প পৃষ্ঠা ৫
- Bengali Word পঞ্চাইত, পঞ্চাইতী English definition ⇒ পঞ্চায়েত
- Bengali Word পঞ্চাগ্নি English definition [পন্চাগ্নি] (বিশেষ্য) পঞ্চ অগ্নির নাম-দক্ষিণ, গার্হপত্য, আহ্বানীয়, পবন (আবসথ্য), ও পাবন (সভ্য)। {(তৎসম বা সংস্কৃত) পঞ্চ+অগ্নি; কর্মধারয় সমাস}
- Bengali Word পঞ্চাঙ্ক English definition [পন্চাঙ্কো] (বিশেষণ) পাঁচ অঙ্কবিশিষ্ট (পঞ্চাঙ্ক নাটক)। {(তৎসম বা সংস্কৃত) পঞ্চ+অঙ্ক; কর্মধারয় সমাস}
- Bengali Word পঞ্চাঙ্গ English definition [পন্চাঙ্গো] (বিশেষ্য) ১ পাঁচটি অবয়ব। ২ রাজ্যের পঞ্চাঙ্গ-সহায়, সাধনোপায়, দেশ-কাল বিভাগ, বিপত্তিপ্রতিকার, ও সিদ্ধি। ৩ ঘোড়া; অশ্ব। ৪ কচ্ছপ (চার পা ও শুঁড়)। ৫ (আয়ু.) বৃক্ষের পঞ্চাঙ্গ-মূল, ত্বক, পত্র, পুষ্প ও ফল। ৬ (তন্ত্রে) জপ, হোম, তর্পন, স্নান ও ব্রাহ্মণভোজন। {(তৎসম বা সংস্কৃত) পঞ্চ+অঙ্গ}
- Bengali Word পঞ্চাঙ্গুল, পঞ্চাঙ্গুলি English definition [পন্চাঙ্গুল্, পন্চাঙ্গুলি] (বিশেষ্য) পঞ্চ আঙ্গুলির নাম-বৃদ্ধ (বুড়ো), তর্জনী, মধ্যমা, অনামিকা ও কনিষ্ঠা। {(তৎসম বা সংস্কৃত) পঞ্চ+অঙ্গুল, অঙ্গুলি; কর্মধারয় সমাস}
- Bengali Word পঞ্চাতপা English definition [পন্চাতপা] (বিশেষ্য) চারদিকে চারটি অগ্নিকুণ্ড এবং উপরে সূর্য-এই পাঁচটি আতপযুক্ত স্থানে যে তপস্যা। {(তৎসম বা সংস্কৃত) পঞ্চ+আতপ+আ(টাপ্); বহুব্রীহি সমাস}
- Bengali Word পঞ্চাত্মক, পঞ্চভূতাত্মক English definition [পন্চাত্তঁক্, পন্চোভুতাত্তঁক্] (বিশেষণ) ক্ষিতি, অপ, তেজঃ, বায়ু ও আকাশ-এই পাঁচ আত্মাযুক্ত। {(তৎসম বা সংস্কৃত) পঞ্চ+আত্মক, ভূতাত্মক, বহুব্রীহি সমাস}
- Bengali Word পঞ্চানন English definition [পন্চানোন্] (বিশেষ্য) হিন্দু দেবতা শিব; পঞ্চমুখ (পঞ্চমুখে গান পঞ্চানন-ভারতচন্দ্র রায়গুণাকর)। ২ সিংহ; পশুরাজ। {(তৎসম বা সংস্কৃত) পঞ্চ+আনন, বহুব্রীহি সমাস}
- Bengali Word পঞ্চানন্দ English definition [পন্চানন্দো] (বিশেষ্য) ভোগানন্দ, ভজনানন্দ, যোগানন্দ, জ্ঞানানন্দ ও প্রেমানন্দ-এই পাঁচ প্রকার আনন্দ। {(তৎসম বা সংস্কৃত) পঞ্চ+আনন্দ; কর্মধারয় সমাস}
- Bengali Word পঞ্চান্ন English definition [পন্চান্নো] (বিশেষ্য) দূর্বা, বিজয়া (সিদ্ধি), বিল্ব (বেল), নিগুণ্ডী ও কামতুলসী-এই পাঁচটি দীর্ঘজীবী গাছ। {(তৎসম বা সংস্কৃত) পঞ্চ+অমরা; কর্মধারয় সমাস}
