ব পৃষ্ঠা ১২৫
- Bengali Word ব্যপদেশ English definition [ব্যাপোদেশ্] (বিশেষ্য) ১ ছল; আছিলা; ছুতা; ওজর। ২ নামোল্লেখ। ৩ ইঙ্গিত; ইশারা; সংকেত। ৪ প্রয়োজন; দরকার। ব্যপদিষ্ট (বিশেষণ) ব্যপদেশযুক্ত; ছলছুতাবিশিষ্ট। ব্যপদেষ্টা (বিশেষ্য), (বিশেষণ) ১ কপটতা করে যে; কপট। ২ ভান বা ছল করে যে; ভানকারী; ছলকারী। ৩ নামোল্লেখকর্তা। {(তৎসম বা সংস্কৃত) বি+অপ+√দিশ্+অ(ঘঞ্)}
- Bengali Word ব্যপহরণ English definition [ব্যাপোহরোন্] (বিশেষ্য) আমানতের খেয়ানত; স্বীয় তত্ত্বাবধানে রক্ষিত অন্যের অর্থাদি আত্মসাৎ করা; defalcation। {(তৎসম বা সংস্কৃত) বি+অপহরণ}
- Bengali Word ব্যবকলন English definition [ব্যাবোকলোন্] (বিশেষ্য) বিয়োজন; বিয়োগ; বাদ দেওয়া; subtraction। ব্যবকলিত (বিশেষণ) বাদ দেওয়া হয়েছে এমন। {(তৎসম বা সংস্কৃত) বি+অব+√কল্+অন(ল্যুট্)}
- Bengali Word ব্যবচ্ছিন্ন English definition [ব্যাবোচ্ছিন্নো] (বিশেষণ) ব্যবচ্ছেদ বা বিশ্লেষ করা হয়েছে এমন। {(তৎসম বা সংস্কৃত) বি+অবচ্ছিন্ন}
- Bengali Word ব্যবচ্ছেদ English definition [ব্যাবোচ্ছেদ্] (বিশেষ্য) ১ বিশ্লেষণ; পরীক্ষার জন্য খণ্ড খণ্ড করে ভাগ করা বা পৃথক করা; dissection। ২ ভেদ; খণ্ড; বিভাগ। শব-ব্যবচ্ছেদ (বিশেষ্য) ১ অপঘাত বা দুর্ঘটনায় মৃত শবের মৃত্যুর কারণ নির্ণয়ার্থে শল্যকরণ পরীক্ষা; ময়নাতদন্ত; post-mortem। ২ চিকিৎসাবিদ্যার্থীদের শিক্ষার জন্য মৃতদেহ কেটে দেখা। {বি+অবচ্ছেদ}
- Bengali Word ব্যবধা English definition ⇒ ব্যবধান
- Bengali Word ব্যবধান, ব্যবধা, ব্যবধি English definition [ব্যাবোধান্, ব্যাবোধা, ব্যাবোধি] (বিশেষ্য) ১ আড়াল, অন্তরাল (আকাশ ও মর্ত্য-মাটির ব্যবধান বিরাট-রব)। ২ দূরন্ত। ৩ তিরোধান। ৪ আবরণ। ব্যবহিত (বিশেষণ)। {(তৎসম বা সংস্কৃত) বি+অব+√ধা+অন(ল্যুট্), অ(অঙ্)+আ(টাপ্), +ই(কি)}
- Bengali Word ব্যবসা English definition ⇒ ব্যবসায়
- Bengali Word ব্যবসাদার English definition [ব্যব্শাদার্] (বিশেষণ), (বিশেষ্য) যে ব্যবসা করে; ব্যবসায়ী। {(তৎসম বা সংস্কৃত) ব্যবসায়>ব্যবসা+(ফারসি) দার}
