ব পৃষ্ঠা ৪৫
- Bengali Word বাণী English definition [বানি] (বিশেষ্য) ১ শব্দ; ভাষা; কথা; উক্তি; ভাষণ। ২ উপদেশপূর্ণ উক্তি (রবীন্দ্রনাথের সেই সব গান বাণী প্রধান-মোতাহের হোসেন চৌধুরী)। ৩ সরস্বতী। {(তৎসম বা সংস্কৃত) √বণ্+অ(ঘঞ্)+ই(ইন্)+ঈ(ঙীষ্)}
- Bengali Word বাণ্ডিল English definition ⇒ বান্ডিল
- Bengali Word বাত ১ English definition [বাত্] (বিশেষ্য) ১ কথা; উক্তি; বাক্য (একটা নামজাদা লোকের বেটী না আনলে আদমির কাচে বহুত সরমের বাত-প্যারীচাঁদ মিত্র (টেকচাঁদ ঠাকুর)। ২ খবর (ঘরে বসে পুছে বাত-খনার বচন)। {(তৎসম বা সংস্কৃত) বার্তা>(বাংলা) বাত; (তুলনীয়) (হিন্দি) বাৎ}
- Bengali Word বাত ২ English definition [বাত্] (বিশেষ্য) ১ বায়ু; বাতাস। ২ রোগবিশেষ; রক্তদুষ্টি ব্যাধি। ৩ দেহগত ত্রিধাতুর একটি (বাত পিত্ত কফ)। বাতকর্ম (বিশেষ্য) পাদ; নিম্নাঙ্গের ছিদ্রপথে অপান-বায়ু বা অধোবায়ু নির্গমন বা ত্যাগ। বাতরক্ত (বিশেষ্য) রক্তদুষ্টি হেতু এক প্রকার রোগ। {(তৎসম বা সংস্কৃত) √বা+ত(ক্ত)}
- Bengali Word বাতগর্ভ English definition [বাত্গর্ভো] (বিশেষণ) অতিরিক্ত কথা; অলীক কথা (ভ্রমে শূন্য পথে বাতগর্ভ-মাইকেল মধুসূদন দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) বাত+গর্ভ; বহুব্রীহি সমাস}
- Bengali Word বাতলানো, বাৎলানো English definition [বাত্লানো] (ক্রিয়া) ১ পথ বলা; ব্যাখ্যা করা। ২ উপদেশ দেওয়া; উপায় বলে দেওয়া (ইমান আমান খাওয়ার কায়দা বাৎলান হয়-আবুল মনসুর আহমদ)। {(হিন্দি) বাৎলানা; বাংলায় ক্রিয়ার রূপ-বাতলাই, বাতলাও, বাতলায়, বাতলান ইত্যাদি অসমাপিকা ক্রিয়ার রূপ-বাতলিয়ে, বাতলালে ইত্যাদি}
- Bengali Word বাতা English definition [বাতা] (বিশেষ্য) বাখারি; বাঁশ বা কাঠের পাতলা দীর্ঘ ফালি (মনে পড়ে ঘর ছোনের ছাউনি বেড়িয়া চালের বাতা-জসীমউদ্দীন)। {(তৎসম বা সংস্কৃত) (বংশ) পট্ট>পাটা>বাতা}
- Bengali Word বাতানো ১ English definition [বাতানো] (ক্রিয়া) বাখারি, বাঁশ বা কাঠের পাতলা দীর্ঘ ফালি লাগানো। {বাতা+আনো}
- Bengali Word বাতানো ২ English definition [বাতানো] (ক্রিয়া) বলে দেওয়া; নির্দেশ দেওয়া; উপদেম দেওয়া। {বাত+আনো; ক্রিয়ার রূপ-বাতাই, বাতান, বাতায় ইত্যাদি}
- Bengali Word বাতান্বিত English definition [বাতান্নিতো] (বিশেষণ) বায়ু দ্বারা পূর্ণ; aerated। {(তৎসম বা সংস্কৃত) বাত+অন্বিত; ৩ তৎপুরুষ সমাস}
- Bengali Word বাতাপি English definition ⇒ বাতাবি
- Bengali Word বাতাবরণ English definition [বাতাবরোন্] (বিশেষ্য) (বাংলামূলক) কথা দ্বারা সৃষ্ট আবরণ; যুক্তিসিদ্ধ কথা; (হিন্দিমূলক) পরিবেশ; কথার জাল। {বাত+আবরণ; ৬ তৎপুরুষ সমাস}
- Bengali Word বাতাবর্ত English definition [বাতাবর্তো] (বিশেষ্য) ঘূর্ণিবায়ু; ঘূর্ণিঝড়। {(তৎসম বা সংস্কৃত) বাত+আবর্ত; ৬ তৎপুরুষ সমাস}
