ধ পৃষ্ঠা ৫
- Bengali Word ধর্মাবতার English definition [ধর্মাবোতার্](বিশেষ্য) ১ সাক্ষাৎ ধর্মস্বরুপ; মূর্তিমান ধর্ম। ২ বিচারক; রাজা; প্রভু; আশ্রয়দাতা প্রভৃতির প্রতি সম্বোধনবিশেষ (ধর্মাবতার, নালিশ করিবার ইচ্ছা আমার ছিল না-রবীন্দ্রনাথ ঠাকুর) । {(তৎসম বা সংস্কৃত) ধর্ম+ অবতার; ৬তৎপুরুষ সমাস}
- Bengali Word ধর্মাবলম্বী English definition [ধর্মাবোলোম্বি](বিশেষণ) ১ ধর্মগ্রহণকারী; ধর্মাশ্রিত; ধর্মবিশিষ্ট (ইসলাম ধর্মাবলম্বী)। ২ ধর্মসম্প্রদায়ের অন্তর্গত। ধর্মাবলম্বিনী( স্ত্রীলিঙ্গ) । {(তৎসম বা সংস্কৃত) ধর্ম+অবলম্বী, অবলম্বিনী; বহুব্রীহি সমাস}
- Bengali Word ধর্মার্থ English definition [ধর্মার্থো](বিশেষ্য) ধর্ম ও ধন। □ (বিশেষ্য), (বিশেষণ) ধর্মের জন্য ধর্মার্থে (ক্রিয়াবিশেষণ) ধর্মের জন্য। {(তৎসম বা সংস্কৃত) ধর্ম+ অর্থ; ৬ তৎপুরুষ সমাস}
- Bengali Word ধর্মাসন English definition [ধর্মাশোন্](বিশেষ্য) বিচারকের আসন; যে আসনে বসে বিচারকার্য করা হয়। {(তৎসম বা সংস্কৃত) ধর্ম+ আসন}
- Bengali Word ধর্মিষ্ঠ, ধর্মীয়ান English definition [ধোর্মিশ্ঠো, ধোর্মিয়ান্](বিশেষণ) পরমধার্মিক; একান্ত ধর্মনিষ্ঠ; ধর্মে অত্যন্ত অনুরক্ত। ধর্মিষ্ঠা( স্ত্রীলিঙ্গ) । {(তৎসম বা সংস্কৃত) ধর্মি+ ইষ্ঠ(ইষ্ঠন্), ঈয়ান্(ইয়সুন্)}
- Bengali Word ধর্মোদ্দেশে English definition [ধর্মোদ্দেশে](ক্রিয়াবিশেষণ) ধর্মের জন্য বা নিমিত্ত। {(তৎসম বা সংস্কৃত) ধর্ম+উদ্দেশে; ৬ তৎপুরুষ সমাস}
- Bengali Word ধর্মোন্মাদ English definition [ধর্মোন্মাদ্](বিশেষণ) ধর্মবিষয়ে উন্মত্ত; স্বধর্মে পরম বিশ্বাসী কিন্তু পরধর্মে অসহিষ্ণু। ধর্মোন্মাদনা বি। {(তৎসম বা সংস্কৃত) ধর্ম+উন্মাদ}
- Bengali Word ধর্মোপদেশ English definition [ধর্মোপদেশ্](বিশেষ্য) ১ ধর্ম বিষয়ে উপদেশ ও শিক্ষা। ২ ধর্মজীবন যাপনের জন্য উপদেশ। {(তৎসম বা সংস্কৃত) ধর্ম+উপদেশ}
- Bengali Word ধর্মোপদেষ্টা, ধর্মোপদেশক English definition [ধর্মোপদেশ্টা, ধর্মোপদেশক্](বিশেষণ) ধর্ম বিষয়ে উপদেশদাতা; ধর্মশিক্ষক; ধর্ম বিষয়ে ওয়াজকারী। ধর্মোপদেশিকা( স্ত্রীলিঙ্গ) । {(তৎসম বা সংস্কৃত) ধর্ম+উপদেষ্টা, উপদেশক; ৬ তৎপুরুষ সমাস}
- Bengali Word ধর্মোপাসনা English definition [ধর্মোপাশোনা] (বিশেষ্য) ধর্ম নির্দেশিত উপাসনা; ধর্মবিহিত উপাসনা। {(তৎসম বা সংস্কৃত) ধর্ম+উপাসনা; ৬ তৎপুরুষ সমাস}
- Bengali Word ধর্মোপেত English definition [ধরমোপেতো] (বিশেষণ) ধর্মযুক্ত; ধর্মসঙ্গত; ন্যায়সঙ্গত। {(তৎসম বা সংস্কৃত) ধর্ম+উপেত; ৩ তৎপুরুষ সমাস}
- Bengali Word ধর্ম্য English definition [ধর্মো](বিশেষণ) ১ ধর্ম অনুযায়ী; ধর্মসঙ্গত। ২ ধর্মযুক্ত; ধর্ম থেকে অবিছিন্ন। ৩ ধর্মলব্ধ। ধর্ম্যা( স্ত্রীলিঙ্গ) । {(তৎসম বা সংস্কৃত) ধর্ম+যৎ)}
