প পৃষ্ঠা ২৮
- Bengali Word পরিভ্রমণ English definition [পোরিব্ভ্রোমোন্] (বিশেষ্য) ১ ইতস্তত ভ্রমণ; প্রদক্ষিণ। ২ পর্যটন। {(তৎসম বা সংস্কৃত) পরি+ভ্রমণ}
- Bengali Word পরিভ্রষ্ট English definition [পোরিব্ভ্রোশ্টো] (বিশেষণ) ১ বিচ্যুত; স্খলিত। ২ পতিত; নষ্ট। {(তৎসম বা সংস্কৃত) পরি+ভ্রষ্ট}
- Bengali Word পরিমণ্ডল English definition [পোরিমন্ডোল্] (বিশেষ্য) ১ পরিধি; পরিবেষ্টন; ঘের। ২ বর্তুল; গেলাকার জিনিস। {(তৎসম বা সংস্কৃত) পরি+মণ্ডল}
- Bengali Word পরিমণ্ডিত English definition [পোরিমোণ্ডিতো] (বিশেষ্য) উত্তমরূপে অলঙ্কৃত বা সজ্জিত; সুভূষিত। {(তৎসম বা সংস্কৃত) পরি+মণ্ডিত}
- Bengali Word পরিমল English definition [পোরিমল্] (বিশেষ্য) ১ কুঙ্কুম, চন্দন ইত্যাদির মর্দনজাত সুগন্ধ (কমল কুমুদ দেখি, সুখে সাধু মুদে আঁখি কুসুম মনিকর পরিমলে-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। ২ পুষ্প চন্দনাদি থেকে উত্থিত সুগন্ধ। ৩ মধু (অপ্র)। {(তৎসম বা সংস্কৃত) পরি+√মল্+অ(ঘঞ্)}
- Bengali Word পরিমাণ English definition [পোরিমান্] (বিশেষ্য) ১ মাপ; ওজন। ২ মাত্রা; সংখ্যা। ৩ গুরুত্ব। পরিমাণ ফল (বিশেষ্য) ১ (গণিত.) ক্ষেত্রফল; বর্গফল; ঘনফল। ২ ভুমির চতুঃসীমা আবদ্ধ স্থানের পরিমাণ। {(তৎসম বা সংস্কৃত) পরি+মাণ}
- Bengali Word পরিমাপ English definition [পোরিমাপ্] (বিশেষ্য) ১ পরিমাণ নির্ণয়; মাপা। ২ পরিমাণ; মাপ; ওজন। □ (বিশেষণ) জরিপ; survey। পরিমাপক (বিশেষ্য) পরিমাপকারী; জরিপকারী; surveyor। পরিমাপণ (বিশেষ্য) পরিমাপ নির্ধারণ {(তৎসম বা সংস্কৃত) পরি+মাপ}
- Bengali Word পরিমিত English definition [পরিমিতো] (বিশেষণ) ১ ঠিক প্রয়োজনানুরূপ। ২ ঠিক পরিমাণযুক্ত। ৩ সংযত। ৪ অল্প (দেখিলে কি শতদল, অতি পরিমিত জল, চড়ে পাছে লাগে ডিঙ্গা খান-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। ৫ মাপা হয়েছে এমন। {(তৎসম বা সংস্কৃত) পরি+মিত}
- Bengali Word পরিমিতি English definition [পোরিমিতি] (বিশেষ্য) ১ মাপ; পরিমাপ। ২ ভূমির পরিমাণ সংক্রান্ত শাস্ত্র; ক্ষেত্রতত্ত্ব; mensuration (জ্যামিতি পরিমিতির নামও শোনে পাই-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। ৩ সংযম; মাত্রা (পরিমিতিবোধ)। {(তৎসম বা সংস্কৃত) পরি+মিতি}
- Bengali Word পরিমেল English definition [পোরিমেল্] (বিশেষ্য) বিশেষ উদ্দেশ্য সিদ্ধির জন্য গঠিত সঙ্ঘ; association। পরিমেল নিয়মাবলি (বিশেষ্য) পরিমেলের আইন-কানুন; articles of association। পরিমেলবন্ধ (বিশেষ্য) পরিমেলের কার্যবিবরণী; memorandum of association। {(তৎসম বা সংস্কৃত) পরি+মেল}