- Bengali Word বাতাবি, বাতাবী, বাতাপি English definition [বাতাবি, বাতাবি, বাতাপি] (বিশেষ্য) একপ্রকার অত্যন্ত বড় লেবু। {(তৎসম বা সংস্কৃত) যবদ্বীপের রাজধানী বাটাভিয়া>?}
- Bengali Word বাতাস English definition [বাতাশ্] (বিশেষ্য) ১ বায়ু; হওয়া (ঝড়ো বাতাস)। ২ সংস্রব; প্রভাব (বউটির বাতাস ভালো নয়)। ৩ দূষিত বায়ুর বা বাতাসরূপী অপদেবতার প্রভাব (ছেলেটার বাতাস লেগেছে)। ৪ ব্যজন; পাখা (বাতাস করা)। বাতাস করা (ক্রিয়া) হাওয়া দেওয়া। বাতাস খাওয়া (ক্রিয়া) মুক্তবায়ু বা পাখার হাওয়া উপভোগ করা। বাতাস দেওয়া (ক্রিয়া) ১ (আলঙ্কারিক) উত্তেজিত করা; আগুন জ্বালোনো। ২ বাতাস দিয়ে ঠাণ্ডা করা। বাতাসের সঙ্গে লড়াই করা (ক্রিয়া) (আলঙ্কারিক) বিনা কারণে ঝগড়া করা। {(তৎসম বা সংস্কৃত) বাত>; (তুলনীয়) (হিন্দি) বতাস}
- Bengali Word বাতাসা English definition [বাতাশা] (বিশেষ্য) চিনি বা গুড় দিয়ে প্রস্তুত এক প্রকার মিষ্ট দ্রব্যবিশেষ (পুলকের ফেনা সফেদ বাতাসা শুভ্র চামেলি ফুল-সত্যেন্দ্রনাথ দত্ত)। ফেনিবাতাসা (বিশেষ্য) চিনির তৈরি এক প্রকার বড় বাতাসা (মেলা থেকে এক সের ফেনি বাতাসা নিয়ে এসো)। বাতাসা কাটা (ক্রিয়া) বাতাসা প্রস্তুত করা। {(ফারসি) বাতাশা}
- Bengali Word বাতাসি, বাতাসী English definition [বাতাশি] (বিশেষ্য) তিন কাঁটাযুক্ত পাবদা জাতীয় এক ধরনের ছোটো মাছ। □ (বিশেষণ) (স্ত্রীলিঙ্গ) হালকা-পাতলা গড়নবিশিষ্ট। {বাতাস+ই}
- Bengali Word বাতায়ন English definition [বাতায়োন্] (বিশেষ্য) ১ ঘরের মধ্যে আলো-বাতাস প্রবেশের পথ; জানালা। ২ গবাক্ষ। বাতায়নবর্তিনী (বিশেষ্য)( স্ত্রীলিঙ্গ) জানালার সন্নিকটবর্তিনী (উপরিতলের বাতায়নবর্তিনী অদৃশ্য শ্রোণীগণের কর্ণপথে প্রবেশ করিতে পারে-রবীন্দ্রনাথ ঠাকুর)। {(তৎসম বা সংস্কৃত) বাত(বায়ু)+অয়ন; ৬ তৎপুরুষ সমাস}
- Bengali Word বাতি (মধ্যযুগীয় বাংলা) English definition [বাতি] (বিশেষণ) সামান্য; ক্ষুদ্র; ছোট্ট। {(তৎসম বা সংস্কৃত) পতী>পাতি>বাতি}
- Bengali Word বাতি ১ English definition [বাতি] (বিশেষ্য) ১ দীপ; প্রদীপ; বর্তিকা (বাতিটা জ্বালিয়ে দাও)। ২ আলো; আলোক; আলোকবর্তিকা। ৩ সলতেযুক্ত মোম প্রভৃতি ক্ষুদ্র দণ্ড; candle। ৪ গাছের সরু দীর্ঘ গুঁড়ি বা কাণ্ড। ৫ মোমবাতির মতো দীর্ঘ জিনিস। বাতি দান (বিশেষ্য) দীপাধার। বংশে বাতি দেওয়া (ক্রিয়া) হিন্দু সমাজে কার্তিক মাসে পিতৃপক্ষে পিতৃপুরুষের আত্মার মঙ্গলের জন্য আকাশ-প্রদীপ দান করা। ২ (আলঙ্কারিক) বংশ লোপ হতে না দেওয়া (বংশে বাতি দেওয়ার মতো কেউ রইল না)। সাঁঝবাতি দেওয়া (ক্রিয়া) সন্ধ্যার সময়ে গৃহে বাতি-জ্বালানো রূপ প্রতিদিনের কারণীয় কর্ম করা। সাঁঝের বাতি (বিশেষ্য) সন্ধ্যাবেলা দেবতার উদ্দেশ্যে জ্বালানো প্রদীপ। {(তৎসম বা সংস্কৃত) বর্তি>(প্রাকৃত) বত্তি>}