ধ পৃষ্ঠা ৪
- Bengali Word ধরানো, ধরান English definition [ধরানো] (ক্রিয়া) ১ ধৃত বা গ্রেফতার করানো (চোর ধরানো)। ২ খারাপ অভ্যাস বা আসক্তি করানো (তামাক ধরানো)। ৩ জ্বালানো; অগ্নিসংযোগ করা (উনান ধরানো)। ৪ আঁটানো; স্থান সংকুলান করানো। (বাক্সে কাপড় ধরানো)। ৫ লাগানো; জমানো (রং ধরানো)। ৬ যথাসময়ে পাইয়ে দেওয়া (স্টিমার ধরা)। ৭ দেখিয়ে দেওয়া (ভুল ধরানো)। ৮ অবলম্বন বা আশ্রয় দেওয়া (পথ ধরানো)। □ (বিশেষ্য), (বিশেষণ) উক্ত সকল অর্থে। {√ধর্+আনো}
- Bengali Word ধরিত্রী English definition [ধোরিত্ত্রি] (বিশেষ্য) ধরা; বসুন্ধরা; যে চরাচর ধারণ করে; পৃথিবী; ধরণী; মেদিনী। {(তৎসম বা সংস্কৃত) √ধৃ+ইত্র+ ঈ(ঙীষ্)}
- Bengali Word ধরে, ধরিয়া English definition [ধোরে, ধরিয়া](অব্যয়) ব্যেপে; বিস্তৃত বা প্রসারিত হয়ে; যাবৎ (সপ্তাহ ধরে)। □ (ক্রিয়াবিশেষণ) ১ ধীরে; আস্তে (ধরে ধরে লেখা)। {ধর+ ইয়া>}
- Bengali Word ধর্তব্য English definition [ধোর্তোব্বো] (বিশেষণ) ধরার যোগ্য; গণনীয়; বিবেচ্য; গ্রাহ্য। {(তৎসম বা সংস্কৃত) √ধৃ+ তব্য(তবৎ)}
- Bengali Word ধর্ম English definition [ধর্মো] (বিশেষ্য) ১ বিভিন্ন সম্প্রদায়ের শাস্ত্রনির্দিষ্ট বিধি-বিধান; religion (ইসলাম ধর্ম)। ২ সৎকর্ম; পুণ্যকর্ম; সদাচার; কর্তব্যকর্ম (ক্ষমা শ্রেষ্ঠ ধর্ম)। ৩ স্বভাব; প্রকৃতি; প্রত্যেক জীব বা বস্তুর নিজস্ব গুণ (মানবধর্ম, মনের ধর্ম, আগুনের ধর্ম)। ৪ পুণ্য (ধর্মের সংসারে পাপ)। ৫ ন্যায়-অন্যায় পাপ-পুণ্যের বিচারকর্তা; বিশ্ববিধাতা (দোহাই ধর্মের)। ৬ মনুষ্যত্ব; মানুষের কর্তব্য-অকর্তব্য সম্বন্ধে জ্ঞান (তার ধর্মজ্ঞান নেই)। ৭ আইন; রীতি। ৮ সাধনার পথ (সুফি ধর্ম)। ৯ সতীত্ব (সতী নারীর ধর্মনাশ)। ১০ (জ্যোশা) রাশিচক্রের লগ্ন থেকে নবম স্থান। ধর্ম-অর্থ-কাম-মোক্ষ (বিশেষ্য) হিন্দুমতে ধর্মাচরণ; অর্থ ও প্রতিষ্ঠা অর্জন; সুখ সমৃদ্ধি ভোগ এবং বৈরাগ্য বা মুক্তি মানব জীবনের এই চার প্রকার লক্ষ্য বা সাধনা। ধর্মকন্যা, ধর্ম মেয়ে (বিশেষ্য) ধর্মকে সাক্ষী রেখে গৃহীত যে বালিকা; কন্যারূপে গৃহীতা। ধর্মকর্ম, ধর্মকার্য, ধর্মক্রিয়া (বিশেষ্য) ধর্মশাস্ত্রে নির্দেশিত