ব পৃষ্ঠা ১২৬
- Bengali Word ব্যস English definition ⇒ বস১
- Bengali Word ব্যসন English definition [ব্যাশোন্] (বিশেষ্য) ১ কাম ও ক্রোধ থেকে উৎপন্ন দোষ (আমি মৃগয়া ব্যসনে ক্ষণকালের জন্যও আসক্ত-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ২ পাপ। ৩ নেশা; মাদক সেবন। ৪ অমঙ্গল; অশুভ। ৫ বিপদ। ৬ দুঃখ; মনস্তাপ; কষ্ট। ৭ ধ্বংস। ব্যসনী (বিশেষণ) ১ ব্যসনানুরক্ত; ব্যসনযুক্ত। ২ বিপন্ন। {(তৎসম বা সংস্কৃত) বি+√অস্+অন(ল্যুট্)}
- Bengali Word ব্যস্ত English definition [ব্যাস্তো] (বিশেষ্য) অস্থির; ব্যগ্র; উৎকণ্ঠিত; ব্যাকুল; উদ্গ্রীব। □(বিশেষণ) ১ ব্যাপৃত; নিযুক্ত (কর্মব্যস্ত)। ২ বিভক্ত; বিক্ষিপ্ত। ৩ ত্বরান্বিত। ব্যতিব্যস্ত (বিশেষণ) অত্যধিক ব্যস্ত। ব্যস্ততা (বিশেষ্য) অস্থিরতা; ব্যগ্রতা। ব্যস্তবাগীশ (বিশেষণ) অতিরিক্ত ব্যস্ত; কর্মসম্পাদনে অস্থিরতা প্রদর্শনকারী (আমি নিজে ব্যস্তবাগীশ, সব কাজ তড়িঘড়ি করা আমার অভ্যাস-রবীন্দ্রনাথ ঠাকুর))। ব্যস্তসমস্ত (বিশেষণ) ১ অতিব্যস্ত; ব্যতিব্যস্ত; অস্থির। ২ অতি ত্বরান্বিত। {(তৎসম বা সংস্কৃত) বি+√অস্+ত(ক্ত)}
- Bengali Word ব্যাং English definition ⇒ ব্যাঙ
- Bengali Word ব্যাংক, ব্যাঙ্ক English definition [ব্যাঙ্ক্] (বিশেষ্য) অর্থ ও অলংকারাদি গচ্ছিত রাখার এবং যারা গচ্ছিত রাখে তাদের প্রয়োজনমতো তা দেওয়ার প্রতিষ্ঠানবিশেষ। {(ইংরেজি) bank}
- Bengali Word ব্যাওয়া English definition ⇒ বেওয়া
- Bengali Word ব্যাকরণ English definition [ব্যাকরোন্] (বিশেষ্য) ১ কোনো ভাষার শব্দ ও পদবিন্যাসের স্বরূপ, কাঠামো, রীতি ও বিশ্লেষণ সম্পর্কিত বিদ্যা বা গ্রন্থ। ২ শব্দের ব্যুৎপত্তিবিষয়ক শাস্ত্র। {(তৎসম বা সংস্কৃত) বি+আ+√কৃ+অন(ল্যুট্)}
- Bengali Word ব্যাকুল English definition [ব্যাকুল্] (বিশেষণ) অতিশয় আকুল; বিকল; অস্থির; উৎকণ্ঠিত; উদগ্রীব; ব্যগ্র। ব্যাকুলা (স্ত্রীলিঙ্গ)। ব্যাকুলতা (বিশেষ্য) অস্থিরতা; উৎকণ্ঠা। ব্যাকুলিত (বিশেষণ) ব্যাকুল; আকুল (অন্তরে বাহিরে সেই ব্যাকুলিত মিলনেই-রবীন্দ্রনাথ ঠাকুর))। বিয়াকুল (মধ্যযুগীয় বাংলা), বেয়াকুল (মধ্যযুগীয় বাংলা) (বিশেষণ) ব্যাকুল (আকুল পরাণ মোর বিয়াকুল মন-বড়ু চণ্ডীদাস)। আকুলি-বিকুলি (বিশেষ্য) ব্যাকুল হয়ে সনির্বন্ধ অনুরোধ। ব্যাকুলিতা (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) বি+আকুল}
