চ পৃষ্ঠা ৬
- Bengali Word চতুরশ্ব English definition [চোতুরশ্শো] (বিশেষ্য) চার ঘোড়া। □(বিশেষণ) চার ঘোড়াযুক্ত; চার ঘোড়াওয়ালা; চার ঘোড়ায় টানা। {চতুঃ+অশ্ব; (কর্মধারয় সমাস)}
- Bengali Word চতুরস্র English definition [চোতুরস্স্রো] (বিশেষণ) ১ চারি কোণবিশিষ্ট; চতুষ্কোণ। ২ চৌরস; সমতল; উঁচু নয় এমন (চতুরস্র ভূমি)। ৩ নিখুঁত; নির্দোষ (চতুরস্র সিদ্ধান্ত)। ৪ সর্ববিষয়ে পটু; চৌকস; all-round। {(তৎসম বা সংস্কৃত) চতুঃ+অস্র; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word চতুরানন English definition [চোতুরানন্] (বিশেষ্য) চারমুখবিশিষ্ট হিন্দু দেবতা-বিশেষ; চতুর্মুখ; ব্রহ্মা (কত চতুরানন-বিদ্যাপতি)। {(তৎসম বা সংস্কৃত) চতুঃ+আনন; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word চতুরালি, চতুরালী English definition [চোতুরালি] (বিশেষ্য) ১ ছল; চাতুরী। ২ চালাকি; ধূর্তামি। ৩ ছলচাতুরী; রঙ্গকৌতুক; মস্করা (শ্যালীর সাথে হাস্য মুখে করিয়ো চতুরালি-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) চতুঃ+(বাংলা) আলি, আলী}
- Bengali Word চতুরাশ্রম English definition [চোতুরাস্স্রম] (বিশেষ্য) চতুর্বিধ আশ্রম-জীবন; চার প্রকার অবস্থা বা আশ্রম, হিন্দুমতে মানব জীবনের চার অবস্থা বা আশ্রম; ব্রহ্মচর্য, গার্হস্থ্য, বানপ্রস্থ ও সন্ন্যাস। {(তৎসম বা সংস্কৃত) চতুঃ+আশ্রম}
- Bengali Word চতুর্গুণ English definition [চোতুর্গুন্] (বিশেষণ) ১ চারগুণ (চতুর্গুণ বৈরাগ্য জন্মিয়া গেল-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ বহুগুণ। ৩ অত্যধিক; অত্যন্ত বেশি। চতুর্গুণিত (বিশেষণ) ১ চার গুণ করা হয়েছে এমন। ২ বাড়িয়ে তোলা। {(তৎসম বা সংস্কৃত) চতুঃ+গুণ}
- Bengali Word চতুর্থ English definition [চোতুর্থো] (বিশেষণ) চার সংখ্যক; ৪ সংখ্যার পূরক। চতুর্থী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) ১ চতুর্থ অর্থে। ২ একটি তিথির নাম। □(বিশেষ্য) ১ বিভক্তিবিশেষ। ২ হিন্দু বিয়ের চতুর্থ দিনে করণীয় হোম। ৩ হিন্দুমতে মাতা বা পিতার মৃত্যুর পর চতুর্থ দিবসে বিবাহিতা কন্যা কর্তৃক অনুষ্ঠেয় শ্রাদ্ধ। চতুর্থী বিভক্তি (বিশেষ্য) সম্প্রদান বা নিমিত্ত কারক বিভক্তি। {(তৎসম বা সংস্কৃত) চতুঃ+থ(থুক্)}
- Bengali Word চতুর্দশ ১ English definition [চোতুর্দশ্] (বিশেষ্য), (বিশেষণ) চৌদ্দ; ১৪ সংখ্যা বা সংখ্যক। চতুর্দশ পুরুষ (বিশেষ্য) পিতৃপিতামহাদি; ঊর্ধ্বতন চোদ্দ পুরুষ বা বহু পুরুষ। চতুর্দশ বিদ্যা (বিশেষ্য) হিন্দুমতে চারবেদ, ছয় বেদাঙ্গ, মীমাংসা, ন্যায়, ইতিহাস, ও পুরাণ-এই চৌদ্দ শাস্ত্র। চতুর্দশ ভুবন (বিশেষ্য) হিন্দুমতে সপ্তস্বর্গ ও সপ্ত পাতাল। চতুর্দশাক্ষর (বিশেষণ) চোদ্দ অক্ষরযুক্ত (চতুর্দশাক্ষর পয়ার-সুধীন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) চতুঃ+দশ; (মধ্যপদলোপী কর্মধারয় সমাস)}
- Bengali Word চতুর্দশ ২ English definition [চোতুর্দশ্] (বিশেষণ) ১৪ সংখ্যার পূরক। চতুর্দশী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) ১ একটি তিথি। ২ চোদ্দ বৎসর বয়স্কা বালিকা। {(তৎসম বা সংস্কৃত) চতুঃ+দশ; (মধ্যপদলোপী কর্মধারয় সমাস)}
