প পৃষ্ঠা ৮
- Bengali Word পটুয়া, পটো English definition [পোটুয়া, পোটো] (বিশেষ্য) ১ চিত্রকর (পটুয়া কামরূল হাসান); যে পট অঙ্কন করে (আমাদেরি কোনসুপটু পটুয়া লীলায়িত তুলিকায়-সত্যেন্দ্রনাথ দত্ত)। ২ পাটের সুতার সাহায্যে শিকা, ঘুনসি প্রভৃতি প্রস্তুত করে এমন ব্যক্তি। {(তৎসম বা সংস্কৃত) পট্ট>পাট>পট+উয়া}
- Bengali Word পটোল English definition [পটোল্] (বিশেষ্য) সবজিবিশেষ। পটোলচেরা (বিশেষ্য) দ্বিখণ্ডিত পটলের আকার (পটোলচেরা চোখ)। পটোলপাতা (বিশেষ্য) পলতা। {(তৎসম বা সংস্কৃত) পদতল>}
- Bengali Word পট্ট English definition [পট্টো] (বিশেষ্য) ১ পাটা; ফলক। ২ পীঠ; পিঁড়ি; সিংহাসন। ৩ পাট্টা; রাজকীয় সনদ। ৪ পাট; রেশমাদি। ৫ গ্রাম; জনপদ; নগর। ৬ পাগড়ি; ফ্যাটা। ৭ উত্তরীয়; চাদর। পট্টজাত (বিশেষ্য) পাটের কাপড়; রেশমি বস্ত্র (প্রষ্ঠে দোলে পট্টজাত পুরটের ঝাঁপা-ঘনরাম চক্রবর্তী)। পট্টনায়ক (বিশেষ্য) ১ প্রধান নেতা বা নায়ক। ২ পল্লির মোড়লের উপাধিবিশেষ। পট্টমহিষী (বিশেষ্য) পাটরানী; প্রধান মহিষী; সিংহাসনে বসবার অধিকারিণী মহিষী। {(তৎসম বা সংস্কৃত) √পট্+ত(ক্ত)}
- Bengali Word পট্টন English definition [পট্টোন্] (বিশেষ্য) ১ পত্তন; নগর। ২ বন্দর। {(তৎসম বা সংস্কৃত) √পট্+তন}
- Bengali Word পট্টাবাস English definition ⇒ পট২
- Bengali Word পট্টি ১ English definition [পোট্টি] (বিশেষ্য) ১ ধাপ্পা; ধোঁকা; ফাঁকি। ২ কুমন্ত্রণা। গুলপট্টি (বিশেষ্য) ধাপ্পাবাজি; ধোঁকাবাজি। {(হিন্দি) পট্ট}
- Bengali Word পট্টি ২ English definition [পোট্টি] (বিশেষ্য) অশ্বের কটিবন্ধন রজ্জু। {(হিন্দি) পট্টী}
- Bengali Word পট্টিশ, পট্টীশ, পট্টিস English definition [পোট্টিশ্] (বিশেষ্য) প্রাচীন খড়্গাকৃতি যুদ্ধাস্ত্রবিশেষ (শেল, মূষল, মুদ্গর, পট্টিশ, নারাচ, কৌন্ত-মাইকেল মধুসূদন দত্ত; ফেলিয়া পট্টীশ লোকে, আগুলয়ে সিংহের সরণি-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) পটি+√শো+অ(ক)}
- Bengali Word পট্টী English definition [পোট্টি] (বিশেষ্য) নিপুণা; চতুরা। পট্ট পু.। {(তৎসম বা সংস্কৃত) পট্ট+ঈ(ঙীষ্)}
- Bengali Word পট্টু English definition [পোট্টু] (বিশেষ্য) মোটা পশমি বস্ত্রবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) পট্ট>}
