ব পৃষ্ঠা ১১৪
- Bengali Word বেহারা, বেয়ারা English definition [বেহারা, বেয়ারা] (বিশেষ্য) ১ যানবাহক; পালকি-বাহক; কাহার। ২ পিয়ন; চাপরাশি। {(ইংরেজি) bearer}
- Bengali Word বেহারিব (মধ্যযুগীয় বাংলা) English definition [বেহারিবো] (ক্রিয়া) বহাল বা নিযুক্ত করব (আন ভারী বেহারিব জাইব মথুরার রাজ-বড়ু চণ্ডীদাস)। {(ফারসি)বহাল বেহাল>}
- Bengali Word বেহাল English definition [বেহাল্] (বিশেষণ) অবস্থা খারাপ হয়েছে এমন। {(ফারসি) বে + (আরবি) হাল}
- Bengali Word বেহালা English definition [বেহালা] (বিশেষ্য) তারযুক্ত বাদ্যযন্ত্রবিশেষ। {(পর্তুগিজ) viola}
- Bengali Word বেহায়া English definition ⇒ বে২
- Bengali Word বেহিসাব, বেহুদা, বেহুশ, বেহেড English definition ⇒ বে২
- Bengali Word বেহুলা English definition [বেহুলা] (বিশেষ্য) লোককাহিনীর চাঁদ সওদাগরের সতী-সাধ্বী পুত্রবধু। {(তৎসম বা সংস্কৃত) বিপুলা>}
- Bengali Word বেহুড়া (মধ্যযুগীয় বাংলা) English definition [বেহুড়া] (বিশেষ্য) পাগলিনী (বেগুড়া যুবতী-ময়মনসিংহ গীতিকা)। {(তৎসম বা সংস্কৃত) বাতুলা>বেহুলা>বেহুড়া}
- Bengali Word বেহেস্ত, বেহেশ্ত, বিহিশ্ত, ভেস্ত English definition [বেহেশ্ত্, বেহেস্ত্, বিহিশ্ত্, ভেস্তো] (বিশেষ্য) মৃত্যুর পর পুণ্যবানদের বাসস্থান; স্বর্গ। ২ (আলঙ্কারিক) সর্বধিক সুখের স্থান। {(ফারসি) বিহিশ্ত্}
- Bengali Word বেড়, ব্যাড় English definition [বেড়্, ব্যাড়্] (বিশেষ্য) ১ বেষ্টন। ২ ঘের; পরিধি। বেড় দেওয়া (ক্রিয়া) বেষ্টন করা; ঘেরা; ঘিরে দেওয়া; সীমাবদ্ধ করা (অন্ধকারটা যেন ছাড়াতে পারছে না সাথে সাথে বেড় দিয়ে চলেছে-সরদার জয়েনউদ্দীন)। {(তৎসম বা সংস্কৃত) √বেষ্ট্>বেড়}
- Bengali Word বেড়া ১ English definition [ব্যাড়া] (ক্রিয়া) বেষ্টন করা; ঘেরা। {(তৎসম বা সংস্কৃত) √বেষ্ট্>বেড়+আ}
- Bengali Word বেড়া ২ English definition [ব্যাড়া] (বিশেষ্য) বেষ্টনী; যা দিয়ে বেষ্টন বা ঘেরাও করা হয় (একটা বেড়া পার হলেই নিদ্রার মুল্লুক-শওকত ওসমানকত ওসমান)। □ (বিশেষণ) চারদিকে ব্যাপ্ত (বেড়া আগুন)। বেড়াপাক (বিশেষ্য) বেড়ার আবর্ত; বেড়াজাল (মোকদ্দমার বেড়াপাকে ফেলিয়া-এয়াকুব আলী চৌধুরী)। {(তৎসম বা সংস্কৃত) √বেষ্ট্>বেড়+আ}
- Bengali Word বেড়ানো English definition [ব্যাড়ানো] (ক্রিয়া) ১ ঘোরা; ভ্রমণ করা; ঘুরে বেড়ানো। ২ বিচরণ করা; পদচারণা করা; হাঁটা; উদ্দেশ্যহীনভাবে চলাফেরা করা। বেড়ানে, বেড়ানিয়া (বিশেষ্য)(পুংলিঙ্গ)। বেড়ানি (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ)(পাড়াবেড়ানি)। বেড়াএ (মধ্যযুগীয় বাংলা) বেড়ায়। বেড়ায়িএ (মধ্যযুগীয় বাংলা) বেড়াই (তোর পাচে বেড়ায়িএ)। বেড়ায়েবোঁ (মধ্যযুগীয় বাংলা) বেড়াব। বেড়ান্ত (মধ্যযুগীয় বাংলা) (ক্রিয়া) বেরায় (একত্র বেড়ান্ত-বিজয় গুপ্ত)। {(তৎসম বা সংস্কৃত) √বৃৎ (বর্তন)>; ক্রিয়ারূপ-বেড়াই, বেড়াও, বেড়ান, বেড়ায়; (অসমাপিকা ক্রিয়া)-বেড়াতে, বেড়ালে, বেড়িয়ে ইত্যাদি}
- Bengali Word বেড়াল English definition ⇒ বিড়াল
- Bengali Word বেড়ি, বেড়ী English definition [বেড়ি] (বিশেষ্য) আবদ্ধ রাখার বালাজাতীয় শিকল; লৌহবেষ্টনী; হাত-পা বাঁধার শৃঙ্খল (বেড়ী পায়ে মেগে খায়-ভারতচন্দ্র রায়গুণাকর)। হাতবেড়ি (বিশেষ্য) বাউলি। হাতে বেড়ি পড়া (ক্রিয়া) অপরাধের দরুন গ্রেফতার হওয়া বা বন্দী হওয়া। বেড়িবাঁধ (বিশেষ্য) বন্যা রোধকল্পে নদী বা বিলের পাড়ে তৈরি সুদীর্ঘ বাঁধ। {(তৎসম বা সংস্কৃত) বেষ্টনী>; (তুলনীয়) (হিন্দি) বেঢ়ী}
- Bengali Word বেড়ে English definition [বেড়ে] (বিশেষণ) ১ খুব ভালো; বেশ সুন্দর। ২ অতি উত্তম। { (তুলনীয়) (হিন্দি) বঢ়িয়া}
- Bengali Word বেড়েন, বাইড়ান English definition [বেড়েন্, বাইড়ান্] (বিশেষ্য) ১ লাঠির আঘাত বা বাড়ি। ২ ঠেঙানি। {বাড়ি+আন}
- Bengali Word বেঢ়ল, বেঢ়লি (মধ্যযুগীয় বাংলা) English definition [বেঢ়ল্] (ক্রিয়া) বেষ্টন করল, ঘিরল (ভুজযুগ মোরি বঢ়ল-বিদ্যাপতি)। বেঢ়লি (স্ত্রীলিঙ্গ)(দামিনী বেঢ়লি-কাশীরাম দাস)। {(তৎসম বা সংস্কৃত) √বেষ্ট্>}
- Bengali Word বেঢ়া English definition [বেঢ়া] (মধ্যযুগীয় বাংলা,, ব্র) (ক্রিয়া) বেষ্টন করা; ঘেরা। {(তৎসম বা সংস্কৃত) √বেষ্ট্>}
- Bengali Word বেয়ধি English definition ⇒ ব্যাধি