চ পৃষ্ঠা ৫
- Bengali Word চটু English definition [চোটু] (বিশেষ্য) তোশামোদ; চাটুবাদ; স্তুতিবাক্য। {(তৎসম বা সংস্কৃত) √চট্+উ(উন্)}
- Bengali Word চটুল English definition [চোটুল্] (বিশেষণ) ১ চঞ্চল (ক্রীড়ারত চটুল সফরী-কাজী নজরুল ইসলাম)। ২ চপল; অস্থির (চটুল স্বভাব)। ৩ মুগ্ধকর; সুন্দর (চটুল চোখে তারার মত চায়-সত্যেন্দ্রনাথ দত্ত)। ৪ লঘু; হালকা (চটুল রচনা)। চটুলা (বিশেষণ) স্ত্রী। চটুলতা বি। {(তৎসম বা সংস্কৃত) চটু+ল(লচ্}
- Bengali Word চট্টল, চট্টলা English definition [চট্টেল, চট্টলা] (বিশেষ্য) চট্টগ্রামের প্রাচীন তথা পৌরাণিক নাম। {(তৎসম বা সংস্কৃত) চট্টল+আ}
- Bengali Word চট্টি English definition [চোট্টি] (বিশেষ্য) পান্থশালা; সরাইখানা (হিমালয়ের চট্টিতে মানুষ যে রকম মাছি সম্বন্ধে নির্বিকার-সৈয়দ মুজতবা আলী)। {⇒চটি৩}
- Bengali Word চট্টোপাধ্যায় English definition [চট্টোপাদ্ধ্যায়্] (বিশেষ্য) বাঙালি ব্রাহ্মণের পদবিবিশেষ; চাটুয্যে; চাটুজ্যে; চ্যাটার্জি। {চট্ট+উপাধ্যায়; (হিন্দি) চট্ট (অর্থ:ছাত্র)+উপাধ্যায় (অর্থ: আচার্য, শিক্ষক)}
- Bengali Word চট্ ২ English definition [চট্] (অব্যয়) ঝট; শীঘ্র; জলদি; সত্বর। {(তৎসম বা সংস্কৃত) ঝটিতি>ঝট>চট}
- Bengali Word চণক English definition [চনোক্] (বিশেষ্য) ১ চণা; চানা; বুট; ছোলা। ২ হিন্দু পুরাণোক্ত বাৎস্যায়ন মুনির পিতা। {(তৎসম বা সংস্কৃত) √চণ্+অ(অচ্)+(বাংলা) আ}
- Bengali Word চণ্ড English definition [চন্ডো] (বিশেষণ) ১ ভয়ানক; প্রচণ্ড (রণে চণ্ড)। ২ অতিশয় কোপন বা ক্রুদ্ধ (চণ্ড স্বভাব)। ৩ উগ্র; তীব্র; তীক্ষ্ণ। □(বিশেষ্য) দানববিশেষ; প্রেতবিশেষ (চণ্ডমুণ্ড বিনাশিনী) চণ্ডা, চণ্ডী বিণ, (স্ত্রীলিঙ্গ) (উগ্রচণ্ড, উগ্রচণ্ডী)। {(তৎসম বা সংস্কৃত) √চণ্ড্+অ(অচ্)}
- Bengali Word চণ্ডাল English definition [চন্ডাল্] (বিশেষ্য) চাঁড়াল; হিন্দু পুরাণে উল্লিখিত নিম্নশ্রেণির হিন্দু সম্প্রদায়। □(বিশেষণ) ১ নিষ্ঠুর প্রকৃতির; হৃদয়হীন। চণ্ডালী, চণ্ডালিনী (বিশেষ্য), (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) (ছুঁয়ো না ছুঁয়ো না ছি/ও যে চণ্ডালিনীর ঝি/নষ্ট হবে যে দই-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) √চণ্ড্+আল্(আলঞ্)+অ}
- Bengali Word চণ্ডাশোক English definition [চন্ডাশোক্] (বিশেষ্য) অহিংসা মন্ত্রে দীক্ষা গ্রহণের পূর্ববর্তী অত্যাচারী নিষ্ঠুর সম্রাট অশোক। □(বিশেষণ) নিষ্ঠুর; নির্দয় (দেবতা হয় চণ্ডাশোক-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) চণ্ড+অশোক; (কর্মধারয় সমাস)}
- Bengali Word চণ্ডিকা English definition [চোন্ডিকা] (বিশেষ্য) ১ হিন্দু দেবীবিশেষ; চণ্ডী দেবী; দুর্গা। ২ অতি কোপনস্বভাবা স্ত্রী। {(তৎসম বা সংস্কৃত) চণ্ডী+অ(কন্)+আ(টাপ্)}
- Bengali Word চণ্ডিদাস English definition ⇒ চণ্ডীদাস
- Bengali Word চণ্ডী English definition [চোন্ডি] (বিশেষ্য) ১ অতি কোপনস্বভাবা স্ত্রী। ২ হিন্দু দেবীবিশেষ। চণ্ডীপাঠ থেকে জুতা সেলাই পর্যন্ত, জুতা সেলাই থেকে চণ্ডীপাঠ-উচ্চনীচ নির্বিশেষে সর্বপ্রকার কার্য। চণ্ডী মঙ্গল (বিশেষ্য) চণ্ডীর মাহাত্ম্য কীর্তনের জন্যে রচিত কাব্য। চণ্ডী মণ্ডপ (বিশেষ্য) ১ যে মণ্ডপে চণ্ডীপাঠ ও দেবীর পূজা হয়। ২ ঠাকুর-দালান; পূজামণ্ডপ। ৩ গ্রামাঞ্চলের হিন্দু বাড়ির বৈঠকখানা। রণচণ্ডী (বিশেষ্য) ১ সংগ্রামকারিণী চণ্ডী। ২ (আলঙ্কারিক) অতিশয় কোপনস্বভাবা বা কলহপ্রিয়া নারী। □(বিশেষণ) রণোন্মত্তা; উগ্রা। {(তৎসম বা সংস্কৃত) চণ্ড+ঈ(ঙীষ্)}
