প পৃষ্ঠা ২৪
- Bengali Word পরিণাহ, পরীণাহ English definition [পোরিনাহো] (বিশেষ্য) ১ বিস্তার; প্রসার; ব্যাপ্তি। ২ সীমান্তরেখা; contour। {(তৎসম বা সংস্কৃত) পরি+√নহ্+অ(ঘঞ্)}
- Bengali Word পরিণীত English definition [পোরিনিতো] (বিশেষণ) বিবাহিত (নবপরিণীত মুগ্ধ যুবক-রবীন্দ্রনাথ ঠাকুর)। পরিণীতা (বিশেষণ)( স্ত্রীলিঙ্গ) । {(তৎসম বা সংস্কৃত) পরি+√নী+ত(ক্ত)}
- Bengali Word পরিণেতা English definition [পোরিনেতা] (বিশেষ্য) বিবাহকর্তা; স্বামী; পতি (পত্নীর উপর পরিণেতার সর্বতোমুখী প্রভুতা আছে-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। {(তৎসম বা সংস্কৃত) পরি+√নী+তৃ(তৃচ্)}
- Bengali Word পরিণেয় English definition [পোরিনেয়ো] (বিশেষণ) বিবাহযোগ্য; বিবাহের উপযুক্ত। {(তৎসম বা সংস্কৃত) পরি+√নী+য(যৎ)}
- Bengali Word পরিণয়, পরিণয়ন English definition [পোরিনয়্, পোরিনয়োন্] (বিশেষ্য) বিবাহ; উদ্বাহ। পরিণয়সূত্র (বিশেষ্য) বিবাহ-বন্ধন। {(তৎসম বা সংস্কৃত) পরি+√নী+ অ(অচ্), অন(ল্যুট্)}
- Bengali Word পরিতপ্ত English definition [পোরিতপ্তো] (বিশেষণ) ১ সন্তপ্ত; উত্তপ্ত। ২ মনস্তাপযুক্ত (পরিতপ্ত কোমল হৃদয়টুকুর অভ্যন্তরে-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) পরি+তপ্ত}
- Bengali Word পরিতাপ English definition [পোরিতাপ্] (বিশেষ্য) মনস্তাপ; খেদ; আফসোস; দুঃখ (বিষম পরিতাপে আগুনে ফেলিলা খুল্লনা-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) পরি+তাপ}
- Bengali Word পরিতুষ্ট English definition [পোরিতুশ্টো] (বিশেষণ) ১ পরিতৃপ্ত (কোথায় সেই পরিতুষ্ট পরিপুষ্ট সুগোল মুখচ্ছবি-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ আনন্দিত; সন্তুষ্ট; খুশি। পরিতুষ্টা (বিশেষণ)( স্ত্রীলিঙ্গ) । পরিতুষ্টি, পরিতোষ (বিশেষ্য) পরিতৃপ্তি; সন্তোষ (করি পরিতোষ কোন উপহারে-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) পরি +তুষ্ট}
- Bengali Word পরিতৃপ্ত English definition [পোরিতৃপ্তো] (বিশেষণ) পূর্ণ তৃপ্ত; অতিশয় তৃপ্ত। পরিতৃপ্তি (বিশেষ্য) পূর্ণতৃপ্তি। {(তৎসম বা সংস্কৃত) পরি+তৃপ্ত}
- Bengali Word পরিতোষ English definition ⇒ পরিতুষ্ট
- Bengali Word পরিত্তান (মধ্যযুগীয় বাংলা) English definition [পোরিত্তান] (বিশেষ্য) পরিত্রাণ; উদ্ধার (সভে বোলে রাখ ধম্ম তোমা বিনা কে করে পরিত্তান-রামাই পণ্ডিত [শূন্য পুরাণ])। {(তৎসম বা সংস্কৃত) পরিত্রাণ>(প্রাকৃত) পরিত্তাণ>}
- Bengali Word পরিত্যক্ত English definition [পোরিত্ত্যাক্তো] (বিশেষণ) ১ বর্জিত; ত্যক্ত। ২ সঙ্গ বা সাহচর্য ত্যাগ করা হয়েছে এমন। পরিত্যক্তা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) (স্বামী পরিত্যাক্তা জয়গুন-আবু ইসহাক)। {(তৎসম বা সংস্কৃত) পরি+ত্যক্ত}
- Bengali Word পরিত্যজন, পরিত্যাগ English definition [পোরিত্ত্যাজোন্, পোরিত্ত্যাগ্] (বিশেষ্য) পরিত্যাগকরণ; বিসর্জন; বর্জন; পরিহার। পরিত্যাজ্য (বিশেষণ) বর্জনীয়; পরিহারের যোগ্য, বর্জন বা ত্যাগ করা যায় এমন। পরিত্যাজ্যা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) । {(তৎসম বা সংস্কৃত) পরি+ত্যজন, ত্যাগ}
- Bengali Word পরিত্রাণ English definition [পোরিত্ত্রান্] (বিশেষ্য) ১ নিষ্কৃতি; ত্রাণ; মুক্তি; উদ্ধার। ২ সংকটজনক পরিস্থিতি থেকে মুক্ত। ৩ ধ্বংস বা বিনাশ থেকে রক্ষা। {(তৎসম বা সংস্কৃত) পরি+ত্রাণ}
- Bengali Word পরিত্রাতা (-তৃ) English definition [পোরিত্ত্রাতা] (বিশেষণ) পরিত্রাণকারী; ত্রাণকর্তা। {(তৎসম বা সংস্কৃত) পরি+√ত্রৈ+তৃ(তৃচ্)}
- Bengali Word পরিত্রাহি English definition [পোরিত্ত্রাহি] (ক্রিয়াবিশেষণ) পরিত্রাণ করো; বাঁচাও; রক্ষা করো (আমি পরিত্রাহি চিৎকার ছাড়ছি-সৈয়দ মুজতবা আলী)। {(তৎসম বা সংস্কৃত) পরিত্রায়স্ব>, (প্রাকৃত) পরিত্তাহি>}
- Bengali Word পরিদর্শক English definition [পোরিদর্শোক্] (বিশেষ্য), (বিশেষণ) ১ পর্যবেক্ষক। ২ পরিদর্শন করে যে; পরিদর্শনকারী; inspector। {(তৎসম বা সংস্কৃত) পরি+দর্শক}
- Bengali Word পরিদর্শী English definition [পোরিদোর্শি] (বিশেষণ) পরিদর্শন করে এমন; inspecting। {(তৎসম বা সংস্কৃত) পরি+দর্শন্}
- Bengali Word পরিদৃশ্যমান English definition [পোরিদৃশ্শোমান্] (বিশেষণ) ১ চারদিকে দৃষ্ট; চতুর্দিকে দৃশ্যমান। ২ সুস্পষ্ট। {(তৎসম বা সংস্কৃত) পরি+দৃশ্যমান}
- Bengali Word পরিদৃষ্ট English definition [পোরিদৃশ্টো] (বিশেষণ) সম্যকরূপে দৃষ্ট। {(তৎসম বা সংস্কৃত) পরি+দৃষ্ট}