- Bengali Word ব্যাকৃতি English definition [ব্যাক্কৃতি] (বিশেষ্য) ১ বিকৃত যে আকৃতি। ২ ব্যাকরণ। ৩ বর্ণনা; বিবরণ; ব্যাখ্যান। ব্যাকৃত (বিশেষণ)। {(তৎসম বা সংস্কৃত) বি+আকৃতি}
- Bengali Word ব্যাখ্যা English definition [ব্যাক্খা] (বিশেষ্য) ১ বর্ণনা; বিশদ বিবরণ। ২ টীকা- টিপ্পনী। ৩ অর্থ বা মানে প্রদান। ব্যাখ্যাত (বিশেষণ) ব্যাখ্যা করা হয়েছে এমন; বিবৃতি; বিস্তারিতভাবে কথিত। ব্যাখ্যাতা (বিশেষণ) ব্যাখ্যাকারী বা বর্ণনাকারী; টীকাকার। ব্যাখ্যান (বিশেষ্য) ১ অতিরঞ্জন; ফলাও করে বর্ণনা করা। ২ বর্ণনা। ৩ টীকা। ব্যাখ্যেয় (বিশেষণ) ১ ব্যাখ্যা করতে হবে এমন। ২ ব্যাখ্যার যোগ্য; বর্ণনীয়। {(তৎসম বা সংস্কৃত) বি+আখ্যা}
- Bengali Word ব্যাগ English definition [ব্যাগ্] (বিশেষ্য) থলি; বস্ত্র বা চর্ম-নির্মিত পেটিকা। {(ইংরেজি) bag}
- Bengali Word ব্যাগার English definition ⇒ বেগার
- Bengali Word ব্যাঘাত English definition [ব্যাঘাত্] (বিশেষ্য) অন্তরায়; বাধা; বিঘ্ন; প্রতিবন্ধ। ব্যাঘাতক (বিশেষণ) ১ ব্যাঘাতকারী; বিঘ্নসম্পাদক। ২ প্রতিবন্ধক। {(তৎসম বা সংস্কৃত) বি+আ√হন্+অ(ঘঞ্)}
- Bengali Word ব্যাঘ্রনখ English definition [ব্যাগ্ঘ্রোনখ্] (বিশেষ্য) বাঘের নখরের আকৃতি বিশিষ্ট অস্ত্র। {(তৎসম বা সংস্কৃত) ব্যাঘ্র+নখ}
- Bengali Word ব্যাঘ্রৃ English definition [ব্যাগ্ঘ্রো] (বিশেষ্য) ১ বাঘ; শার্দূল; হিংস্র পশুবিশেষ। ২ শ্রেষ্ঠ; প্রধান; বলশালী। ব্যাঘ্রী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) বি+আ+√ঘ্রা+অ(ক)}
- Bengali Word ব্যাঙ, বেঙ, ব্যাঙ্গ English definition [ব্যাঙ্, বেঙ, ব্যাঙ্গো] (বিশেষ্য) ভেক; মণ্ডুক। ব্যাঙ তড়কা (বিশেষ্য) ব্যাঙের মতো লাফ। ব্যাঙাচি, বেঙাচি (বিশেষ্য) ব্যাঙের বাচ্চা। ব্যাঙের আধুল/সিকি (বিশেষ্য) (আলঙ্কারিক) গরিব লোকের অতি সামান্য অর্থ বা সঞ্চয়। ব্যাঙের ছাতা (বিশেষ্য) ছাতার মতো দেখতে ছোট আকারের অপুষ্পক উদ্ভিদবিশেষ; ছত্রাক। ব্যাঙের লাথি (বিশেষ্য) (আলঙ্কারিক) হীন বা নগণ্য লোক দ্বারা অপমান। ব্যাঙর ব্যাঙর করা (ক্রিয়া) (আলঙ্কারিক) অনেক্ষণ ধরে বিরক্তিকর কথা বলে চলা; অবিরত বাজে বকবক করা। ব্যাঙের সর্দি (আলঙ্কারিক) অসম্ভব ব্যাপার। {(তৎসম বা সংস্কৃত) ব্যঙ্গ>}
- Bengali Word ব্যাঙ্ক English definition ⇒ ব্যাংক
- Bengali Word ব্যাঙ্গ English definition ⇒ ব্যাঙ
- Bengali Word ব্যাঙ্গমা English definition ⇒ বেঙ্গমা
- Bengali Word ব্যাচ English definition [ব্যাচ্] (বিশেষ্য) দল (আমাদের ব্যাচ সর্বোৎকৃষ্ট)। {(ইংরেজি) batch}