প পৃষ্ঠা ১১০
- Bengali Word প্রতীত্যসমুৎপাদ English definition [প্রোতিত্তোশমুত্পাদো] (বিশেষ্য) (বৌদ্ধমতে) রূপ বেদনা সংজ্ঞা সংস্কার বিজ্ঞান-এই পঞ্চ স্কন্দ নামে কতকগুলি পদার্থকে আশ্রয় করে সেগুলো থেকে অন্য বস্তুর উৎপাদন বা উৎপত্তি (এমন কি কেউ কখনও প্রতীত্যসমুৎপাদের চেষ্টায় মাথা ঘামাত কিনা সন্দেহ-সুধীণ্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) প্রতীত্য+সমুৎপাদ}
- Bengali Word প্রতীপ English definition [প্রোতিপ্] (বিশেষণ) ১ (জ্যামিতি) সম্পূর্ণ বিপরীত দিকে অবস্থিত (বিপ্রতীপ কোণ)। ২ প্রতিকূল; উল্টা; বিপরীত। ৩ এক প্রকার কাব্যালঙ্কার। ৪ শান্তনুর পিতা। {(তৎসম বা সংস্কৃত) প্রতি+অপ্; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word প্রতীবাদ English definition ⇒ প্রতিবাদ
- Bengali Word প্রতীর English definition [প্রোতির্] (বিশেষ্য) তীর; তট; কূল (তটিনী প্রতীর, সরি সরসী সাগরে-সত্যেন্দ্রনাথ দত্ত?)। {(তৎসম বা সংস্কৃত) প্র+□ তীরি+অ(অচ্)}
- Bengali Word প্রতীয়মান English definition [প্রোতিয়োমান্] (বিশেষণ) অনুভূত বা জ্ঞাত; বোধগম্য; আপাতদৃষ্ট। {(তৎসম বা সংস্কৃত) প্রতি+□ ই+মান(শানচ্)}
- Bengali Word প্রতুল English definition [প্রোতুল্] (বিশেষ্য) ১ প্রাচুর্য (সাহেব লোক অনুগ্রহ করিয়া যথেষ্ট মর্যাদা করিয়া অধিকারের প্রতুল করিয়া দিয়া রাজ্যে বিদায় করিয়া দিলেন-রামু)। ২ বাহুল্য; বৃদ্ধি। ৩ প্রচুর। {(তৎসম বা সংস্কৃত) প্র+তুল}
- Bengali Word প্রত্ন, প্রতন English definition [প্রোত্নো, প্রোতন্] (বিশেষণ) পুরাতন; প্রাচীন; পুরা (মানুষের পতন প্রকৃতি-বুদ্ধদেব বসু)। প্রত্নতত্ত্ব, প্রত্নতত্ত্ববিদ্যা (বিশেষ্য) ১ পুরাতত্ত্ব; প্রাচীনকালের মুদ্রা বা অট্টালিকা প্রভৃতির ধ্বংসাবশেষ বিচার করে তৎকালীন ইতিহাস আবিষ্কার। প্রত্নতত্ত্ববিদ, প্রত্নবিৎ (বিশেষ্য) যে প্রত্নতত্ত্বে অভিজ্ঞ। প্রত্নতত্ত্বীয় (বিশেষণ) প্রত্নতত্ত্বসম্বন্ধীয়। {(তৎসম বা সংস্কৃত) প্র+ত্ন(ত্নপ্); স্বরাগমে প্রতন}
- Bengali Word প্রত্যক্ষ English definition [প্রোত্তোক্খো] (বিশেষণ) ১ চাক্ষুষ; সাক্ষা; ইন্দ্রিয়গোচর; দৃশ্য; দৃষ্ট। ২ স্পষ্ট। □ ১ ইন্দ্রিয়গ্রাহ্য জ্ঞান। ২ স্পষ্ট। ৩ ইন্দ্রিয় দ্বারা অনুভূত বিষয় দর্শন। প্রত্যক্ষকারী (বিশেষণ) প্রত্যক্ষ করেছে এমন। প্রত্যক্ষত (অব্যয়) সম্মুখে; সাক্ষাৎভাবে। প্রত্যক্ষদর্শন (বিশেষ্য) স্বচক্ষে দর্শন। প্রত্যক্ষদর্শী (বিশেষণ) স্বচক্ষে দর্শনকারী। প্রত্যক্ষপ্রমাণ (বিশেষ্য) ১ সাক্ষাৎ প্রমাণ। ২ চাক্ষুষ সাক্ষী। প্রত্যক্ষফল (বিশেষ্য) ১ কারণ থেকে সরাসরি উদ্ভূত ফল। ২ যে ফলের কারণ স্পষ্ট। প্রত্যক্ষভূত (বিশেষণ) প্রত্যক্ষ হয়েছে এমন (নিত্য প্রত্যক্ষভূত সত্যের বিপরীত-মআ)। প্রত্যক্ষী (-ক্ষিন্) (বিশেষণ) প্রত্যক্ষ করে এমন; প্রত্যক্ষকারী; সাক্ষাৎদ্রষ্টা। প্রত্যক্ষীকরণ (বিশেষ্য) চোখে দেখা। প্রত্যক্ষীকৃত (বিশেষণ) অপ্রত্যক্ষ বিষয় প্রত্যক্ষ হয়েছে এমন; সাক্ষাৎদৃষ্ট। প্রত্যক্ষীভূত (বিশেষণ) পূর্বে সাক্ষাৎ দৃষ্ট ছিল না এখন সাক্ষাৎ হয়েছে এমন। {(তৎসম বা সংস্কৃত) প্রতি+অক্ষি; অব্যয়ী.}