- Bengali Word চণ্ডীদাস, চণ্ডিদাস English definition [চোন্ডিদাশ্] (বিশেষ্য) পদাবলি-রচয়িতা সুপ্রসিদ্ধ বৈষ্ণব কবি। {(তৎসম বা সংস্কৃত) চণ্ডী+দাস; ৬ (তৎপুরুষ সমাস)}
- Bengali Word চণ্ডু English definition [চোন্ডু] (বিশেষ্য) নেশার দ্রব্যবিশেষ; অহিফেন থেকে প্রস্তুত নেশার দ্রব্য। চণ্ডুখানা (বিশেষ্য) চণ্ডু বিক্রয় বা সেবনের জায়গা (এক চণ্ডুখানায় যখন এতক্ষন এক সঙ্গে আফিং খেয়েছি-সৈয়দ মুজতবা আলী)। চণ্ডুখোর (বিশেষণ) চণ্ডু সেবন করে বা চণ্ডুতে আসক্ত এমন। {(তৎসম বা সংস্কৃত) √চণ্ড্+উ, (তুলনীয়) (হিন্দি) চণ্ডু}
- Bengali Word চতুঃ English definition [চোতুহ্] (বিশেষ্য), (বিশেষণ) চার; এই অঙ্ক বা পরিমাণ। চতুঃপঞ্চাশৎ (বিশেষ্য), (বিশেষণ) চুয়ান্ন। চতুঃপঞ্চশত্তম (বিশেষণ) ৫৪ সংখ্যক। চতুঃপঞ্চশত্তমী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। চতুঃশাখ (বিশেষণ) চার শাখাবিশিষ্ট। □(বিশেষ্য) বেদ। চতুঃশাল, চতুঃশালা (বিশেষ্য) চকমিলান বাড়ি; চকবন্দি গৃহ ইত্যাদি। চতুঃষষ্টি (বিশেষ্য), (বিশেষণ) চৌষট্টি। চতুঃষষ্টিতম (বিশেষণ) ৬৪ সংখ্যক। চতুঃসপ্ততিতম (বিশেষণ) ৭৪ সংখ্যক। চতুঃসপ্ততিতমী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। চতুঃসীমা (বিশেষ্য) চতুর্দিকস্থ সীমানা; চৌহদ্দি। {(তৎসম বা সংস্কৃত) চতুর্}
- Bengali Word চতুর English definition [চোতুর্] (বিশেষণ) ১ ধূর্ত; চালাক। ২ নিপুণ; দক্ষ। ৩ ঠক; শঠ। চতুরা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। চতুরতা, চাতুরী, চাতুর্য বি। {(তৎসম বা সংস্কৃত) √চত্+উর (উরচ্)}
- Bengali Word চতুরংশ English definition [চোতুরঙ্শো] (বিশেষ্য) চার খণ্ড। □(বিশেষণ) চার খণ্ডে বিভক্ত। চতুরংশিত (বিশেষণ) ১ চারটি অংশে বিভক্ত। ২ চারপেজি; চার পত্র বা আট পৃষ্ঠায় করা হয়েছে এমন; quarto। {(তৎসম বা সংস্কৃত) চতুঃ+অংশ; (কর্মধারয় সমাস)}
- Bengali Word চতুরঙ্গ English definition [চোতুরঙ্গো] (বিশেষণ) ১ হাতি ঘোড়া রথ ও পদাতি-এই চার শাখাবিশিষ্ট (চতুরঙ্গ সেনা)। ২ চার অঙ্গযুক্ত। ৩ সমস্ত অঙ্গযুক্ত। □(বিশেষ্য) ১ হাতি ঘোড়া রথ ও পদাতি-এই অঙ্গযুক্ত সৈন্যদল (দামেস্কে চলিল চতুরঙ্গ দল ধরিয়া-হেয়াত মাহমুদ)। ২ সঙ্গীতের প্রকারভেদ। ৩ সতরঞ্জ বা দাবা খেলা। ৪ দাবা খেলার ন্যায় বাজি; প্রতিযোগিতা বা বুদ্ধির প্যাঁচ (জিৎলে চতুরঙ্গ খেলায় নৌকা গজে জোরে ধরে-সত্যেন্দ্রনাথ দত্ত)। চতুরঙ্গিণী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) হস্তী অশ্ব রথ ও পদাতি এই চারিশাখাবিশিষ্ট (এক প্রবল প্রতিপক্ষ রাজা চতুরঙ্গিণী সেনা লইয়া-বিদ্যাপতি)। {(তৎসম বা সংস্কৃত) চতুঃ+অঙ্গ; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word চতুরশীতি English definition [চোতুরশিতি] (বিশেষ্য), (বিশেষণ) ৮৪ সংখ্যা বা সংখ্যক; ৮৪; চুরাশি। চতুরশীতিতমী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) চতুঃ+অশীতি; (মধ্যপদলোপী কর্মধারয় সমাস)}