ধ পৃষ্ঠা ৩
- Bengali Word ধম ধম, ধমাধম English definition [ধম্ধম্, ধমাধম্](অব্যয়) ১ বার বার গুরুভার দ্রব্য পতনের শব্দ। ১ পুনঃপুন গুরুগম্ভীর বাদ্যধ্বনি। ধমাস, ধমাস (অব্যয়) উপর্যুপরি ভারী বস্তু পতনের শব্দ। {ধ্বন্যাত্মক}
- Bengali Word ধমক English definition [ধমোক্] (বিশেষ্য) ১ তিরস্কার; দাবড়ি; হুংকার (ধমকে ধরাধর কম্পে-ঘন)। ২ ভীতি প্রদর্শন বাক্য (সিন্ধুপারের সিংহদ্বারে ধমক হেনে ভাঙল আগল-কাজী নজরুল ইসলাম)। ৩ প্রবল আক্রমণ; ঘোর; তাড়স (জ্বরের ধমকে ভূল বকা)। ৪ তাড়া; চাপ (কাজের ধমক)। ৫ বেগ (হাসির ধমক)। ধমকানি (বিশেষ্য) ধমক প্রদান; ধমক (অসহিষ্ণু তীব্র ধমকানি-রবীন্দ্রনাথ ঠাকুর)। ধমকানো (ক্রিয়া) ধমক প্রদান; ধমক দেওয়া; ভয় দেখানো। □ (বিশেষ্য) উক্ত অর্থে। ধমকি (বিশেষ্য) হঠাৎ কঠিন তিরস্কার। এক ধমকে কাজ করা (ক্রিয়া) একটানা কিছুক্ষণ কাজ করা। {(তৎসম বা সংস্কৃত) √ধ্মা+অক(ক্বুন্)}
- Bengali Word ধমন English definition [ধমোন্] (বিশেষ্য) ১ নল। ২ কামারের জাঁতা চালায় যে। {(তৎসম বা সংস্কৃত) √ধ্মা বা √ধম্+অন(ল্যুট্)}
- Bengali Word ধমনি, ধমনী English definition [ধমোনি] (বিশেষ্য) রক্ত বহনকারী নাড়ি; রক্তবাহিকা নাড়ি; হৃৎপিণ্ড থেকে যে নাড়ি শরীরের সর্বত্র রক্ত সঞ্চালন করে; artery (রহিমার ধমনী অসাড় হয়ে আসছে-শেখ ফজলল করিম)। ধামানিক বিণ। ধমনিজাল (বিশেষ্য) দেহের সর্বত্র বিস্তারিত ধমনিসমূহ। {(তৎসম বা সংস্কৃত) √ধ্মা (বা ধম্)+অনি}
- Bengali Word ধম্বন English definition [ধম্বোন্](বিশেষ্য) ১ ঢ্যাঁড়া পিটিয়ে জানানো বা প্রচার (পাড়ায় পাড়ায় ফেরে পিটিয়ে ধম্বন-হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায়)। ২ বৃথা ঘুরে বেড়ানো। {(তুলনীয়) (হিন্দি) ধম্মান}
- Bengali Word ধম্ম English definition ⇒ ধর্ম
- Bengali Word ধম্মিল, ধম্মিল্ল English definition [ধোম্মিল্, ধোম্মিল্লো](বিশেষ্য) চুলের খোঁপা; ঝুটি (সারা বঙ্গজ রমণীর মাথায় ধম্মিল চাপিয়ে দিতে সংকুচিত না হয়-প্রথম চৌধুরী)। {(তৎসম বা সংস্কৃত) উর্ধ্ব+ √মিল্+ অ(ক)}
