প পৃষ্ঠা ২৯
- Bengali Word পরিশুদ্ধ English definition [পোরিশুদ্ধো] (বিশেষণ) ১ বিশুদ্ধ; পবিত্র। ২ পরিষ্কৃত; পবিত্রীকৃত। পরিশুদ্ধতা, পরিশুদ্ধি (বিশেষণ) বিশুদ্ধতা; পবিত্রতা। {(তৎসম বা সংস্কৃত) পরি+শুদ্ধ}
- Bengali Word পরিশুষ্ক English definition [পোরিশুশ্কো] (বিশেষ্য) শুষ্ক; অতিশয় শুষ্ক। {(তৎসম বা সংস্কৃত) পরি+শুষ্ক}
- Bengali Word পরিশেষ English definition [পোরিশেশ্] (বিশেষ্য) ১ অবশেষ; অবসান; শেষকাল (এখনো জড়িত তাহে আয়ু-পরিশেষ-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ উপসংহার। □ (বিশেষণ) অবশিষ্ট। {(তৎসম বা সংস্কৃত) পরি+শেষ}
- Bengali Word পরিশোধ English definition [পোরিশোধ্] (বিশেষ্য) ১ ঋণশোধ; ধারশোধ। ২ সংশোধন। ৩ প্রত্যর্পণ। পরিশোধ্য (বিশেষণ) পরিশোধ করা যায় বা করতে হবে এমন। {(তৎসম বা সংস্কৃত) পরি+শোধ}
- Bengali Word পরিশ্রম English definition [পোরিস্স্রোম্] (বিশেষ্য) ১ শ্রম; মেহনত; খাটুনি। ২ আয়াস। পরিশ্রমী (-মিন্) (বিশেষণ) ১ শ্রমশীল; পরিশ্রম বা মেহনত করতে পারে এমন। ২ মেহনত করতে অভ্যস্ত। {(তৎসম বা সংস্কৃত) পরি+শ্রম্}
- Bengali Word পরিশ্রান্ত English definition [পোরিস্স্রান্তো] (বিশেষণ) পরিশ্রম হেতু ক্লান্ত; অবসন্ন (পরিশ্রান্ত জনে প্রভু লইয়া যাও সংসার সাগর পারে-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) পরি+শ্রান্ত}
- Bengali Word পরিশ্রান্তি English definition [পোরিস্স্রান্তি] (বিশেষ্য) ১ ক্লান্তি; অবসান্নতা। {(তৎসম বা সংস্কৃত) পরি+শ্রান্তি}
- Bengali Word পরিশ্রুতি English definition [পোরিস্স্রুতি] (বিশেষ্য) অশ্রু; চোখের পানি। {(তৎসম বা সংস্কৃত) পরি+শ্রুতি}
- Bengali Word পরিশ্লেষ English definition [পোরিশ্শ্লেশ্] (বিশেষ্য) আলিঙ্গন; জড়িয়ে ধরা; আশ্লেষ। {(তৎসম বা সংস্কৃত) পরি+শ্লেষ্}
- Bengali Word পরিষদ, পরিষৎ English definition [পোরিশদ্, পোরিশত্] (বিশেষ্য) ১ সভা; সমিতি; সংসদ (সাহিত্য পরিষদ, বঙ্গীয় সাহিত্য পরিষৎ)। ২ ব্যবস্থাপক সভা; assembly (প্রাদেশিক পরিষদ)। ৩ সমাজ। পরিষদ-সভাপতি (বিশেষ্য) ব্যবস্থাপক সভার সভাপতি। পরিষদ (বিশেষ্য) ১ সভাসদ; সভ্য; সদস্য। ২ পার্শ্বচর। □ (বিশেষণ) পরিষদ সম্বন্ধীয়। {(তৎসম বা সংস্কৃত) পরি+ষদ্, ষৎ}