- Bengali Word প্রত্যঙ্গ English definition [প্রোত্তঙ্গো] (বিশেষ্য) প্রতি অঙ্গ; প্রতিটি অবয়ব; অঙ্গের অঙ্গ; উপাঙ্গ। {(তৎসম বা সংস্কৃত) প্রতি+অঙ্গ}
- Bengali Word প্রত্যন্ত English definition [প্রোত্তন্তো] (বিশেষণ) ১ প্রান্তবর্তী। ২ সীমান্তের আশেপাশে। ৩ নিকটবর্তী; সমীপস্থ। □ (বিশেষ্য) ১ প্রান্তদেশ। ২ সীমান্তবর্তী অঞ্চল। প্রত্যন্ত পর্বত (বিশেষ্য) বৃহৎ পর্বতের নিকটস্থ ক্ষুদ্র পর্বত। {(তৎসম বা সংস্কৃত) প্রতি+অন্ত; প্রাদি.}
- Bengali Word প্রত্যবায় English definition [প্রোত্তোবায়্] (বিশেষ্য) ১ অনিষ্ট; ক্ষতি; লোকসান (কর্তব্য কর্মে উপেক্ষাবশতঃ প্রত্যবায়গ্রস্ত হয়-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ২ দোষ; অপরাধ। ৩ পাপ। {(তৎসম বা সংস্কৃত) প্রতি+অব+□ ই+অ(অচ্)}
- Bengali Word প্রত্যবেক্ষণ, প্রত্যবেক্ষা English definition [প্রোত্তোবেক্খন্, প্রোত্তোবেক্খা] (বিশেষ্য) ১ অনুসন্ধান; খোঁজ। ২ পর্যবেক্ষণ; নিরীক্ষণ। ৩ গবেষণা; তত্ত্বানুসন্ধান। ৪ বিচার। ৫ তত্ত্বাবধান; পরিচালন; পরিদর্শন। প্রত্যবেক্ষিত (বিশেষণ) তত্ত্বাবধিত; পর্যবেক্ষিত (স্বপ্রত্যবেক্ষিত পুস্তকালয়ে স্থাপন করিলেন-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। {(তৎসম বা সংস্কৃত) প্রতি+অবেক্ষণ; অবেক্ষা}
- Bengali Word প্রত্যবয়ব English definition [প্রোত্তোবয়ব] (বিশেষ্য) প্রত্যঙ্গ; প্রত্যেক অঙ্গ। {(তৎসম বা সংস্কৃত) প্রতি+অবয়ব; অব্যয়ী.}
- Bengali Word প্রত্যভিজ্ঞা, প্রত্যভিজ্ঞান English definition [প্রোত্তোভিগ্গাঁ, প্রোত্তোভিগ্গাঁন্] (বিশেষ্য) পুনর্জ্ঞান; পূর্বের জানাশুনা সম্বন্ধে চেতনা; আগের জানাশোনাকে চেনা বা স্বীকার। {(তৎসম বা সংস্কৃত) প্রতি+অভি+□ জ্ঞা+অ(অঙ্)+আ(টাপ্), অন(ল্যুট্)}
- Bengali Word প্রত্যভিবাদ English definition ⇒ প্রত্যভিবাদন
- Bengali Word প্রত্যভিবাদন, প্রত্যভিবাদ (বিরল) English definition [প্রোত্তোভিবাদোন্, প্রোত্তোভিবাদ্] (বিশেষ্য) প্রতি নমস্কার; সালামের জবাবে সালাম। {(তৎসম বা সংস্কৃত) প্রতি+অভিবাদন, অভিবাদ}
- Bengali Word প্রত্যভিযোগ English definition [প্রোত্তোভিজোগ্] (বিশেষ্য) পাল্টা অভিযোগ বা নালিশ; নালিশের বিরুদ্ধে নালিশ; counter-charge। {(তৎসম বা সংস্কৃত) প্রতি+অভিযোগ}
- Bengali Word প্রত্যর্থী (-র্থিন্) English definition [প্রোত্তোর্থি] (বিশেষ্য), (বিশেষণ) প্রতিবাদী; আসামি (অর্থী প্রত্যর্থী চাপরাশি কনস্টেবলে চারিদিক লোকারণ্য-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ শত্রু; অরি। ৩ বিপক্ষ; বিরুদ্ধ পক্ষ। {(তৎসম বা সংস্কৃত) প্রতি+অর্থী}
- Bengali Word প্রত্যর্পণ English definition [প্রোত্তর্পোন্] (বিশেষ্য) ১ ফেরত দান (তাহাকে প্রত্যপর্ণ করিতে উদ্যত হইল-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ প্রতিদান। প্রত্যর্পিত (বিশেষণ) ফেরত দেওয়া হয়েছে এমন। প্রত্যর্পিতা (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) প্রতি+অর্পন}
- Bengali Word প্রত্যহ English definition [প্রোত্তহো] অব্য, (ক্রিয়াবিশেষণ) প্রতিদিন; দিন দিন; রোজ রোজ। {(তৎসম বা সংস্কৃত) প্রতি+অহ; অব্যয়ী.}