প পৃষ্ঠা ৭
- Bengali Word পটপট English definition ⇒ পট১
- Bengali Word পটপটানো English definition [পট্পটানো] (ক্রিয়া) ১ অবিরত পটপট শব্দ করা। ২ বেশি কথা বলা; পটপট করে কথা বলা; অনভিপ্রেত কথা বলা। □ (বিশেষণ) বাচাল। {ধ্বন্যাত্মক}
- Bengali Word পটপটি, পটপটী English definition [পট্পোটি] (বিশেষ্য) ১ অত্যধিক শুচিবাই; অতিরিক্ত বাছবিচার; স্পর্শভীতি। ২ আস্ফালন। ৩ পটপট আওয়াজ হয় এমন বাজিবিশেষ। ৪ বালকদের খেলনার বাদ্যযন্ত্র বিশেষ। ৫ মাছের ফুসফুস। ৬ ছোট গাছ বা তার ফল। {ধ্বন্যাত্মক}
- Bengali Word পটবাস, পটভূমি, পটভূমিকা, পটমঞ্জরী, পটমণ্ডপ English definition ⇒ পট২
- Bengali Word পটল ১ English definition [পটোল] (বিশেষ্য) ১ পরিচ্ছেদ; অধ্যায়। ২ বিভাগ; অংশ। ৩ সমূহ; রাশি (নব জলধর পটল)। ৪ ছাদ; চাল; চাঁদোয়া। ৫ চক্ষুরোগ; ছানি। পটলতোলা (ক্রিয়া) ১ (আলঙ্কারিক) মারা যাওয়া (‘পটলডাঙ্গার পটল বাবু পটল তুলেছেন’)। ২ (আলঙ্কারিক) লোপ পাওয়া; বিনষ্ট হওয়া (ব্যাংকও অবশেষে পটল তুললো)। {(তৎসম বা সংস্কৃত) √পট্+অল(কলচ্)}
- Bengali Word পটস্থ English definition [পটোস্থো] (বিশেষণ) চিত্রে অঙ্কিত (পটস্থ ঘোড়া যে তটস্থ এ বিষয়ে বোধ হয় কোন মতভেদ নেই-প্রথম চৌধুরী)। {(তৎসম বা সংস্কৃত) পট+√স্থা+অ(টক্)}
- Bengali Word পটহ English definition [পটোহো] (বিশেষ্য) ১ রণবাদ্যবিশেষ; জয়ঢাক। ২ শ্রবণেন্দ্রিয়ের ভিতরস্থ ঝিল্লি বা পর্দা (কর্ণপটহ)। {(তৎসম বা সংস্কৃত) পটৎ+√হা+অ(ক)}
- Bengali Word পটা English definition [পটা] (ক্রিয়া) ১ বনিবনা হওয়া খাপ খাওয়া। ২ মনের মিল হওয়া (তার সঙ্গে তার পটেনি)। ৩ রাজি হওয়া; সম্মত হওয়া (শেষ পর্যন্ত পটেছে)। ৪ ঘনিষ্ট হওয়া; অন্তরঙ্গ হওয়া (মেয়েটা তার সঙ্গে পটেছে)। □ (বিশেষ্য) উক্ত সকল অর্থে। পটানো (ক্রিয়া) ১ রাজি করা; সম্মত করা। ২ ভূলিয়ে বশে আনা। ৩ ভূলানো। {√পট্+আ}
- Bengali Word পটাপট English definition ⇒ পট১
- Bengali Word পটাবাস English definition ⇒ পট২
- Bengali Word পটাম্বর English definition [পটাম্বর্] (বিশেষ্য) পটবস্ত্র; রেশমি কাপড় (আধ পটাম্বর সুন্দর সাজে-ভারতচন্দ্র রায়গুণাকর)। {(তৎসম বা সংস্কৃত) পট/ পট্ট+অম্বর}
- Bengali Word পটাশ English definition [পটাশ্] (বিশেষ্য) রাসায়নিক পদার্থ বিশেষ। {(ইংরেজি) potash}
- Bengali Word পটাস English definition [পটাশ্] (অব্যয়) জোরে পট শব্দ। (অব্যয়) জোরে পটপট শব্দ (চটিজুতা পটাসপটাস করতে করতি তিনি নিজের ঘরের দিকে এগিয়ে গেলেন-আবুল ফজল)। {ধ্বন্যাত্মক}
- Bengali Word পটি ১, পট্টি ১ English definition [পোটি, পোট্টি] (বিশেষ্য) ১ বস্ত্রখণ্ড; কাপড়ের টুকরা (সে খামখা নেড়া মাথায় এক পট্টি বাঁধিয়া ক্লাসে আসিতে আরম্ভ করিল-সুকুমার রায়)। ২ শরীরের ক্ষতময় জায়গায় জড়াবার জন্য কাপড়ের লম্বা ফালি; bandage। {(তৎসম বা সংস্কৃত) পটি্কা>}
- Bengali Word পটি ২, পট্টি ২ English definition [পোটি, পোট্টি] (বিশেষ্য) বাজারের বিভাগ; বেষ্টনী; পাড়া বা পল্লি (আলুপট্টি, কাঠপট্টি)। {(তৎসম বা সংস্কৃত) পট্ট>}
- Bengali Word পটিমা English definition (-মন্) [পোটিমা] (বিশেষ্য) পটুতা; নিপুনতা; দক্ষতা। {(তৎসম বা সংস্কৃত) পটু+ইমন্}
- Bengali Word পটীয়ান, পটীয়স English definition [পোটিয়ান্, পোটিয়শ্] (বিশেষণ) ১ অত্যন্ত পটু; সুদক্ষ। ২ দুইয়ের মধ্যে অধিকতর পটু বা দক্ষ। পটীয়সী( স্ত্রীলিঙ্গ) । {(তৎসম বা সংস্কৃত) পটু+ঈয়স(ঈয়সুন্)}
- Bengali Word পটু English definition [পোটু] (বিশেষণ) ১ নিপুণ; দক্ষ; পারদর্শী। ২ সমর্থ; কার্যক্ষম; সক্ষম; পারগ। পটুতা, পটুত্ব (বিশেষ্য) ১ দক্ষতা; পারদর্শিতা; নিপুণতা। ২ সামর্থ্য; কার্যক্ষমতা; সক্ষমতা। {(তৎসম বা সংস্কৃত) √পট্+উ}
- Bengali Word পটুকা English definition [পোটুকা] (বিশেষ্য) কোমরবন্ধ; কটিবন্ধ; পেটি (শিরে চীরা জামা গায় কটি আঁটি পটুকায়-ভারতচন্দ্র রায়গুণাকর)। {(তৎসম বা সংস্কৃত) পটিকা>}
- Bengali Word পটুতা, পটুত্ব English definition ⇒ পটু