- Bengali Word পরিমেয় English definition [পোরিমেয়ো] (বিশেষণ) পরিমাপ করার যোগ্য; মাপা যায় এমন; পরিমিতি। ২ সসীম; finite। {(তৎসম বা সংস্কৃত) পরি+মেয়}
- Bengali Word পরিমোক্ষ English definition [পেরিমোক্খো] (বিশেষ্য) ১ বৌদ্ধ মতে নির্বাণ; মুক্তি। ৩ মলত্যাগ। {(তৎসম বা সংস্কৃত) পরি+মোক্ষ}
- Bengali Word পরিম্লান English definition [পোরিম্ম্লান্] (বিশেষণ) অত্যন্ত ম্লান (চম্পকও হল পরিম্লান-সত্যেন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) পরি+ম্লান}
- Bengali Word পরিযান English definition [পোরিজান্] (বিশেষ্য) ১ যানবাহন; traffic। ২ বসবাসের জন্য ভিন্নদেশে গমন; migration। পরিযান ব্যবস্থাপক (বিশেষ্য) যানবাহন নিয়ন্ত্রণকারী। পরিযায়ী (বিশেষণ) ১ (ক্রমাগত) যাতায়াতকারী। ২ ভ্রমণকারী। ৩ বসবাসের জন্য ভিন্নদেশে গমনকারী; migratory। {(তৎসম বা সংস্কৃত) পরি+যান}
- Bengali Word পরিরক্ষণ English definition [পোরিরোক্খোন্] (বিশেষ্য) সংরক্ষণ; যত্নসহকারে রক্ষণ। পরিরক্ষিত (বিশেষণ) সংরক্ষিত; রক্ষণ করা হয়েছে এমন। {(তৎসম বা সংস্কৃত) পরি+রক্ষণ}
- Bengali Word পরিরম্ভ, পরিরম্ভণ English definition [পোরিরম্ভো, পোরিরম্ভন্] (বিশেষ্য) আলিঙ্গন; জড়িয়ে ধরা; আশ্লেষ (মাগয়ে তব পরিরম্ভ-বিদ্যাপতি; পিয়া পরিরম্ভণে-বিদ্যাপতি)। ২ রমণ। {(তৎসম বা সংস্কৃত) পরি+রম্ভ, রম্ভন}
- Bengali Word পরিলিখিত English definition [পোরিলিখিতো] (বিশেষণ) (জ্যামিতি) চারদিকে অঙ্কিত; circumscribed। {(তৎসম বা সংস্কৃত) পরি+লিখিত}
- Bengali Word পরিলেখ English definition [পোরিলেখ্] (বিশেষ্য) ১ সীমানানির্ধারক রেখা; নকশা। ২ খসড়া; outline। {(তৎসম বা সংস্কৃত) পরি+লেখ}
- Bengali Word পরিশিষ্ট English definition [পোরিশিশ্টো] (বিশেষ্য) অবশিষ্ট; বাকি। □ (বিশেষণ) গ্রন্থাদির পরিশেষে যুক্ত পাঠ্যবিষয়ের অতিরিক্ত অংশ; appendix। {(তৎসম বা সংস্কৃত) পরি+শিষ্ট}
- Bengali Word পরিশীলন, পরিশীলনী English definition [পোরিশিলন্, পোরিশিলোনি] (বিশেষ্য) ১ পরিচর্যা; অনুশীলন। ২ আলিঙ্গন; আশ্লেষ। ৩ অবগাহন। ৪ অনুলেপন। পরিশীলিত (বিশেষণ) মার্জিত; যত্ন ও চর্চার ফল বিশেষ অবস্থায় সৃষ্ট হয় এমন (ওয়াজেদ আলীর প্রবন্ধগুলোতে পরিশীলিত শিল্পী-মানসের পরিচয় বিধৃত)। {(তৎসম বা সংস্কৃত) পরি+শীলন, শীলনী}