ব পৃষ্ঠা ১২৩
- Bengali Word বোলবোলা English definition [বোল্বোলা] (বিশেষ্য) প্রতাপ। □(বিশেষণ) খুব ভালো; সমৃদ্ধ (অবস্থা বোলবোলা বলে তার বোলবোলাও বেশি)। {(হিন্দি) বোলবোলা}
- Bengali Word বোলা (মধ্যযুগীয় বাংলা) English definition [বোলা] (বিশেষ্য) কথা (বোলা এক বোলোঁ-বড়ু চণ্ডীদাস)। বোলাবুলি, বুলাবুলি (বিশেষণ) উত্তর প্রত্যুত্তরকারী; উত্তর প্রত্যুত্তর করতে করতে (বুলাবুলি রাধিকা পাইল নিজ ঘর-বড়ু চণ্ডীদাস)। {(প্রাকৃত) বোল্ল>}
- Bengali Word বোলানো ২, বুলানো English definition [বোলানো, বুলানো] (ক্রিয়া) ১ লঘু বা আলতোভাবে ছুঁয়ে যাওয়া (তুলি বোলানো)। ২ মনোযোগহীন হয়ে দেখা (চোখ বুলানো)। ৩ লঘুভাবে চালনা। □ (বিশেষ্য), (বিশেষণ) আন্তরিকতাহীনভাবে সঞ্চালন। চোখ বোলানো (ক্রিয়া) তাচ্ছিল্যভরে বা অমনোযোগের সাথে পড়া; উপর দিয়ে দেখে যাওয়া। মাথায় হাত বোলানো (ক্রিয়া) ১ সান্ত্বনা বা প্রবোধ দেওয়া; শান্ত করা। ২ (বিদ্রূপে) ফাঁকি দিয়ে বা প্রতারণা করে চুরি করা। {(প্রাকৃত) বোল্ল>; ক্রিয়ারূপ-বুলাই/বোলাই, বুলাও/বোলাও, বুলায়/বোলায়, বুলাস/বোলাস, বুলান/বোলান; (অসমাপিকা ক্রিয়া)- বুলিয়ে, বুলাতে, বুলালে ইত্যাদি}
- Bengali Word বোলোনো ১ English definition [বোলানো] (ক্রিয়া) ১ ডাকা। ২ ডেকে পাঠানো। ৩ জবাব দেওয়া; সাড়া দেওয়া (ডাকিলে বোলান না দেও অভরসা পাই-বিজয় গুপ্ত)। ৪ কথা বলানো। □(বিশেষ্য) ১ ডাকা। ২ সাড়া; উত্তর। {(প্রাকৃত) বোল্ল>; ক্রিয়ারূপ-বোলাই, বোলাও, বোলায়, বোলাস, বোলান ইত্যাদি}
- Bengali Word বোল্টু English definition ⇒ বলটু
- Bengali Word বোসরা English definition ⇒ বসরা
- Bengali Word বোড়া English definition [বোড়া] (বিশেষ্য) সর্পবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) বোড্র>}
- Bengali Word বোড়ে, বোড়ে টেপা, বোড়ের চাল English definition ⇒ বড়ে
- Bengali Word বোঢ়া English definition [বোঢ়া] (বিশেষ্য) ১ বাহক; বহনকারী। ২ বিবাহকর্তা। {(তৎসম বা সংস্কৃত) √বহ্+তৃ(তৃচ্)=বোঢৃ>}
- Bengali Word বোয়া English definition ⇒ বয়া
- Bengali Word বোয়াল English definition [বোয়াল্] (বিশেষ্য) এক প্রকার বৃহৎ মাছ। রাঘব বোয়াল (বিশেষ্য) বোয়ালজাতীয় বৃহদাকার মৎস্য। □(বিশেষণ) ১ (আলঙ্কারিক) সর্বগ্রাসী। ২ (আলঙ্কারিক) অর্থগৃধ্নু; অন্যের সম্পদ গ্রাসে তৎপর। {(তৎসম বা সংস্কৃত) বোদাল>বোআল>}
