প পৃষ্ঠা ১০৫
- Bengali Word প্রতিক্রিয়া English definition [প্রোতিক্ক্রিয়া] (বিশেষ্য) ১ প্রয়োগের ফলে যে ক্রিয়া শুরু হয় (বিষের প্রতিক্রিয়া); reaction। ২ উত্তেজনাদির শেষে উপস্থিত অবসন্নতা (ব্যর্থ আন্দোলনের প্রতিক্রিয়া)। ৩ প্রগতিবিরোধী কার্য। ৪ প্রতিবিধান। প্রতিক্রিয়াশীল (বিশেষণ) প্রগতিবিরুদ্ধ; reactionary। {(তৎসম বা সংস্কৃত) প্রতি+ক্রিয়া}
- Bengali Word প্রতিক্ষণ English definition [প্রোতিক্খন্] (ক্রিয়াবিশেষণ) ১ ক্ষণে ক্ষণে; প্রতি মুহূর্তে। ২ সর্বদা। {(তৎসম বা সংস্কৃত) প্রতি+ক্ষণ}
- Bengali Word প্রতিগমন English definition [প্রোতিগমোন] (বিশেষ্য) প্রত্যাগমন; ফিরে আসা; প্রত্যাবর্তন। প্রতিগমন করা (ক্রিয়া) ফিরে আসা বা যাওয়া। {(তৎসম বা সংস্কৃত) প্রতি+গমন}
- Bengali Word প্রতিগ্রহ English definition [প্রোতিগ্গ্রোহো] (বিশেষ্য) ১ দান গ্রহণ (কাহারও অন্ন গ্রহণ বা দান প্রতিগ্রহ করেন না-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ প্রদত্ত বা দেয় বস্তু (আপন পুত্রের নিমিত্ত পরিগ্রহ করিয়াছে-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ৩ স্বীকার। ৪ প্রতিজ্ঞা; অঙ্গীকার। ৫ (জ্যোতিষ শাস্ত্র) বিরুদ্ধ বা প্রতিকূল গ্রহ। প্রতিগ্রহণ (বিশেষ্য) ১ দান গ্রহণ; দত্ত বস্তু গ্রহণ। ২ স্বীকার। প্রতিগ্রহণীয় (বিশেষণ) প্রতিগ্রহণের উপযুক্ত। প্রতিগ্রহীতা (বিশেষণ) দান গ্রহণকারী। {(তৎসম বা সংস্কৃত) প্রতি+□ গ্রহ্+অ(অপ্)}
- Bengali Word প্রতিগ্রাহ English definition [প্রোতিক্গ্রাহো] (বিশেষ্য) ১ স্বীকার; সম্মতি; গ্রহণ; অঙ্গীকার। ২ দান গ্রহণ। প্রতিগ্রাহিত (বিশেষণ) ১ স্বীকারিত। ২ দান গ্রহণ করতে সম্মত করানো হয়েছে এমন। প্রতিগ্রাহী(-হিন্) (বিশেষ্য), (বিশেষণ) যে দান গ্রহণ করে; দান গ্রহণকারী। প্রতিগ্রাহ্য (বিশেষণ) দান হিসেবে গ্রহণ করার যোগ্য; দানরূপে গ্রহণীয়। {(তৎসম বা সংস্কৃত) প্রতি+□ গ্রহ্+অ(অচ্)}
- Bengali Word প্রতিঘ English definition [প্রোতিঘো] (বিশেষ্য) ১ বাধা; প্রতিবন্ধক। ২ ক্রোধ; রাগ। ৩ বিরুদ্ধ; প্রতিকূল। {(তৎসম বা সংস্কৃত) প্রতি+□ হন্+অ(ড)}
- Bengali Word প্রতিঘাত English definition [প্রোতিঘাত্] (বিশেষ্য) প্রত্যাঘাত; আঘাতের বদলে আঘাত দান। প্রতিঘাতন (বিশেষ্য) বধ; সংহার; ধ্বংস; নাশ। প্রতিঘাতী(-তিন্) (বিশেষণ) বধকারী; হননকারী; সংহারকারী। প্রতিঘাতিনী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) প্রতি+হন্+অ(ঘঞ্)}
- Bengali Word প্রতিচক্ষু English definition [প্রোতিচোক্খু] (বিশেষ্য) চশমা। {(তৎসম বা সংস্কৃত) প্রতি+চক্ষু}
- Bengali Word প্রতিচিত্র English definition [প্রোতিচিত্ত্রো] (বিশেষ্য) চিত্র, নকশা প্রভৃতির অবিকল নকল; blue print। {(তৎসম বা সংস্কৃত) প্রতি+চিত্র}
- Bengali Word প্রতিচ্ছায়া English definition [প্রোতিচ্ছায়া] (বিশেষ্য) ১ প্রতিবিম্ব; ছায়া। ২ প্রতিকৃতি; প্রতিমূর্তি। ৩ সাদৃশ্য; প্রতিরূপ। {(তৎসম বা সংস্কৃত) প্রতি+ছায়া}
