ধ পৃষ্ঠা ২
- Bengali Word ধনুক English definition [ধোনুক্](বিশেষ্য) ধনুর বাংলা চলতি রূপ; যার সাহায্যে তীর নিক্ষেপ করা হয়। ধনুকধারী (বিশেষণ) তীর ধনুক নিয়ে যুদ্ধ করে বা শিকার করে এমন। ধনুকভাঙ্গা পণ (বিশেষ্য) অতি কঠোর পণ বা প্রতিজ্ঞা। {(তৎসম বা সংস্কৃত) ধনুঃ+বা./(হিন্দি) ক}
- Bengali Word ধনুখা, ধনুখরা English definition [ধোনুখা, ধোনুখরা](বিশেষ্য) তুলা ধুনবার ধনুকাকৃতির হাতিয়ার বা যন্ত্রবিশেষ। {ধনু+ খরা>}
- Bengali Word ধনে English definition ⇒ ধনিয়া
- Bengali Word ধনেশ English definition [ধনেশ্] (বিশেষ্য) ১ হিন্দুমতে ধনদেবতা কুবের। ২ দীর্ঘ ঠোঁটবিশিষ্ট পাখিবিশেষ; ধনেশ পাখি; hornbill (এই অরণ্যভূমিতে অগণ্য ময়ূর কুক্কুট ধনেশ পক্ষী দল বাঁধিয়া বিচরণ করিত-ইসমাইল হোসেন শিরাজী)। □ (বিশেষণ) মহাধনী; বহুধনের অধিকারী; ধনবান। {(তৎসম বা সংস্কৃত) ধন+ ঈশ; ৬ তৎপুরুষ সমাস}
- Bengali Word ধনেশ্বর English definition [ধনেশ্শ্র](বিশেষ্য) ধনের ঈশ্বর; প্রচুর বিত্তবান। ২ হিন্দু ধনদেবতা কুবের। {(তৎসম বা সংস্কৃত) ধন+ ঈশ; ৬ তৎপুরুষ সমাস}
- Bengali Word ধন্দ, ধন্ধ English definition [ধন্দো, ধন্ধো] (বিশেষ্য) ১ ধাঁধা; সন্দেহ; ধোঁকা; দৃষ্টিভ্রম (ইউসুফের রূপ দেখে ধন্দ বড় লাগে-ফকির গরীবুল্লাহ)। ২ সাংসারিক ভাবনা-চিন্তা (সংসার ধন্ধ)। □ (বিশেষণ) মিথ্যা (ধন্ধ পথ ভাঙ্গি গুরু দেখাইল পথে-শেখ ফয়জুল্লাহ)। ধন্ধিত (বিশেষণ) ধাঁধা লেগেছে এমন। {(তৎসম বা সংস্কৃত) দ্বন্দ্ব>}
- Bengali Word ধন্দা English definition [ধন্দা]((মদ্যযুগীয় বাংলা)) বি ধাঁধা; সংশয়; সন্দেহ; ভ্রম (মঝু মনে লাগল ধন্দা-বিদ্যাপতি)। {(তৎসম বা সংস্কৃত) দ্বন্দ্ব>}
- Bengali Word ধন্ধ English definition ⇒ ধন্দ
- Bengali Word ধন্না, ধরনা, ধর্না English definition [ধন্না, ধর্না, ধর্না] (বিশেষ্য) ১ অবলম্বন; ধারণ; আশ্রয়করণ। ২ যে কাঠের উপর ঘরের ভিতরের ছাদ (ceiling) থাকে; আড়া; কড়ি (পাইনের থাম, পাইনের তক্তার বেড়া, পাইনের ঘন ঘন ধরনা-ইব্রাহীম খাঁ, প্রিন্সিপাল)। ৩ অভীষ্ট লাভের জন্য কারও দরজায় অনাহারে অনিদ্রায় পড়ে থাকার চেষ্টা; হত্যা দেওয়া (সে সাহেবের বাসায় প্রত্যহ ধন্না দেয়)। ২ ঢেঁকিতে পাড় দেওয়ার সময়ে বা সাঁকো পার হওয়ার সময়ে যে বাঁশ ধরা হয়। ধন্না দেওয়া, ধরনা দেওয়া (ক্রিয়া) কোনো কামনা পূর্ণ না হওয়া পর্যন্ত কোথাও পড়ে থাকা (একদিন রাখাল আসিয়া রাজ দুয়ারে ধর্ণা দিল-দমু)। {(তৎসম বা সংস্কৃত) ধরণ>ধরনা>ধন্না}
- Bengali Word ধন্ব English definition ⇒ ধন্বা
- Bengali Word ধন্বন্তরি English definition [ধন্নোন্তোরি] (বিশেষ্য) ১ দেব-চিকিৎসক। ২ (আলঙ্কারিক) অত্যন্ত ভালো চিকিৎসক; রোগ নির্ণয় ও নিরাময়ে অতুলনীয় চিকিৎসক (ভাঙ্গা মচকা চিকিৎসার কবিরাজই ছিলেন ধন্বন্তরি-ছদরুদ্দীন)। ৩ আরোগ্য করার অব্যর্থ শক্তিসম্পন্ন ঔষধ (জ্বরের ধন্বন্তরি)। {(তৎসম বা সংস্কৃত) ধন্বন্তরি}