- Bengali Word পঠদ্দশা English definition [পঠোদ্দশা] (বিশেষ্য) ছাত্রজীবন; ছাত্রাবস্থা; পাঠ্যবস্থা। {(তৎসম বা সংস্কৃত) পঠৎ+দশা}
- Bengali Word পঠন English definition [পঠোন্] (বিশেষ্য) অধ্যয়ন; পাঠকরণ; পাঠ; আবৃত্তি; পড়া। পঠনীয় (বিশেষণ) পাঠ্য; পাঠের যোগ্য; পাঠোপযোগূ; পাঠ করা উচিত এমন। পঠিত (বিশেষণ) পাঠ করা হয়েছে এমন; অধীত। পঠিতব্য (বিশেষণ) পাঠ করতে হবে এরূপ; পঠনীয়। পঠ্যমান (বিশেষণ) পঠিত হচ্ছে এরূপ। {(তৎসম বা সংস্কৃত) √পঠ্+অন(ল্যুট্)}
- Bengali Word পণ English definition [পোন্] (বিশেষ্য) ১ অঙ্গীকার; প্রতিজ্ঞা; দৃঢ় সংকল্প। ২ বাজি খেলায় হারজিতের প্রতিজ্ঞা (পণ রাখিয়া নিখিল জিনিয়া নিতে সে চাহে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৩ শর্ত; কড়ার (ধনুক ভাঙা পণ)। ৪ বিবাহাদিতে বর বা কণ্যাপক্ষকে প্রদত্ত অর্থ; যৌতুক। ৫ সংখ্যার পরিমাণ বিশেষ; বিশ গণ্ডা। পণকিয়া (বিশেষ্য) (গণিত.) পণঘটিত গণনা। পণনা (বিশেষ্য) বিনিময়; বিক্রয়। পণপ্রথা (বিশেষ্য) বিবাহাদিতে বরপক্ষ বা কন্যাপক্ষকে বাধ্যতামূলকভাবে যৌতুক দেবার প্রথা। পণবন্ধ (বিশেষণ) প্রতিজ্ঞায় আবদ্ধ; অঙ্গীকারাবদ্ধ। পণিত (বিশেষণ) ক্রীত; বিক্রীত; বিনিময় করা হয়েছে এমন। পণিতব্য (বিশেষণ) ১ ক্রয়যোগ্য। ২ বিক্রয়যোগ্য। ৩ পণ রাখার যোগ্য। পণিতা (বিশেষণ) ক্রেতা। ২ বিক্রেতা। কন্যাপণ (বিশেষ্য) বিবাহাদিতে বরপক্ষের নিকট থেকে কন্যাপক্ষের প্রাপ্য অর্থ। ধনুক ভাঙা পণ, ধনুক ভাঙ্গা পণ ⇒ ধনুক। বরপণ (বিশেষ্য) কন্যাপক্ষের থেকে বরপক্ষের প্রাপ্য অর্থ। {(তৎসম বা সংস্কৃত) √পণ্+অ(অপ্)}
- Bengali Word পণব English definition [পনোব্] (বিশেষ্য) ঢোলজাতীয় প্রাচীন বাদ্যযন্ত্র। {(তৎসম বা সংস্কৃত) √পণ্+অ(ঘঞর্থে ক)}
- Bengali Word পণী (মধ্যযুগীয় বাংলা) English definition [পোনি] (বিশেষ্য) পোয়ান; কুম্ভকারের মৃৎপাত্র দগ্ধ করার বৃহৎ চুল্লি; পুনি (কুম্ভারের পণী-বদচা)। {(তৎসম বা সংস্কৃত) পবন>}
- Bengali Word পণ্ড English definition [পন্ডো] (বিশেষণ) ১ বৃথা; নিষ্ফল; ব্যর্থ; বিফল (পণ্ডশ্রম)। ২ নষ্ট (কর্ম পণ্ড করা)। পণ্ডশ্রম (বিশেষ্য) বিফল পরিশ্রম; বৃথা শ্রম। {(তৎসম বা সংস্কৃত) √পণ্ড্+অ(অচ্)}
