প পৃষ্ঠা ১০৪
- Bengali Word প্রণোদন English definition [প্রোনোদন্] (বিশেষ্য) ১ প্রেরণা বা উৎসাহ দান। ২ প্ররোচনা। ৩ নিয়োজন। প্রণোদনা (বিশেষণ) অনুপ্রেরণা; প্ররোচনা। প্রণোদিত (বিশেষণ) প্রণোদন-প্রাপ্ত বা প্রদত্ত; প্রেরণা বা উৎসাহ বা প্ররোচনা পেয়েছে এমন (আত্মপ্রকাশের প্রণোদনায় যাদের অনীহা ঘুচল, তারা বরণমালা দিলে গদ্যের গলায়-সুধীণ্দ্রনাথ দত্ত)। প্রণোদিত (বিশেষণ) প্রণোদন প্রাপ্ত বা প্রদত্ত; প্রেরণা বা উৎসাহ বা প্ররোচনা পেয়েছে এমন। {(তৎসম বা সংস্কৃত) প্র+□ নুদ্+ণিচ্+অন(ল্যুট্)}
- Bengali Word প্রণয় English definition [প্রোনয়্] (বিশেষ্য) ১ প্রেম; অনুরাগ; ভালোবাসা। ২ প্রীতি। ৩ সৌহার্দ্য। ৪ বন্ধুত্ব; মিত্রতা। প্রণয় শালিনী (বিশেষণ) প্রণয়বতী; প্রণয়িনী (মেহের উন্নিসা প্রণয়শালিনী; মতি বিবি এ স্থলে কেবলমাত্র স্বার্থপরায়ণা-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। প্রণয়শালী (পুংলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) প্র+□ নী+অ(অচ্)}
- Bengali Word প্রণয়ন English definition [প্রোনয়ন্] (বিশেষ্য) রচনা; নির্মাণ; তৈরি; প্রস্তুত। {(তৎসম বা সংস্কৃত) প্র+□ নী+অন(ল্যুট্)}
- Bengali Word প্রণয়ী (-য়িন্) English definition [প্রোনোয়ি] (বিশেষ্য) ১ প্রেমপাত্র। ২ অনুরক্ত ব্যক্তি; প্রেমের যোগ্য পুরুষ বা নায়ক। □ (বিশেষণ) প্রেমিক; প্রেমপাত্র; প্রণয়াস্পদ। প্রণয়িনী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) প্রণয়+ইন্(ইনি)}
- Bengali Word প্রতনু English definition [প্রোতোনু] (বিশেষণ) পাতলা; সরু; মিহি; সূক্ষ্ম (যমুনার প্রতনু সলিল-মোহিতলাল মজুমদার)। {(তৎসম বা সংস্কৃত) প্র+□ ন্+উ}
- Bengali Word প্রতপ্ত English definition [প্রোতপ্তো] (বিশেষণ) উত্তপ্ত; অত্যন্ত তপ্ত (সকলে রক্তচেলী পরিহিতা ভৈরবীর প্রতপ্ত স্বর্ণসন্নিভ বর্ণ দর্শনে বিস্ময় মানিল-ইসমাইল হোসেন শিরাজী)। {(তৎসম বা সংস্কৃত) প্র+□ তপ্+ত(ক্ত)}
- Bengali Word প্রতর্ক English definition [প্রতর্ক] (বিশেষ্য) ১ সন্দেহ; ধারণা; অনুমান (তার বিরুদ্ধে নাস্তিকের প্রতর্ক খাটে না-সুধীণ্দ্রনাথ দত্ত)। ২ বিচার; সিদ্ধান্ত (প্রতর্কেও সংশয়বাদী বটে-সুধীণ্দ্রনাথ দত্ত)। প্রতর্ক্য (বিশেষণ) সিদ্ধান্ত বিচার বা অনুমান দ্বারা ঠিক করা যায় এমন। {(তৎসম বা সংস্কৃত) প্র+তর্ক}
- Bengali Word প্রতান English definition [প্রোতান্] (বিশেষ্য) ১ বিস্তার; প্রসার। □ (বিশেষণ) লতার আঁশ। {(তৎসম বা সংস্কৃত) প্র+□ তন্+অ(ঘঞ্)} প্রতাপ, পরতাপ (মধ্যযুগীয় বাংলা) [প্রোতাপ্, পরতাপ্] (বিশেষ্য) ১ পরাক্রম; বীরত্ব; প্রবল শক্তি; প্রচণ্ড ক্ষমতা। ২ প্রভাব; তেজ। ৩ উষ্ণতা; উত্তাপ। প্রতাপী(-পিন্) (বিশেষণ) প্রতাপযুক্ত। {(তৎসম বা সংস্কৃত) প্র+□ তপ্+অ(ঘঞ্)}
- Bengali Word প্রতারণা, প্রতারণ English definition [প্রোতারনা, প্রোতারোন্] (বিশেষ্য) প্রবঞ্চনা; ছলনা; ঠকামি; শঠতা; জুয়াচুরি। প্রতারিত (বিশেষণ) প্রবঞ্চিত। প্রতারিতা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) প্র+□ তারি+অন(ল্যুট্)+আ(টাপ্)}