- Bengali Word ব্যবসায়, ব্যবসা English definition [ব্যাবোশায়্, ব্যাব্শা] (বিশেষ্য) ১ জীবিকা; বৃত্তি; পেশা। ২ তেজারতি; কারবার; বাণিজ্য (শুরু করে দৈনিক ব্যবসা-বুদ্ধদেব বসু)। ৩ যত্ন; উদ্যম; চেষ্টা। ৪ অভিপ্রায়; ইচ্ছা; উদ্দেশ্য। ৫ অনুসন্ধান। ৬ ব্যবহার; আচরণ। ব্যবসায়ী (বিশেষ্য), (বিশেষণ) ১ ব্যবসাদার। ২ সওদাগর; বণিক (তাহাদের ব্যবসায়ী মন কী জানে কাব্যের মর্ম-রশীদ খাঁন)। ৩ বিশেষ কর্মে নিপুণ। ৪ উদ্যমী; উদ্যোগী। ৫ স্বার্থসন্ধানী চিন্তাভাবনা (ব্যবসায়ী মনোবৃত্তি)। ব্যবসিত (বিশেষণ) ১ চেষ্টাযুক্ত; উদ্যত; চেষ্টান্বিত। ২ স্থিরীকৃত। ৩ অনুষ্ঠিত। ৪ পরিকল্পিত। {(তৎসম বা সংস্কৃত) বি+অব+√সো+অ(ঘঞ্)}
- Bengali Word ব্যবসিত English definition [ব্যাবোশিতো] (বিশেষণ) ১ চেষ্টাযুক্ত। ২ পরিকল্পিত। ৩ বাঞ্ছিত; অভিপ্রেত। {(তৎসম বা সংস্কৃত) বি+অবসিত}
- Bengali Word ব্যবস্থা English definition [ব্যাবোস্থা] (বিশেষ্য) ১ জোগাড়; আয়োজন; বন্দোবস্ত (খাবারের ব্যবস্থা)। ২ আইন; রীতি। ৩ শাস্ত্রীয় বিধি; বিধান; সমাজনিয়ম (ব্যবস্থানুযায়ী)। ৪ যথোপযুক্তভাবে স্থাপন। ৫ কার্যবিধি। ৬ স্থিতি। ৭ স্থিরতা। ৮ শৃঙ্খলা। ব্যবস্থা দেওয়া (ক্রিয়া) ১ রোগ হলে ঔষধ বা পধ্যাদি খাবার উপদেশ বা জোগাড়। ২ পাপাদির প্রায়শ্চিত্ত সম্বন্ধে শাস্ত্রীয় নির্দেশ দেওয়া। ব্যবস্থাপত্র (বিশেষ্য) রোগের চিকিৎসা- সংক্রান্ত নির্দেশ-পত্র; prescription। ব্যবস্থান (বিশেষ্য) অবস্থিতি; অবস্থান। ব্যবস্থাশাস্ত্র (বিশেষ্য) আইনশাস্ত্র; স্মৃতিশাস্ত্র; ধর্মাচারবিধায়ক শাস্ত্র। ব্যবস্থিত (বিশেষণ) ১ ব্যবস্থা করা হয়েছে এমন। ২ পৃথক্কৃত। ৩ বিষয়রূপে স্থিত; অবস্থিত। ৪ স্থিরীকৃত। ৫ নিযুক্ত। {(তৎসম বা সংস্কৃত) বি+অব+√স্থা+অ(অঙ্)}
- Bengali Word ব্যবস্থাপক English definition ⇒ ব্যবস্থাপন
- Bengali Word ব্যবস্থাপন English definition [ব্যাবোস্থাপোন্] (বিশেষ্য) নিয়ম-প্রণয়ন; বিধি-নির্ধারণ; আইন প্রণয়ন। □(বিশেষণ) সংস্থাপন। ব্যবস্থাপক (বিশেষ্য), (বিশেষণ) ১ আইন গঠনকারী। ২ নিয়ামক; বিধানকর্তা; আইনকর্তা। ৩ সংস্থাপক। ব্যবস্থাপিকা (স্ত্রীলিঙ্গ)। ব্যবস্থাপিত (বিশেষণ) ব্যবস্থাপন করা হয়েছে এমন। {(তৎসম বা সংস্কৃত) বি+অব+স্থাপন}
- Bengali Word ব্যবহর্তব্য, ব্যবহর্তা English definition ⇒ ব্যবহার