- Bengali Word ধর্ষক English definition [ধর্শোক্] (বিশেষণ)ধর্ষণকারী; পীড়ক; অত্যাচারী। {(তৎসম বা সংস্কৃত) √ধৃষ্+অক(ণ্বুল্)}
- Bengali Word ধর্ষণ, -ধর্ষ (-ধর্ষ সাধারণত অন্য শব্দের সাথে যুক্ত হয়ে ব্যবহৃত হয়, যথা-দুর্ধর্ষ) English definition [ধর্শোন্, ধর্শো] (বিশেষ্য) ১ পীড়ন; অত্যাচার; নির্যাতন (প্রজা-ধর্ষণ)। ২ বলাৎকার; বলপূর্বক গ্রহণ (নারীধর্ষণ)। ৩ দলন; পরাজিতকরণ (দুর্ধর্ষ)। ধর্ষণী (বিশেষ্য) অসতী নারী। ধর্ষণীয় (বিশেষণ) ধর্ষণযোগ্য; ধর্ষণসাধ্য; নির্যাতন বা দলন করতে পারা যায় এমন। ধর্ষিত (বিশেষণ) ১ উৎপীড়িত; অত্যাচারিত। ২ পরাভূত; পরাজিত। ৩ অপমানিত; তিরস্কৃত। ৪ ধর্ষণ বা বলাৎকার করা হয়েছে এমন। ধর্ষিতা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) বলাৎকৃতা; বলপূর্বক (কোনো নারীর) সতীত্ব নষ্ট করা হয়েছে এমন। □ (বিশেষণ) উৎপীড়িতা। {(তৎসম বা সংস্কৃত) √ধৃষ্+অন(ল্যুট্), অ(ঘঞ্)}
- Bengali Word ধল, ধলা English definition [ধল্,ধলা](বিশেষণ) শুভ্র; সাদা; ফরসা (সেখানে .... ধলা ভালুক আছে-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ধলী( স্ত্রীলিঙ্গ) । {(তৎসম বা সংস্কৃত) ধবল>}
- Bengali Word ধস ১ English definition [ধশ্](অব্যয়)মাটির বড় চাপ খসে পড়ার শব্দ। {(তৎসম বা সংস্কৃত) ধ্বংস>ধস (বিনাশ অর্থে)}
- Bengali Word ধস ২ English definition [ধশ্](বিশেষ্য)ধসে পড়া মাটির বড় চাপ। ধসন (বিশেষ্য) ধসে পড়া। ধসধসে (বিশেষণ) ১ ভেঙে পড়ার মতো। ২ অন্তঃসারশূন্য। ধস ভাঙা বা নামা (ক্রিয়া) ১ পুকুর বা নদীর পাড়ের বড় চাপ ভেঙে বা ধসে পড়া। ২ পাহাড়ের গা থেকে মাটির বড় চাপ খসে পড়া। {(তৎসম বা সংস্কৃত) ধ্বংস>ধস (নিবাশ অর্থে)}
- Bengali Word ধসকা English definition [ধশ্কা](বিশেষণ) ১ ধসে পড়ার মতো; ভগ্নপ্রবণ। ২ ঢিলা; আলগা; শিথিল; শ্লথ (ধসকা মাটি)। ৩ কমজোর; দুর্বল; বলবীর্যহীন; অন্তঃসারশূন্য ((তুলনীয়) ঢোস্কা=ধসকা শরীর)। ধসকানো (ক্রিয়া) শিথিল বা ঢিলা বা আগলা হওয়া; ভেঙে পড়া; ধসে যাওয়া; ধসানো (পুকুরপাড় ধসকেছে)। □ (বিশেষ্য), (বিশেষণ) উক্ত সকল অর্থে। {(তৎসম বা সংস্কৃত) ধ্বংস্; ধ্বন্যাত্মক}
- Bengali Word ধসা English definition [ধশা](ক্রিয়া) ১ খসে পড়া; ভেঙে পড়া (নদীর পাড় ধসা)। ২ ধ্বংসপ্রাপ্ত হওয়া। ৩ দুর্বল হওয়া বা বলবীর্য নষ্ট হওয়া (শরীর ধসে গেছে)। □ (বিশেষ্য), (বিশেষণ) উক্ত সকল অর্থে। ধসন বি। ধসানো (ক্রিয়া) ১ ধসকা বা মিথিল করা; ধস নামানো বা ভেঙে ফেলা। ২ সম্পাদন করা (সে তাহার স্তূপীকৃত কাজ ধসাইয়া চলিয়াছে-কাজী আবদুল ওদুদ)। {(তৎসম বা সংস্কৃত) √ধ্বংস্>(বাংলা) ধস+আ}
- Bengali Word ধস্ত, ধ্বস্ত English definition [ধস্তো](বিশেষণ) বিধ্বস্ত (সাধারণত বিধ্বস্ত শব্দের সঙ্গে যুক্ত হয়ে ব্যবহৃত হয়)। ধস্ত বিধ্বস্ত (বিশেষণ) ভীষণভাবে বিধ্বস্ত। {(তৎসম বা সংস্কৃত) ধ্বস্>(বাংলা) ধস্+ত(ক্ত)}