- Bengali Word ধর English definition [ধর্](বিশেষণ) ধারণ করে এমন; ধারণকারী (জলধর)। ধরা( স্ত্রীলিঙ্গ) । ধরণ (বিশেষ্য) ধারণ; ধরা। {(তৎসম বা সংস্কৃত) √ধৃ+অ(অচ্)}
- Bengali Word ধরণী, ধরণি (বিরল) English definition [ধরোনি] (বিশেষ্য) ধরা; বসুন্ধরা; পৃথিবী; ধরিত্রী; যা সব কিছু ধারণ করে আছে। ধরণী-কিলক (বিশেষ্য) পর্বত। ধরণীজ (বিশেষণ) পৃথিবীজাত। □ (বিশেষ্য) মঙ্গলগ্রহ। ধরণীজা( স্ত্রীলিঙ্গ) । ধরণীতল (বিশেষ্য) পৃথিবীতল; পৃথিবীর উপরিভাগ; ভূপৃষ্ঠ; মাটি। ধরণীধর (বিশেষ্য) ১ পৃথিবী ধারণকারী। ২ পর্বত। ৩ বাসুকি নামক নাগ। ধরণীপতি, ধরণীশ্বর, ধরণীভৃৎ (বিশেষ্য) রাজা; সম্রাট। ধরণীসুত (বিশেষ্য) মঙ্গল গ্রহ। ধরণীসুতা (বিশেষ্য) সীতা। {(তৎসম বা সংস্কৃত) √ধৃ+অনি+ঈ(ঙীষ্)}
- Bengali Word ধরতা English definition [ধর্তা] (বিশেষ্য) ১ ধরা (ওটা এখন ধরতার মধ্যে ধরিনে-কাজী নজরুল ইসলাম)। ২ যা ধরে নেওয়া হয়; ধরতি। ৩ ক্রেতাকে যে কমিশন দেওয়া হয়। ৪ মূল গায়েনের মুখ থেকে যে পদ দোহার ধরে নেয়। ৫ গান, কবিতা ইত্যাদির আরম্ভ। ৬ ওজনের যেটুকু বেশি দেওয়া হয়। ধরতাই বুলি (বিশেষ্য) যে কথা অন্যের নিকট থেকে জানা গেছে; যে কথা সবাই জানে বা বলে; নতুনত্বহীন প্রচলিত বুলি। ধরতি (বিশেষ্য) ওজনে কম হতে পারে এই আশঙ্কায় যা ধরে দেওয়া হয়; পূরণ; অভাবের পূর্তি। {ধর+তা}
- Bengali Word ধরতি English definition [ধরোতি] (মধ্যযুগীয় বাংলা) (বিশেষ্য) ধরিত্রী (ধরতি বহএ ধারারাত্রি আন্ধিয়ারি-দৌখা)। {(তৎসম বা সংস্কৃত) √ধৃ>}
- Bengali Word ধরন, ধরণ English definition [ধরোন্] (বিশেষ্য) ১ পদ্ধতি; প্রকার; প্রণালি (কাজের ধরন)। ২ ধারণ করা। ৩ বর্ষণ ক্ষান্তি (আকাশ ধরন)। ৪ আকৃতি; ভঙ্গি; চালচলন (সে এক ধরনের)। ধরন ধারন (বিশেষ্য) চালচলন; রীতিনীতি; হাবভাব (লোকটার ধরন-ধারণ ভালো নয়)। {√ধৃ+অন(ল্যুট্)=ধরণ>ধরন}
- Bengali Word ধরনা English definition ⇒ ধন্না
- Bengali Word ধরন্তি English definition [ধরোন্তি] (মধ্যযুগীয় বাংলা) ধারণ করে (কাম ক্রোধ ধরন্তি জিউ-রামাই পণ্ডিত [শূন্য পুরাণ])। {(তৎসম বা সংস্কৃত) √ধৃ>}
- Bengali Word ধরপাকড় English definition [ধর্পাকোড়্](বিশেষ্য) ১ ব্যাপক গ্রেফতারি; ধরা ও গ্রেফতার (খুনের পর পুলিশের ধরপাকড় শুরু হয়েছে)। ২ ধরাধরি; পীড়াপীড়ি (চাকরির জন্য ধরপাকড়)। {(তৎসম বা সংস্কৃত) √ধৃ>ধর+ (হিন্দি) পাকড়না}
