প পৃষ্ঠা ১০৭
- Bengali Word প্রতিবাত English definition [প্রোতিবাত্] (ক্রিয়াবিশেষণ) বায়ুর বিরুদ্ধ দিক; যে দিক থেকে বায়ু প্রবাহিত হয় সেদিকে (প্রতিবাতে কাঁপে দেহ অসার তরুর-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) প্রতি+বাত}
- Bengali Word প্রতিবাদ English definition [প্রোতিবাদ্] (বিশেষ্য) ১ কোনো উক্তির বিরুদ্ধে বলা। ২ আপত্তি জানানো। ৩ খণ্ডনের নিমিত্ত বিরুদ্ধ; যুক্তি; বিতর্ক। প্রতিবাদী(-দিন্) (বিশেষ্য), (বিশেষণ) ১ বিরুদ্ধবাদী। ২ আসামী; বিবাদী। ৩ প্রতিপক্ষ। ৪ যে প্রতিবাদ করে। প্রতিবাদিনী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) প্রতি+□ বদ্+অ(ঘঞ্)}
- Bengali Word প্রতিবাসী (-সিন্) English definition [প্রোতিবাশি] (বিশেষ্য), (বিশেষণ) পড়শি; প্রতিবেশী; নিকট বা পাশাপাশি বাসকারী (কোনও প্রতিবাসীর বংশ-রচিত দ্বার সবলে উদ্ঘাটিত করিয়া-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। প্রতিবাসিনী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) প্রতি+□ বস্+ইন্(ণিনি)}
- Bengali Word প্রতিবিধান English definition [প্রোতিবিধান্] (বিশেষ্য) ১ প্রতিকার; নিবারণ; বাধাপ্রদান; নিবারণের উপায় (কোনও প্রতিবিধান করিতে পারিতেন না-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ২ প্রতিশোধ। ৩ দমন। {(তৎসম বা সংস্কৃত) প্রতি+বিধান}
- Bengali Word প্রতিবিধিৎসা English definition [প্রোতিবিধিত্সা] (বিশেষ্য) প্রতিবিধানের বা প্রতিকারের ইচ্ছা। প্রতিবিধিৎসিতে-‘প্রতিবিধিৎসা করতে’ অর্থে মাইকেল মধুসূদন কর্তৃক সৃষ্ট ক্রিয়াপদ। {(তৎসম বা সংস্কৃত) প্রতি+বিধিৎসা}
- Bengali Word প্রতিবিপ্লব English definition [প্রোতিবিপ্লব্] (বিশেষ্য) কোনো বিপ্লবকে ব্যর্থ করে দেওয়ার জন্য পরবর্তীকালের রাজনৈতিক পরিবর্তন; বিপ্লববিরোধী কাজ। {(তৎসম বা সংস্কৃত) প্রতি+বিপ্লব}
- Bengali Word প্রতিবিম্ব English definition [প্রোতিবিম্বো] (বিশেষ্য) আয়ান প্রভৃতিতে পতিত বা প্রতিফলিত মূর্তি; প্রতিচ্ছায়া; ছায়া। প্রতিবিম্বন (বিশেষ্য) প্রতিফলন; reflection। প্রতিবিম্বিত (বিশেষণ) ১ প্রতিফলিত। ২ প্রতিফলিত হয়েছে এমন। {(তৎসম বা সংস্কৃত) প্রতি+বিম্ব}
- Bengali Word প্রতিবিহিত English definition [প্রোতিবিহিতো] বিন প্রতিবিধান বা প্রতিকার বা নিবারণ করা হয়েছে এমন। {(তৎসম বা সংস্কৃত) প্রতি+বিহিত}
- Bengali Word প্রতিবেদন English definition [প্রোতিবেদোন্] (বিশেষ্য) ১ বিবরণী। ২ অভাব-অভিযোগ জ্ঞাপন। ৩ রিপোর্ট; report। {(তৎসম বা সংস্কৃত) প্রতি+বেদন}
- Bengali Word প্রতিবেশ, প্রতীবেশ (বিরল) English definition [প্রোতিবেশ্] (বিশেষ্য) ১ নিকটবর্তী আবাসসমূহ। ২ পারিপার্শ্বিক অবস্থা। ৩ পরিপার্শ্ব; environment। ৪ প্রতিবাসীদের গৃহ। {(তৎসম বা সংস্কৃত) প্রতি+বেশ}
