ব পৃষ্ঠা ১২৮
- Bengali Word ব্যাপক English definition [ব্যাপোক্] (বিশেষণ) ১ ব্যাপ্তিযুক্ত; ব্যাপনশীল; কালব্যাপী; স্থানব্যাপী; বহুদূর বিস্তৃত। ২ বহু বিষয়ের উপর প্রভাব বিস্তার করে এমন। ব্যাপিকা (বিশেষ্য) ১ ধিঙ্গি স্ত্রীলোক। ২ প্রগল্ভা; চঞ্চলা নারী। ২ ব্যাভিচারিণী; চুশ্চরিত্রা। {(তৎসম বা সংস্কৃত) বি+√আপ্+অক(ণ্বুল্)}
- Bengali Word ব্যাপন English definition [ব্যাপোন্] (বিশেষ্য) ১ প্রসারণ; বিস্তার; ব্যাপ্তি। ২ আবরণ; আচ্ছাদন। {(তৎসম বা সংস্কৃত) বি+√আপ্+অন(ল্যুট্)}
- Bengali Word ব্যাপনয়ন English definition [ব্যাপোনয়োন্] (বিশেষ্য) ১ অস্বীকার; প্রত্যাখ্যান। ২ সরিয়া ফেলা; অপসারণ। ৩ প্রত্যাখ্যান। ব্যপনীত (বিশেষণ) ব্যপনয়ন, অস্বীকার, প্রত্যাখ্যান বা অপসারণ করা হয়েছে এমন। {(তৎসম বা সংস্কৃত) বি+অপনয়ন}
- Bengali Word ব্যাপা English definition [ব্যাপা] (ক্রিয়া) বিস্তৃত হওয়া; ছড়ানো; ব্যাপ্ত হওয়া; স্থান জুড়ে অবস্থান করা। □(বিশেষ্য), (বিশেষণ) বিস্তৃত; ছড়ানো; ব্যাপ্ত। {(তৎসম বা সংস্কৃত) বি+√আপ্+(বাংলা) আ}
- Bengali Word ব্যাপাদন English definition [ব্যাপাদোন্] (বিশেষ্য) হত্যা; বধ। ব্যাপাদিত (বিশেষণ) নিহত; বিনাশিত। {(তৎসম বা সংস্কৃত) বি+আ+√পদ্+ণিচ্+অন(ল্যুট্)}
- Bengali Word ব্যাপার English definition [ব্যাপার্] (বিশেষ্য) ১ বাণিজ্য; ব্যবসায় (চলিত সিংহল দ্বীপে করিতে ব্যাপার-সৈয়দ আলাওল)। ২ বিষয় (ব্যাপার কি?)। ৩ ঘটনা (ভীষণ ব্যাপার)। ৪ ক্রিয়া; অনুষ্ঠান (বিবাহ ব্যাপার)। ৫ নিয়োগ। {(তৎসম বা সংস্কৃত) বি+আ+√পৃ+অ(ঘঞ্)}
- Bengali Word ব্যাপারী, বেপারি, বেপারী English definition [ব্যাপারি] (বিশেষ্য) ব্যবসায়ী; বণিক; কারবারি; সওদাগর। {(তৎসম বা সংস্কৃত) ব্যাপার+ইন্(ণিনি)}
- Bengali Word ব্যাপিকা English definition ⇒ ব্যাপক
- Bengali Word ব্যাপী(-পিন্) English definition [ব্যাপি] (বিশেষণ) ১ ব্যাপ্তিশীল; ব্যাপক প্রসারী (বহুদূরব্যাপী)। আবরণ। ২ আবরক। ব্যাপিনী (স্ত্রীলিঙ্গ)। {(তৎসম বা সংস্কৃত) বি+√আপ্+ইন্(ণিনি)}
- Bengali Word ব্যাপৃত English definition [ব্যাপ্প্রিতো] (বিশেষণ) নিয়োজিত; নিযুক্ত; রত। ব্যাপৃতা (স্ত্রীলিঙ্গ)। ব্যাপৃতি (বিশেষ্য) নিযুক্ত হওয়ার ভাব; রত থাকার ভাব। {(তৎসম বা সংস্কৃত) বি+আ+√পৃ+ত(ক্ত)}
