প পৃষ্ঠা ১০৯
- Bengali Word প্রতিসংহার English definition [প্রোতিশঙ্হার্] (বিশেষ্য) সংবরণ; নিবারণ; দমন; নিবর্তন (অতএব শরাসনে যে শর-সন্ধান করিয়াছেন, আশু তাহার প্রতিসংহার করুন-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। প্রতিসংহাত (বিশেষণ) প্রতিসংহার করা হয়েছে এমন; নিবর্তিত। {(তৎসম বা সংস্কৃত) প্রতি+সংহার}
- Bengali Word প্রতিসর English definition [প্রোতিশর্] (বিশেষণ) বৃত্তাকার; মালার ছড়ার মতো (খদ্যোতের ব্যূহ প্রতিসরে মেরে তরুবরে রত্ন কিরীট পরিয়া-মাইকেল মধূসূদন দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) প্রতি+□ সৃ+অ(অচ্)}
- Bengali Word প্রতিসরণ English definition [প্রোতিশরোন্] (বিজ্ঞান.) (বিশেষ্য) এক স্বচ্ছ পদার্থ থেকে অন্য পদার্থে ঢুকলে আলোকরশ্মির স্বাভাবিক গতিপথের যে পরিবর্তন হয়; refection (আলোক রশ্মির বাঁকিয়া যাওয়ার নাম প্রতিসরণ-আবদুল্লাহ আলমুতী শরফুদ্দীন)। প্রতিসৃত (বিজ্ঞান.) (বিশেষণ) প্রতিসরণযুক্ত; পরাবর্তিত। {(তৎসম বা সংস্কৃত) প্রতি+ সরণ}
- Bengali Word প্রতিসর্গ English definition [প্রোতিশর্গো] (বিশেষ্য) ১ সৃষ্টি। ২ প্রলয়। {(তৎসম বা সংস্কৃত) প্রতি+সর্গ}
- Bengali Word প্রতিসারণ English definition [প্রোতিশারোন্] (বিশেষ্য) দূরীকরণ। প্রতিসারিত (বিশেষণ) ১ অপসারিত; দূরীকৃত। {(তৎসম বা সংস্কৃত) প্রতি+□ সারি+অন(ল্যুট্)}
- Bengali Word প্রতিসারী(-রিন্) English definition [প্রোতিশারি] (বিশেষণ) প্রতিকূলগামী; বিরুদ্ধাচারী। {(তৎসম বা সংস্কৃত) প্রতি+সারী}
- Bengali Word প্রতিসৃত English definition ⇒ প্রতিসরণ
- Bengali Word প্রতিহত English definition [প্রোতিহতো] (বিশেষণ) ১ প্রতিঘাতপ্রাপ্ত। ২ ব্যাহত; বাধাপ্রাপ্ত। ৩ আহত। ৪ নিবারিত। ৫ বিফলীকৃত। {(তৎসম বা সংস্কৃত) প্রতি+□ হন্+ত(ক্ত)}
- Bengali Word প্রতিহনন English definition [প্রোতিহনোন্] (বিশেষ্য) হত্যাকারীকে হনন বা বধ। {(তৎসম বা সংস্কৃত) প্রতি+হনন}
- Bengali Word প্রতিহন্তা English definition [প্রোতিহন্তা] (বিশেষ্য), (বিশেষণ) প্রতিহননকারী; হত্যাকারীর বধকর্তা। {(তৎসম বা সংস্কৃত) প্রতি+হন্তা}
- Bengali Word প্রতিহর্তা English definition [প্রোতিহর্তা] (বিশেষ্য), (বিশেষণ) ১ প্রত্যাঘাতকারী; প্রতিঘাতকারী। ২ বাধাপ্রদানকারী; নিবারণকারী; নিবারক। {(তৎসম বা সংস্কৃত) প্রতি+□ হৃ+তৃ(তৃচ্)}
- Bengali Word প্রতিহার English definition ⇒ প্রতিহার
- Bengali Word প্রতিহার, প্রতীহার (বিরল) English definition [প্রোতিহার্] (বিশেষ্য) ১ পরিহার; ত্যাগ; বর্জন। ২ সদর দরজা; সিংহদ্বার। {(তৎসম বা সংস্কৃত) প্রতি+হৃ+অ(ঘঞ্)}
