প পৃষ্ঠা ২৬
- Bengali Word পরিপোষণ English definition [পোরিপোশোন্] (বিশেষ্য) ১ পরিপালন; প্রতিপালন; সংরক্ষণ। ২ মনে ধারণ (ক্রোধ পরিপোষণ)। পরিপোষিত (বিশেষণ) পরিপোষণ করা হয়েছে এমন। {(তৎসম বা সংস্কৃত) পরি+পোষণ}
- Bengali Word পরিপ্রেক্ষিত English definition [পোরিপ্প্রেক্খিত্] (বিশেষ্য) দৃশ্যমান বিষয়ের বিভিন্ন অংশের আকৃতি দূরত্ব নৈকট্য প্রভৃতি চিত্রে প্রতিফলন; পটভূমি; পরিবেষ্টনী; পারিপার্শ্বিক অবস্থা; perspective। এ অর্থে ‘প্রেক্ষিত’ অশুদ্ধ প্রয়োগ। {(তৎসম বা সংস্কৃত) পরি+প্র+√ঈক্ষ্+ত(ক্ত)}
- Bengali Word পরিপ্লব, পরিপ্লবন English definition [পোরিপ্প্লোবো, পোরিপ্প্লোবোন্] (বিশেষ্য) ১ প্লাবন (বর্ণাপেক্ষা, নয়নাপেক্ষা, সর্বাপেক্ষা সেই সৌন্দর্য্যের পরিপ্লব মুগ্ধকর-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। ২ আকুল; অস্থির। পরিপ্লবা (বিশেষণ)( স্ত্রীলিঙ্গ) । {(তৎসম বা সংস্কৃত) পরি+প্লব, প্লবন}
- Bengali Word পরিপ্লুত English definition [পোরিপ্প্লুতো] (বিশেষণ) ১ আপ্লুত; অভিষিক্ত; সিক্ত (একটি অব্যক্ত ভক্তি-মাধুর্যে পরিপ্লুত হইয়া যাইত-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ প্লাবিত (নয়নযুগল আনন্দাশ্রু সলিলে পরিপ্লুত হইত-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ৩ নিমজ্জিত। ৪ কম্পমান। ৫ আকুল। পরিপ্লুতি (বিশেষ্য) আকুলতা; কম্প (আছে কি স্মরণে সখী উৎসবের উগ্র উম্মাদনা করদ্বয়ে পরিপ্লুতি-সুধীন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) পরি+প্লুত}
- Bengali Word পরিবন্ধ English definition [পোরিবন্ধো] (বিশেষ্য) বন্ধন; বাঁধুনি (আঁচড়িল কেশ তার নানা পরিবন্ধে-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) পরি+বন্ধ}
- Bengali Word পরিবর্জন English definition [পোরিবর্জোন্] (বিশেষ্য) পরিত্যাগ; বিসর্জন। পরিবর্জিত (বিশেষণ) পরিত্যক্ত। {(তৎসম বা সংস্কৃত) পরি+বর্জন}
- Bengali Word পরিবর্ত English definition [পোরিবর্তো] (বিশেষণ) পরিবর্তন। □ (বিশেষ্য) ১ বদল; বিনিময়। ২ বদলি (পরিবর্ত খেলোয়াড়)। {(তৎসম বা সংস্কৃত) পরি+√বৃত্+অ(ঘঞ্)}
- Bengali Word পরিবর্তক English definition [পোরিবর্তোক্] (বিশেষণ) ১ পরিবর্তনকারী। ২ প্রত্যাবর্তনকারী। {(তৎসম বা সংস্কৃত) পরি+√বৃত্+অক(ণ্বুল্)}
- Bengali Word পরিবর্তন English definition [পোরিবর্তোন্] (বিশেষ্য) ১ বদল। ২ অবস্থান্তর; রূপান্তর। ৩ সংস্কার। ৪ আবর্তন। পরিবর্তনীয়, পরিবর্তনশীল (বিশেষণ) ১ পরিবর্তিত বা বদল হতে পারে এমন; পরিবর্তনযোগ্য। ২ বিনিময়যোগ্য। পরিবর্তমান (বিশেষণ) পরিবর্তনশীল (আমি এই ঘূর্ণমান পরিবর্তনমান স্বপ্নপ্রবাহের মধ্য হইতে-রবীন্দ্রনাথ ঠাকুর)। পরিবর্তিত (বিশেষণ) ১ বদলা বা পরিবর্তন হয়েছে এমন। ২ অবস্থান্তরিত। {(তৎসম বা সংস্কৃত) পরি+√বৃত্+অন(ল্যুট্)}
