প পৃষ্ঠা ২
- Bengali Word পঁচাশি, পঁচাশী English definition [পঁচাশি] (বিশেষ্য), (বিশেষণ) ৮৫ সংখ্যা বা সংখ্যক। {(তৎসম বা সংস্কৃত) পঞ্চাশীতি>}
- Bengali Word পঁচিশ English definition [পোঁচিশ্] (বিশেষ্য), (বিশেষণ) ২৫ সংখ্যা বা সংখ্যক। পঁচিশে (বিশেষণ) মাসের পঁচিশ তারিখ (পঁচিশে বৈশাখ)। {(তৎসম বা সংস্কৃত) পঞ্চবিংশতি>}
- Bengali Word পঁহু, পহুঁ English definition ⇒ পহু
- Bengali Word পঁহুছন, পঁহুছা English definition ⇒ পৌঁছা
- Bengali Word পঁয়তারা English definition ⇒ পাঁয়তারা
- Bengali Word পঁয়তাল্লিশ English definition [পঁয়তাল্লিশ্] (বিশেষ্য), (বিশেষণ) ৪৫ সংখ্যা বা সংখ্যক। {(তৎসম বা সংস্কৃত) পঞ্চচত্বারিংশৎ>}
- Bengali Word পঁয়ত্রিশ, পঁইত্রিশ English definition [পঁয়্ত্রিশ, পোঁইত্ত্রিশ্] (বিশেষ্য), (বিশেষণ) ৩৫ সংখ্যা বা সংখ্যক। {(তৎসম বা সংস্কৃত) পঞ্চত্রিংশৎ>}
- Bengali Word পঁয়ষট্টি English definition [পঁয়্শোট্টি] (বিশেষ্য), (বিশেষণ) ৬৫ সংখ্যা বা সংখ্যক। {(তৎসম বা সংস্কৃত) পঞ্চষষ্টি>}
- Bengali Word পঅ English definition [পঅ] (বিশেষ্য) জল; পানি (লইব পঅ পুরিয়া-রামাই পণ্ডিত [শূন্য পুরাণ])। {(তৎসম বা সংস্কৃত) পয়ঃ>}
- Bengali Word পইছা English definition ⇒ পৈছা
- Bengali Word পইঠা, পৈটা English definition [পোইঠা] (বিশেষ্য) সিঁড়ির ধাপ। {(তৎসম বা সংস্কৃত) প্রতিষ্ঠা>}
- Bengali Word পইতা, পৈতা English definition [পোইতা] (বিশেষ্য) উপবীত-যা ব্রাহ্মণরা গলায় পরেন। {(তৎসম বা সংস্কৃত) পবিত্র>}
- Bengali Word পইথান English definition [পোইথান্] (বিশেষ্য) বিছানার যে দিকে পা থাকে। {(তৎসম বা সংস্কৃত) পাদস্থান>}
- Bengali Word পইপই English definition [পোইপোই] (অব্যয়) বার বার; পুনঃপুন। {(তৎসম বা সংস্কৃত) পদে পদে>; (ফারসি) পায়াপাই}
- Bengali Word পইস English definition [পোইশ্] (অব্যয়) গাড়ি চালক কর্তৃক পথিকদিগের উপর সতর্ক বচন বা সাবধানবাণী উচ্চারণ (পইস চেঁচায় সইস-অমৃব)। {(ফারসি) পোস}
- Bengali Word পইসই English definition [পোইসোই] (ক্রিয়া) প্রবেশ করে। {(তৎসম বা সংস্কৃত) প্রবিশতি>}
- Bengali Word পউখ ১ English definition [পোউখ্] (বিশেষ্য) পৌষ। {(তৎসম বা সংস্কৃত) পৌষ>}
- Bengali Word পউখ ২ English definition [পোউখ্] (বিশেষ্য) পশু। পউখ পাখালি (বিশেষ্য) পশু-পাখি (পউখ পাখালি-পূর্ববঙ্গ গীতিকা)। {(তৎসম বা সংস্কৃত) পক্ষ>}
- Bengali Word পউষ English definition ⇒ পৌষ
- Bengali Word পএ English definition (মধ্যযুগীয় বাংলা) [পয়ে] (বিশেষ্য) পা (পাএর নূপুর-বদচা)। {(তৎসম বা সংস্কৃত) পদ>}