ব পৃষ্ঠা ১১৩
- Bengali Word বেশ্ম English definition [বেশ্শোঁ] (বিশেষ্য) গৃহ; নিকেতন; বাড়ি; ভবন। {(তৎসম বা সংস্কৃত) √বিশ্+মন(মনিন্)}
- Bengali Word বেশ্যা English definition [বেশ্শা] (বিশেষ্য) পতিতা; বারাঙ্গনা; গণিকা; দেহোপজীবিনী; রূপপোজীবিনী। বেশ্যা বৃত্তি (বিশেষ্য) গণিকার ব্যবসা। বেশ্যালয় (বিশেষ্য) গণিকার গৃহ; বেশ্যাবাড়ি। {(তৎসম বা সংস্কৃত) √বিশ্+য(ণ্যৎ)+আ(টাপ্)}
- Bengali Word বেষ্ট English definition [বেশ্টো] (বিশেষ্য) ১ বেড়; বেড়া; বেষ্টনী, বেষ্টন। ২ পরিধি। ৩ বৃক্ষবিশেষের নির্যাস। বেষ্টক (বিশেষণ) বেষ্টনকারী; বেড়। বেষ্টন (বিশেষ্য) ঘেরা; জড়ানো; পরিধি। বেষ্টনী (বিশেষ্য) যার দ্বারা ঘেরা হয়; বেড়া; প্রাচীর। বেষ্টবংশ (বিশেষ্য) বেউড় বাঁশ। বেষ্টিত (বিশেষণ) ঘেরাও করা হয়েছে এমন। {(তৎসম বা সংস্কৃত) √বেষ্ট্+অ(ঘঞ্)}
- Bengali Word বেসন, বেসম, ব্যাসম English definition [ব্যাশোন্, বেসম্, ব্যাসম] (বিশেষ্য) ডালের গুড়া। {(তৎসম বা সংস্কৃত) পেষণ>; (তুলনীয়) (হিন্দি) বেসন}
- Bengali Word বেসর English definition ⇒ বেশর
- Bengali Word বেসরকারী English definition ⇒ বে২
- Bengali Word বেসাত English definition [ব্যাশাত্] (বিশেষ্য) ১ পুঁজি। ২ ব্যবসা (হাসি খুশির বেসাত ওরা করছে সারাক্ষণ-জসীমউদ্দীন)। ৩ ব্যবসায়ের পণ্যদ্রব্য (রওয়ানা দিলেন আনতে ঘরে বাণিজ্যের বেসাত-রওশন ইজদানী)। ৪ পণ্যদ্রব্যের ক্রয়-বিক্রয়। ৫ দোকানদারী।
- Bengali Word বেসাতি, বেসাতী English definition (বিশেষ্য) ১ ব্যবসায়ে; কেনাবেচা; দোকানদারি (মিছার বেসাতি করি ভবের নদিতে ফিরিছে কতই ভাগ্যবানের তরী-জসীমউদ্দীন)। ২ দোকানদার; পসারি; বেনে; ফেরিওয়ালা। ৩ খরিদ; ক্রয়। ৪ বিক্রয়। ৫ পণ্য। {(আরবি) বসাত}
- Bengali Word বেসামাল English definition ⇒ বে২
- Bengali Word বেসার English definition [বেশার্] (বিশেষ্য) পিষ্ট বা বাঁটা মসলা (সরস বেসার-ঘনরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) রেসরার>}
- Bengali Word বেসারি, বেসালি (মধ্যযুগীয় বাংলা) English definition [বেশারি, বেসালি] (বিশেষ্য) দুগ্ধজাত; দুধ রাখার কেঁড়ে বা ভাঁড় (চুলাতে রাখি বেসালি-চণ্ডীদাস; সূপ দিল বেসারির পরে-রামেশ্বর ভট্টাচার্য)। {(পর্তুগিজ) vasilha}
- Bengali Word বেসুর, বেসুরা, বেসুরো English definition ⇒ বে২
- Bengali Word বেহদ্দ English definition ⇒ বে২
- Bengali Word বেহাই, বিহাই, বেয়াই, বিয়াই English definition [বেহাই, বিহাই, বেয়াই, বিয়াই] (বিশেষ্য) বৈবাহিক; পুত্র বা কন্যার শ্বশুর। বেহান, বেয়ান (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) বৈবাহিক>}
- Bengali Word বেহাগ English definition [বেহাগ্] (বিশেষ্য) সঙ্গীতের একটি রাগিণী। {(তুলনীয়) (হিন্দি) বিহাগ, বেহাগ}
- Bengali Word বেহাত English definition ⇒বে২
- Bengali Word বেহান ১, বেহানবেলা English definition ⇒বিহান
- Bengali Word বেহান ২ English definition ⇒বেহাই
- Bengali Word বেহার ১ English definition ⇒ বিহার
- Bengali Word বেহার ২ (মধ্যযুগীয় বাংলা) English definition [বেহার্] (বিশেষ্য) বিশ্রামের স্থান (পরভুর কনক বেহার-রাজিয়া মাহবুবই পণ্ডিত [শূন্য পুরাণ])। {(তৎসম বা সংস্কৃত) বিহার>}