- Bengali Word ধরম English definition [ধরোম্] (পদ্যে ব্যবহৃত) (বিশেষ্য) ধর্ম। ধরম-করম (বিশেষ্য) ধর্মকর্ম; ধর্মানুষ্ঠান। ধরমনাশা (বিশেষণ) মহা অন্যায়কারী; সতীধর্ম নাশক (বৈষ্ণব সাহিত্যে ব্যবহৃত)। ধরমশালা (বিশেষ্য) ধর্মশালা। {(তৎসম বা সংস্কৃত) ধর্ম>(স্বরাগমে) ধরম}
- Bengali Word ধরা ১ English definition [ধরা] (বিশেষ্য) ১ যে জীবজন্তু সবকিছু ধারণ করে; পৃথিবী; ধরণী (তুমি ধরাধর অতি ভাগ্যধর, পুণ্য ধরে না ধরায়-গান)। ২ জরায়ু; গর্ভাশয়; womb। ৩ স্পর্শ; ছোয়া। ধরাতল (বিশেষ্য) পৃথিবীর উপতিভাগ; ভূতল; মাটি। ধরাধর (বিশেষ্য) পর্বত। ধরাধাম (বিশেষ্য) পৃথিবী; ধরণীরুপ বাসগৃহ; সংসার। ধরাশয্যা (বিশেষ্য) মাটিতে শয়ন; মৃত্যুকালে মাটিতে শয়ন। ধরাশায়ী (বিশেষণ) মাটিতে শায়িত; ভূতলে পতিত; ভূমিসাৎ। ধরাসন (বিশেষ্য) মাটিরূপ আসন; মৃত্তিকাসন (ধরাসনে শয়ন করিয়া থাকিতে-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ধরাকে সরা জ্ঞান করা (ক্রিয়া) পৃথিবীকে ছোট সরার মতো মনে করা, অর্থাৎ গর্বে অন্ধ হয়ে সব কিছু তুচ্ছ জ্ঞান করা। {√ধৃ+অ(অচ্)+আ(টাপ্)}
- Bengali Word ধরা ২ English definition [ধরা] (ক্রিয়া) ১ ধারণ করা; হাত দিয়ে ধরা বা গ্রহণ করা (কলম ধরা)। ২ অঙ্গে ধারণ করা; পরিধান করা (বেশ বা ছদ্মবেশ ধরা)। ৩ গ্রেফতার করা; পাকড়াও করা; arrest (ডাকাত ধরা)। ৪ অবলম্বন বা আশ্রয় করা (লাঠি ধরে চলা)। ৫ আশ্রয় করা; বশবর্তী হওয়া (ক্ষ্যাপা তুই আছিস আপন খেয়াল ধরে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৬ অনুসরণ করা; পশ্চাদ্গামী হওয়া (পথ ধরা; বাতাস বসন্তের ছন্দ ধরে বয়-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ৭ আটকানো; বন্ধ করা (মাল ধরে রাখা)। ৮ অবলম্বন দেওয়া (আমায় ধরো নতুবা পড়ে যাবো)। ৯ আক্রমণ বা হামলা করা (রোগে ধরে, বাঘে ধরে)। ১০ অনুনয়-বিনয় করা; শরণাপন্ন হওয়া (বড় সাহেবকে ধর কাজ হবে)। ১১ আত্মরক্ষার্থ অস্ত্রের সাহায্য গ্রহণ করা (বন্দুক ধরা)। ১২ ক্ষতি করা; কাটা। ১৩ প্রবণতা দেখানো; না ছাড়া। ১৪ হত্যা দেওয়া; ধর্না বা ধন্না দেওয়া (কত মসজিদের দোর ধরে রোগ ভালো হয়েছে)। ১৫ বজায় রাখা (কোনোমতে আছে পরান ধরিয়া কামিনী শিথিল সাজে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ১৬ বসে যাওয়া; শব্দহীন হওয়া (গলাটা কেমন ধরে এলো, সে আর কথা বলতে পারলো না-উজ; ঠাণ্ডায় গলা ধরা)। ১৭ জন্মানো; গজানো (গাছে ফল ধরা)। ১৮ সংকুলান হওয়া; আঁটা (পাত্রে দশ সের দুধ ধরবে)। ১৯ কার্যকর হওয়া; সক্রিয় হওয়া (ঔষধ ধরেছে)। ২০ স্থান দেওয়া; বহন করা (গর্ভে ধরা)। ২১ ব্যথা হওয়া (মাথা ধরা)। ২২ থামা (বৃষ্টি ধরা, মেল এখানে ধরে না)। ২৩ আরম্ভ করা (গান ধরা)। ২৪ সংলগ্ন বা সংযুক্ত হওয়া (নতুন নাম বা রুপ ধরা)। ২৫ নির্ধারিত করা বা স্থির করা (দাম ধরা)। ২৬ জ্বলে ওঠা (উনান ধরা)। ২৭ লাগা; স্পর্শ করা (কাপড়ে আগুন ধরা)। ২৮ আগুন লাগা (কাঠটা ধরে উঠেছে)। ২৯ স্পর্শ করা; ছোঁয়া (বুড়ি ধরা)। ৩০ ধরে আবদ্ধ করা; বশে আনা (হাতি ধরা, মাছ ধরা)। ৩১ নাগাল পাওয়া (হাত দিয়ে চাঁদ ধরা)। ৩২ নির্ণয় করা (ডাক্তার রোগ ধরতে পারছেন না)। ৩৩ গণ্য বা বিবেচনা করা (মানুষের মধ্যে ধরা)। ৩৪ প্রদর্শন করা; দেখানো (দোষ ধরা)। ৩৫ নাগাল পাওয়া; যথাসময়ে পাওয়া (ট্রেন ধরা)। ৩৬ স্থান সংকুলান হওয়া (ছোট ঘরে এত লোক ধরবে কি?)। ৩৭ প্রকাশ পাওয়া (দাড়িতে পাক ধরা)। ৩৮ পছন্দ হওয়া; যোগ্য বিবেচিত হওয়া (জামাই মনে ধরেনি)। ৩৯ কুঅভ্যাস ধরা (মদ ধরা)। ৪০ অনুমানকরা (লেখাটা কার ধরা শক্ত)। ৪১ ঝাপসা বা অবশ হওয়া (চোখ বা পা ধরে আসা)। ৪২ নিজেকে চিনতে বা বুঝতে দেওয়া (তার কাছ ধরা দিয়া লাভ কি-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৪৩ শোনা (তার কথা ধরো)। ৪৪ যাবৎকাল (নিশিদিন ধরে ও কি ছেলেখেলা-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৪৫ অনুভূতি উদ্রেক হওয়া; পাওয়া (শীত ধরা)। ৪৬ মনে করা; বিবেচনা করা (ধরো যদি তাইই হয়)। ৪৭ উল্লেখ করা; উচ্চারণ করা (নাম ধরে ডাকা)। ৪৮ ফুটে ওঠা; প্রকাশ পাওয়া (ফল পাকলে রং ধরে)। ৪৯ সনির্বন্ধ প্রার্থনা করা (মনিবকে ধরা)। ৫০ প্রকাশ করা (এই যে, বসে বসে নানারুপ ছবিতে নানা রস ধরছো-অবনীন্দ্রনাথ ঠাকুর)। □ (বিশেষণ) ১ ধৃত (ধরা পড়া)। ২ নির্ধারিত (ধরা দাম)। ৩ সর্ববাদিসম্মত; জানা স্বীকৃত (ধরা কথা)। ৪ উক্ত সকল অর্থে; বিশেষত ধরে এমন (ধামাধরা লোক, মাছ-ধরা জাল)। ধরা কথা (বিশেষ্য) জানাশুনা কথা; পূর্ব থেকে জানা কথা (তুমি যে কাজটি সমাধা করতে পারবে না, তা ত ধরা কথা)। ধরাকাট (বিশেষ্য) ১ কঠোর নিয়ম; বাঁধাবাঁধি। ২ নিয়ম পালন; সংযম। ধরাগন্ধ (বিশেষ্য) ব্যঞ্জনাদি একটু পুড়ে যাওয়ার গন্ধ (ভাত পুড়ে গেল, ধরাগন্ধ বেরিয়েছে-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। ধরাছোঁয়া (বিশেষ্য) ১ ধৃত বা স্পৃষ্ট হওয়া; কাছে আসা; ঘেঁষা। ২ উপলব্ধি (বিশ্বনিয়ন্তা ধরাছোঁয়ার বাইরে)। ধরাছোঁয়া না দেওয়া (বিশেষ্য) ১ কোনো কিছুর দায়িত্ব না নেওয়া। ২ নিজের স্বরূপ গোপন করা। ধরাছোঁয়ার বাইরে (বিশেষণ) ১ সহজে কায়দায় পাওয়া যায় না এমন। ২ সাধারণ বুদ্ধি দিয়ে বোঝা যায় না এমন। ধরাদেওয়া (ক্রিয়া) ১ স্বেচ্ছায় অন্যের অধীন হওয়া বা আয়ত্তে যাওয়া (ধরা নাহি দিলে ধরিব দুপায়-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ আত্মসমর্পণ করা। ৩ নিজের মনের ভাব প্রকাশ করা। ৪ প্রীতির বন্ধন স্বীকার করা। ধরাধরি (বিশেষ্য) ১ পরস্পর পরস্পরকে ধরা; পাকড়া-পাকড়ি। ২ অনুনয়-বিনয় দ্বারা প্রভাব বিস্তার; দরবার (চাকরি পাওয়ার জন্য ধরাধরি করিতে হয়)। ৩ ধরপাকড়। ৪ অনেক ব্যক্তি দ্বারা বহন (বাক্সটি সকলে ধরাধরি করে আনল)। ধরানো (ক্রিয়া) ১ ধৃত বা গ্রেফতার করানো (চোর ধরানো)। ২ খারাপ অভ্যাস বা আসক্তি করানো (তামাক ধরানো)। ৩ জ্বালানো; অগ্নিসংযোগ করা (উনান ধরানো)। ৪ আঁটানো; স্থান সংকুলান করানো (বাক্সে কাপড় ধরানো)। ৫ লাগানো; জমানো (রং ধরানো)। ৬ যথাসময়ে পাইয়ে দেওয়া (স্টিমার ধরা)। ৭ দেখিয়ে দেওয়া (ভুল ধরানো)। ৮ অবলম্বন বা আশ্রয় দেওয়া (পথ ধরানো)। □ (বিশেষ্য), (বিশেষণ) উক্ত সকল অর্থে। ধরাবাঁধা (বিশেষণ) নির্ধারিত; নির্দিষ্ট। ধরি মাছ না ছুঁই পানি (বিশেষ্য) ১ গা বাঁচিয়ে উদ্দেশ্য সিদ্ধ করা। ২ ঝুঁকি বা দায়িত্ব এড়িয়ে কর্তব্য করা। ধরে পড়া, ধরে বসা (ক্রিয়া) ১ সন্ধির্বন্ধ বা অতিশয় আগ্রহযুক্ত অনুরোধ করা। ধরে আসা (ক্রিয়া) বন্ধ হয়ে যাওয়া (বৃষ্টি ধরে এসেছে)। ধরে পড়া (ক্রিয়া) ১ ধরে ঝুলে বা ঝুঁকে পড়ার ভার। ২ সাহায্যের জন্য অত্যন্ত অনুনয়-বিনয় করা। ৩ অনুনয়-বিনয়পূর্বক প্রার্থনা করা; বিশেষভাবে অনুরোধ করা। ধরে বেঁধে (ক্রিয়াবিশেষণ) ইচ্ছার বিরুদ্ধে পীড়াপীদি করে (তাকে ধরে-রেঁধে রাজি করানো হলো) । ধরে রাখা (ক্রিয়া) ১ আটকে রাখা; রোধ করা। ২ সঞ্চিত করা। আকাশ ধরা (ক্রিয়া) বৃষ্টি বন্ধ হওয়া। ঔষধ ধরা (ক্রিয়া) প্রভাব বিস্তার করা; সক্রিয় হওয়া। কলম ধরা (ক্রিয়া) ১ লেখনী ধারণ করা। ২ লেখা আরম্ভ করা। ৩ লিখে ঠিকমতো মনের ভাব প্রকাশ করা। ৪ কারও বিরুদ্ধে লেখা। ৫ কারও লেখার ভুল ধরা (তোর লেখায় কলম ধরে কার সাধ্য)। কানধরা (ক্রিয়া) ১ কান ধরে অপমান করা (কান ধরে তাড়িয়ে দেওয়া)। ২ অপরাধ স্বীকার করে কান স্পর্শ করা। ৩ অনুতাপস্বরূপ বা কোনো কাজ পুনরায় না করবার প্রতিজ্ঞা স্বরূপ কান স্পর্শ করা। কেউটে ধরা (ক্রিয়া) কঠিন বা বিপজ্জনক কাজ করা। গলা বা গালধরা (ক্রিয়া) ওল কচু প্রভৃতি খাওয়ার দরুন মুখের ভিতরে চুলকানি ও যন্ত্রণা অনুভব করা। ঘাড় ধরা (ক্রিয়া) গলাধাক্কা দেওয়া বা ঘাড়ে ধরে অপমান করা। ঘুণ ধরা/ঘুনে ধরা (ক্রিয়া) ১ ঘুণ লাগা। ২ অন্তঃসারশূন্য হওয়া। □ (বিশেষণ) কীটদষ্ট (ঘুণ ধরা কাঠ)। ঘুমধরা (ক্রিয়া) ঘুম পাওয়া; নিদ্রাবেশ হওয়া। চাল ধরা (ক্রিয়া) ১ আচার অবলম্বন করা। ২ বড় লোকের চালচলন অবলম্বন করা। ৩ অবস্থার অতিরিক্ত চালচলন অবলম্বন করা। চুলধরা, চুলে ধরা (ক্রিয়া) (কোনো স্ত্রীলোককে) চুলে ধরে অপমান করা। চোয়াল ধরা (ক্রিয়া) চোয়ালে খিল ধরা এবং সেজন্য চিবুতে না পারা। ছলধরা (ক্রিয়া) দোষ ধরা; ছুতা ধরা; ত্রুটি খুঁজে বের করা। ছাতা ধরা (ক্রিয়া) সাহায্য করা। ছেঁকেধরা (ক্রিয়া) ঘিরে ধরা; চারদিক থেকে অনেকে মিলে ব্যতিব্যস্ত করা। ছেলেধরা (বিশেষ্য) যে ব্যক্তি ছেলেদের চুরি করে; শিশু-চোর। টান ধরা (ক্রিয়া) ১ অভাব হওয়া। ২ শুষ্ক হওয়া (ঘায় টান ধরা)। তানধরা (ক্রিয়া) গানের সুর ভাঁজা। তাল ধরা (ক্রিয়া) ১ গানের তাল অনুযায়ী তাল দেওয়া। ২ দায়িত্ব গ্রহণ করা। দশা ধরা (ক্রিয়া) ১ হাল বা সমাধির দশাগ্রস্ত হওয়া; দর্দশাগ্রস্ত