- Bengali Word প্রতিবেশী(-শিন্) English definition [প্রোতিবেশি] (বিশেষ্য), (বিশেষণ) ১ পড়শি; প্রতিবাসী। ২ নিকটবর্তী স্থানে বসবাসকারী। প্রতিবেশিনী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) প্রতি+□ বিশ্+ইন্(ইনি)}
- Bengali Word প্রতিবোধ, প্রতিবোধন English definition [প্রোতিবোধ্, প্রোতিবোধোন্] (বিশেষ্য) ১ বিকাশ; প্রকাশ। ২ জাগরণ। ৩ সান্ত্বনা; জ্ঞান; প্রবোধ। {(তৎসম বা সংস্কৃত) প্রতি+বোধ, বোধন}
- Bengali Word প্রতিভা English definition [প্রোতিভা] (বিশেষ্য) ১ তীক্ষ্ণবুদ্ধি; অনন্যসাধারণ বুদ্ধি। ২ প্রত্যুৎপন্নমতিত্ব। ৩ নির্মাণক্ষম বুদ্ধি বা প্রজ্ঞা; উদ্ভাবনী বুদ্ধি। ৪ অসাধারণ সৃজনীশক্তি। ৫ প্রভা; ঔজ্জ্বল্য; দীপ্তি। প্রতিভাশালী (বিশেষণ) প্রতিভার অধিকারী; প্রতিভাযুক্ত; প্রতিভা আছে এমন। প্রতিভাশালিনী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) প্রতি+□ ভা+অ(অঙ্)}
- Bengali Word প্রতিভাত English definition [প্রোতিভাতো] (বিশেষণ) ১ প্রকাশিত (মায়া মরীচিকার মতো অত্যন্ত অস্পষ্ট প্রতিভাত হইল-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ স্পষ্টরূপে উক্ত বা প্রকাশিত। ৩ জ্ঞাত; অবগত। ৪ আলোকিত; উদ্ভাসিত। ৫ প্রতিফলিত হয়েছে এমন। {(তৎসম বা সংস্কৃত) প্রতি+□ ভা+ ত(ক্ত)}
- Bengali Word প্রতিভাস English definition [প্রোতিভাশ্] (বিশেষ্য) দীপ্তি; ঔজ্জ্বল্য (বিন্দু বিন্দু জীবনের দীপ্তি পেয়ে চন্দ্র আর নক্ষত্রের এই প্রতিভাস-রখা)। প্রতিভাসিত (বিশেষণ) দীপ্ত; উজ্জ্বল; আলোকিত। {(তৎসম বা সংস্কৃত) প্রতি+□ ভাস্+অ(ঘঞ্)}
- Bengali Word প্রতিভূ English definition [প্রোতিভু] (বিশেষ্য) ১ জামিন (কিন্তু তাঁহার যে সকল কর্মকারক কলিকাতায় কয়েদ ছিল হে সাহেবকে তাহাদের প্রতিভূস্বরূপ আটক করিয়া রাখিলেন-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ২ প্রতিনিধি। {(তৎসম বা সংস্কৃত) প্রতি+□ ভূ+ক্বিপ্}
- Bengali Word প্রতিমা English definition [প্রোতিমা] (বিশেষ্য) ১ প্রতিকৃতি; প্রতিমূর্তি (কবরগুলো কারো কিংবা কিছুর প্রতিমা দেয় না, বলে মাত্র-আমি কবর-অবনীন্দ্রনাথ ঠাকুর)। ২ মাটি ইত্যাদি দিয়ে নির্মিত মূর্তি। ৩ দেবমূর্তি; দেববিগ্রহ। {(তৎসম বা সংস্কৃত) প্রতি+□ মা+অ(ক)+আ(টাপ্)}
- Bengali Word প্রতিমান English definition [প্রোতিমান্] (বিশেষ্য) ১ প্রতিমূর্তি; প্রতিচ্ছবি (আনন্দ সুন্দর তনু স্বপনের অতিথিনী কামনার পূর্ণ প্রতিমান-মোহিতলাল মজুমদার)। ২ হস্তীর দুই দন্তের মধ্যস্থান। ৩ ওজন করবার বাটখারা। {(তৎসম বা সংস্কৃত) প্রতি+মান}
- Bengali Word প্রতিমুখ English definition [প্রোতিমুখ্] (বিশেষ্য) অভিমুখ; সম্মুখ দিকে। {(তৎসম বা সংস্কৃত) প্রতি+মুখ)}
- Bengali Word প্রতিমুহূর্ত English definition [প্রোতিমুহুর্তো] (ক্রিয়াবিশেষণ) সর্বদা; প্রতিক্ষণ। {(তৎসম বা সংস্কৃত) প্রতি+মুহূর্ত}