- Bengali Word ব্যবহার English definition [ব্যাবোহার্] (বিশেষ্য) আচরণ (আত্মীয়ের ন্যায় ব্যবহার)। ২ বাণিজ্য। ৩ বিষয়কর্ম। ৪ আইন (ব্যবহারজীবী)। ৫ প্রয়োগ। ৬ রীতি; প্রথা; আচার; বিধি; কর্তব্য। ৭ পোশাকের কাজে রিয়োগ (টুপি ব্যবহার)। □(বিশেষণ) মামলা-মোকদ্দমা। ব্যবহর্তা (বিশেষ্য) বিচার। □(বিশেষণ) ব্যবহারকারী। ব্যবহারদেশক (বিশেষ্য) অ্যাটর্নি সলিসিটর প্রভৃতি আইনজীবী। ব্যবহারশাস্ত্র (বিশেষ্য) ১ আইনশাস্ত্র; স্মৃতিশাস্ত্র। ২ আইনগ্রন্থ। ব্যবহারাজীব, ব্যবহারজীবী (বিশেষ্য) উকিল; মোক্তার; ব্যারিস্টার; আইনজীবী; attorney; solicitor। ব্যবহারিক, ব্যাবহারিক (বিশেষণ) ১ ব্যবহারের জন্য আবশ্যক বা দরকারি; কাজে লাগে এমন; applied। ২ আইন সংক্রান্ত; আইনবিষয়ক। ৩ আইনজ্ঞ। ৪ বিষয়কর্ম সম্পর্কিত; সাংসারিক। ৫ রীতিমাফিক; প্রথানুযায়ী। ৬ অবাস্তব হলেও ব্যবহারের ক্ষেত্রে মূল্য আছে এমন। ব্যবহার্য, ব্যবহর্তব্য (বিশেষণ) ১ ব্যবহার করতে হবে এমন। ২ ব্যবহারের উপযুক্ত। ব্যবহৃত (বিশেষণ) ব্যবহার করা হয়েছে এমন; আচরিত; অনুষ্ঠিত। {(তৎসম বা সংস্কৃত) বি+অব+√হৃ+অ(ঘঞ্)}
- Bengali Word ব্যবহিত English definition [ব্যাবোহিতো] (বিশেষণ) ১ ব্যবধানে বা দূরত্বে অবস্থিত; দূরত্বযুক্ত (তিন সখীতে মিলিয়া কি কথোপকথন করিতেছে লতাবলয়ে হইয়া কিঞ্চিৎক্ষণ শ্রবণ ও অবলোকন করি-ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর)। ২ অন্তর্হিত। ৩ আবৃত; আচ্ছাদিত। {(তৎসম বা সংস্কৃত) বি+অবহিত}
- Bengali Word ব্যভিচার English definition [বেভিচার্] (বিশেষ্য) ১ নারী-পুরুষের অবৈধ যৌন সম্বন্ধ। ২ কদাচার; অন্যায় ব্যবহার; গর্হিত আচরণ। ৩ স্খলন। ৪ অন্যথাচরণ। ব্যভিচারী (বিশেষণ) ১ ব্যভিচার করে এমন; পরদারগামী; অবৈধ নারী সম্ভোগকারী। ২ অন্যথাচারী। □(বিশেষ্য) যে ব্যভিচার করে। ব্যভিচারিণী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) বি+অভিচার}
- Bengali Word ব্যর্থ English definition [ব্যার্থো] (বিশেষণ) ১ বৃথা; বিফল; নিষ্ফল (কি হবে ব্যর্থ রাতের প্রহর গুণে-ফররুখ আহমদ)। ২ নিষ্পয়োজন; নিরর্থক। ৩ অকৃতকার্য; অসিদ্ধ। ব্যর্থকাম (বিশেষণ) নিষ্ফল; অকৃতকার্য। ব্যর্থতা (বিশেষ্য) বিফলতা; অকৃতকার্যতা। {(তৎসম বা সংস্কৃত) বি+অর্থ; (বহুব্রীহি সমাস)}
- Bengali Word ব্যষ্টি English definition [বেশ্টি] (বিশেষ্য) ১ পৃথক পৃথক বা নিজ নিজ ভাব। ২ সমষ্টির বিপরীত; পৃথক পৃথক বা ভিন্ন ভিন্ন ব্যক্তি (তার বিশ্বাস ছিল যে ব্যষ্টির অসুখ সারলেই সমষ্টির স্বাস্থ্য ফিরবে-সুধীন্দ্রনাথ দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) বি+√অশ্+তি(ক্তিন্)}