- Bengali Word চতুর্দিক English definition [চোতুর্দিক্] (বিশেষ্য) ১ উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম-এই চারটি দিক। ২ সর্বদিক; সকল দিক। ৩ সকল ব্যাপার; সব বিষয় ও সব কিছু্ {(তৎসম বা সংস্কৃত) চতুঃ+দিক্; (দ্বিগু সমাস)}
- Bengali Word চতুর্দোল, চতুর্দোলা English definition [চোতুর্দোল্, চতুর্দোলা] (বিশেষ্য) চারজনের স্কন্ধে বাহিত শিবিকা বা পালকি; চৌদোলা (গজেন্দ্র তুরঙ্গ চতুর্দোলে আরোহণে-সৈয়দ আলাওল)। {(তৎসম বা সংস্কৃত) চতুঃ+দোল, দোলা}
- Bengali Word চতুর্ধা English definition [চোতুরধা্] (ক্রিয়াবিশেষণ), (অব্যয়) ১ চার প্রকারে; চার রকমে। ২ চারি ভিতে; চারিদিকে। ৩ চার খণ্ডে। □(বিশেষণ) চারখণ্ড অথবা চতুর্বিধ। {(তৎসম বা সংস্কৃত) চতুঃধা (ধাচ্)}
- Bengali Word চতুর্নবতি English definition [চোতুর্নবোতি] (বিশেষ্য), (বিশেষণ) ৯৪ সংখ্যা বা সংখ্যক। চতুর্নবতিতম (বিশেষণ) চুরানব্বইয়ের পূরক। {(তৎসম বা সংস্কৃত) চতুঃ+নবতি; (মধ্যপদলোপী কর্মধারয় সমাস)}
- Bengali Word চতুর্বর্গ English definition [চোতুর্বর্গো] (বিশেষ্য) ধর্ম, অর্থ, কাম, মোক্ষ-এই চার পুরুষার্থ; জীবনের চার লক্ষ্য। {(তৎসম বা সংস্কৃত) চতুঃবর্গ; (কর্মধারয় সমাস)}
- Bengali Word চতুর্বর্ণ English definition [চোতুর্বর্নো] (বিশেষ্য) ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শূদ্র-হিন্দু সম্প্রদায়ের এই চার শ্রেণি। {(তৎসম বা সংস্কৃত) চতুঃ+বর্ণ; (কর্মধারয় সমাস)}
- Bengali Word চতুর্বিংশ English definition [চোতুর্বিঙ্শো] (বিশেষণ) চব্বিশ সংখ্যক; চব্বিশের পূরক। চতুর্বিংশতি (বিশেষ্য), (বিশেষণ) চব্বিশ। চতুর্বিংশতিতম (বিশেষণ) চতুর্বিংশ; চব্বিশ সংখ্যক। {(তৎসম বা সংস্কৃত) চতুঃ+বিংশ}
- Bengali Word চতুর্বিধ English definition [চোতুর্বিধো] (বিশেষণ) চার প্রকার; চার রকম। চতুর্বিধা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) চতুঃ+বিধ; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word চতুর্বেদ English definition [চোতুর্বেদ্] (বিশেষ্য) ঋক, সাম, যজুঃ, অথর্ব-এই চার বেদ। চতুর্বেদী(-দিন্) (বিশেষণ) চার বেদে পণ্ডিত বা অভিজ্ঞ। □(বিশেষ্য) ব্রাহ্মণদের উপাধিবিশেষ; চৌবে; চোবে।
- Bengali Word চতুর্ভুজ English definition [চোতুর্ভুজ্] (বিশেষণ) ১ চারহাত যুক্ত। ২ চৌকস; সর্বতোমুখী; সর্বগুণে গুণান্বিত; all-round। □(বিশেষ্য) ১ চার বাহু বা সরলরেখা বেষ্টিত ভূমি বা ক্ষেত্র। ২ হিন্দু দেবতা বিষ্ণু। {(তৎসম বা সংস্কৃত) চতুঃ+ভুজ; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word চতুর্মুখ English definition [চোতুর্মুখ্] (বিশেষণ) চার মুখবিশিষ্ট হিন্দু দেবতা ব্রহ্মা। □(বিশেষ্য), (বিশেষণ) অনর্গল বক্তা; বাচাল ব্যক্তি (চতুর্মুখের মুখ ব্যথা হয় ঢেঁকির সঙ্গে তর্কে-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) চতুঃ+মুখ; (বহুব্রীহি সমাস)}