ব পৃষ্ঠা ৪৭
- Bengali Word বাদাম ২ English definition [বাদাম্] (বিশেষ্য) বৃক্ষবিশেষ ও তার ফল; almond। বাদামি, বাদামী (বিশেষণ) পাটকিলা; পাটকিলে; বাদামের ন্যায় বর্ণযুক্ত; পিঙ্গল; হলুদাভ; ধূসর; বাদামের মতো (ইংরেজী অক্ষরে বাদামী কেতায় নাম খোদা বি.এন.বি. উপরের জোড়া সিংহের আকৃতি-মীর মশাররফ হোসেন)। {(তৎসম বা সংস্কৃত) বাতাম্র>}
- Bengali Word বাদাড় English definition [বাদাড়্] (বিশেষ্য) জঙ্গল; জংলা অঞ্চল (দুপুরবেলা বনে-বাদাড়ে ঘুরে বেড়িও না)। বন-বাদাড় (বিশেষ্য) বন-জঙ্গল। {বাদা>বাদাড়}
- Bengali Word বাদিত English definition [বাদিতো] (বিশেষণ) ধ্বনিত; শব্দিত। {(তৎসম বা সংস্কৃত) √বদ্+ণিচ্+ত(ক্ত)}
- Bengali Word বাদিত্র English definition [বাদিত্ত্রো] (বিশেষ্য) বাদ্যযন্ত্র; বাজনা (বাজিল চৌদিকে ত্রিদিব বাদিত্র-মাইকেল মধুসূদন দত্ত)। {(তৎসম বা সংস্কৃত) √বদ্+ণিচ্+ইত্র(ণিত্র)}
- Bengali Word বাদিয়া English definition ⇒ বেদিয়া
- Bengali Word বাদী (-দিন্) English definition [বাদি] (বিশেষ্য) রাগ বা রাগিণীর প্রধান সুর। □ (বিশেষণ) ১ অভিযোগকারী; অভিযোক্তা; নালিশ করে এমন; ফরিয়াদি (বাদী পক্ষ)। ২ বাধা দান করে এমন। ৩ বক্তা; কথক (সত্যবাদী, প্রিয়বাদী স্পষ্টবাদী)। ৪ মতবলম্বী; বিশেষ মতবাদ অনুসারী (বাস্তববাদী, সাম্রাজ্যবাদী)। বাদিনী( স্ত্রীলিঙ্গ) । বাদিতা বি.। {(তৎসম বা সংস্কৃত) √বদ্+ইন্(ণিনি)}
- Bengali Word বাদীপোতা English definition ⇒ বাঁদিপোতা
- Bengali Word বাদুড়, বাদুর English definition [বাদুড়্, বাদুর্] (বিশেষ্য) চামচিকা অপেক্ষা বৃহৎ স্তন্যপায়ী ও ডানাযুক্ত নিশাচর প্রাণী (আঁধারের শরীরে বিকল বাদুরের নৈশ পাখার দাপট-আবদুল গনি হাজারী)। বাদুড় চোষা (বিশেষণ) বাদুরে চুষেছে এমন। বাদুর ঝোলা (বিশেষণ) চলন্ত বাস-ট্রেনে বাদুরের মতো ঝুলে থাকা। [(তৎসম বা সংস্কৃত) বাতুলি>}
- Bengali Word বাদে English definition [বাদে] (অব্যয়) ১ ব্যতীত; ছাড়া (তুমি বাদে কেউ জানে না)। ২ পরে গেলে; অতীত হলে। ৩ অবর্তমানে (তোমার বাদে কে করবে? তিন দিন বাদে আবার এসো)। {(আরবি) বাআদ}
- Bengali Word বাদ্য English definition [বাদ্দো] (বিশেষ্য) যা বাজানো হয়; বাজনা; বাজনার যন্ত্র। বাদ্যকর (বিশেষ্য) বাজনদার; বাজিয়ে। বাদ্যভাণ্ড (বিশেষ্য) বাদ্যযন্ত্রসমূহ। {(তৎসম বা সংস্কৃত) √বদ্+ণিচ্(=√বাদি)+য(যৎ)}
- Bengali Word বাধ English definition [বাধ্] (বিশেষ্য) ১ বাধা; ব্যাঘাত; প্রতিবন্ধ। ২ উপদ্রব; পীড়া। {(তৎসম বা সংস্কৃত) √বাধ্+অ(ঘঞ্)}
- Bengali Word বাধক English definition [বাধোক্] (বিশেষণ) ১ অন্তরায়; বাধা সৃষ্টিকারী; বাধাজনক; প্রতিবন্ধক। ২ সন্তান উৎপাদন রোধক স্ত্রীরোগ; রজেদোষ। {(তৎসম বা সংস্কৃত) √বাধ্+অক(ণ্বুল্)}
