল-শওকত ওসমান) {তরতর>}
- Bengali Word চচ্চড় English definition ⇒ চড়চড়
- Bengali Word চচ্চড়ি, চড়চড়ি English definition [চচ্চোড়ি, চড়চড়্] (বিশেষ্য) অতিশয় শুষ্ক ব্যঞ্জনবিশেষ। {ধ্বন্যা; (তুলনীয়) (তৎসম বা সংস্কৃত) √চট্(ভেদ করা)}
- Bengali Word চঞ্চর English definition [চন্চর্] (বিশেষ্য) ভ্রমর (তুলিয়াছে চঞ্চরের মধু গুঞ্জরণ-শাহাদাত হোসেন)। {(তৎসম বা সংস্কৃত) √চঞ্চর্+অ}
- Bengali Word চঞ্চরিকা English definition ⇒ চঞ্চরী
- Bengali Word চঞ্চরী, চঞ্চরিকা English definition [চন্চোরি, চন্চোরিকা] (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) ভ্রমরী (হোলি খেলে আসি পাশে পাশে ফিরে চঞ্চরী-শাহাদাত হোসেন)। {(তৎসম বা সংস্কৃত) √চঞ্চর্+ঈ, ইক+আ}
- Bengali Word চঞ্চরীক English definition [চন্চোরিক্] (বিশেষ্য) ভ্রমর। চঞ্চরীকা। (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) √চঞ্চর্+ঈক}
- Bengali Word চঞ্চল English definition [চন্চল্] (বিশেষণ) ১ অস্থির; চলনশীল; চলমান। ২ ছটফটে, চপল; অশান্ত। ৩ চ্যাকুল; উৎকণ্ঠিত; ব্যগ্র। ৪ নড়ছে এমন; কম্পমান। ৫ বিচলিত। চঞ্চলতা বি। চঞ্চলা বিণ, স্ত্রী চঞ্চল অর্থে। □(বিশেষ্য) বিদ্যুৎ; চপলা (মনের গতি আকাশের চঞ্চলা হতে বেশি চঞ্চল-মীর মশাররফ হোসেন) ৩ হিন্দু দেবতা লক্ষ্মী (চঞ্চলা তোমার কৃপা চঞ্চলা সমান-ভারতচন্দ্র রায়গুণাকর)। চঞ্চলিত (বিশেষণ) ১ চাপল্যযুক্ত; চাঞ্চল্যবিশিষ্ট। ২ বিচলিত; আন্দোলিত; আলোড়িত (নিদ্রা পারাবার যেন স্বপ্ন চঞ্চলিত-রবীন্দ্রনাথ ঠাকুর)। চঞ্চলিয়া (বিশেষণ) চঞ্চলতাবিশিষ্ট। □(বিশেষ্য) চঞ্চল প্রাণী বা বস্তু। □(অসমাপিকা ক্রিয়া) ১ চঞ্চল হয়ে। ২ চঞ্চল করে। {(তৎসম বা সংস্কৃত) √চল্+য(যঙ্)> √চঞ্চল্+অ(অন্) অথবা, √চঞ্চ্+অল(অলচ্)}
- Bengali Word চঞ্চু, চঞ্চু (বিরল) English definition [চোন্চু] (বিশেষ্য) পাখির ঠোঁট। চঞ্চুপুট (বিশেষ্য) পাখির দুই ঠোটের মধ্যবর্তী স্থান বা দুই ঠোটের সমন্বয়ে গঠিত আধার (দেখি, সে চঞ্চুপুটে ভূমি খনন করিল-গিরিশচন্দ্র ঘোষ)। {(তৎসম বা সংস্কৃত) √চঞ্চ্+উ, ঊ(ঊঙ্)}
- Bengali Word চঞ্চুরী English definition [চন্চুরি] (বিশেষ্য) চড়ুই পাখি। {(তৎসম বা সংস্কৃত) √চর্+যঙ্>√চঞ্চর্+ঈ}
- Bengali Word চট ১ English definition [চট্] (অব্যয়) হঠাৎ ফেটে যাওয়া বা চপেটাঘাতের শব্দ। চট-চট (অব্যয়) ক্রমাগত চট ধ্বনি (চট চট করে বেত মারা)। {(তৎসম বা সংস্কৃত) চট্>; ধ্বন্যাত্মক}
- Bengali Word চট ৩ English definition [চট্] (বিশেষ্য) পাটের সুতায় প্রস্তুত মোটা বস্ত্র যা থেকে থলি বস্তা ইত্যাদি তৈরি হয়। চটকল (বিশেষ্য) চট বোনার কারখানা। {(তৎসম বা সংস্কৃত) কট>}
- Bengali Word চট-চট ১ English definition ⇒ চট১
- Bengali Word চট-চট ২ English definition [চট্চট্] (অব্যয়) আঠালো ভাব প্রকাশক। চটচটে (বিশেষণ) আঠালো। {ধ্বন্যাত্মক}