- Bengali Word প্রতিহারী(-রিন্), প্রতীহারী (বিরল) English definition [প্রোতিহারি] (বিশেষ্য) দৌবারিক; দারোয়ান। প্রতিহারিণী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) প্রতি+হার+ইন(ইনি)}
- Bengali Word প্রতিহার্য English definition [প্রোতিহার্জো] (বিশেষণ) বর্জনীয়; ত্যাগের উপযুক্ত; পরিহারযোগ্য। {(তৎসম বা সংস্কৃত) প্রতি+□ হৃ+য(ণ্যৎ)}
- Bengali Word প্রতিহিংসা English definition [প্রোতিহিঙ্শা] (বিশেষ্য) ১ শত্রু-নির্যাতন। ২ প্রতিশোধ। ৩ হিংসার বদলে হিংসা। {(তৎসম বা সংস্কৃত) প্রতি+হিংসা}
- Bengali Word প্রতীক English definition [প্রোতিক্] (বিশেষ্য) ১ অবয়ব। ২ চিহ্ন; নিদর্শন; সংকেত; symbol। ৩ প্রতিমা; প্রতিমূর্তি। □ (বিশেষণ) বিরুদ্ধ; প্রতিকূল। প্রতীকবাদ, প্রতীকতা, প্রতীকীবাদ (বিশেষ্য) সাহিত্যে সংকেতের সাহায্যে ভাব প্রকাশের পদ্ধতি; symbolism। {(তৎসম বা সংস্কৃত) প্রতি+ই+ঈক(ঈকন্)}
- Bengali Word প্রতীকী English definition [প্রোতিকি] (বিশেষণ) সাংকেতিক; symbolic (তার ধ্বনি প্রতীকী হিল্লোল .....তটে আনে কতো ঐশ্বর্যের তরী-শামসুর রাহমান)। {(তৎসম বা সংস্কৃত) প্রতীক+ঈ}
- Bengali Word প্রতীক্ষা English definition [প্রোতিক্খা] (বিশেষ্য) ১ অপেক্ষা; ইনতিজার। ২ আশা; প্রত্যাশা। ৩ যা ঘটতে পারে সে বিষয়ের জন্য অপেক্ষা। (অধীর চিত্তে প্রতীক্ষা করিতে লাগিল-শামসুর রাহমান)। প্রতীক্ষমাণ (বিশেষণ) প্রতীক্ষাকারী; প্রত্যাশা করে এমন। প্রতীক্ষামাণা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। প্রতীক্ষিত (বিশেষণ) প্রতীক্ষা করা হয়েছে বা হচ্ছে এমন। প্রতীক্ষ্য (বিশেষণ) ১ প্রতীক্ষার উপযুক্ত। ২ পূজ্য। প্রতীক্ষ্যমাণ (বিশেষণ) অপেক্ষা করা হচ্ছে এমন; অপেক্ষমাণ। প্রতীক্ষ্যমাণা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) প্রতি+ঈক্ষা}
- Bengali Word প্রতীতি English definition [প্রোতিতি] (বিশেষ্য) ১ জ্ঞান; বোধ; উপলব্ধি (সেরূপও প্রতীতি হইতেছে না-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ২ ধারণা; বিশ্বাস (কেহ পুনরায় বহির্গত হইয়াছে কোনও ক্রমে সেরূপ প্রতীতি হইতেছে না-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। প্রতীত (বিশেষণ) জ্ঞাত; অবগত; প্রতীতি জন্মেছে এরূপ। পরতীত (মধ্যযুগীয় বাংলা) (বিশেষ্য) ‘প্রতীত’ শব্দের মধ্য স্বরাগমের রূপ (সেই এসে মোরে বলে নহিলে নহিতাম পরতীত-চণ্ডীদাস)। {(তৎসম বা সংস্কৃত) প্রতি+□ ই+তি(ক্তি)}