- Bengali Word পঞ্চামরা English definition [পন্চামরা] (বিশেষ্য) দূর্বা, বিজয়া (সিদ্ধি), বিল্ব (বেল), নির্গুণ্ডী ও কামতুলসী-এই পাঁচটি দীর্ঘজীবী গাছ। {(তৎসম বা সংস্কৃত) পঞ্চ+অমরা; কর্মধারয় সমাস}
- Bengali Word পঞ্চামৃত English definition [পন্চাম্মৃতো] (বিশেষ্য) ১ দই, দুধ, ঘি, মধু, ও চিনি-এই পাঁচটি অমৃততুল্য দ্রব্য। ২ হিন্দুসমাজে গর্ভবতীর গর্ভ শোধনের জন্য পঞ্চম মাসে উক্ত সকল দ্রব্য ভোজন করানোর অনুষ্ঠানবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) পঞ্চ+অমৃত; মধ্য.}
- Bengali Word পঞ্চাম্র English definition [পন্চাম্রো] (বিশেষ্য) অশ্বত্থ, নিম্ব (নিম), চম্পক (চাঁপা), বকুল ও নারকেল-এই পাঁচটি বৃক্ষ। {(তৎসম বা সংস্কৃত) পঞ্চ+আম্র; কর্মধারয় সমাস}
- Bengali Word পঞ্চাম্ল English definition [পন্চাম্লো] (বিশেষ্য) কোল (কুল,) দাড়িম (ডালিম), বৃক্ষাম্র (তেঁতুল), অম্রবেতস, মাতুলুঙ্গ (লেবু)-এই পাঁচটি ফল। {(তৎসম বা সংস্কৃত) পঞ্চ+অম্র; কর্মধারয় সমাস}
- Bengali Word পঞ্চাল English definition [পন্চাল্] (বিশেষ্য) গঙ্গা-যমুনার মধ্যস্থিত প্রাচীন রাজ্য। {(তৎসম বা সংস্কৃত) পঞ্চ+ আল; পঞ্চাল+অ(অণ্), প্রত্যয়লোপে}
- Bengali Word পঞ্চালিক ১ English definition [পন্চালিক্] (বিশেষ্য) লৌহযুক্ত কাঠের ফলক যা শত্রুর গতিরোধের জন্য জলভরা পরিখায় রাখা হয়। {(তৎসম বা সংস্কৃত) পঞ্চাল+ক(কন্)}
- Bengali Word পঞ্চালিকা ২, পঞ্চালী, পাঁচালি English definition [পন্চালিকা, পন্চালি, পাঁচালি] (বিশেষ্য) ১ ধাতু কাষ্ঠ বস্ত্র ইত্যাদি দিয়ে রচিত পুতুল-বিশেষ। ২ বর্ণনামূলক কাব্য; মূলে পুতুল অভিনীত কাহিনী; পুতুল নাচ। {(তৎসম বা সংস্কৃত) পঞ্চাল+ক(কন্)+আ(টাপ্), ঈ(ঙীষ্),>}
- Bengali Word পঞ্চাশ English definition [পন্চাশ্] (বিশেষ্য), (বিশেষণ) ৫০ সংখ্যা বা সংখ্যক। পঞ্চাশবার (বিশেষ্য), (ক্রিয়াবিশেষণ) বহুবার; অনেকবার। {(তৎসম বা সংস্কৃত) পঞ্চাশৎ>}
- Bengali Word পঞ্চাশিকা English definition [পন্চাশিকা] (বিশেষ্য) ৫০ টির (কবিতার) সমষ্টি (চৌর-পঞ্চাশিকা)। {(তৎসম বা সংস্কৃত) পঞ্চাশৎ+অক(ড্বুন্)+আ(টাপ্)}
- Bengali Word পঞ্চাশীতি English definition [পন্চাশিতি] (বিশেষ্য), (বিশেষণ) ৮৫ সংখ্যা বা সংখ্যক। {(তৎসম বা সংস্কৃত) পঞ্চ+অশীতি}