ব পৃষ্ঠা ১২৭
- Bengali Word ব্যাজ ১ English definition [ব্যাজ্] (বিশেষ্য) ১ বিলম্ব; দেরি (শীঘ্র করি শালে দেও না করিও ব্যাজ-সৈয়দ আলাওল)। ২ বিঘ্ন; বাধা; অন্তরায়। ৩ কপটতা। ৪ সুদ; বৃদ্ধি। ব্যাজনিন্দা (বিশেষ্য) একজনের নিন্দা দ্বারা অপরের নিন্দা জ্ঞাপন (অর্থালঙ্কারবিশেষ; এই ব্যাজ নিন্দা হচ্ছে ভারতচন্দ্রের কথা-প্রমথ চৌধুরী)। ব্যাজস্তুতি (বিশেষণ) ১ ছলপূর্ণ স্তুতি; কপট প্রশংসা। □(বিশেষ্য) (আলঙ্কারিক) কাব্যের অলঙ্কার বিশেষ; নিন্দাচ্ছলে স্তুতি ও স্তুতিচ্ছলে নিন্দা করা হলে বলা হয় (যেমন-অতি বড় বৃদ্ধ পতি সিদ্ধিতে নিপুণ/কোন গুণ নাই তার কপালে আগুন-ভারতচন্দ্র রায়গুণাকর)। ব্যাজোক্তি (বিশেষ্য) ১ ছলপূর্ণ কথা। ২ (আলঙ্কারিক) স্পষ্টরূপে প্রকাশিত বিষয়ের ছল দ্বারা গোপন। {(তৎসম বা সংস্কৃত) বি+√অজ্+অ(ঘঞ্)}
- Bengali Word ব্যাজ ২ English definition [ব্যাজ্] (বিশেষ্য) তকমা; দল পেশা নির্দেশক চিহ্ন। {(ইংরেজি) badge}
- Bengali Word ব্যাজার English definition ⇒ বেজার
- Bengali Word ব্যাজোক্তি English definition ⇒ ব্যাজ১
- Bengali Word ব্যাট English definition [ব্যাট্] (বিশেষ্য) ক্রিকেট খেলার বল চালনা করবার জন্যে ব্যবহৃত কাষ্ঠফলকবিশেষ (ননী তাহার হাতে নিজের ব্যাটখানা দিয়া তাহাকে বল মারিতে বলিল-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। {(ইংরেজি) bat}
- Bengali Word ব্যাটা English definition ⇒ বেটা
- Bengali Word ব্যাটারি English definition [ব্যাটারি] (বিশেষ্য) বিদ্যুৎ-ধারক যন্ত্রবিশেষ (সারাদেহে যেন এইমাত্র কে ইলেকট্রিক ব্যাটারির শক্ লাগাইয়া দিয়াছে-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। {(ইংরেজি) battery}
- Bengali Word ব্যাটালিয়ন English definition [ব্যাটালিয়ন্] (বিশেষ্য) সৈন্যবাহিনী; সামরিক স্থলবাহিনী- কতকগুলো কোম্পানি নিয়ে একটি ব্যাটালিয়ন হয় (বেলুচি রেজিমেন্টের প্রথম ব্যাটালিয়ন যাত্রা করলে এই দেশে আসবার জন্যে-কাজী নজরুল ইসলাম)। {(ইংরেজি) battalion}
- Bengali Word ব্যাডমিন্টন English definition [ব্যাড্মিন্টন্] (বিশেষ্য) জাল, র্যাকেট ও পালকের বলের সাহায্যে এক প্রকার খেলা (সমীর ব্যাডমিন্টনের র্যাকেট হাতে বাহির হইয়া গেল-বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়)। {(ইংরেজি) badminton}