- Bengali Word ব্যাপ্ত English definition [ব্যাপ্তো] (বিশেষণ) ১ প্রসারিত; বিস্তৃত। ২ আচ্ছন্ন। ৩ পূরিত; পরিপূর্ণ। ব্যাপ্তি (বিশেষ্য) ১ প্রসার; বিস্তৃতি। ২ আবরণ। {(তৎসম বা সংস্কৃত) বি+√আপ্+ত(ক্ত)}
- Bengali Word ব্যাবর্তন English definition [ব্যাবর্তোন্] (বিশেষ্য) ১ আবর্তন; প্রত্যাবর্তন। ২ আবর্তিতকরণ। ৩ মোচড়। ব্যাবর্তিত (বিশেষণ) ১ আবর্তিত; প্রত্যাবর্তিত। ২ প্রত্যাবৃত্ত। ৩ মোচড়ানো হয়েছে এমন। ব্যাবৃত্ত (বিশেষণ) ১ নিরাকৃত। ২ অংশীকৃত; খণ্ডিত। ৩ প্রত্যাবৃত্ত; নিবৃত্ত; নিবারিত। ব্যাবৃত্তি (বিশেষ্য) প্রত্যাবর্তন; নিবৃত্তি। {(তৎসম বা সংস্কৃত) বি+আ+√বৃৎ+অন(ল্যুট্)}
- Bengali Word ব্যাবহারিক = ব্যবহারিক English definition ⇒ ব্যবহার
- Bengali Word ব্যাবৃত্ত, ব্যাবৃত্তি English definition ⇒ ব্যাবর্তন
- Bengali Word ব্যাভার English definition [ব্যাভার্] (বিশেষ্য) ১ ব্যবহার (এমত ব্যাভার না বুঝি তাহার-চদ)। ২ অভ্যাস। {(তৎসম বা সংস্কৃত) ব্যবহার>}
- Bengali Word ব্যাম English definition [ব্যাম্] (বিশেষ্য) বাঁও; প্রসারিত বাহুদ্বয়ের একটির আঙুলের অগ্রভাগ থেকে অপরটির আঙুলের অগ্রভাগ পর্যন্ত মাপ; চার হাত পরিমাণ। {(তৎসম বা সংস্কৃত) বি+আ+√মা+অ(ক)}
- Bengali Word ব্যামো English definition [ব্যামো] (বিশেষ্য) রোগ; পীড়া; ব্যাধি (তাহার ব্যামো সারিবার নহে-রবীন্দ্রনাথ ঠাকুর))। {(তৎসম বা সংস্কৃত) ব্যামোহ>}
- Bengali Word ব্যামোহ English definition [ব্যামোহো] (বিশেষ্য) ১ অতিমুগ্ধতা; বিমূঢ়তা; চিত্তবৈকল্য। ২ অজ্ঞানতা। ৩ ব্যাধি। {(তৎসম বা সংস্কৃত) বি+আ+√মুহ্+অ(ঘঞ্)}
- Bengali Word ব্যারাক English definition [ব্যারাক্] (বিশেষ্য) ১ সেনানিবাস (অস্ত্রাগারে আগুন ধরাইয়া দিয়া নিজেদের ব্যারাক ত্যাগ করে-মোঃ ওয়ালিউল্লাহ)। ২ বিরাট ও বেঢপ অট্টালিকা। {(ইংরেজি) barrack}
- Bengali Word ব্যারিস্টার English definition [ব্যারিশ্টার্] (বিশেষ্য) ইংল্যান্ড থেকে আইন পাস করা উকিল; উচ্চ শ্রেণির ব্যবহারাজীব। ব্যারিস্টারি (বিশেষ্য) ব্যারিস্টারের কাজ। {(ইংরেজি) barrister}