ব পৃষ্ঠা ১২০
- Bengali Word বৈয়াঘ্র English definition [বোইয়াগ্ঘ্রো] (বিশেষণ) ১ বাঘসংক্রান্ত। ২ বাঘের চামড়া দ্বারা আচ্ছাদিত। {(তৎসম বা সংস্কৃত) ব্যাঘ্র+অ(অণ্)}
- Bengali Word বৈয়াম English definition ⇒ বয়াম
- Bengali Word বৈয়াসক, বৈয়াসিক English definition [বোইয়াশক্, বোইয়াশিক্] (বিশেষণ) ১ ব্যাসসম্পর্কীয়। ২ ব্যাসপ্রণীত। বৈয়াসকি (বিশেষ্য) ব্যাসের পুত্র শুকদেব। বৈয়াসকী, বৈয়াসিকী (বিশেষ্য) (স্ত্রীলিঙ্গ) ব্যাসপ্রণীত সংহিতা। {(তৎসম বা সংস্কৃত) ব্যাস+অ(অণ্), ইক(ঠঞ্)}
- Bengali Word বোঁ English definition [বো] (অব্যয়) ১ প্রবল বেগের গতির শব্দ। ২ খুব জোরে কোনো কিছুর ঘোরার শব্দ; বেগে ঘূর্ণন; ধাবন। {ধ্বন্যাত্মক}
- Bengali Word বোঁচ English definition ⇒ বঁইচি
- Bengali Word বোঁচকা, বোচকা English definition [বোঁচকা, বোচকা] (বিশেষ্য) কাপড় দিয়ে বাঁধা পোটলা; গাঁটরি; বোঝা (একজনের পিঠে বোচকার মত বাঁধা একটা ছোট্ট ছেলে-এ(তৎসম বা সংস্কৃত) এন. কিউ জুলফিকার আলী (নছরু)। বুচকি (বিশেষ্য) ছোট বোঁচকা; পুটলি। {(তুর্কি) বোকচহ্, বোগচহ}
- Bengali Word বোঁচা, বোচা English definition [বোঁচা, বোচা] (বিশেষণ) ১ নাক থ্যাবড়া বা খাঁদা এমন। ২ বিকলাঙ্গ। ৩ ধারহীন; ভোঁতা। ৪ ছিন্নকর্ণ (কাণ হইল বোঁচা-ঘনরাম চক্রবর্তী)। {(তৎসম বা সংস্কৃত) ব্যবচ্ছেদ>(প্রাকৃত) বোচ্ছেঅ>}
- Bengali Word বোঁট English definition ⇒ বোঁটা
- Bengali Word বোঁটা, বোঁট English definition [বোঁটা, বোঁট্] (বিশেষ্য) ১ বৃন্ত; ডাঁটা (এক বোঁটায় আমরা দুইটি ফুল-বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়)। ২ স্তনের অগ্রভাগ (গাইয়ের বোঁট)। {(তৎসম বা সংস্কৃত) বৃন্ত>(প্রাকৃত) বোন্ট>}
- Bengali Word বোঁদে English definition ⇒ বুঁদিয়া
- Bengali Word বোকা English definition [বোকা] (বিশেষণ) আহম্মক; নির্বোধ; বুদ্ধি কম এমন। □(বিশেষ্য) (ব্যাঙ্গার্থ) পাঁঠা; ছাগল। বোকাচণ্ডী, বোকারাম, বোকাকান্ত, বোকাপাঁঠা (বিশেষণ) অত্যন্ত বোকা; বোকার সেরা বা শ্রেষ্ঠ (নিতান্ত অকর্মণ্য বোকাচণ্ডী বলিয়া স্থির হয়-এয়াকুব আলী চৌধুরী)। বোকাটে (বিশেষণ) বোকার মতো; কতকটা বোকা। বোকামি, বোকামো (বিশেষ্য) আহাম্মকি; নির্বুদ্ধিতা; বোকার ভাব। {(তৎসম বা সংস্কৃত) বুক্ক; (তুলনীয়) (প্রাকৃত) বোক্কড়(ছাগ)>; (তুলনীয়) ডাচ. bok (goat)}