- Bengali Word প্রতি English definition [প্রোতি] (অব্যয়) ১ উপসর্গবিশেষ। ২ উপর; বিষয়ে (খেলার প্রতি টান)। ৩ দিকে (ঘরের প্রতি আকর্ষণ)। ৪ প্রত্যেক; সমগ্র (প্রতিদিন)। ৫ পরিবর্ত; বদল (প্রতিনিধি, প্রতিদান)। ৬ পাল্টা; বিপরীত (প্রতিহিংসা)। ৭ সমীপ; নিকটবর্তী (প্রতিবাসী)। ৮ বিপরীত; উল্টা; বিরুদ্ধ; বিরোধী; শত্রুতা (প্রতিকূল)। ৯ অনুরূপ; সদৃশ (প্রতিমূর্তি, প্রতিকৃতি)। ১০ উদ্দেশ্য (তার প্রতি উক্তি)। ১১ তুল্য; সমান (প্রতিযোগিতা)। {(তৎসম বা সংস্কৃত) উপসর্গবিশেষ}
- Bengali Word প্রতিকর্তা English definition [প্রোতিকর্তা] (বিশেষ্য), (বিশেষণ) প্রতিকারকারী; যে অপকারীর অপকার করে বা শোধ তোলে; প্রতিশোধ গ্রহণকারী। {(তৎসম বা সংস্কৃত) প্রতি+□ কৃ+তৃ(তৃচ্)}
- Bengali Word প্রতিকর্ম English definition [প্রোতিকর্মো] (বিশেষ্য) ১ প্রতিকার। ২ প্রসাধনী। ৩ প্রতিক্রিয়া। ৪ বিধান। {(তৎসম বা সংস্কৃত) প্রতি+□ কৃ+মন্(মনিন্)}
- Bengali Word প্রতিকর্ষ English definition [প্রোতিকর্শো] (বিশেষ্য) আকর্ষণ; টান। {(তৎসম বা সংস্কৃত) প্রতি+□ কৃষ্+অ(ঘঞ্)}
- Bengali Word প্রতিকার, প্রতীকার (বিরল) English definition [প্রোতিকার্] (বিশেষ্য) ১ প্রতিবিধান। ২ প্রতিশোধ; প্রতিহিংসা বা অন্যায়কারীর অনিষ্টসাধন। ৩ দমন; সংযমন। ৪ নিবারণ; নিষেধ; নিষিদ্ধকরণ। প্রতিকারক (বিশেষণ) প্রতিকারকারী; প্রতিবিধানকারী; প্রতিশোধ গ্রহণকারী। প্রতিকার্ষ, প্রতিকরণীয় (বিশেষণ) প্রতিকার করা প্রয়োজন এমন; প্রতিবিধান করতে হবে এরূপ। {(তৎসম বা সংস্কৃত) প্রতি+□ কৃ+অ(ঘঞ্)}
- Bengali Word প্রতিকাশ, প্রতীকাশ (বিরল) English definition [প্রোতিকাশ্] (বিশেষ্য) সদৃশ; তুল্য (দেখা মানুষ ..... ভাবভক্তি মিলিত হয়ে দিলে একটি ভাবের প্রতিকাশ-অবনীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) প্রতি+□ কাশ্+ অ(অচ্)}
- Bengali Word প্রতিকায় English definition [প্রোতিকায়্] (বিশেষ্য) প্রতিমুর্তি। {(তৎসম বা সংস্কৃত) প্রতি+কায়}
- Bengali Word প্রতিকূল English definition [প্রোতিকুল্] (বিশেষণ) ১ বিরুদ্ধ; বিরোধী। ২ বিপরীত; উল্টা। ৩ বিপক্ষ; শত্রু। ৪ বাম। ৫ বৈরিতাযুক্ত; শত্রুতাপূর্ণ। ৬ অননুকূল। প্রতিকূলতা (বিশেষ্য) বিরুদ্ধতা; বিপক্ষতা। {(তৎসম বা সংস্কৃত) প্রতি+কূল}
- Bengali Word প্রতিকৃত English definition [প্রোতিক্কৃতো] (বিশেষণ) ১ প্রতিকার করা হয়েছে এমন। ২ উপশমিত; প্রতিবিহিত। ৩ দমিত; নিবারিত। {(তৎসম বা সংস্কৃত) প্রতি+□ কৃ+ত(ক্ত)}
- Bengali Word প্রতিকৃতি English definition [প্রোতি্ক্কৃতি] (বিশেষ্য) ১ প্রতিমূর্তি; কারও দেহের ছবি। ২ প্রতিকার; প্রতিবিধান। {(তৎসম বা সংস্কৃত) প্রতি+□ কৃ+তি(ক্তি)}
- Bengali Word প্রতিক্রম English definition [প্রোতিক্ক্রম্] (বিশেষ্য) বিপরীতক্রম; উল্টা দিক থেকে আরম্ভ। {(তৎসম বা সংস্কৃত) প্রতি+ক্রম}