ব পৃষ্ঠা ১১৬
- Bengali Word বৈকালিক English definition [বোইকালিক্] (বিশেষণ) ১ বিকাল সম্বন্ধীয়; অপরাহ্ন সংক্রান্ত; বিকাল বেলার। ২ হিন্দুমতে দেবতার উদ্দেশ্যে অপরাহ্নকালে নিবেদিত। বৈকালিকী (স্ত্রীলিঙ্গ)। বৈকালীন (বিশেষণ) বিকাল সম্বন্ধীয়; বিকালের; অপরাহ্ন সংক্রান্ত। {(তৎসম বা সংস্কৃত) বিকাল+ইক(ঠঞ্)}
- Bengali Word বৈকি, তা বৈকি English definition [বোইকি, তাবোইকি] (অব্যয়) নিঃসন্দেহে।
- Bengali Word বৈকুণ্ঠ English definition [বোইকুন্ঠো] (বিশেষ্য) ১ বিষ্ণুলোক; গোলোক। ২ স্বর্গ। বৈকুণ্ঠনাথ, বৈকুণ্ঠপতি (বিশেষ্য) হিন্দুদেবতা বিষ্ণু। {(তৎসম বা সংস্কৃত) বিকুণ্ঠ+অ(অণ্)}
- Bengali Word বৈক্লব্য English definition [বোইক্ক্লোব্বো] (বিশেষ্য) ১ চিত্তচাঞ্চল্য (আমি বনবাসী স্নেহবশতঃ আমারও ঈদৃশ বৈক্লব্য উপস্থিত হইতেছে-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর )। ২ অস্থিরতা। ৩ কাতরতা। ৪ বিহ্বলতা। বিক্লব বিণ। {(তৎসম বা সংস্কৃত) বিক্লব+য(ষ্যঞ্)}
- Bengali Word বৈগুণ্য English definition [বোইগুন্নো] (বিশেষ্য) ১ ত্রুটি; ভুল (সেই বৈগুণ্যবশতঃ তাহার সাধনা বিফল হইল-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর )। ২ গুণহীনতা। ৩ বিরোধিতা; প্রতিকুলতা; শত্রুতা। {(তৎসম বা সংস্কৃত) বিগুণ+য(ষ্যঞ্)}
- Bengali Word বৈচক্ষণ্য English definition [বোইচোক্খোন্নো] (বিশেষ্য) ১ দক্ষতা; নিপুণতা; বিচক্ষণতা। ২ অভিজ্ঞতা। ৩ পারদর্শিতা। ৪ পাণ্ডিত্য। বিচক্ষণ বিণ। {(তৎসম বা সংস্কৃত) বিচক্ষণ+য(ষ্যঞ্)}
- Bengali Word বৈচিত্ত্য English definition [বোইচিত্তো] (বিশেষ্য) মতিভ্রম; চিত্তের ভাবান্তর বা গতিপ্রকৃতি (প্রেমবৈচিত্ত্য)। বিচিত্ত বিণ। {(তৎসম বা সংস্কৃত) বিচিত্ত+য(ষ্যঞ্)}
- Bengali Word বৈচিত্র্য English definition [বোইচিত্ত্রো] (বিশেষ্য) ১ বিচিত্রতা। ২ বিভিন্নতা। ৩ সৌন্দর্য। ৪ চমৎকারিত্ব। বিচিত্র বিণ। {(তৎসম বা সংস্কৃত) বিচিত্র+য(ষ্যঞ্)}
- Bengali Word বৈজাত্য English definition [বোইজাত্তো] (বিশেষ্য) ১ বিজাতীয়ের ভাব; বিজাতীয়তা। ২ বৈলক্ষণ্য। ৩ স্বভাবের বৈপরীত্য। বিজাতি বিণ। {(তৎসম বা সংস্কৃত) বিজাত+য(ষ্যঞ্)}
- Bengali Word বৈজ্ঞানিক English definition [বোইগ্গাঁনিক্] (বিশেষণ) ১ বিজ্ঞান সম্বন্ধীয়। ২ বিজ্ঞান সম্বন্ধে বিশেষভাবে জ্ঞাত এমন; বিজ্ঞানে নিপুণ; কৃতী বা কুশলী বিজ্ঞানী; বিজ্ঞানবিদ। বৈজ্ঞানিকী (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ)। বিজ্ঞান বি। {(তৎসম বা সংস্কৃত) বিজ্ঞান+ইক(ঠক্)}