ক্রিয়াকর্ম; পুণ্যকাজ; ধর্মানুষ্ঠান; যে কাজে বা অনুষ্ঠানে পুণ্য সঞ্চয় হয়। ধর্মকাম (বিশেষণ) ১ ধর্মকার্য বা পুণ্যলাভ করতে চায় এমন। ২ ফল প্রাপ্তির আশায় ধর্মকর্ম করে এমন। ধর্মকৃৎ (বিশেষ্য) যে ধর্মানুষ্ঠান করে; ধার্মিক। ধর্মকৃত্য (বিশেষ্য) ধর্মানুমোদিত ক্রিয়াকর্ম; ধর্মসাধকের করণীয় কাজ; ধর্মকাজ। ধর্মক্ষেত্র (বিশেষ্য) পুণ্যস্থান; তীর্থ। ধর্মগণ্ডা (বিশেষণ) ন্যায্য প্রাপ্য। ধর্মগ্রন্থ, ধর্মপুস্তক, ধর্মশাস্ত্র (বিশেষ্য) উপাসনা, ধর্মীয় আচার আচরণ প্রভৃতি ধর্মের ভিত্তি সম্বলিত পুস্তক; ধর্মমতের প্রতিপাদক পুস্তক (কুরআন, বাইবেল, বেদ প্রভৃতি)। ধর্মঘট (বিশেষ্য) ১ সকলে একমত হয়ে কোনো কাজ করতে বা না করতে প্রতিজ্ঞাবদ্ধ হওয়া বা সংকল্প করার অবস্থা। ২ দাবি পূরণ না হওয়া পর্যন্ত কাজ বন্ধ করা; strike। ধর্মঘটী (বিশেষণ) ধর্মঘটকারী; প্রজ্ঞিাবদ্ধ হয়ে একজোটে কার্যত্যাগকারী কর্মীবৃন্দ। ধর্মচক্র (বিশেষ্য) নির্বাণ লাভের উপায় সম্পর্কিত বুদ্ধের উপদেশ চতুষ্টয়। ধর্মচর্চা (বিশেষ্য) ধর্ম সম্পর্কে আলাপ-আলোচনা; ধর্মাচরণ; ধর্মানুশীলন। ধর্মচর্যা, ধর্মপালন, ধর্মাচরণ (বিশেষ্য) ধর্মানুষ্ঠান; পুণ্যকার্য সম্পাদন; ধর্মশাস্ত্রবিহিত কার্য। ধর্মচারী (-রিন্), ধর্মাচারী (-রিন্) (বিশেষ্য), (বিশেষণ) ধর্ম পালন করে এমন; ধার্মিক; ধর্মশীল। ধর্মচারিণী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) ধর্মপরায়ণা; সাধ্বী; সহধর্মিণী। ধর্মচিন্তা (বিশেষ্য) ধর্মের তত্ত্ববিষয়ক চিন্তা বা ধ্যান; অধ্যাত্ম বিষয়ক চিন্তা। ধর্মজ (বিশেষ্য) আপন ঔরসজাত বৈধ পুত্র; ধর্মপত্নীর গর্ভজাত পুত্র। ধর্মজায়া (বিশেষ্য) ধর্মপত্নী। ধর্মজীবন (বিশেষ্য) ধার্মিকের জীবন; সাধুর জীবন; ধর্মবোধের দ্বারা নিয়ন্ত্রিত জীবন। ধর্মজ্ঞ (বিশেষণ) ধর্মের তত্ত্ব জানেন এমন; ধর্মের নিগূঢ় মর্ম বিষয়ে অভিজ্ঞ; ধর্ম বিষয়ে পণ্ডিত। ধর্মজ্ঞান (বিশেষ্য) ধর্ম কী জিনিস তা জানা; পাপ-পুণ্য বিষয়ক জ্ঞান; ঔচিত্যবোধ। ধর্মঠাকুর (বিশেষ্য) ১ একজন বৌদ্ধ দেবতা। ২ ধর্মমঙ্গলে বর্ণিত দেবতা। ৩ হিন্দুদের লৌকিক দেবতা। ধর্মত, ধর্মতঃ (অব্যয়),(ক্রিয়াবিশেষণ) ধর্মানুসারে; ধর্মকে সাক্ষী করে (ধর্মত শপথ করে বলা)। □ (অব্যয়) ধর্মের নিকটে (এ কাজ করলে ধর্মত পতিত হবে)। ধর্মতত্ত্ব (বিশেষ্য) ১ ধর্মের প্রকৃত তাৎপর্য; ধর্মের নিগূঢ় মর্ম। ২ ধর্ম সংক্রান্ত শাস্ত্র; ধর্মদর্শন। ধর্মত্যাগ (বিশেষ্য) নিজের ধর্ম, আচার প্রভৃতি বর্জন। ধর্মত্যাগী (বিশেষ্য), (বিশেষণ) ধর্ম ত্যাগ করেছে এমন; প্রচলিত ধর্মে অবিশ্বাসী। ধর্মত্যাগিনী( স্ত্রীলিঙ্গ) । ধর্মদ্রোহ, ধর্মদ্রোহিতা (বিশেষ্য) ১ ধর্মের বিরুদ্ধাচরণ; অধর্মচারণ। ২ ধর্মবিদ্বেষ। ধর্মদ্রোহী, ধর্মদ্বেষী (-যিন্) (বিশেষ্য), (বিশেষণ) ধর্মবিহিত আচরণ বা বিশ্বাসের বিরোধী। □ (বিশেষণ) অর্ধামিক; ধর্মত্যাগী। ধর্মদ্রেহিণী, ধর্মদ্বেষিণী( স্ত্রীলিঙ্গ) । ধর্মধ্বজী (-জিন্) (বিশেষণ) কপট ধার্মিক; ধর্মের ভানকারী; ধার্মিকের বেশে প্রতারক। ধর্মধ্বজিনী( স্ত্রীলিঙ্গ) । ধর্মনাশ (বিশেষ্য) ১ ধর্মহানি; ধর্মের লোপ বা ক্ষতি; ধর্মচ্যুতি। ২ সতীত্বনাশ। ধর্মনিষ্ঠ (বিশেষ্য), (বিশেষণ) ধর্মে একান্ত অনুরক্ত; ধর্মপরায়ণ; ধার্মিক। ধর্মনিষ্ঠতা (বিশেষ্য) ধর্মপরায়ণতা; ধার্মিকতা (এমন ধর্মনিষ্ঠতা কলি যুগে দেখা যায় না-রবীন্দ্রনাথ ঠাকুর)। ধর্মনিষ্ঠা (বিশেষ্য) ধর্মে আস্থা; ধর্ম বিষয়ে আন্তরিক অনুরাগ; সাধ্যানুসারে ধর্মপথে চলা; ধার্মিকতা। ধর্মনীতি (বিশেষ্য) যে শাস্ত্রে ধর্ম সম্বন্ধে কর্তব্যাকর্তব্য নির্ধারিত আছে; ধর্মের তত্ত্ব ও নির্দেশাবলি সম্পন্ন শাস্ত্র। ধর্মপত্নী (বিশেষ্য) ১ বিবাহিত স্ত্রী; সহধর্মিণী। ২ হিন্দুমতে প্রথমা স্ত্রী যার সহযোগে ধর্মাচরণ বিধেয়। ধর্মপথ (বিশেষ্য) পুণ্যকর্মাদি দ্বারা জীবনযাপন প্রণালি; ন্যায়পথ; ধর্মাচরণ। ধর্মপরায়ণ (বিশেষণ) অতিশয় ধার্মিক; ধর্মনিষ্ঠ; ধর্মাত্মা। ধর্মপরায়ণতা, ধর্মপরায়ণত্ব (বিশেষ্য) ধার্মিকতা; ধর্মনিষ্ঠা। ধর্মপাল (বিশেষ্য) ১ যিনি ধর্ম রক্ষা করেন; ধর্মরক্ষক; ধর্মপালক। ২ বঙ্গের পাল বংশীয় রাজাদের অন্যতম। ধর্মপিতা, ধর্মবাপ (বিশেষ্য) ১ ধর্ম সাক্ষী করে যাকে পিতা রূপে গ্রহণ করা হয়েছে। ২ রক্ষাকর্তা; ত্রাণকর্তা। ধর্মমাতা( স্ত্রীলিঙ্গ) । ধর্মপিপাসা (বিশেষ্য) ধর্ম সম্বন্ধে জ্ঞান লাভের আগ্রহ। ধর্মপুত্র (বিশেষ্য) ১ যুধিষ্ঠির; ধর্মের ঔরসজাত পুত্র। ২ ধর্ম মতে যাকে পুত্র বলে গ্রহণ করা হয়েছে; ধর্মছেলে। ধর্মপুত্র/ ধর্মপুত্তুর যুধিষ্ঠির (বিশেষ্য) ১ ধর্মাত্মা যুধিষ্ঠির। ২ (ব্যঙ্গার্থ) সত্যবাদিতার ভানকারী (প্রকৃতপক্ষে অতিশয় মিথ্যাবাদী)। ধর্মপুস্তক (বিশেষ্য) ধর্মের বই। ধর্মপ্রচারক (বিশেষ্য) কোনো ধর্ম বিষয়ক মতামত প্রচারকারী। ধর্মপ্রবক্তা (বিশেষ্য) ধর্মোপদেশক; ধর্মনিরূপক পুরুষ; ধর্মব্যাখ্যাকারী। ধর্মপ্রবণ (বিশেষণ) ধর্মপরায়ণ; ধর্মানুরাগী; ধার্মিক। ধর্মপ্রমাণ (ক্রিয়াবিশেষণ) ধর্মকে সাক্ষী করে; ধর্মত (ধর্মপ্রাণ অকপট হৃদয়ে কহিতেছি-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। □ (বিশেষণ) ধর্ম সাক্ষী এমন; ধর্ম সাক্ষী করে অনুষ্ঠিত। ধর্মপ্রাণ (বিশেষ্য), (বিশেষণ) ধর্মকে যে প্রাণস্বরূপ মনে করে; ধর্মে একান্ত অনুরক্ত; পরম ধার্মিক। ধর্মপ্রাণা( স্ত্রীলিঙ্গ) । ধর্মপ্রাণতা বি। ধর্মবড়াই (বিশেষণ) ধর্ম নিয়ে বড়াই করে এমন; ধর্মধ্বজী; ধার্মিক বলে আত্মপ্রচারক (অধর্ম হবে-ওরে আমার ধর্মবড়াইদীনবন্ধু মিত্র)। ধর্মবিদ (বিশেষ্য) ১ ধর্মজ্ঞ; ধর্মতত্ত্বজ্ঞ। (বিশেষণ) ধার্মিক। ধর্মবিপ্লব (বিশেষ্য) ১ ধর্মসংক্রান্ত বিপ্লব বা পরিবর্তন; ধর্মে ব্যাপক অনাস্থা। ২ ধর্ম নিয়ে বিষম গোলযোগ; ধর্ম সম্পর্কে নানা মত ও পথের সংঘর্ষ। ধর্মবিভা (বিশেষ্য) ধর্মের আলোক; ধর্মপ্রভা (ধর্মবিভা পৃথিবীরে দিয়েছ নিয়ত-সত্যেন্দ্রনাথ দত্ত)। ধর্মবুদ্ধি (বিশেষ্য) ১ ধর্ম সম্পর্কে জ্ঞান; ধর্মনিরূপক জ্ঞান। ২ ধর্মসঙ্গত জ্ঞান; ন্যায়বোধ; কল্যাণবোধ। ধর্মবৃদ্ধ (বিশেষণ) প্রবীণ ধর্মজ্ঞ; অত্যন্ত ধর্মজ্ঞানসম্পন্ন; ধার্মিকশ্রেষ্ঠ। ধর্মভয় (বিশেষ্য) পাপের ভয়; ধর্ম অমান্য করলে দণ্ড ভোগ করতে হবে, এ ভয়। ধর্মভাই (বিশেষ্য) ধর্মসাক্ষী করে যাকে ভাই বলে গ্রহণ করা হয়েছে। ধর্মভীরুবি, (বিশেষণ) যার ধর্মে ভয় আছে; ধর্মপালনে সতর্ক; ধর্ম পালন না করলে শাস্তি ভোগ করতে হবে এরূপ বিশ্বাসী। □ (বিশেষণ) ধার্মিক। ধর্মভীরুতা বি। ধর্মভ্রষ্ট (বিশেষ্য), (বিশেষণ) ধর্মপথ থেকে বিচ্যুত; ধর্মত্যাগী; পতিত। ধর্মভ্রষ্টা( স্ত্রীলিঙ্গ) । ধর্মভ্রাতা, ধর্মভাই (বিশেষ্য) ১ ধর্ম সাক্ষী করে যাকে ভাই বলে গ্রহণ করা হয়েছে। ২ গুরু-ভাই। ধর্মভগ্নি, ধর্মবোন( স্ত্রীলিঙ্গ) । ধর্মমঙ্গল (বিশেষ্য) ধর্ম ঠাকুরের মহাত্ম্য বর্ণানামূলক মধ্যযুগের বাংলা কাব্য। ধর্মমন্দির (বিশেষ্য) ধর্মানুষ্ঠানগৃহ; উপাসনালয়; ভজনালয়। ধর্মময় (বিশেষণ) ১ যেখানে ধর্ম ব্যতীত আর কিছুই নেই; অধর্মশূন্য। ২ ধর্মে পরিপূর্ণ; সাক্ষাৎ ধর্ম; মূর্তিমান ধর্ম। ধর্মযুদ্ধ (বিশেষ্য) ধর্মরক্ষার জন্য যুদ্ধ; জেহাদ। ২ ধর্মের বিধান অনুযায়ী সম্পাদিত যে যুদ্ধ। ধর্মরক্ষা (বিশেষ্য) ১ ধর্মনাশ হতে না দেওয়া। ২ ধর্মপালন; ধর্মচারণ। ৩ সতীত্ব রক্ষা। ধর্মরাজ (বিশেষ্য) যে রাজ্যে ন্যায়বিচার বিদ্যমান; ধর্মভাবের দ্বারা শাসিত রাজ্য। ধর্মলক্ষণ (বিশেষ্য) ধর্মের চিহ্ন; হিন্দুমতে ধৃতি, ক্ষমা, দম, অস্তেয়, শৌচ, ইন্দ্রিয়দমন, ধী, বিদ্যা, সত্যপ্রিয়তা, অক্রোধ-এই দশটি ধর্মের লক্ষণ। ধর্মলোপ (বিশেষ্য) ১ ধর্মাচার বা ধর্মজীবনের প্রতি ব্যাপক অমনোযোগ। ২ ধর্মশূন্যতা। ধর্মশালা (বিশেষ্য) ১ বিচারালয়; আদালত। ২ আরাধনা করার গৃহ; উপাসনালয়। ৩ যে স্থানে বিনামূল্যে বাসস্থান ও অন্ন দেওয়া হয়; অতিথিশালা। ধর্মশাসন (বিশেষ্য) ১ ধর্ম পালনের জন্য নির্দিষ্ট বিধি বা অনুশাসন। ২ ধর্মশাস্ত্র। ধর্মশাস্ত্র (বিশেষ্য) ১ যে শাস্ত্রে বা গ্রন্থে ধর্মের দ্বারা নির্ধারিত আচার-ব্যবহার নির্দিষ্ট থাকে; ধর্মবিষয়ক গ্রন্থ; কুরআন; হাদিস। ২ হিন্দুমতে স্মৃতিশাস্ত্র। ধর্মশিক্ষা (বিশেষ্য) ধর্মাচার ও ধর্মনীতি বিষয়ে উপদেশ; ধর্মবিষয়ে শিক্ষা; যে শিক্ষায় ধর্ম সম্পর্কে জ্ঞান হয়। ধর্মশীল (বিশেষ্য), (বিশেষণ) ধর্মপরায়ণ; ধার্মিক (তুমিও আল্লাহর প্রিয় অতি ধর্মশীল-সৈয়দ সুলতান)। ধর্মসংকর (বিশেষ্য) পারস্পরিক ধর্মের সংমিশ্রণ। ধর্মসংস্কার (বিশেষ্য) ১ ধর্ম সম্বন্ধে ধারণা। ২ প্রচলিত ধর্মের উন্নতি সাধন। ৩ ধর্ম সম্বন্ধে নতুন প্রেরণা সঞ্চার। ধর্মসংস্কারক (বিশেষ্য), (বিশেষণ) যিনি ধর্মের উন্নতি বিধান করেন। ধর্ম সংস্থাপন (বিশেষ্য) ধর্মের প্রতিষ্ঠা; অধর্মের বিনাশপূর্বক ধর্মের প্রবর্তন। ধর্মসংহিতা (বিশেষ্য) হিন্দু ধর্মশাস্ত্র; হিন্দুদের সামাজিক অনুশাসন সমন্বিত গ্রন্থ। ধর্মসঙ্গত, ধর্মসম্মত (বিশেষণ) ধর্মের দ্বারা অনুমোদিত; ধর্মের নির্দেশানুযায়ী। ধর্মসভা (বিশেষ্য) ১ ধর্মালোচনার জন্য