হওয়া। □ (বিশেষ্য) বার্ধক্য প্রাপ্তি। দোর ধরা (ক্রিয়া) ১ ধন্না দেওয়া। ২ শরণাপন্ন হওয়া। ধামাধরা (বিশেষণ) ১ চাটুকার; তোষামোদকারী; খোসামুদে। ২ নিজস্ব কোনো মতামত নেই এমন; যা বলাও তাই বলে, যা করাও তাই করে এমন (আপন ব্যবসায়ে ধামাধরা গোচ-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর)। নোনা ধরা, লোনা ধরা (ক্রিয়া) দেয়াল জমি প্রভৃতি লবণযুক্ত হওয়া। পচা ধরা, পচন ধরা (ক্রিয়া) পচতে আরম্ভ করা। পাক ধরা (ক্রিয়া) পাকতে আরম্ভ করা; কাঁচার পর ডাঁসা তারপর পাকার অবস্থা আরম্ভ হওয়া। কাঁচা চুল পেকে সাদা হতে আরম্ভ করা। পায়েধরা (ক্রিয়া) ১ পা ধরা বা পা স্পর্শ করা। ২ হীনভাবে অনুনয়-বিনয় করা। ৩ অনুতপ্ত হৃদয়ে ক্ষমা প্রার্থনা করা। □ (বিশেষণ) মান ভাঙার জন্য পদস্পর্শকারী (পায়ে ধরা দিল পড়লে মনে-গান)। পোঁধরা, লেজধরা, হাতধরা (বিশেষণ) একান্ত অনুগত; বশীভূত। □ (ক্রিয়া) ১ একান্ত অনুগত হওয়া। ২ পরের কথায় চলা। ৩ অন্ধভাবে অনুসরণ করা। বৃষ্টি ধরা (ক্রিয়া) বৃষ্টি থামা। ভেক ধরা (ক্রিয়া) সন্ন্যাসী হওয়া। ২ ছদ্মবেশ ধারণ করা। মনে ধরা (ক্রিয়া) পছন্দ হওয়া; মনে লাগা। ম্যাও (মেও) ধরা (ক্রিয়া) ঝুঁকি ও দায়িত্ব নেওয়া; ভার নেওয়া। যমেধরা (ক্রিয়া) ১ মারাত্মক রোগে আক্রান্ত হওয়া। ২ প্রবল শত্রুর পাল্লায় পড়া। লেজধরা ⇒ পোঁ ধরা। হাতেধরা (ক্রিয়া) বিনীতভাবে অনুরোধ করা। ২ প্রত্যক্ষভাবে সাহায্য করা। হাল ধরা (ক্রিয়া) ১ কার্য পরিচালনা করা। ২ কর্তৃত্ব গ্রহণ করা। হ্যাপা ধরা (ক্রিয়া) (আলঙ্কারিক) ধাক্কা সামলানো; উপদ্রব সহ্য করা; ঝুঁকি নেওয়া। {(তৎসম বা সংস্কৃত) √ধৃ>}
- Bengali Word ধরা ৩ English definition [ধরা] (বিশেষ্য) তুলা যন্ত্রের পাল্লা। কাঠ ধরা করা (ক্রিয়া) ওজন করবার পূর্বে কোনো দিকে পাল্লার ঝুঁকিতে আছে কিনা তা পরীক্ষা করার প্রয়োজনে ইট মাটির টুকরা প্রভৃতি দিয়ে তা সমান করে দেওয়া। {(তৎসম বা সংস্কৃত) ধট>}
- Bengali Word ধরাট English definition [ধরাট্] (বিশেষ্য) ১ ক্রয়-বিক্রয়ের কমিশন; বাদ; বাটা; ছাড়; দস্তুরি। ২ রাঁখারি দিয়ে তৈরি নৌকার মঞ্চবিশেষ। ৩ বাঁধাবাঁধি নিয়ম। {ধরা+ বাটা> বাট> আট}