ব পৃষ্ঠা ১১৫
- Bengali Word বেয়াই English definition ⇒ বেহাই
- Bengali Word বেয়াকুল English definition ⇒ব্যাকুল
- Bengali Word বেয়ান English definition ⇒ বেহান
- Bengali Word বেয়ান্দাজ, বে-আন্দাজ, বেআন্দাজি English definition [বেআন্দাজ্, বে-আন্দাজ্, বেআন্দাজি] (বিশেষণ) পরিমান করা যায় না এমন; অপরিমেয়; অচিন্তনীয়; অননুমেয়। {(ফারসি) বে +আন্দাজ}
- Bengali Word বেয়ারা ১ English definition [বেয়ারা] (বিশেষ্য) বাহক; পিয়ন। {(ইংরেজি) bearer}
- Bengali Word বেয়ারা ২ English definition ⇒ বেহারা
- Bengali Word বেয়ারাম English definition ⇒ বে২
- Bengali Word বেয়ারিং, বিয়ারিং English definition [বেয়ারিঙ] (বিশেষণ) ১ বিনা মাশুলে পাঠানো হয়েছে এমন (একটি পয়সা খরচ কত্তে পারে না কেবল বেয়ারিং ইয়ারকি দিতে আসে-দীনবন্ধু মিত্র)। ২ বিনা মাশুলে; বিনা খরচায়। ৩ অন্যের খরচে। {(ইংরেজি) bearing}
- Bengali Word বেয়াল্লিশ, বিয়াল্লিশ English definition ⇒[বেয়াল্লিশ্, বিয়াল্লিশ্] (বিশেষ্য) (বিশেষণ) ৪২ সংখ্যা বা সংখ্যক। {(তৎসম বা সংস্কৃত) দ্বাচত্বারিংশৎ/ দ্বিচত্বারিংশৎ>}
- Bengali Word বেয়াড়া English definition [বেয়াড়া] (বিশেষণ) ১ অভ্যাস ও ব্যবহার খারাপ এমন। ২ যাকে বশে আনা কঠিন; একরোখা (লোকটা ভারী বেয়াড়া)। ৩ বিশ্রি; বেঢপ; বেঢং। ৪ খারাপ; মন্দ; বদ। {(ফারসি) বে + (বাংলা) দাঁড়া=বেদাঁড়া>বেয়াড়া}
- Bengali Word বেয়োনেট, বেয়নেট English definition [বেয়োনেট্] (বিশেষ্য) বন্দুকের সঙ্গিন। {(ইংরেজি) bayonet}
- Bengali Word বৈ ১ English definition ⇒ বই
- Bengali Word বৈ ২ English definition [বোই] (অব্যয়) ১ পাদপূরক শব্দ। ২ ভিন্ন; বিনা; ছাড়া। {(তৎসম বা সংস্কৃত) ব্যতীত>}
- Bengali Word বৈঁচি English definition ⇒ বঁইচি
- Bengali Word বৈঁঠি English definition [বোঁইঠি] (বিশেষ্য) বঁটি। {ওরাওঁ. বৈঁঠি}
- Bengali Word বৈঁতিক English definition [বঁইতিক্] (বিশেষ্য) মাছ ধরার বৃহৎ জাল (মাজিরা বৈঁতিক জাল ফেলিয়া ইলিস মাছ ধরে-রাজশেকর বসু (পরশু))। {(তৎসম বা সংস্কৃত) বহিত্র>}
- Bengali Word বৈকর্তন English definition [বোইকর্তোন্] (বিশেষ্য) ১ হিন্দুপুরাণ মতে সূর্যের পুত্র; শনি। ২ কর্ণ। □ (বিশেষণ) ১ সূর্যবংশীয়। ২ সৌর। {(তৎসম বা সংস্কৃত) বিকর্তন+অ(ঘঞ্)}
- Bengali Word বৈকল্পিক English definition [বোইকোল্পিক্] (বিশেষণ) ১ বিকল্পে হয় এমন। ২ সন্দেহযোগ্য। ৩ একটির পরিবর্তে অন্যটি। বিকল্প বি। {(তৎসম বা সংস্কৃত) বিকল্প+ইক(ঠক্)}
- Bengali Word বৈকল্য English definition [বোইকোল্লো] (বিশেষ্য) ১ অচল হওয়ার অবস্থা; বিকলতা; অঙ্গহীনতা। ২ ব্যাকুলভাব; বিহ্বলতা। বিকল বিণ। {(তৎসম বা সংস্কৃত) বিকল+য(ষ্যঞ্)}
- Bengali Word বৈকাল English definition [বোইকাল্] (বিশেষ্য) বিকাল বেলা। বৈকালি, বৈকালী (বিশেষ্য) হিন্দুমতে দেবতার বৈকালিক ভোগ। {(তৎসম বা সংস্কৃত) বৈকালিক>}