- Bengali Word পণ্ডিত English definition [পোণ্ডিত্] (বিশেষণ) ১ বিদ্বান; জ্ঞানী; বিজ্ঞ; অভিজ্ঞ। ২ শাস্ত্রজ্ঞ। ৩ ভাষাবিশারদ। □ (বিশেষ্য) ১ সংস্কৃত ভাষার শিক্ষক। ২ ব্রাহ্মণের উপাধি। পণ্ডিতা( স্ত্রীলিঙ্গ) । পণ্ডিতমূর্খ (বিশেষণ) পাণ্ডিত্য আছে কিন্তু ব্যবহারিক জ্ঞানশূন্য; বিদ্বান অথচ নির্বোধ। পণ্ডিতম্মন্য, পণ্ডিতাভিমানী, পণ্ডিতমানী (বিশেষণ) পণ্ডিত না হয়েও নিজেকে পণ্ডিত মনে করে এমন। পণ্ডিতি (বিশেষ্য) ১ পণ্ডিতের কাজ বা বৃত্তি। ২ (ব্যঙ্গার্থ) পাণ্ডিত্য (পণ্ডিতি ফলানো)। □ (বিশেষণ) ১ সংস্কৃতবহুল (পণ্ডিতি বাংলা)। ২ পণ্ডিতসদৃশ। ৩ প্রাচীন পণ্ডিতদের অনুযায়ী। {(তৎসম বা সংস্কৃত) পণ্ডা (জ্ঞান বা উৎকর্ষ প্রাপ্ত বুদ্ধি)+ ইত(ইতচ্)}
- Bengali Word পণ্য English definition [পোন্নো] (বিশেষ্য) ১ বিক্রয় দ্রব্য। ২ বেসাত। ৩ মূল্য; মাসুল; ভাড়া। □ (বিশেষণ) বিক্রেয় (পণ্যদ্রব্য)। পণ্যজাত (বিশেষ্য) বহু বিক্রেয় দ্রব্যসম্ভার। পণ্যজীব (বিশেষণ) ব্যবসায়ী; বণিক। পণ্যজীবী(-বিন্); পণ্যাজীব (বিশেষ্য) ১ বণিক; ব্যবসায়ী; সওদাগর। ২ দোকানদার। পণ্যবীথি, পণ্যবীথী, পণ্যবীথিকা (বিশেষ্য) ১ সারিবদ্ধ বাজার; হাট। ২ দোকানের সারি; শ্রেণিবদ্ধ বিক্রয়শালা। পণ্যশালা (বিশেষ্য) ১ দোকান। ২ বাজার; হাট; গঞ্জ; পণ্য ক্রয়বিক্রয় স্থান। ৩ উৎপাদনকেন্দ্র। পণ্যস্ত্রী, পণ্যাঙ্গনা (বিশেষ্য) বেশ্যা; গণিকা। {(তৎসম বা সংস্কৃত) √পণ্+য(যৎ)}
- Bengali Word পতঙ্গ, পতগ, পতঙ্গম (ব্রজবুলি) English definition [পতোঙ্গো, পতোগ, পতোঙ্গম্] (বিশেষ্য) ১ পত বা পক্ষ দ্বারা উড্ডয়নশীল কীট বা পোকাবিশেষ। ২ (প্রাণী.) ষট্পদযুক্ত কীটবিশেষ; insect। ৩ সূর্য। ৪ পক্ষী; বিহঙ্গ (পিরীতি-পাবকে পৈঠে পতগ-গোবিন্দদাস) ৫ বাণ; শর। পতঙ্গবৃত্ত (বিশেষ্য) পতঙ্গ যেমন আলোকে দর্শনে অন্ধভাবে আগুনে ঝাঁপ দেয়, তেমনি মনোরম বস্তু দেখে মুগ্ধ হয়ে আকাশে আত্মনাশ করে যে। পতঙ্গবৃত্তি (বিশেষ্য) মনোরম বস্তু দেখে মুগ্ধ হয়ে আত্মবিনাশ। {(তৎসম বা সংস্কৃত) পত্+√গম্+অ(ড)}
- Bengali Word পতঞ্জলি English definition [পতোন্জোলি] (বিশেষ্য) ১ যোগসূত্র নামক দর্শনগ্রস্থ ও মহাভাষ্য নামক ব্যাকরণ-ভাষ্য রচয়িতা। ২ ঋষি বা মুনিবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) পতৎ+অঞ্জলি; বহুব্রীহি সমাস} পতৎ [পতত্] (বিশেষণ) পতনশীল; পড়েছে এমন। {(তৎসম বা সংস্কৃত) √পত্+অৎ(শতৃ)}