- Bengali Word ব্যাত্ত English definition ⇒ ব্যাদন
- Bengali Word ব্যাদত্ত English definition ⇒ ব্যাদান
- Bengali Word ব্যাদান English definition [ব্যাদান্] (বিশেষ্য) ১ খোলা; উদ্ঘাটন (আঁধার ব্যাদান গুহার মাঝারে চলিনু তাহার পিছে-রবীন্দ্রনাথ ঠাকুর))। ২ বিস্তার। ৩ প্রসারণ। ব্যাত্ত, ব্যাদত্ত (বিশেষণ) ১ উদ্ঘাটিত। ২ প্রসারিত। ৩ বিস্তৃত। {(তৎসম বা সংস্কৃত) বি+আদান}
- Bengali Word ব্যাদড়া, বেদাঁড়া English definition [ব্যাদ্ড়া, বেদাঁড়া] (বিশেষণ) ১ অতিষ্ট; দুষ্টু; বেয়াড়া (কাজেই শিশু যদি তা গিলতে আপত্তি করে তা হলে সে যে ব্যাদড়া ছেলে-প্রমথ চৌধুরী)। ২ কুৎসিত। {(ফারসি) (ফারসি) বে +(বাংলা) দাঁড়া>}
- Bengali Word ব্যাধ English definition [ব্যাধ্] (বিশেষ্য) ১ শিকারি জাতিবিশেষ। ২ পশুপক্ষী বধকারী; কিরাত। {(তৎসম বা সংস্কৃত) √ব্যাধ্+অ(ণ)}
- Bengali Word ব্যাধি, বেয়াধি English definition [ব্যাধি, বেয়াধি] (বিশেষ্য) অসুখ; পীড়া; রোগ (বেয়াধি কেমনে ছুটে-চণ্ডীদাস)। ব্যাধিত (বিশেষণ) রোগগ্রস্ত; রোগাক্রান্ত। ব্যাধিমন্দির (বিশেষ্য) ১ রোগের ঘর; রোগের বাসা (শরীরং ব্যাধিমন্দিরম্-প্রবচন)। ২ শরীর; দেহ। {(তৎসম বা সংস্কৃত) বি+আ+√ধা+ই(কি); (বহুব্রীহি সমাস)}
- Bengali Word ব্যান ১ English definition [ব্যান্] (বিশেষ্য) শরীরস্থ পঞ্চ বায়ুর অন্যতম। {(তৎসম বা সংস্কৃত) বি+√অন্+অ(ঘঞ্)}
- Bengali Word ব্যান ২ English definition [ব্যান্] (বিশেষ্য) নিষদ্ধকরণ (বিস্তর ছবি ব্যান করলে শেষটায় ভালো ছবি বেরোবে-সৈয়দ মুজতবা আলী)। {(ইংরেজি) ban}
- Bengali Word ব্যান্ড English definition [ব্যান্ড্] (বিশেষ্য) ১ ঐকতান বাদনের দল। ২ ঐকতান বাদন; নানা রকম যন্ত্রের ঐকতান বাদ্য (ফান্সের মধুর ব্যাণ্ডের তালে তালে-কাজী নজরুল ইসলাম)। ব্যান্ডপার্টি (বিশেষ্য) ঐকতান বাদকদল (ব্যান্ডপার্টির চারজন যাহারা শহরে বাজনা বাজিয়ে-শামসুল হক)। ব্যান্ডমাস্টার (বিশেষ্য) ঐকতান বাদকদলের প্রধান পরিচালক নেতা বা শিক্ষক। {(ইংরেজি) band}
- Bengali Word ব্যান্ডেজ English definition [ব্যান্ডেজ্] (বিশেষ্য) ক্ষতস্থান বন্ধনের পট্টি (ব্যান্ডেজটা বেঁধে নিই নিজেই-কাজী নজরুল ইসলাম)। {(ইংরেজি) bandage}
- Bengali Word ব্যান্নন English definition [ব্যান্নন্] (বিশেষ্য) রাঁধা তরকারি; ব্যঞ্জন। {(তৎসম বা সংস্কৃত) ব্যঞ্জন>}