প পৃষ্ঠা ১১১
- Bengali Word প্রত্যাখ্যান English definition [প্রোত্তাক্খান্] (বিশেষ্য) ১ গ্রহণ না করা; ফেরত প্রদান; অগ্রাহ্যকরণ। ২ উপেক্ষা; অবজ্ঞা; অনাদর; ত্যাগ। প্রত্যাখ্যাত (বিশেষণ) বর্জিত; প্রত্যাখ্যান করা হয়েছে এমন (বাংলা কবিতার পদলালিত্য এ গ্রন্থে প্রত্যাখ্যাত-সুঠা)। {(তৎসম বা সংস্কৃত) প্রতি+আখ্যান}
- Bengali Word প্রত্যাগত English definition [প্রোত্তাগতো] (বিশেষণ) ফিরে এসেছে এমন; প্রত্যাবর্তন করেছে এমন; প্রত্যাবৃত্ত (প্রত্যাগত পথিকেরা মাঠের পথ দিয়া ঘরের মুখে চলিয়াছে-রবীন্দ্রনাথ ঠাকুর)। প্রত্যাগমন (বিশেষ্য) ফিরে আসা; প্রত্যাবর্তন। {(তৎসম বা সংস্কৃত) প্রতি+আগত}
- Bengali Word প্রত্যাঘাত English definition [প্রোত্তাঘাত্] (বিশেষ্য) আঘাতের বদলে আঘাত। {(তৎসম বা সংস্কৃত) প্রতি+আঘাত}
- Bengali Word প্রত্যাদেশ English definition [প্রোত্তাদেশ্] (বিশেষ্য) ১ ঐশীবাণী; আল্লাহর আদেশ; ওহি (যে সমস্ত স্বর্গীয় প্রত্যাদেশ ছিল-শেখ আবদুর রহিম)। ২ দেবতার আদেশ। ৩ পূর্বের আদেশ বাতিলকরণ। ৪ অগ্রহণ; প্রত্যাখ্যান। ৫ খণ্ডন; নিরাকরণ। প্রত্যাদিষ্ট (বিশেষণ) প্রত্যাদেশ পেয়েছে এমন। প্রত্যাদেষ্টা (বিশেষণ) প্রত্যাদেশ দান করে এমন; প্রত্যাদেশ দানকারী। {(তৎসম বা সংস্কৃত) প্রতি+আদেশ}
- Bengali Word প্রত্যানয়ন English definition [প্রোত্তানয়োন্] (বিশেষ্য) ফিরিয়ে আনা; আবার আনা; পুনরায় আনয়ন (অযোধ্যায় প্রত্যানয়নের জন্য নানা প্রকার চেষ্টা করিলেন-রাজশেখর বসু (পরমু))। প্রত্যানীত (বিশেষণ) প্রত্যানয়ন করা হয়েছে এমন (তৎক্ষণাৎ তাহাকে গৃহে প্রত্যনীত করিলেন-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। {(তৎসম বা সংস্কৃত) প্রতি+আনয়ন}
- Bengali Word প্রত্যাবর্তন English definition [প্রোত্তাবর্তোন্] (বিশেষ্য) ফিরে আসা; প্রত্যাগমন (সকলেই তাহার প্রত্যাবর্তনের আশা ছাড়িয়া দিয়াছিল-শামসুদ্দীন আবুল কালাম)। প্রত্যাবৃত্ত (বিশেষণ) প্রত্যাবর্তন করেছে এমন; পুনরাগত। প্রত্যাবৃত্তি (বিশেষ্য) ফেরত গতি; বিপরীত গতি। {(তৎসম বা সংস্কৃত) প্রতি+ আবর্তন}
- Bengali Word প্রত্যালীঢ় English definition [প্রোত্তালিঢ়] (বিশেষ্য) (তীর নিক্ষেপের সময় লক্ষ্য স্থির করার জন্য) বাম পা প্রসারিত ও ডান পা সংকুচিত করে বসা। {(তৎসম বা সংস্কৃত) প্রতি+আ+লিহ্+ত(ক্ত)}
- Bengali Word প্রত্যাশা, পিত্যেশ, পিত্যেস English definition [প্রোত্তাশা, পিত্তেশ্, পিত্তেশ্] (বিশেষ্য) ১ আশা; কামনা। ২ সম্ভাবনা; সম্ভাবিত বিষয়ের জন্য অপেক্ষা; প্রতীক্ষা। প্রত্যাশিত (বিশেষণ) ১ প্রত্যাশা করা হয়েছে এমন। ২ সম্ভাবিত। প্রত্যাশিতা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) (অয়ি নিত্য প্রত্যাশিতা-রবীন্দ্রনাথ ঠাকুর)। প্রত্যাশী(-শিন্) (বিশেষণ) প্রতীক্ষাকারী; কামনাকারী; প্রত্যাশাকারী (যেন অনেক যত্ন অনেক সেবার প্রত্যাশী-অচিন্ত্যকুমার সেনগুপ্ত)। প্রত্যাশায় (ক্রিয়াবিশেষণ) আশায়; ভরসায় (আছে কোন গানের প্রত্যাশে-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) প্রতি+আশা}