- Bengali Word পরিষেক English definition [পোরিশেক্] (বিশেষ্য) ১ অভিষিক্তকরণ; পরিসেচন; সিক্তকরণ। ২ অবগাহন; গা ধোয়া। {(তৎসম বা সংস্কৃত) পরি+সেক}
- Bengali Word পরিষেবক English definition ⇒ পরিসেবক
- Bengali Word পরিষেবা English definition ⇒ পরিসেবা
- Bengali Word পরিষ্করণ English definition [পোরিশ্করোন্] (বিশেষ্য) পরিষ্কারকরণ; পরিশোধন। {(তৎসম বা সংস্কৃত) পরি+করণ}
- Bengali Word পরিষ্কার English definition [পোরিশ্কার্] (বিশেষ্য) পরিচ্ছন্নতা; স্বচ্ছাত; নির্মলতা। □ (বিশেষণ) ১ নির্মণ; সাফ; পরিচ্ছন্ন। ২ সরল; অকপট; উদার (মনটা একেবারে পরিষ্কার)। ৩ স্পষ্ট (পরিষ্কার কথা)। ৪ বাধাবিঘ্নহীন; প্রতিবন্ধকশূন্য (রাস্তা পরিষ্কার)। ৫ শুভ্র; অমলিন (পরিষ্কার কাপড়)। ৬ স্বচ্ছ (পরিষ্কার পানি)। ৭ বিচারক্ষম (পরিষ্কার মাথা)। ৮ তীক্ষ্ণ (পরিষ্কার দৃষ্টি)। ৯ নির্মেঘ; মেঘশূন্য (পরিষ্কার আকাশ)। ১০ মলশূন্য (পেট পরিষ্কার হয়েছে)। ১১ আবর্জনাশূন্য (পরিষ্কার আঙ্গিনা)। ১২ রোগহীন; স্বাভাবিক (ফুসফুস বেশ পরিষ্কার)। পরিষ্কৃত (বিশেষণ) ১ নির্মলীকৃত; পরিশোধিত; পরিমার্জিত। ২ শুদ্ধীকৃত। {(তৎসম বা সংস্কৃত) পরি+√কৃ+অ(ঘঞ্)}
- Bengali Word পরিষৎ English definition ⇒ পরিষদ
- Bengali Word পরিসংখ্যা English definition [পোরিশোঙ্খা] (বিশেষ্য) সংখ্যা; বিশেষভাবে গণনা। পরিসংখ্যাতা (বিশেষণ) পরিসংখ্যান নেওয়া হয়েছে এমন; বিশেষভাবে গণনাকৃত। পরিসংখ্যান (বিশেষ্য) গণনা; সংখ্যাকরণ; কোনো বিষয়ের তথ্যসূচক মোটামুটি হিসাব বা সংখ্যা; statistics। পরিসংখ্যানিক (বিশেষ্য) যে গণনা করে; পরিসংখ্যাবিদ; statistician (পরিসংখ্যানিকদের মতে-বহ)। পরিসংখ্যায়ক (বিশেষ্য), (বিশেষণ) পরিসংখ্যানি বিষয়ক তথ্য সংগ্রাহক; statistician। {(তৎসম বা সংস্কৃত) পরি+সংখ্যা}
- Bengali Word পরিসভ্য English definition [পোরিশোভ্ভো] সভাসদ। {(তৎসম বা সংস্কৃত) পরি+সভ্য}
- Bengali Word পরিসমাপ্তি English definition [পোরিশ্মাপ্তি] (বিশেষ্য) ১ পরিপূর্ণতা; সম্পূর্ণতা। ২ অবসান। {(তৎসম বা সংস্কৃত) পরি+সমাপ্তি}
- Bengali Word পরিসম্পদ, পরিসম্পৎ English definition [পোরিশম্পদ্, পোরিশম্পত্] (বিশেষ্য) যে সম্পত্তি বা সম্পদ ঋণাদি পরিশোধে ব্যবহার করা যায়; assets। {(তৎসম বা সংস্কৃত) পরি+সম্পদ্}