- Bengali Word পরিবর্তী (-তিন্) English definition [পোরিবোর্তি] (বিশেষণ) ১ পরিবর্তনশীল। ২ (পদার্থ.) মধ্যে মধ্যে দিক পরিবর্তনশীল। {(তৎসম বা সংস্কৃত) পরি+বর্তী}
- Bengali Word পরিবর্ধক English definition [পোরিবর্ধোক্] (বিশেষণ) ১ পরিবর্ধনকারী; বৃদ্ধিকারক। {(তৎসম বা সংস্কৃত) পরি+বর্ধক}
- Bengali Word পরিবর্ধন English definition [পোরিবর্ধোন্] (বিশেষ্য) ১ বর্ধিতকরণ; সম্প্রসারণ; বিস্তারণ; বাড়ানো। enlargement। ২ সম্যক উন্নতিসাধন; শ্রীবৃদ্ধিকরণ। পরিবর্ধক বিণ। পরিবর্ধিত (বিশেষণ) পরিবর্ধন করা হয়েছে এমন; সম্প্রসারিত; বিস্তারিত। {(তৎসম বা সংস্কৃত) পরি+বর্ধন}
- Bengali Word পরিবহন, পরিবহণ English definition [পোরিবহোন্] (বিশেষ্য) ১ স্থান থেকে স্থানান্তরে প্রাণী ও বস্তু বহন; transport। ২ (বিজ্ঞান.) কোনো বস্তুর মধ্য দিয়ে তড়িৎ তাপ ইত্যাদির সঞ্চালন; conduction। {(তৎসম বা সংস্কৃত) পরি+বহন}
- Bengali Word পরিবাদ, পরীবাদ English definition [পোরিবাদ্] (বিশেষ্য) নিন্দা; অপবাদ; কুৎসা; দুর্নাম (একি পরমাদ দেয় পরিবাদ-চণ্ডীদাস)। পরিবাদক, পরিবাদী (বিশেষণ) নিন্দাকারী; অপবাদ দেয় এমন; কুৎসা রটনাকারী। পরিবাদিনী (স্ত্রীলিঙ্গ) নিন্দাকারিণী। ২ সপ্ততন্ত্রী বীণা। {(তৎসম বা সংস্কৃত) পরি+বাদ}
- Bengali Word পরিবার English definition [পোরিবার] (বিশেষ্য) ১ পরিজন। ২ আত্মীয়; স্বজন। ৩ পোষ্যবর্গ। ৪ একান্নবর্তী সংসার। ৫ পত্নী। পরিবার- পরিকল্পনা (বিশেষ্য) ১ সন্তান-প্রজনন সিদ্ধান্ত। ২ জন্মনিয়ন্ত্রণ; birth control। ৩ সুনির্দিষ্ট সংখ্যা নিয়ে নির্দিষ্ট পরিবার রচনা; family planning। {(তৎসম বা সংস্কৃত) পরি+√বৃ+অ(ঘঞ্)}
- Bengali Word পরিবাহন English definition [পোরিবাহন্] (বিশেষ্য) সঞ্চালন। {(তৎসম বা সংস্কৃত) পরি+ বাহন}
- Bengali Word পরিবাহী English definition [পোরিবাহি] (বিশেষ্য), (বিশেষণ) ১ পরিবহনকারী; পরিবহন করে এমন। ২ যার মধ্য দিয়ে তাপ সঞ্চালণ হয়; condutor। পরিবাহিতা (বিশেষ্য) (বিজ্ঞান.) পরিবহন শক্তি; conductivity। {(তৎসম বা সংস্কৃত) পরি+বাহী}
- Bengali Word পরিবৃত English definition [পোরিব্বৃতো] (বিশেষণ) ১ পরিবেষ্টিত (অমাত্যবর্গে পরিবৃত হইয়া, অবহিতচিত্তে রাজকার্যের পর্যালোচনা করিতেন-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ২ সম্যকভাবে আবৃত; সমাচ্ছাদিত। পরিবৃতি (বিশেষ্য) ১ পরিবেষ্টন; পরিধি। ২ আবরণ; আচ্ছাদন। {(তৎসম বা সংস্কৃত) পরি+বৃত}
- Bengali Word পরিবৃত্ত English definition [পোরিবৃত্তো] (বিশেষ্য) ক্ষেত্র পরিবেষ্টন করে অঙ্কিত বৃত্ত; circumcircle। {(তৎসম বা সংস্কৃত) পরি+বৃত্ত}
- Bengali Word পরিবেত্তা English definition [পোরিবেত্তা] (বিশেষ্য) জ্যেষ্ঠ ভ্রাতা অবিবাহিত থাকাকালীন বিবাহিত কনিষ্ঠ ভ্রাতা। {(তৎসম বা সংস্কৃত) পরি+বেত্তা}