- Bengali Word বাধন English definition [বাধোন্] (বিশেষ্য) পীড়ন; ব্যাঘাত; প্রতিষেধ। {(তৎসম বা সংস্কৃত) √বাধ্+অন(ল্যুট্)}
- Bengali Word বাধা ১ English definition [বাধা] (বিশেষ্য) ১ প্রতিবন্ধ; অন্তরায়; বিঘ্ন; ব্যাঘাত; নিষেধ (নিয়তির বাধা না মানে-রবীন্দ্রনাথ ঠাকুর)। ২ লোকবিশ্বাস অনুযায়ী হাঁচি-টিকটিকি জাতীয় দৈবনিষেধের সংকেত (বাধা পড়া)। ৩ প্রতিরোধ (বাধা না মেনে)। {√বাধ্+আ}
- Bengali Word বাধা ২ English definition [বাধা] (ক্রিয়া) ১ রুদ্ধ বা বদ্ধ হওয়া; জড়িত বা লিপ্ত হওয়া; আটকানো (কাঁটায় কাপড় বেধে গেছে)। ২ বাধা পাওয়া; প্রতিবন্ধকতা বা বিরোধ সৃষ্টি হওয়া; লাগা (স্বার্থে স্বার্থে লেগেছে সংঘাত-রবীন্দ্রনাথ ঠাকুর)। ৫ বন্দী বা ধৃত হওয়া (বেধে আনা)। ৬ বুঝতে অসুবিধে হওয়া। □ (বিশেষ্য) উক্ত সকল অর্থে। □ (বিশেষণ) আবদ্ধ। বাধানো (ক্রিয়া) ঘটানো। ২ আটকানো; বদ্ধ বা আবদ্ধ করা। □ (বিশেষ্য), (বিশেষণ) উক্ত সকল অর্থে। {(তৎসম বা সংস্কৃত) √বাধ্+অ(ঘঞ্)+(বাংলা) আ; (তৎসম বা সংস্কৃত) বদ্ধ>}
- Bengali Word বাধিত English definition [বাধিতো] (বিশেষ্য) ১ অনুগৃহীত; অনুগ্রহপ্রাপ্ত; উপকারের ঋণে বা কৃতজ্ঞতায় বদ্ধ (বাধিত হওয়া বা থাকা)। □ (বিশেষণ) বাধাযুক্ত; পীড়িত। {(তৎসম বা সংস্কৃত) √বাধ্+(বাংলা) ইত}
- Bengali Word বাধোবাধো, বাধবাধ English definition [বাধোবাধো] (ক্রিয়াবিশেষণ) বেধে যাচ্ছে এমন; সংকোচযুক্ত বা কুন্ঠাযুক্ত ভাব (বলতে বাধ বাধ ঠেকছে)। {(তৎসম বা সংস্কৃত) √বাধ্+অ(ঘঞ্)+√বাধ্+অ(ঘঞ্)}
- Bengali Word বাধ্য English definition [বাদ্ধো] (বিশেষণ) ১ বশ্য; বশীভূত; আজ্ঞাবহ (বাধ্য ছেলে, নিয়তির বাধ্য, কথার বাধ্য)। ২ নিবারণযোগ্য; নিবারণীয়; নিষেধের। ৩ উপায়হীনতা (একাজ করতে তুমি বাধ্য)। বাধ্যতা বি। বাধ্যবাধকতা (বিশেষ্য) করতেই হবে এমন; পারস্পরিক বশ্যতা; বাধাবাধি। {(তৎসম বা সংস্কৃত) √বাধ্+য(ণ্যৎ)}
- Bengali Word বান ১ English definition [বান্] (বিশেষ্য) এক তক্তার সঙ্গে অন্য তক্তা জোড়া দেওয়ার জন্য যে কাঁজ কাটা হয়। বানবাল (বিশেষণ) ১ নৌকার তক্তার জোড়া ফাঁক হয়ে যাওয়া। ২ ভণ্ডুল; ফেঁসে যাওয়া; বিপর্যয় ঘটা; ভেস্তে যাওয়া (পরিকল্পনা বানচাল হওয়া)। {(ফারসি) বান (রক্ষক)}
- Bengali Word বান ২ English definition [বোন্] (বিশেষ্য) বন্যা; জলপ্লাবন; নদ-নদীর হঠাৎ প্রচুর জলস্ফীতি বা বৃদ্ধি (সন্ধার আগে থেকেই বানের তাণ্ডবলীলা শুরু হয়)। বানডাকা (ক্রিয়া) বন্যা হওয়া। বানের পানিতে ভেসে আসা (ক্রিয়া) (আলঙ্কারিক) তুচ্ছভাবে বা মূল্যহীন হওয়া; সর্বনাশ হয়ে যাওয়া। বানভাসি (বিশেষ্য) ১ বন্যায় যা ভাসিয়ে আনে। ২ বন্যায় ভাসানো (নদীর বানভাসির পর যেমন বান রেখে যায়-কাজী নজরুল ইসলাম)। {(তৎসম বা সংস্কৃত) বন্যা>}