- Bengali Word প্রতিজিহ্বা English definition [প্রোতিজিওভা] (বিশেষ্য) আলজিভ; উপজিহ্বা; গলনালির মুখে জিহ্বার মতো ক্ষুদ্র মাংসখণ্ড। {(তৎসম বা সংস্কৃত) প্রতি+জিহ্বা}
- Bengali Word প্রতিজ্ঞা English definition [প্রোতিগ্গাঁ] (বিশেষ্য) ১ সংকল্প। ২ শপথ; অঙ্গীকার; প্রতিশ্রুতি; ওয়াদা। ৩ (জ্যামিতি) প্রতিপাদ্য সম্পাদ্য বা উপপাদ্য বিষয়। প্রতিজ্ঞাত (বিশেষণ) অবধারিত; নিশ্চয়কৃত। ২ সংকল্পিত। ৩ অঙ্গীকৃত। ৪ প্রতিশ্রুত; স্বীকৃত। ৫ সিদ্ধান্ত করা হয়েছে এমন; প্রস্তাবিত। প্রতিজ্ঞাপত্র (বিশেষ্য) অঙ্গীকারপত্র; প্রতিজ্ঞার লিখিত দলিল; একরারনামা। প্রতিজ্ঞাবাক্য (বিশেষ্য) প্রতিজ্ঞা করা হয়েছে এমন বাক্য (তাদৃশ্য প্রতিজ্ঞাবাক্য নিঃসৃত হইয়াছিল-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। প্রতিজ্ঞেয় (বিশেষণ) ১ প্রতিজ্ঞার বিষয় এমন। ২ প্রতিশ্রুতিযোগ্য। {(তৎসম বা সংস্কৃত) প্রতি+□ জ্ঞা+অ(ক)}
- Bengali Word প্রতিদত্ত English definition [প্রোতিদত্তো] (বিশেষণ) প্রতিদান হিসেবে দেওয়া হয়েছে এমন; দানের বদলে দান করা হয়েছে এমন; প্রতিদানরূপে প্রদত্ত; প্রত্যার্পিত। {(তৎসম বা সংস্কৃত) প্রতি+□ দা+ত(ক্ত)}
- Bengali Word প্রতিদিন English definition [প্রোতিদিন্] (ক্রিয়াবিশেষণ) দিন দিন; প্রত্যহ; রোজ। {(তৎসম বা সংস্কৃত) প্রতি+দিন}
- Bengali Word প্রতিদিষ্ট English definition [প্রোতিদিশ্টো] (বিশেষণ) অধিকতর ক্ষমতাবান আদেশ দ্বারা ফিরিয়ে নেওয়া হয়েছে এমন। {(তৎসম বা সংস্কৃত) প্রতি+□ দিশ্+ত(ক্ত)}
- Bengali Word প্রতিদেয় English definition [প্রোতিদেয়ো] (বিশেষণ) প্রতিদানের উপযুক্ত বা বিষয়ীভূত। {(তৎসম বা সংস্কৃত) প্রতি+□ দা+য(যৎ)}
- Bengali Word প্রতিদ্বন্দ্ব, প্রতিদ্বন্দ্বিতা English definition [প্রোতিদন্দো, প্রোতিদোন্দিতা] (বিশেষ্য) ১ প্রতিপক্ষতা; পরস্পরের দ্বন্দ্ব বা কলহ বা বিরোধ। ২ প্রতিযোগিতা। ৩ অপরের সঙ্গে শক্তিপরীক্ষা বা সমকক্ষতা। (তুলনীয়) প্রতিযোগিতা। প্রতিদ্বন্দ্বী(-ন্দ্বিন্) (বিশেষ্য), (বিশেষণ) প্রতিদ্বন্দ্বকারী; প্রতিযোগী। প্রতিদ্বন্দ্বিনী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) প্রতি+দ্বন্দ্ব, দ্বন্দ্বিতা}
- Bengali Word প্রতিধ্বনি English definition [প্রোতিদ্ধোনি] (বিশেষ্য) ১ শব্দ প্রতিহত হয়ে যে ধ্বনির সৃষ্টি করে। ২ সদৃশ শব্দ। ৩ (আলঙ্কারিক) নকল; অন্যের উক্তির সদৃশ বা সমর্থক উক্তি। প্রতিধ্বনিত (বিশেষণ) প্রতিধ্বনি দ্বারা অনুরণিত। ২ প্রতিধ্বনি সৃষ্ট হয়েছে এমন। {(তৎসম বা সংস্কৃত) প্রতি+ধ্বনি}
- Bengali Word প্রতিনিধি English definition [প্রোতিনিধি] (বিশেষ্য) ১ মুখপাত্র; প্রতিভূ; নায়েব। ২ জামিন। ৩ কারও পরিবর্তে কাজ করার জন্য নিযুক্ত ব্যক্তি; কায়েম মকাম। ৪ বদলি। ৫ অনুকল্প। প্রতিনিধিত্ব (বিশেষ্য) প্রতিনিধির কাজ বা কার্যফল। {(তৎসম বা সংস্কৃত) প্রতি+নিধি}
- Bengali Word প্রতিনিবর্তন English definition ⇒ প্রতিনিবৃত্ত