অনুষ্ঠিত সভা। ২ ধর্মের উন্নতি ও সংরক্ষণের জন্য সভা। ধর্মসাক্ষী (-ক্ষিন্) (বিশেষণ) ধর্মই সাক্ষী; ধর্ম সাক্ষী এমন। □ (বিশেষ্য) ধর্মের নামে শপথ গ্রহণ। ধর্মসাধন (বিশেষ্য) ধর্মপালন; ধর্মজীবন যাপন। ধর্মহানি (বিশেষ্য) ধর্মের ক্ষতি; ধর্ম পালনের ত্রুটি; ধর্মনাশ। ধর্মহীন (বিশেষ্য), (বিশেষণ) ধর্মবিচ্যুত; অধার্মিক; পাপী; ন্যায়-অন্যায় বোধহীন। ধর্মের কল বাতাসে নড়ে, ধর্মের ডাক আপনি বাজে-পাপ গোপন থাকে না; আল্লাহর বিচার কখনও এড়ানো যায় না। ধর্মের ষাঁড় (বিশেষ্য) ১ জৈন ও হিন্দুমতে ধর্মের নামে উৎসর্গ করা মুক্ত ষাঁড়। ২ (ব্যঙ্গার্থ) তদনুরুপ স্বেচ্ছাচারী ও অলস ব্যক্তি, উদ্দেশ্যহীনভাবে যেখানে সেখানে ঘুরে বেড়ানোই যার কাজ। (তুলনীয়) খোদা ষাঁড়। ধর্মে সওয়া (ক্রিয়া) ধর্মের বা আল্লাহর শান্তি এড়ানো। {স.√ধৃ+ম(মন্)}
- Bengali Word ধর্মনিরপেক্ষ English definition [ধর্মোনিরোপেক্খো](বিশেষণ) ধর্ম দ্বারা নিয়ন্ত্রিত নয় এমন; secular। ধর্মনিরপেক্ষতা (বিশেষ্য) যে মতবাদে ধর্মকে ব্যক্তিগত বিশ্বাস ও আচরণের বিষয়রূপে গণ্য করা হয় এবং রাষ্ট্র কোনো বিশেষ ধর্মের প্রতি পক্ষপাতিত্ব করে না; যে রাজনৈতিক পদ্ধতিতে রাষ্ট্র ধর্মকে ব্যবহার করে না; socularism। {(তৎসম বা সংস্কৃত) ধর্ম+ নিরপেক্ষ; বহুব্রীহি সমাস}
- Bengali Word ধর্মাচরণ English definition [ধর্মাচরোন্](বিশেষ্য) ১ ধর্মবিহিত আচরণ। ২ ধর্মের অনুষ্ঠান। ধর্মাচারী (-রিন্) (বিশেষণ) ধর্মবিহিত আচরণ করে এমন; ধর্মাচরণকরারী। {(তৎসম বা সংস্কৃত) ধর্ম+ আচরণ; ৬ তৎপুরুষ সমান.}
- Bengali Word ধর্মাচার্য English definition [ধর্মাচার্জো](বিশেষ্য) যিনি ধর্ম ষম্বন্ধে উপদেশ দান করেন; ধর্মশিক্ষক; ধর্মবিজ্ঞানের অধ্যাপক। {(তৎসম বা সংস্কৃত) ধর্ম+ আচার্য; ৬ তৎপুরুষ সমাস}
- Bengali Word ধর্মাত্মা English definition [ধর্মাত্তাঁ](বিশেষ্য), (বিশেষণ) অত্যন্ত ধার্মিক; ধর্মে অত্যন্ত অনুরক্ত; ধর্মপ্রাণ; পরহেজগার। {(তৎসম বা সংস্কৃত) ধর্ম+ আত্মা; বহুব্রীহি সমাস}
- Bengali Word ধর্মাধর্ম English definition [ধর্মাধর্মো](বিশেষ্য) পাপ ও পুণ্য; সৎ ও অসৎ কর্ম। {(তৎসম বা সংস্কৃত) ধর্ম+অধর্ম; দ্বন্দ্ব সমাস}