- Bengali Word বোকড়া, বোগড়া English definition [বোক্ড়া, বোগ্ড়া] (বিশেষণ) ১ দন্তহীন (বোকড়াদাঁতি)। ২ মোটা; স্থূলদেহ। {(তুলনীয়) মারাঠি. ককণা (দন্তহীন হস্তি); (তৎসম বা সংস্কৃত) বিকরাল}
- Bengali Word বোগনা, বৌগনা English definition [বোগ্না, বোউগ্না] (বিশেষ্য) বাঁকানো কাঁধযুক্ত ধাতু পাত্রবিশেষ। {(তৎসম বা সংস্কৃত) বক>}
- Bengali Word বোঙ্গা English definition [বোঙ্গা] (বিশেষ্য) ১ কোল জাতির লোকদের ঈশ্বর বা দেবতা। ২ কোল জাতীয় লোকদের দেবতা ও পূর্বপুরুষদের উদ্দেশে পূজা অনুষ্ঠান। বুঙ্গি (স্ত্রীলিঙ্গ) দেবী। {কোল. বোঙ্গা}
- Bengali Word বোচকা English definition ⇒ বোঁচকা
- Bengali Word বোচা English definition ⇒ বোঁচা
- Bengali Word বোজা, বুজা English definition [বোজা, বুজা] (ক্রিয়া) ১ নিমীলিত করা; বন্ধ করা; খোলা না রাখা। ২ ভরে যাওয়া; ভরাট হওয়া। বোজানো, বুজানো (ক্রিয়া) ১ মুদ্রিত করানো। ২ ভরাট হওয়া। ৩ নিমীলিত করানো। □ (বিশেষ্য), (বিশেষণ) উক্ত সকল অর্থে। {(তৎসম বা সংস্কৃত) √মুদ্রয়্}
- Bengali Word বোঝা ১ English definition [বোঝা] (বিশেষ্য) ১ ভার; মোট। ২ দায়িত্ব। বোঝাই (বিশেষ্য) ১ ভার স্থাপন। ২ পূর্ণ ভরতি (বোঝাই নৌকা)। {(তৎসম বা সংস্কৃত) বাহ্য>}
- Bengali Word বোঝা ২, বুঝা English definition [বোঝা, বুঝা] (ক্রিয়া) ১ বোধ করা; অনুভব করা; উপলব্ধি করা। ২ জানা। ৩ বিচার-বিবেচনা বা পরীক্ষা করে জানা। বুঝে সুঝে চলা (ক্রিয়া) বিবেচনা করে চলা; বুদ্ধি করে চলা। বোঝানো, বুঝানো (ক্রিয়া) ১ উপলব্ধি করানো। ২ ব্যাখ্যা করে বলা। ৩ সান্ত্বনা বা প্রবোধ দেওয়া। বোঝাপড়া, বুঝাপড়া (বিশেষ্য) মীমাংসা; নিষ্পত্তি। {(তৎসম বা সংস্কৃত) √বুধ্>}
- Bengali Word বোট English definition [বোট্] (বিশেষ্য) নৌকা; তরী; বজরা। জালিবোট (বিশেষ্য) পানসি; ছোট নৌকা। লাইফবোট (বিশেষ্য) ছোট নৌকা; জাহাজ ডুবে গেলে বা নষ্ট হয়ে গেলে যাত্রীদের জীবনরক্ষা করবার জন্য যে নৌকা ব্যবহার করা হয়; জীবনতরী। ল্যাংবোট (বিশেষ্য) ১ জাহাজের পশ্চাতে বাঁধা নৌকা। ২ নিত্যসঙ্গী; অনুচর; অনুসারী। {(ইংরেজি) boat}