- Bengali Word বৌ, বৌঠান, বৌদি, বৌভাত, বৌমা English definition ⇒ বউ
- Bengali Word বৌগনা English definition ⇒ বোগনা
- Bengali Word বৌছি, বউচি English definition [বোউচি] (বিশেষ্য) এক ধরণের গ্রামীন খেলা। {বৌ+(ধ্বন্যাত্মক) ছি/চি}
- Bengali Word বৌদ্ধ English definition [বোউদ্ধো] (বিশেষ্য) ১ বুদ্ধদেবের মতাবলম্বী। □ (বিশেষণ) ১ বুদ্ধদেব সম্পর্কীয়। ২ বুদ্ধদেব প্রবর্তিত ধর্ম গ্রহণকারী। ৩ বুদ্ধদেব কর্তৃক প্রবর্তিত বা প্রচারিত। {(তৎসম বা সংস্কৃত) বুদ্ধ+অ(অণ্)}
- Bengali Word বৌলি, বউলি, বউলী English definition [বৌউলি] (বিশেষ্য) মুকুলাকৃতি কর্ণভূষণবিশেষ (বরনে উজ্জ্বলি কনক বউলি শোভিছে তোর বুণ্ডলে-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) মুকুল>(প্রাকৃত) মউল>(বাংলা) বউল+(বাংলা) ই}
- Bengali Word বৌয়াড়ী, বৌয়ারী, বৌহারী (মধ্যযুগীয় বাংলা) English definition [বোউয়াড়ি, বোউয়ারি, বউহারি] (বিশেষ্য) বৌ; বধূ (কোণের বৌয়াড়ী-কবিকঙ্কণ মুকুন্দরাম চক্রবর্তী; মুঞি কুলের বৌহারী-চণ্ডীদাস)। {(তৎসম বা সংস্কৃত) বধূটী>বহুড়ী>}
- Bengali Word ব্যক্ত English definition [বেক্তো] (বিশেষণ) ১ প্রকাশ পেয়েছে এমন; প্রকাশিত। ২ স্পষ্টীকৃত; প্রকট। {(তৎসম বা সংস্কৃত) বি+√অন্জ্+ত(ক্ত)}
- Bengali Word ব্যক্তি English definition [ব্যাক্তি] (বিশেষ্য) ১ একক লোক; মানুষ। ২ বিশেষ; অসামান্য; ব্যষ্টি; individual। ৩ অভিব্যক্তি; প্রকাশ; প্রকটন। ব্যক্তিক, ব্যক্তিগত (বিশেষণ) ১ নির্দিষ্ট কোনো ব্যক্তির বৈশিষ্ট্যের অন্তর্গত (কোন আচরণই স্থানিক কালিক ও ব্যক্তিক প্রভাব নিরপেক্ষ নয়-আবুল ফরাহ মুঃ আবদুল হক ফরিদী। ২ ব্যক্তিবিশেষ বিষয়ক। ব্যক্তিতন্ত্র, ব্যক্তিবাদ (বিশেষ্য) অহংবাদ; স্বাতন্ত্র্যবাদ; যে নীতিতে সমাজ অপেক্ষা ব্যক্তিকে বেশি প্রাধান্য দেওয়া হয়। ব্যক্তিতা (বিশেষ্য) ব্যক্তির বিশেষত্ব। ব্যক্তিত্ব (বিশেষ্য) ব্যক্তিবিশেষের বৈশিষ্ট্য; স্বপ্রাধান্য (মানুষ্যসমাজে individualism বা ব্যক্তিস্বাতন্ত্র্যের তেমন কোন স্থানই নেই-আবুল ফরাহ মুঃ আবদুল হক ফরিদী)। ব্যক্তিস্বাতন্ত্র্য (বিশেষ্য) ব্যক্তির নিজস্ব মত ও প্রাধান্য। {(তৎসম বা সংস্কৃত) বি+√অন্জ্+তি(ক্ত)}
- Bengali Word ব্যক্তীকৃত English definition [বেক্তিকৃতো] (বিশেষণ) ১ ব্যক্ত করা হয়েছে এমন। ২ প্রকাশিত। {(তৎসম বা সংস্কৃত) ব্যক্ত+ঈ(চ্বি)+√কৃ+ত(ক্ত)}