প পৃষ্ঠা ২৩
- Bengali Word পরিচলন English definition [পোরিচলন্] (বিশেষ্য) ১ সঞ্চলন। ২ (বিশেষ্য) (বিজ্ঞান.) বায়ব বা তরল দ্রব্যের প্রবাহের তাপ ও বিদ্যুতের সঞ্চালন; convection। {(তৎসম বা সংস্কৃত) পরি+চলন}
- Bengali Word পরিচারক English definition [পোরিচারোক্] (বিশেষ্য) ভৃত্য; সেবক; চাকর। পরিচারিকা (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) চাকরানি; সেবিকা। {(তৎসম বা সংস্কৃত) পরি+ √চর্+ই(ণিচ্)+অক(ণ্বুল্)}
- Bengali Word পরিচারণ English definition [পোরিচারোন্] (বিশেষ্য) সেবা। {(তৎসম বা সংস্কৃত) পরি+√চর্+ই(ণিচ্)+অন(ল্যুট্)}
- Bengali Word পরিচালক English definition [পোরিচালোক্] (বিশেষ্য), (বিশেষণ) ১ যিনি পরিচালনা করেন; পরিচালনাকারী (সিনেমা বা সঙ্গীত পরিচালক); বিভাগের প্রধান; director। ২ অদক্ষ। পরিচালিকা (বিশেষণ)( স্ত্রীলিঙ্গ) । (তুলনীয়) প্রশাসনিক পরিভাষায় পদের ক্রমানুসারে (নিম্ন থেকে উচ্চ) সহপরিচালক, উপপরিচালক, পরিচালক, মহাপরিচালক। {(তৎসম বা সংস্কৃত) পরি+চালক}
- Bengali Word পরিচালন, পরিচালনা English definition [পোরিচালোনা, পোরিচালোনা] (বিশেষ্য) ১ কোনো সংস্থা বা অফিস ইত্যাদি চালানো। ২ সঞ্চালন। ৩ সম্পাদন। ৪ নির্বাহ। ৫ শাসন। পরিচালিত (বিশেষণ) ১ সঞ্চালিত। ২ সম্পাদিত। {(তৎসম বা সংস্কৃত) পরি+চালন, চালনা}
- Bengali Word পরিচায়ক English definition [পোরিচায়োক্] (বিশেষণ) ১ পরিচয় করিয়ে দেয় এমন; পরিচয় প্রদানকারী। ২ জ্ঞাপক; সূচক; নির্দেশক। পরিচায়িকা (বিশেষণ)( স্ত্রীলিঙ্গ) । {(তৎসম বা সংস্কৃত) পরি+ √চি + ই(ণিচ্) অক(ণ্বুল্)}
- Bengali Word পরিচিত English definition [পোরিচিতো] (বিশেষণ) ১ পরিচয় জানা আছে এমন; পরিচয়বিশিষ্ট। ২ জানাশুনা আছে এমন; জানিত; আলাপিত। ৩ জ্ঞাত। ৪ অভ্যস্ত। পরিচিতা (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। পরিচিতি (বিশেষ্য) পরিচয়। {(তৎসম বা সংস্কৃত) পরি+√চি+ত(ক্ত)}
- Bengali Word পরিচিন্তন English definition [পোরিচিন্তোন্] (বিশেষ্য) ১ পরিকল্পনা। ২ বিশেষ-ভাবে চিন্তাকরণ; সম্যক চিন্তন। পরিচিন্তিত (বিশেষণ) যার পরিচিন্তন বা পরিকল্পনা করা হয়েছে। {(তৎসম বা সংস্কৃত) পরি+চিন্তন}
- Bengali Word পরিচেয় English definition [পোরিচেয়ো] (বিশেষণ) পরিচয়ের উপযুক্ত; পরিচয়যোগ্য; জানার যোগ্য। {(তৎসম বা সংস্কৃত) পরি+√চি+য(যৎ)}
- Bengali Word পরিচ্ছদ English definition [পোরিচ্ছদ্] (বিশেষ্য) ১ আচ্ছাদন। ২ পোশাক; বসন; জামাকাপড়। {(তৎসম বা সংস্কৃত) পরি+√ছাদি+অ(ঘ)}
