প পৃষ্ঠা ১০১
- Bengali Word প্রকৌশল English definition [প্রোকোউশল্] (বিশেষ্য) শক্তির প্রয়োগ ও নিয়ন্ত্রণ-সংক্রান্ত ফলিত বিজ্ঞান; প্রযুক্তিবিদ্যা; engineering। প্রকৌশলী (বিশেষ্য) প্রকৌশলের বিভিন্ন শাখায় কাজ করেন এমন ব্যক্তি; engineer (পূর্ত প্রকৌশলী; যন্ত্র প্রকৌশলী)। {(তৎসম বা সংস্কৃত) প্র+কৌশল}
- Bengali Word প্রকোপ English definition [প্রোকোপ্] (বিশেষ্য) প্রাবল্য; আধিক্য (রোগের প্রকোপ)। ২ অধিক ক্রোধ। প্রোকপন, প্রকোপণ (বিশেষ্য) ১ উত্তেজনা। ২ ক্রুদ্ধকরণ; রাগানো। ৩ বৃদ্ধিকরণ; বাড়ানো প্রকোপিত (বিশেষণ) ১ রাগান্বিত; ক্রুদ্ধ। ২ উত্তেজিত। ৩ বাড়ছে এমন; বৃদ্ধিপ্রাপ্ত। {(তৎসম বা সংস্কৃত) প্র+□ কুপ্+অ(ঘঞ্)}
- Bengali Word প্রকোষ্ঠ English definition [প্রোকোশ্ঠো] (বিশেষ্য) ১ ঘর; কক্ষ; কোঠা (অট্টালিকার প্রত্যেক প্রকোষ্ঠ-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ দরজার পার্শ্বস্থ কোঠা বা ঘর। ৩ মহল (উদার নয়ন ব্যাহত প্রকোষ্ঠ মাঝে-রখা)। ৪ কনুই থেকে মণিবন্ধ অবধি অংশ (তাঁহার অনাবৃত প্রকোষ্ঠে হীরকমণ্ডিত চূড় এবং বিচিত্র কারুকার্য খচিত পরিচ্ছদ-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। {(তৎসম বা সংস্কৃত) প্র+□ কুষ্+থ(থন্)}
- Bengali Word প্রক্রিয়া English definition [প্রোক্ক্রিয়া] (বিশেষ্য) কার্যসাধনের নিমিত্ত বিশেষ প্রণালি; প্রবাহমান ধারা (সাংস্কৃতিক প্রক্রিয়া)। {(তৎসম বা সংস্কৃত) প্র+□ কৃ+অ(শ)}
- Bengali Word প্রক্ষাল English definition [প্রোক্খালো] (ক্রিয়া) প্রক্ষালন বা ধৌত করা। {(তৎসম বা সংস্কৃত) প্র+□ ক্ষালি+অ}
- Bengali Word প্রক্ষালক English definition [প্রোক্খালক্] (বিশেষণ) প্রক্ষালনকারী; ধৌতকারী। {(তৎসম বা সংস্কৃত) প্র+□ ক্ষালি+অক(ণ্বুল্)}
- Bengali Word প্রক্ষালন English definition [প্রোক্খালোন্] (বিশেষ্য) ধৌতকরণ; ধৌতকার্য (এই ঘটে যে জল আছে তাহাতেই পাদ-প্রক্ষালন সম্পন্ন হইবে-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। প্রক্ষালিত (বিশেষণ) ধৌত; ধোয়া। {(তৎসম বা সংস্কৃত) প্র+□ ক্ষালি+অন(ল্যুট্)}
- Bengali Word প্রক্ষিপ্ত English definition [প্রোক্খিপ্তো] (বিশেষণ) ১ নিক্ষিপ্ত; ছুড়ে ফেলা (নানা ভঙ্গীতে উৎক্ষিপ্ত প্রক্ষিপ্ত করিয়া-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ ভিতরে স্থাপন; অন্তর্নিবেশিত। ৩ মূল রচনায় অন্য কারো লেখা ঢুকানো হয়েছে এমন; interpolated। {(তৎসম বা সংস্কৃত) প্র+□ ক্ষিপ্+ত(ক্ত)}
- Bengali Word প্রক্ষেপ English definition [প্রোক্খেপ্] (বিশেষ্য) ১ নিক্ষেপ; ক্ষেপণ। ২ অন্তরে স্থাপন। ৩ রচনার মধ্যে প্রক্ষিপ্ত অংশ; interpolation। প্রক্ষেপক (বিশেষ্য), (বিশেষণ) প্রক্ষেপ করে যে; প্রক্ষেপণকারী। প্রক্ষেপণ (বিশেষ্য) প্রক্ষিপ্তকরণ। প্রক্ষেপণীয় (বিশেষণ) প্রক্ষেপণের যোগ্য। {(তৎসম বা সংস্কৃত) প্র+□ ক্ষিপ্+অ(ঘঞ্)}
- Bengali Word প্রক্ষোভ English definition [প্রোক্খোভ্] (বিশেষ্য) ভাবাবেগ; আবেগ; উচ্ছ্বাস; emotion। {(তৎসম বা সংস্কৃত) প্র+□ ক্ষুভ্+অ(ঘঞ্)}
- Bengali Word প্রক্ষ্বেড়ন English definition [প্রোক্খেড়ন্] (বিশেষ্য) লৌহময় বাণ; নারাচ অস্ত্র। প্রক্ষ্বেড়নধারী (বিশেষণ) লৌহময় বাণধারী; নারাচ অস্ত্রধারী (প্রক্ষেড়নধারী বীর-মাইকেল মধূসূদন দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) প্র+□ ক্ষ্বিড়্+অন(ল্যুট্)}
- Bengali Word প্রখর English definition [প্রোখর্] (বিশেষণ) ১ তীব্র; কড়া (ঘরের বাহির হইলে জানিতে কারণ। প্রখর নূপুর দিয়া কন্যার চরণ-দৌলত উজির বাহরাম খান)। ২ অত্যন্ত ধারালো। প্রখরা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। প্রখরতা, প্রখরত্ব (বিশেষ্য) তীক্ষ্ণতা; তীব্রতা (প্রখরা গোপন করিয়া রাখিবেন, স্পষ্ট কথাগুলার ধারটুকু একটু নরম করে দিবেন-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) প্র+খর; প্রাদি.}
- Bengali Word প্রখ্যাত English definition [প্রোক্খ্যাতো] (বিশেষণ) প্রসিদ্ধ; বিখ্যাত; যশস্বী। {(তৎসম বা সংস্কৃত) প্রা+□ খ্যা+ত(ক্ত)}
- Bengali Word প্রখ্যাপন English definition [প্রোক্খাপন্] (বিশেষ্য) প্রচার করা; ঘোষণাকরণ। প্রখ্যাপক (বিশেষণ) প্রচারক; ঘোষণাকারী। প্রখ্যাপিত (বিশেষণ) ঘোষিত; প্রচারিত। {(তৎসম বা সংস্কৃত) প্র+□ খ্যা+অন(ল্যুট্)}
- Bengali Word প্রগণ্ড English definition [প্রোগন্ডো] (বিশেষ্য) বাহুর যে অংশ কাঁধ থেকে কনুই পর্যন্ত থাকে; কনুই থেকে কাঁধ অবধি বাহুর নাম। {(তৎসম বা সংস্কৃত) প্র+গণ্ড}
- Bengali Word প্রগত English definition [প্রোগতো] (বিশেষণ) ১ প্রস্থান করেছে এমন। ২ প্রস্থিত; মারা গেছে এরূপ; মৃত। ৩ পৃথগৃভূত। ৪ বিযুক্ত। {(তৎসম বা সংস্কৃত) প্র+□ গম্+ত(ক্ত)}
- Bengali Word প্রগতি English definition [প্রোগোতি] (বিশেষ্য) ১ অগ্রগতি; উন্নতি; সমৃদ্ধি; অভ্যুদয়। ২ ক্রমোন্নতি (সাধারণ লোকের কাছে প্রগতি আর সভ্যতায় কোন পার্থক্য নেই-মোচৌ)। ৩ (গণিত.) সংখ্যায় নিয়মিত ক্রমবৃদ্ধি; নিয়মিতভাবে ক্রমবর্ধমান সংখ্যাশ্রেণি; progression। প্রগতিপন্থি/প্রগতিপন্থী, প্রগতিশীল (বিশেষ্য) বর্তমানের পরিবর্তন ও উৎকর্ষ সাধনের ইচ্ছা যাঁরা পোষণ করেন (শেষ আশায় নিরাশ হয়ে কাবুলের প্রগতিপন্থীরা নির্জীব হয়ে পড়লেন-সৈয়দ মুজতবা আলী)। {(তৎসম বা সংস্কৃত) প্র+□ গম্+তি(ক্তিন্)}
- Bengali Word প্রগমন English definition [প্রোগমোন্] (বিশেষ্য) প্রস্থান; দূরে চলে যাওয়া; দূরে গমন। {(তৎসম বা সংস্কৃত) প্র+□ গম্+অন(ল্যুট্)}
- Bengali Word প্রগল্ভ English definition [প্রোগল্ভো] (বিশেষণ) ১ দাম্ভিক; অহঙ্কারী (নিকুম্ভিলা যজ্ঞাগারে প্রগল্ভে পশিল দম্ভী-মাইকেল মধূসূদন দত্ত)। ২ ধৃষ্ট; নির্লজ্জ। ৩ সপ্রতিভ; অকুণ্ঠিত; দ্বিধাহীন; নির্ভীক; অত্যন্ত সাহসী। ৪ নিঃসংকোচে বা নির্লজ্জভাবে কথা বলে এমন (ইতি এতটা প্রগল্ভ হতে পারেন-মঈ)। প্রগল্ভতা (বিশেষ্য) ঔদ্ধত্য; নির্লজ্জতা; অশিষ্টতা। {(তৎসম বা সংস্কৃত) প্র+□ গল্ভ্+অ(অচ্)}
- Bengali Word প্রগাঢ় English definition [প্রোগাঢ়ো] (বিশেষণ) ১ অত্যন্ত গাঢ় (নীল আকাশের প্রগাঢ় নীলিমা যেন গো সবলে চিরি-সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ নিবিড়। ৩ গভীর। প্রগাঢ়তা (বিশেষ্য) নিবিড়তা; গভীরতা; অতিশয় গাঢ়তা। {(তৎসম বা সংস্কৃত) প্র+□ গাহ্+ত(ক্ত)}