- Bengali Word প্রত্যাসত্তি English definition [প্রত্তাশত্তি] (বিশেষ্য) ১ নৈকট্য; নিকটবর্তিতা। ২ (ন্যায় দর্শনে) প্রত্যক্ষীভূত সম্বন্ধ। {(তৎসম বা সংস্কৃত) প্রতি+আ+□ সদ্+তি(ক্তি)}
- Bengali Word প্রত্যাসন্ন English definition [প্রোত্তাশন্নো] (বিশেষণ) নিকটবর্তী; সন্নিহিত; অতি আসন্ন। {(তৎসম বা সংস্কৃত) প্রতি+আসন্ন}
- Bengali Word প্রত্যাহত English definition [প্রোত্তাহতো] (বিশেষণ) ১ বাধাপ্রাপ্ত; বিফলীকৃত; ব্যাহত; বারিত; নিবারিত। ২ সংকুচিত। {(তৎসম বা সংস্কৃত) প্রতি+আহত}
- Bengali Word প্রত্যাহরণ, প্রত্যাহার English definition [প্রোত্তাহরোন্, প্রোত্তাহার্] (বিশেষ্য) পুনর্গ্রহণ; ফিরিয়ে নেওয়া (বই হইতে মনটাকে এক মুহূর্তে প্রত্যাহরণ করিতে পারিলেন না-রবীন্দ্রনাথ ঠাকুর)। প্রত্যাহৃত (বিশেষণ) প্রত্যাহার করা হয়েছে এমন। {প্রতি+আহরণ, আহার}
- Bengali Word প্রত্যায়ক English definition [প্রোত্তায়ক্] (বিশেষ্য), (বিশেষণ) বিশ্বাস উৎপাদক; বিশ্বাস উৎপাদনকারী; প্রত্যয় সৃষ্টিকারী। প্রত্যয়ন (বিশেষ্য) বিশ্বাস বা প্রত্যয় উৎপাদন; attestation। প্রত্যায়িত (বিশেষণ) বিশ্বাসযোগ্য হিসাবে সুপারিশকৃত; attested। {(তৎসম বা সংস্কৃত) প্রতি+□ ই+ণিচ্+অক(ণ্বুল্)}
- Bengali Word প্রত্যুক্তি English definition [প্রোত্তুক্তি] (বিশেষ্য) জবাব; উত্তর; উক্তির উত্তরে উক্তি। {(তৎসম বা সংস্কৃত) প্রতি+উক্তি}
- Bengali Word প্রত্যুত English definition [প্রোত্তুতো] (অব্যয়) ১ বরং; পরন্তু। ২ পক্ষান্তরে; অন্যপক্ষে (অরণ্যে সে সকল সুখভোগের সম্পর্ক ছিল না, প্রত্যুত সকল বিষয়ে সবিশেষ ক্লেশ ঘটিয়া উঠিয়াছিল-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। {(তৎসম বা সংস্কৃত) প্রতি+উত}
- Bengali Word প্রত্যুত্তর English definition [প্রোত্তুত্তর্] (বিশেষ্য) উত্তরের উত্তর; জবাবের পরিবর্তে জবাব; মুখের উপর কথা। {(তৎসম বা সংস্কৃত) প্রতি+উত্তর}
- Bengali Word প্রত্যুত্থান English definition [প্রোত্তুত্থান্] (বিশেষ্য) আগত ব্যক্তির সম্মানার্থে উঠে দাঁড়ানো। প্রতুত্থিত (বিশেষণ) প্রত্যুত্থান করেছে এমন। {(তৎসম বা সংস্কৃত) প্রতি+উত্থান}
- Bengali Word প্রত্যুদাহরণ English definition [প্রোত্তুদাহরোন্] (বিশেষ্য) বিরুদ্ধ দৃষ্টান্ত; যে দৃষ্টান্ত দেওয়া হয়েছে তার বিরোধী দৃষ্টান্ত। {(তৎসম বা সংস্কৃত) প্রতি+উদাহরণ}
- Bengali Word প্রত্যুদ্গমন, প্রত্যুদ্গম English definition [প্রোত্তুদ্গমোন্] (বিশেষ্য) ১ অভ্যর্থনাবিশেষ; সম্মানিত ব্যক্তিকে কিছু দূর অগ্রসর হয়ে অভ্যর্থনা অথবা বিদায়কালে কিছু পথ সঙ্গে গমন। ২ অগ্রসর হয়ে সংবর্ধনা। {(তৎসম বা সংস্কৃত) প্রতি+উদ্+□ গম্+অন(ল্যুট্)}
- Bengali Word প্রত্যুপকার English definition [প্রোত্তুপকার্] (বিশেষ্য) উপকারের বদলে উপকার। প্রত্যুপকর্তা, প্রত্যুপকারী(-রিন্) (বিশেষণ) উপকারীর উপকার করে এমন। প্রত্যুপকৃত (বিশেষণ) উপকারের পরিবর্তে উপকারপ্রাপ্ত; প্রত্যুপকারপ্রাপ্ত। {(তৎসম বা সংস্কৃত) প্রতি+উপকার}