- Bengali Word পরিচ্ছন্ন English definition [পোরিচ্ছন্নো] (বিশেষণ) ১ পরিষ্কৃত। ২ ফিটফাট; গোছানো; বিন্যস্ত। পরিচ্ছন্নতা (বিশেষ্য) নির্মলতা। {(তৎসম বা সংস্কৃত) পরি+√ছদ্+ত(ক্ত)}
- Bengali Word পরিচ্ছেদ English definition [পোরিচ্ছেদ্] (বিশেষণ) অংশ; ভাগ (ভারত পঞ্চম বেদ নানা মত পরিচ্ছেদ-ভারতচন্দ্র রায়গুণাকর)। □ (বিশেষ্য) ১ শেষ; সমাপ্তি; অবসান। ২ গ্রন্থের বিষয় বিভাগ; অধ্যায়; chapter। ৩ নির্ণয়; নির্ধারণ। ৪ ভেদজ্ঞান (চেতনা চেতন তার নাহি পরিচ্ছেদ-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) পরি+√ছিদ্+অ(ঘ)}
- Bengali Word পরিচ্যুত English definition [পোরিচ্চুতো] (বিশেষণ) স্খলিত; বিচ্যুত। {(তৎসম বা সংস্কৃত) পরি+চ্যূত}
- Bengali Word পরিচয় English definition [পোরিচয়্] (বিশেষ্য) ১ নামধাম বংশাদির বিবরণ। ২ জানাশোনা; আলাপ। ৩ চিহ্ন; অভিজ্ঞান; নিদর্শন; উদাহরণ। ৪ প্রণয়; প্রেম (চণ্ডীদাস কয় নব পরিচয় কালিয়া বঁধুর সনে-চণ্ডীদাস)। পরিচয়বাহী (বিশেষ্য), (বিশেষণ) পরিচয় বহনকারী; বর্ণনা দানকারী (কাল আছে কিন্তু সে সব তার পরিচয়বাহী নয়-আশ)। {(তৎসম বা সংস্কৃত) পরি+√চি+অ(অচ্)}
- Bengali Word পরিজন English definition [পোরিজন্] (বিশেষ্য) ১ পরিবারের লোক। ২ আত্মীয়-স্বজন। ৩ পোষ্যবর্গ। ৪ পরিচারক; সেবক। {(তৎসম বা সংস্কৃত) পরি+জন}
- Bengali Word পরিজ্ঞাত English definition [পোরিগ্গ্যাঁতো] (বিশেষণ) সম্যকভাবে জ্ঞাত বা পরিচিত। {(তৎসম বা সংস্কৃত) পরি+জ্ঞাত}
- Bengali Word পরিজ্ঞান English definition পরিজ্ঞান [পোরিগ্গ্যাঁন্] (বিশেষ্য) ১ সম্পূর্ণ জ্ঞান। ২ সম্যক পরিচয়। ৩ অন্তর্দৃষ্টি; insight। {(তৎসম বা সংস্কৃত) পরি+জ্ঞান}
- Bengali Word পরিণত English definition [পোরিনতো] (বিশেষণ) পূর্ণতাপ্রাপ্ত; পরিপক্ব; পরিণতিপ্রাপ্ত। ২ বিশেষ অবস্থা বা অবস্থান্তরপ্রাপ্ত; রূপান্তরিত। ৩ পর্যবসিত। ৪ চরমে উপনীত। ৫ বৃদ্ধ (পরিণত বয়স)। পরিণতি (বিশেষ্য) ১ চরম দৃশ্য; শেষ অবস্থা; পরিণাম। ২ শেষ; সমাপ্তি। ৩ অবস্থান্তরপ্রাপ্তি; রূপান্তর। {(তৎসম বা সংস্কৃত) পরি+√নম্+ত(ক্ত)}
- Bengali Word পরিণদ্ধ English definition [পোরিনদ্ধো] (বিশেষণ) ১ সমৃদ্ধ। ২ সংযুক্ত। □ (বিশেষ্য) ১ আলিঙ্গিত। ২ পরিবেষ্টিত। ৩ পরিহিত। {(তৎসম বা সংস্কৃত) পরি+√নহ্+ত(ক্ত)}
- Bengali Word পরিণাম English definition [পোরিনাম্] (বিশেষ্য) ১ শেষ দশা বা অবস্থা। ২ অবস্থান্তরপ্রাপ্তি। ৩ ভবিষ্যৎ; আখের; ফল (কি করিবে পরিণামে বুঝিতে না পারি-ভারতচন্দ্র রায়গুণাকর)। পরিণামদর্শী (-র্শিন্) (বিশেষণ) ১ ভবিষ্যৎ দর্শনকারী। ২ ভবিষ্যৎ ভেবে কাজ করে এমন। পরিণামদর্শিতা (বিশেষ্য) দূরদর্শিতা। {(তৎসম বা সংস্কৃত) পরি+√নম্+অ(ঘঞ্)}