- Bengali Word ধন্য English definition [ধোন্নো] (বিশেষণ) ১ ভাগ্যবান; সৌভাগ্যশালী; কৃতার্থ (ধন্য রাজার পুণ্য দেশ, যদি বর্ষে মাঘের শেষ-খনার বচন)। ২ প্রশংসনীয়; শ্লাঘ্য; শ্লাঘনীয়; সাধু (ধন্য সে দেশ যে দেশে গুণের আদর আছে)। □ (বিশেষ্য) ধন্যবাদ; সাধুবাদ; প্রশংসাবাদ (ধন্য তোমারে হে রাজমন্ত্রী-রবীন্দ্রনাথ ঠাকুর)। ধন্যা (স্ত্রীলিঙ্গ) প্রশংসনীয়া; সাধ্বী। ধন্যবাদ (বিশেষ্য) ১ প্রশংসাবাদ; সাধুবাদ। ২ কৃতজ্ঞতাজ্ঞাপক উক্তি; thanks। {(তৎসম বা সংস্কৃত) ধন+য(যৎ)}
- Bengali Word ধন্যা, ধন্যাক English definition [ধোন্না, ধোন্নাক্] (বিরল) (বিশেষ্য) ধনিয়া; রন্ধনের মসলাবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) ধন্যা+ক (কন্)> ধন্যাক}
- Bengali Word ধপ English definition [ধপ্] (অব্যয়) পতন শব্দ; পতিত হবার ফলে উৎপন্ন শব্দ (ধপ করে পড়া)। ধপধপ১ (অব্যয়) ১ অনবরত পতনের শব্দ। ২ আগুন জ্বলার শব্দ। {ধ্বন্যাত্মক}
- Bengali Word ধপধপ ২, ধবধব English definition [ধপ্ধপ্, ধব্ধব্] (অব্যয়) অত্যন্ত শুভ্রতাসূচক; অতিশয় পরিষ্কার; পরিচ্ছন্নতাজ্ঞাপক (চাদরটি ধবধব করছে)। {ধ্বন্যাত্মক}
- Bengali Word ধপধপে, ধবধবে English definition [ধপ্ধোপে,ধব্ধোবে](বিশেষণ) অতিশয় সাদা ও উজ্জ্বল (ধবধবে কাপড়)। {ধ্বন্যাত্মক}
- Bengali Word ধপাৎ, ধপাস English definition [ধপাত্,ধপাশ্] (অব্যয়) ভারী বস্তুর হঠাৎ পতনের শব্দ। {ধ্বন্যাত্মক}
- Bengali Word ধব English definition [ধব্] (বিশেষ্য) ১ স্বামী; পতি (ওহে ভবধব, কি করিব স্তব; মানস তিমির হর-ঈশ্বর গুপ্ত)। ২ মনুষ্য। ৩ ধূর্ত ব্যক্তি; প্রবঞ্চক ব্যক্তি। ধবহীনা (বিশেষ্য) পতিহীনা; বিধবা। {(তৎসম বা সংস্কৃত) √ধু+অ(অচ্)}
- Bengali Word ধবল English definition [ধবোল্] (বিশেষণ) সাদা; শুভ্র; শ্বেত (ধবলগিরি)। □ (বিশেষ্য) ১ শুক্ল বর্ণ; সাদা রং। ২ এক প্রকার চর্মরোগ-এই রোগে শরীরের চামড়া, চুল ও লোমরাশি সাদা হয়ে যায়; শ্বেতকুষ্ঠ; white leprosy। ৩ কর্পূরবিশেষ। ধবলগিরি (বিশেষ্য) ১ হিমালয়ের শৃঙ্গবিশেষ। ২ সাদা পাহাড়। ধবলপক্ষ (বিশেষ্য) ১ হংস। ২ শুক্লপক্ষ। ধবলমৃত্তিকা (বিশেষ্য) সাদা খড়িমাটি। ধবলা, ধবলী (বিশেষ্য) সাদা গাভী; ধলা গাই। ধবলিত (বিশেষণ) সাদা করা হয়েছে এমন; শ্বেতবর্ণ ধারণ করেছে এমন; শুভ্রীভূত; শুক্লীকৃত (রাতারাতি সুধাধবলিত করি-সত্যেন্দ্রনাথ দত্ত)। ধবলিমা (বিশেষ্য) ১ শুভ্রতা; শুক্লত্ব। ২ রক্তহীনতা জনিত সাদা ভাব; ফ্যাকাশে বর্ণ; paleness । ধবলিয়া (বিশেষণ) সাদা; শুভ্র (ও গো ধবলিয়া মেঘ-সত্যেন্দ্রনাথ দত্ত)। ধবলীকৃত (বিশেষ্য), (বিশেষণ) যাকে সাদা করা হয়েছে। ধবলীকৃতা( স্ত্রীলিঙ্গ) । ধবলীভূত (বিশেষণ) শুভ্র বা সাদা হয়েছে এমন। ধবলীভূতা( স্ত্রীলিঙ্গ) । {(তৎসম বা সংস্কৃত) √ধাব্+অল(কলচ্)}
- Bengali Word ধম English definition [ধম্](অব্যয়) ১ উচ্চস্থান থেকে গুরুভার দ্রব্য পতনের শব্দ। ২ গুরুগম্ভীর বাদ্যধ্বনি। {ধ্বন্যাত্মক}