প পৃষ্ঠা ৯৮
- Bengali Word পৌরুষ English definition [পোউরুশ্] (বিশেষ্য) ১ পুরুষজনোচিত ভাব ধর্ম বা আচার-ব্যবহার। ২ পুরুষকার (আমার শাস্ত্র অনিত্য পৌরুষের পরিবর্তনসহ-রাজশেখর বসু (পরমু))। ৩ তেজ; বীর্য; পরাক্রম; বীরত্ব (দৃঢ় পৌরুষ বাদশাজাদার-মামো)। ৪ পুরুষত্ব। ৫ পুরুষের রতিশক্তি। {(তৎসম বা সংস্কৃত) পুরুষ+অ(অণ্)}
- Bengali Word পৌরুষেয় English definition [পোউরুশেয়ো] (বিশেষণ) ১ পুরুষ সম্পর্কিত। ২ মনুষ্য রচিত; মনুষ্যকৃত। {(তৎসম বা সংস্কৃত) পুরুষ+এয়(ঢক্)}
- Bengali Word পৌরোহিত্য English definition [পোউরোহিত্তো] (বিশেষ্য) ১ পুরোহিতের কর্ম বা বৃত্তি; যাজন ক্রিয়া; পুরোহিতগিরি। ২ সভাপতিত্ব; নেতৃত্ব। {(তৎসম বা সংস্কৃত) পুরোহিত+য(যক্)}
- Bengali Word পৌর্ণমাসী English definition [পোউর্নোমাশি] (বিশেষ্য) ১ পূর্ণিমা তিথি; যে তিথিতে চাঁদের ষোলোকলা পূর্ণ হয় (আজ দীর্ঘ পৌণমাসী যাপিয়াছি নির্জন বাসরে-মোহিতলাল মজুমদার; সেই অন্ধকারের মধ্যে হজরত মুহম্মদ মুস্তফা (সা.) পৌর্ণমাসী শারদীয় শশধরের ন্যায় প্রকাশ পাইয়াছিলেন-আতাউর রহমান)। ২ বৈষ্ণবশাস্ত্রে কৃষ্ণলীলা সংঘটয়িত্রী যোগমায়ার একটি রূপ। ৩ বৈষ্ণব সাহিত্যে বর্ণিত বর্ষীয়সী নারী। {(তৎসম বা সংস্কৃত) পূর্ণমাস+অ(অণ্)+ঈ(ঙীপ্)}
- Bengali Word পৌর্ব English definition [পোউর্বো] (বিশেষণ) পূর্বগত; পূর্বকালের; বিগত। ২ পূর্বদিকের। ৩ প্রাচ্য। পৌর্বী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। পৌর্বদেহিক, পৌর্বদৈহিক (বিশেষণ) ১ পূর্বদেহসম্বন্ধীয়। ২ পূর্বজন্মগত। {(তৎসম বা সংস্কৃত) পূর্ব+অ(অণ্)}
- Bengali Word পৌর্বাপর্য English definition [পোউর্বাপর্জো] (বিশেষ্য) ১ পূর্ব ও পর সম্বন্ধ। ২ অনুক্রম; আনুপূর্বিক। {(তৎসম বা সংস্কৃত) পূর্বপর+য(ষ্যঞ্)}
- Bengali Word পৌর্বাহ্নিক English definition [পোউর্বান্হিক্] (বিশেষণ) ১ দ্বিপ্রহরের পূর্বকালীন; প্রাতঃকালীন। ২ পূর্বাহ্ন-সংক্রান্ত। {(তৎসম বা সংস্কৃত) পূর্বাহ্ন+ইক(ঠঞ্)}
- Bengali Word পৌষ, পউষ English definition [পৌউশ্] (বিশেষ্য) বাংলা বৎসরের নবম মাস। পৌষপার্বণ (বিশেষ্য) পৌষ-সংক্রান্তি উপলক্ষে পিষ্টকাদি ভোজনের উৎসব; পৌষমাসে পিঠা ভক্ষণ-উৎসব। পৌষা, পৌষে (বিশেষণ) ১ পৌষ-সংক্রান্ত। ২ পৌষ মাসে জাত। {(তৎসম বা সংস্কৃত) পুষ্য+অ(অণ্)}
- Bengali Word পৌষালি, পৌষালী English definition [পোউ্শালি] (বিশেষণ) ১ পৌষ মাসে জন্মে বা প্রস্তুত হয় এমন। ২ পৌষমাস সম্বন্ধীয় (কুয়াশা জড়ানো ঢুলু ঢুলু পৌষালি প্রহর-সাহা)। {(তৎসম বা সংস্কৃত) পুষ্য+অ(অণ্)+(বাংলা) আলি}
- Bengali Word পৌষ্টিক English definition [পোউ্শ্টিক্] (বিশেষ্য) ১ পুষ্টিকর; বলকারক। ২ পুষ্টিসাধক কাজ। {(তৎসম বা সংস্কৃত) পুষ্টি+ইক(ঠঞ্)}
- Bengali Word প্যাঁ English definition [প্যাঁ] (অব্যয়) শিশুর ক্রন্দন ধ্বনি; বাচ্চার কান্নার শব্দ। {ধ্বন্যাত্মক}
- Bengali Word প্যাঁক English definition [প্যাঁক্] (বিশেষ্য) হাঁস এবং হাঁসের ডাক। {ধ্বন্যাত্মক}
- Bengali Word প্যাঁকাটি English definition ⇒ পেঁকাটি
- Bengali Word প্যাঁচ English definition ⇒ পেঁচ
- Bengali Word প্যাঁচা English definition ⇒ পেঁচা
- Bengali Word প্যাঁচাও, প্যাঁচাল, প্যাঁচালো English definition ⇒ পেঁচাও
- Bengali Word প্যাঁচানো English definition ⇒ পেঁচানো
- Bengali Word প্যাঁটরা English definition ⇒ পেটরা
- Bengali Word প্যাঁদানো English definition ⇒ পেঁদানো
- Bengali Word প্যাঁড়া English definition ⇒ পেড়া১ ও পেড়া২