- Bengali Word ধর্মাধিকরণ English definition [ধর্মাধিকরোন্](বিশেষ্য) ১ ধর্মস্তান। ২ বিচারালয়; ন্যায় অন্যায়ের বিচারস্থল; আদালত; court of justice। ৩ বিচারক; বিচারপতি; judge। {(তৎসম বা সংস্কৃত) ধর্ম+ অধিকরণ; ৬ তৎপুরুষ সমাস}
- Bengali Word ধর্মাধিকরণিক English definition [ধর্মাধিকরোণিক্](বিশেষ্য) বিচারক; judge। {(তৎসম বা সংস্কৃত) ধর্ম+ অধিকরণিক; বহুব্রীহি সমাস}
- Bengali Word ধর্মাধিকার English definition [ধর্মাধিকার্] (বিশেষ্য) ন্যায়-অন্যায় বিচারের অধিকার। ২ বিচারকের পদ বৃত্তি। {(তৎসম বা সংস্কৃত) ধর্ম+ অধিকার}
- Bengali Word ধর্মাধিকারী English definition [ধর্মাধিকারি](বিশেষ্য) ন্যায়-অন্যায় বিচারকারী; বিচারক। {(তৎসম বা সংস্কৃত) ধর্ম+ অধিকারী}
- Bengali Word ধর্মাধ্যক্ষ English definition [ধর্মাদ্ধোক্খো](বিশেষ্য) ধর্মসংক্রান্ত বিষয়ের ভারপ্রাপ্ত প্রধান রাজপুরুষ; প্রধান বিচারপতি; chief justice। {(তৎসম বা সংস্কৃত) ধর্ম+ অধ্যক্ষ; ৬ তৎপুরুষ সমাস}
- Bengali Word ধর্মানুগত, ধর্মানুমোদিত, ধর্মানুসারী English definition [ধর্মানুগতো, ধর্মানুমোদিত, ধর্মানুশারি](বিশেষণ) ধর্মপথগামী; ধর্মের নিয়মমতো অনুষ্ঠিত; ধর্মসঙ্গত; শাস্ত্রবিহিত। {(তৎসম বা সংস্কৃত) ধর্ম+ অনুগত, অনুমোদিত, অনুসারী}
- Bengali Word ধর্মানুষ্ঠান English definition [ধর্মানুশ্ঠান্](বিশেষ্য) ধর্মবিহিত কাজের অনুষ্ঠান; ধর্মপালন; ধর্মাচরণ। {(তৎসম বা সংস্কৃত) ধর্ম+ অনুষ্ঠান; ৬ তৎপুরুষ সমাস}
- Bengali Word ধর্মান্তর English definition [ধর্মান্ন্তর্](বিশেষ্য) অন্য ধর্ম। ধর্মগ্রহণ (বিশেষ্য) নিজ ধর্ম ত্যাগ করে অন্য ধর্ম গ্রহণ। ধর্মান্তরিত বিণ। {(তৎসম বা সংস্কৃত) ধর্ম+ অন্তর; নিত্য সমাস}
- Bengali Word ধর্মান্দোলন English definition [ধর্মান্দোলোন্](বিশেষ্য) ধর্মসংস্কারের জন্য আন্দোলন। {(তৎসম বা সংস্কৃত) ধর্ম+ আন্দোলন; ৪ তৎপুরুষ সমাস}
- Bengali Word ধর্মান্ধ English definition [ধর্মান্ধো](বিশেষণ) নিজ ধর্মে অন্ধের মতো বিশ্বাসী ও পরধর্ম বিদ্বেষী। ধর্মান্ধতা বি। ধর্মান্ধা( স্ত্রীলিঙ্গ) । {(তৎসম বা সংস্কৃত) ধর্ম+ অন্ধ; ৭ তৎপুরুষ সমাস}