- Bengali Word বৈজয়ন্ত English definition [বোইজয়োন্তো] (বিশেষ্য) ১ হিন্দুমতে ইন্দ্রপুরী (বৈজয়ন্ত ধামে-মাইকেল মধুসূদন দত্ত)। ২ ইন্দ্রের রাজধানী; ইন্দ্রের প্রাসাদ। ৩ ইন্দ্রের পতাকা। বৈজয়ন্তী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ)১ পতাকা; ধ্বজা (আমি বিশ্ব-তোরণে বৈজয়ন্তী, মানব বিজয় কেতন-কাজী নজরুল ইসলাম)। ২ সিঁড়ি। ৩ কণ্ঠ থেকে জানু পর্যন্ত লম্বা পঞ্চবর্ণময়ী মালা। বিজয়-বৈজয়ন্তী (বিশেষ্য) জয়পতাকা; জয়ধ্বজা। {(তৎসম বা সংস্কৃত) বি+√জি+অন্ত(ঝ)}
- Bengali Word বৈজয়িক English definition [বোইজোয়িক্] (বিশেষণ) বিজয়সম্বন্ধীয়; জয়সূচক। বিজয় বি। {(তৎসম বা সংস্কৃত) বিজয়+ইক(ঠন্)}
- Bengali Word বৈঠক English definition [বোইঠক্] (বিশেষ্য) ১ সভা; আসর; মজলিস। ২ বসা; উপবেশন। ৩ হুকা রাখবার পাত্র বা আধার। বৈঠকখানা (বিশেষ্য) বসাবার ঘর; মজলিস ঘর। বৈঠকি (বিশেষণ) বৈঠকের উপযুক্ত। ডনবৈঠক (বিশেষ্য) ওঠা-বসা করবার ব্যায়াম। {(তৎসম বা সংস্কৃত) বাট্যালক>; (তৎসম বা সংস্কৃত) উপবিষ্ট> (প্রাকৃত) উরইট্ঠ> (হিন্দি) বইঠ্> (বাংলা) বৈঠ+ক}
- Bengali Word বৈঠকিরি English definition ⇒ বটকিরি
- Bengali Word বৈঠা ১ (ব্রজবুলি) English definition [বোইঠা] (ক্রিয়া) বসে। বৈঠত (ব্রজবুলি) (ক্রিয়া) বসে (ধনী কত বেরি বৈঠত-বিদ্যাপতি)। বৈঠনু (ব্রজবুলি) বসলাম (বৈঠনু হরি করি পীঠ-বিদ্যাপতি)। বৈঠনি (ব্রজবুলি) (ক্রিয়া) (বৈঠনি শয়ন সমীপে-বিদ্যাপতি)। বৈঠবি (ব্রজবুলি) (ক্রিয়া) বসবে (পহিলহি বৈঠবি-বিদ্যাপতি)। বৈঠায়ব (ব্রজবুলি) (ক্রিয়া) বসাব (করে ধরি বৈঠায়ব কোর-বিদ্যাপতি)। বৈঠায়ল (ব্রজবুলি) (ক্রিয়া) বসাল (পালটি বৈঠায়ল-বিদ্যাপতি)। বৈঠিয়া (ব্রজবুলি) (অসমাপিকা ক্রিয়া) বসে। বৈঠে (ব্রজবুলি) (ক্রিয়া) উপবেশন করে; বাস করে। { (তুলনীয়) (হিন্দি) বৈঠনা}
- Bengali Word বৈঠা ২ English definition ⇒ বইঠা
- Bengali Word বৈতংসিক English definition [বোইতোঙ্শিক্] (বিশেষণ) বীতংস অর্থাৎ জাল বা ফাঁদের সাহায্যে পাখি ধরে যারা বিক্রয় করে। বীতৎস বি। {(তৎসম বা সংস্কৃত) বীতংস+ইক(ঠক্)}
- Bengali Word বৈতনিক English definition [বোইতোনিক্] (বিশেষণ) বেতন অর্থাৎ টাকা নিয়ে কাজ করে এমন; বেতনভোগী। বেতন বি। {(তৎসম বা সংস্কৃত) বেতন+ইক(ঠক্)}
- Bengali Word বৈতরণী English definition [বোইতোরোনি] (বিশেষ্য) ১ উড়িষ্যার একটি নদী। ২ হিন্দুপুরাণ মতে যমদ্বারের নদী। বৈতরণী পার করা (ক্রিয়া) (আলঙ্কারিক) মেরে ফেলা; হত্যা করা। বৈতরণী পার হওয়া (ক্রিয়া) (আলঙ্কারিক) মৃত্যুমুখে পতিত হওয়া; স্বর্গে যাওয়া। {(তৎসম বা সংস্কৃত) বি+তরণ+অ(অণ্)+ই(ইঞ্)+ঈ(ঙীপ্)}
- Bengali Word বৈতস English definition [বোইতশ্] (বিশেষণ) বেতসম্বন্ধীয় বা সম্পর্কিত। {(তৎসম বা সংস্কৃত) বেতস্+অ(অণ্)}